কুর্নিশ হে মহারাজ মসনদ দখল করে মোর ভাই চারিদিকে তাকিয়ে দেখি সে তো আর নাই মসনদে জ্বলে রোশনাই সিংহাসনে বসলে পরেই কুর্নিশ নিতে হয় বিদ্রোহ জ্বলে রক্ত তবুও লাল রঙে ভয় শব্দ করে ক্ষয় রাজপথ থেকে জয় শেষে কি তবে এমনই হয় হে মহারাজ আমরা তব ভক্ত ওয়াজের মাঠে খুশি মহাজন সুদি ভাই আমার বড় প্রিয়জন হায়াত দরাজ করো তাঁকে সে যেন ব্যাবসা দুধে ভাতে ... ...
ছেলেবেলায় নিজেকে কবি ভাবতাম , শামসুর রাহমান মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল বাব্বাহ এ কি সোজা কথা , সফেদ চুলের এই বৃদ্ধ তরুণ আমার শহরে কবিতা পাঠ করতে এসেছিল । তারপর বিড়াল চোঁখ ওয়ালা নারীদের প্রেমে টেমে পরে খাদ্য খুজতে নগরে নগরে ঘুরে একদিন পদ্মার মাঝখানে গভীর রাতে ফেরিতে বসে আবিষ্কার করলাম - দুস শালা আমি একটা নিখাদ শুয়োরের বাচ্চা । ওই এলিয়েন অর্থে আর কি । তারপর থেকে নিজের সাথে রাগ করে কথা বলা ছেড়ে দিয়েছি , চোঁখে আগুন জ্বলে কি না জানি না আয়না দেখা ও ছেড়ে দিয়েছি । অনলাইনে এখানে সেখানে ঘুরি কিছু মগজের গার্বেজ ত্যাগ করে ... ...
Mamun Abdullah আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ রক্তমাখা কুকরি ... ...
ফুল ফল লতা পাতা - লতা পাতা ফুল, জলপাই রং রাজপথে ফেলে, বিপ্লব ধুয়ে তোল; অন্তর্জাল গুটিয়ে নিয়ে - মাছ গুলো দিলে ছেড়ে, খানিকক্ষণ তরপিয়ে তাঁরা পদ্য ধরলো তেড়ে; ঢাল যদিও নেইকো ... ...