এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৩৯532567
  • @প্রত্যয় , গুণগত মান কিভাবে মাপে? ওখানে যারা পড়ে তাদের কোনো কোচিং নিতে হয় না?
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৩৭532566
  • যদুবাবু এসব নিশ্চয় করতে পারবেন -

    পঃ বঃ এ

    - প্রাইভেট আর গভঃ স্কুলের %
    - ঐ দুই রকমের স্কুলে এনরোলমেন্ট %
    - আয়ের ক্লাসিফিকেশন
    - অন্য রাজ্যের সঙ্গে তুলনা

    এগুলোর মধ্যে কোরিলেশন।
  • প্রত্যয় ভুক্ত | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৩৬532565
  • হ্যাঁ অ্যান্ডর, কারণ সবার সাথে বাংলায় কথা বলতে ভালো লাগে না, একটা নিজের চারপাশে গন্ডি বা সীমারেখা টেনে দিই অবাঞ্ছিত ব্যাক্তির সঙ্গ বা অপ্রিয় ও অপ্রয়োজনীয় খেজুরে আলাপ এড়ানোর প্রয়োজনে। বয়স বাড়ছে তো, নিজের মেজাজের সাথে সঙ্গতিপূর্ণ মানুষ না হলে ঠিক জমে না বা বাংলায় কথা বলে সুখ পাই না বা উটকো অন্তরঙ্গতা(!)র উপদ্রব সহ্য করতে হয়।আর একান্তই যেখানে ইংরাজি চলে না, সেখানে হিন্দি বা কালেভদ্রে বাংলা ব্যবহার করি, কথার সুরটি প্রয়োজনমতো পরিবর্তন করে। নিজের ভাষায় নিজের মনের মতো লোক বা নিজের জনের সাথেই কথা বলে সুখ, সবার সাথে নয়।
  • প্রত্যয় ভুক্ত | ২৪ অক্টোবর ২০২৪ ০১:২৭532564
  • হাওড়া হুগলি মেনলাইনের এলাকায় অনেকগুলিই উল্লেখযোগ্য বিদ্যালয় আছে, কর্ড লাইনের দিকে আছে যেমন পাঠভবন আবার মেথডিস্ট এর মতো স্কুল (যা অ্যাসেম্বলি অভ গড স্কুল নামে প্রতিষ্ঠিত হয় ও নাম পরিবর্তনের পর ক্রমশ যুগের সাথে অধোগামী হয়)। বাংলা মিডিয়ামের উল্লেখযোগ্য বিদ্যালয়গুলির মধ্যে অগ্রগণ্য উত্তরপাড়া হাই স্কুল, অমরেন্দ্র বিদ্যাপীঠ যেখানে চন্দননগরের দিকে রয়েছে কানাইলাল বিদ্যামন্দির, অরবিন্দ বিদ্যাপীঠ (ভাঙনের মুখে) (খুব সম্ভবত)। আবার ইংরাজি মিডিয়ামগুরোর মধ্যে ডন বস্কো লিলুয়া/ব্যান্ডেল, চন্দননগরের একাধিক স্কুল (সেন্ট জোসেফস, সেন্ট অ্যান্টনিস, অক্সিলিয়াম কনভেন্ট) এগুলো বহুদিনের পুরোনো ঐতিহ্য সমৃদ্ধ স্কুল। নতুন ইংরাজি মিডিয়ামের মধ্যে টেকনো ইন্ডিয়া (পড়াশোনার মান অপেক্ষাকৃত ভালো) বা নারায়ণা গোষ্ঠীর স্কুলেও অনেক ছাত্রছাত্রী পড়ে। আবার মেয়েদের স্কুলের মধ্যে অনেক বাংলা মিডিয়াম সরকারি স্কুলের গুণগত মান নিম্নমুখী- শ্রীরামপুরের রমেশ, মিশন স্কুল, দেবীশ্বরী প্রভৃতি। আবার মান ধরে রেখেছে কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের মতো স্কুলগুলি। শ্রীরামপুরের গঙ্গার অপর পারে রয়েছে ব্যারাকপুর, সেখানেও অনেক নামীদামি ইংরেজি মাধ্যম স্কুল আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি শাখা সহ, যেখানে প্রচুর ছাত্রছাত্রী পড়তে যায় গঙ্গা পেরিয়ে এই পারের জনপদগুলি থেকে। আবার আছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের মতো বাংলা মাধ্যম স্কুল ও। সব মিলিয়ে চারপাশে যা দেখি ও নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যা মনে হয়, খুব ঐতিহ্যপূর্ণ ও নিজেদের উৎকর্ষ ধরে রেখেছে এমন বাংলা মাধ্যম ছাড়া, ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের ঝোঁকটা ইংরাজি মাধ্যম ব্যাক্তিগত মালিকানার স্কুলের দিকেই।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:২৬532563
  • এক ক্লিকে এখন দুনিয়া, গাদা গাদা ডেটা আর রিপোর্ট, সরকারি - বেসরকারি, খুঁজে দেখলেই হয়। কোথায় খারাপ, কী ভাল। কিন্তু না ফেসবুকের বুদবুদের মধ্যে ঢুকতেই হবে আর একই ধরণের লোকের মুখে ঝাল খেতে হবে।
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:২২532562
  • @প্রত্যয়, কী সাংঘাতিক!!! ইংরেজীতে বাক্যালাপ করেন? কলকাতায়??
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:১৬532561
  • কিন্তু সব ডেটা ঝুট হ্যায়, ফেসবুক সহি হ্যায়। এই তো ব্যাপার।
     
     
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:১৫532560
  • এই তর্কটা অনেকটা পঃবঃ এ ইংরেজী মিডিয়াম স্কুল নিয়ে, বেশ কয়েক মাস আগে হয়েছিল। তারপর ডেটা দেখা গেল ঐ ৫% মত, উত্তর ভারতের রাজ্যের থেকেও কম। অথচ শিক্ষিত শহুরে মধ্যবিত্তের পারসেপ্শন হল, সব ইংরেজী মিডিয়াম হয়ে গেল, মধ্যবিত্তরা বাংলা ভাষাটাকে লাটে তুলে দিল।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:০৮532559
  • যদুবাবু, ASeR র পঃ বঃ এর রিপোর্টটা দিতে পারেন। যা মনে হয় প্রাইভেটে এনরোলমেন্ট %, নীচের ক্লাসে ৫% মত আর উঁচু ক্লাসে ২ - ৩ % মত। মান নিয়ে কিছু কথা ছিল। তো গভঃ স্কুলে কেউ যায় না বা মধ্যবিত্ত যায় না বলে মান পড়ে যাচ্ছে এসব তো আজকাল আর পারসেপশন দিয়ে চলে না। রকেট সাইন্সের কম উন্নতি হয়নি যখন। এবার ২ - ৫% এর সাথে আয়ের কী সম্পর্ক আছে সে খুঁজে দেখার জিনিস বা লঙ্গরখানার বানিয়ে ফেলার কী সম্পর্ক।
  • প্রত্যয় ভুক্ত | ২৪ অক্টোবর ২০২৪ ০১:০৪532558
  • সরকারি স্কুলগুলোর মান সত্যিই ভালো না অন্তত পশ্চিমবঙ্গে আমাদের চারপাশে, আমাদের শ্রীরামপুরে আশেপাশের সরকারি স্কুল- বাংলা স্কুল/শ্রীরামপুর হাই স্কুল, বল্লভপুর স্কুল বা সরকারি অনুদানপ্রাপ্ত মলিনা লাহিড়ি বয়েস অ্যাকাডেমি স্কুলগুলোর বেশ দুর্নাম আছে, যেমন আছে প্রাইভেট ইংরাজি মিডিয়াম স্কুলের হোলি হোম (হলিডে হোম বলা হয় ব্যঙ্গ করে), পার্ল রোজারি, বিবেকানন্দ অ্যাকাডেমি (খুব সম্ভবত), ওয়েস্ট পয়েন্ট এগুলোর। এমনকি শ্রীরামপুরের ঐতিহ্যবাহী দুটি ভালো সরকারি স্কুল ও অবক্ষয়ের মুখে - ইউনিয়ন ইনস্টিটিউশন ও নন্দলাল স্কুল। অন্যদিকে আমি যে স্কুলে ১২ বছর একটানা পড়ে বেরিয়েছি ২০২১ এ, সেই মাহেশ/রিষড়া রামকৃষ্ণ আশ্রম স্কুলটিকে এখনো এই তল্লাটে সবচেয়ে ভালো ছেলেদের স্কুল বলে গণ্য করা হয়, প্রত্যেক বছর‌ই মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্ররা স্থানাধিকার করে, সেখানেও ভেতরে ভেতরে ঘুণ ধরেছে। অনেক বিষয়ের শিক্ষক বা অশিক্ষক কর্মচারী পদ শূন্য বা আংশিক সময়ের জন্য নিয়োগ  করে কাজ চালানো হয়, পরিকাঠামোর উন্নতি আশানুরূপ না সময়ের সাপেক্ষে, শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলি আছে কিছু বা টিউশন পড়ানো নিয়ে ও তার ভাগবাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, কোন ছাত্র টিউশন পড়ছে কি না কোনো শিক্ষকের কাছে তা নিয় ফেভারিটিজম বা কোন ছাত্র একজন শিক্ষকের বিরুদ্ধ শিবিরের শিক্ষকের কাছে টিউশন পড়লে তার উপরে কোপ নেমে আসা-এসব মোটামুটি ভালোই প্রচলিত। স্বজনপোষণ বা আর্থিক দুর্নীতির মতোও অভ্যন্তরীণ ঘটনা আছে, যদিও একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি অতো বিশদভাবে অবগত ন‌ই এ প্রসঙ্গে। আর একজন ক্যুইর বা যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছাত্র হিসাবে এই স্কুলের পরিবেশ আমার কাছে ব্যাক্তিগত স্তরে যথেষ্ট শ্বাসরোধকারী বোধ হতো, সহপাঠী এবং কিছু কিছু শিক্ষকদের বদান্যতায়।
    এই পর্যন্ত যে কটি স্কুলের নাম করলাম বাংলা মিডিয়াম সব স্কুলগুলিতেই মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা আছে, প্রাইভেট ইংরাজি মাধ্যম স্কুলগুলি ছাড়া। বিবেকানন্দ অ্যাকাডেমি খুব সম্ভবত রাজ্য সরকারি ইংরাজি মাধ্যম স্কুল, অন্তত icse, cbse বা cambridge বোর্ডের অধীন না, আমাদের সময় আমরা ওই স্কুলের ছাত্রছাত্রীদের আমাদের‌ই সরকারি ব‌ই (অঙ্ক, প্রাথমিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ের জন্য রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের অধীন বিদ্যালয়গুলির ১-১০ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরিত টেক্সট ব‌ই) এর ইংরাজি সংস্করণ পড়তে দেখেছি। বাকি সমস্ত স্কুলগুলিই icse cbse প্রভৃতি সর্বভারতীয় বোর্ডের তত্বাবধানে পরিচালিত হয়। 
    শ্রীরামপুরে সবচেয়ে ভালো ইংরাজি মাধ্যম সহশিক্ষা(co-ed) বিদ্যালয় যে স্কুলটিকে মনে করা হয়, তা হল গসপেল (একসময় আমিও এই স্কুলে পড়তে চেয়েছিলাম, বিশেষত মাধ্যমিকের পর বা অন্য কোন নিকটবর্তী অথবা কলকাতার কোন ইংরাজি মাধ্যম স্কুলে লা মার্টস, জেভিয়ার্স, হেয়ার, হিন্দু বা ওইরকম কোন ঐতিহ্যবাহী ইংরাজি মাধ্যম স্কুলে, বিবিধ কারণে অতিষ্ঠ হয়ে- এমনকি স্কুলেও আমি ইংরাজিতে বাক্যালাপ করতাম অনেক সময়, সচেতনভাবেই বাকিদের সাথে একটা দূরত্ব রচনার প্রয়াসে, এবং এখনো আমি আমার খুব অন্তরঙ্গ লোকজন ছাড়া সবার সাথে চট করে বাংলায কথাবার্তা চালাই না), আর শ্রীরামপুরের বালিকা বিদ্যালয়গুলির মধ্যে সবচেয়ে ভালো মনে করা হয় আকনা স্কুল বা শ্রীরামপুর গার্লস হাই স্কুল কে, যেটি পুরোপুরিই একটি সরকারি স্কুল, এখানকার অনেক কৃতী ছাত্রী পরবর্তীকালে সফল কৃতবিদ্য মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন, এখান থেকেও বহু ছাত্রীরা বোর্ডের পরীক্ষা বা বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থানাধিকার করে-বর্তমানে এই স্কুলের ও ছাত্রীদের মেধাসম্পদের দিক থেকে গুণগত মান ক্রমশ নিম্নগামী, যার সম্ভাব্য কারণ মনে করা হয়, প্রবেশিকা পরীক্ষা তুলে দিয়ে লটারির মাধ্যমে ছাত্রী নির্বাচন।
  • r2h | 208.127.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:০১532557
  • আহা যদুবাবু আবার স্ট্যাট, রিপোর্ট নিয়ে আসে। ওসব ঝুট হ্যায়।
     
    নাগাল্যান্ড মণিপুরের স্কুলছুটের পয়েন্টটা দেখলাম।
    সরকারি স্কুলে শিক্ষার্থীস্বল্পতা, উত্তরপূর্ব, ত্রিপুরা - এইটা নিয়ে লিখছিলাম আগের পাতায়।
  • যদুবাবু | ২৪ অক্টোবর ২০২৪ ০০:৪৫532556
  •  
    এটা ASER এর সার্ভে থেকে। রাজ্য স্তরে আরো জটিল ছবি। ওভারঅল, সরকারি স্কুলে কেন পার্সেন্টেজ বেড়েছিল (এটা ২০২১) তার কিছু সম্ভাব্য কারণও দেওয়া। 
  • r2h | 208.127.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:৪৩532555
    • r2h | ২৪ অক্টোবর ২০২৪ ০০:০৯
    • আর কত কপি পেস্ট করবো? দুয়েকবার পড়ে নিন বরং, ততদিন আমি অন্য মিনিময় খুঁজিঃ)
     
    :)
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:৩৮532554
  • শুধু মান পড়ে যাচ্ছে বললে তো হবে না। পীয়ার প্রেশারই বা নেই কেন? অ্যাস্পিরেশনই বা কোথায় গেল?
  • lcm | ২৪ অক্টোবর ২০২৪ ০০:৩১532553
  • অ্যান্ডর এর প্রশ্নটা ঠিক করতে হবে, প্রশ্নটা সিম্পল - সরকারি স্কুলের মান পড়ে যাচ্ছে কেন? (এর সঙ্গে মিডডে মিল, লঙ্গরখানা.. এসব জুড়ে ব্যাপারটা ঘেঁটে গেছে)

    তবে খেয়াল রাখতে হবে যে এই "মান" বা "স্ট্যান্ডার্ড" ব্যাপারটা সাবজেক্টিভ... যেমন এক আলোচনায় শুনলাম যে জয়েন্ট এন্ট্রান্স এর প্রিপারেশন যেসব প্রাইভেট প্রতিষ্ঠান করায়, তাদের মধ্যে নাকি আকাশ নাকি আলেন কারা যেন ভালো, কারণ তাদের কোচিং রুমগুলি এয়ার কন্ডিশনড... সুতরাং... ইয়ে... মানে...
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:১২532552
  • আওরঙ্গবাবুর চিকিৎসার টইটাতে আলোচনা দরকার।
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:১০532551
  • সেই রকম আরকি।
    "আমরা যাব জামতাড়াতে চড়ব কেমন ট্রেইনে
    যদি বলো সঙ্গে নে যাও বলবো কলা এই নে।"
    হয়ত পুরো ঠিক কোট হল না, তবে ভাবটা এই। ঃ-)
  • r2h | 192.139.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:০৯532550
  • আর কত কপি পেস্ট করবো? দুয়েকবার পড়ে নিন বরং, ততদিন আমি অন্য মিনিময় খুঁজিঃ)
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:০৭532549
  • স্কুলের পরিকাঠামো বলতে ছাদ দিয়ে জল পড়া, চক নেই এইসব তো না! অ্যাস্পিরেশন! পীয়ার প্রেশার! এসব কই গেল?
  • &/ | 151.14.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:০৬532548
  • বুঝলে ডট, ট্রলেরা তোমায় বিজেপি বলছে, আমায় এতদিন বিজেপি বলেছে, হঠাৎ কাল তাল হারিয়ে কেন জানি সিপিএম বলে দিয়েছে। আজ তেড়ে ফুঁড়ে হয়ত অন্য কোনো দলে ফেলে দেবে। ঃ-)
  • r2h | 192.139.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০০:০৪532547
  • আরেকবার কপি পেস্ট করি?
    • r2h | ২৩ অক্টোবর ২০২৪ ০২:০২
    • আচ্ছা, লঙ্গরখানা ব্যাপারটা কী? মিড ডে মিল দেওয়া হয় বলে? 

      পড়াশুনো হয় না, শিক্ষক নেই, চক ডাস্টার নেই, ছাদ দিয়ে জল পড়ে - এমন সব হতে পারে। কিন্তু লঙ্গরখানার ব্যাপারটা কী? 

      এমনিতে, লঙ্গর ব্যাপারটা তো ভালো। অভুক্তকে খেতে দেওয়ার গণ রান্নাঘর। প্রতীচি ট্রাস্টের এই নিয়ে অনেক লেখাপত্র আছে। এখানে ১৭ পাতায় মিড ডে মিলের বিপক্ষের তর্ক নিয়ে কিছু আছে।https://www.pratichi.org/wp-content/uploads/2021/04/PossibilitiesMiddayMealProgramme.pdf

    ঠিক সেটাই বলেছিলাম, স্কুলের বেহাল দশা নিয়ে ক্থা বলতে হলে পড়াশুনো, পরিকাঠামো নিয়ে বলা হোক, খাবার নিয়ে কেন? মিড ডে মিল অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুকে পড়াশুনো চালিয়ে যেতে সাহায্য করছে, ঐ প্রকল্পকে লঙ্গর বলে কটাক্ষ করা সমর্থনযোগ্য না।
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৫৮532546
  • আপনাদের যুক্তিবাদী তার্কিকেরা কেন ঘূর্ণীতে পড়ছেন বুঝতে পারছি না। সমস্যাটা খাবার দেওয়া নিয়ে নয়, সমস্যাটা মান নিয়ে। পড়াশোনা চুলোর দোরে দিয়ে যদি শুধু খাওয়ানোটাই আসল হয়, তখন তাকে স্কুল বলা যায় কি আর?
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৫৫532545
  • একজন বন্ধুস্থানীয়া প্রৌঢ়া আছেন, খুবই হৃদয়বতী মহিলা। বহু বছর এই শহরেই কাজ করতেন, সম্প্রতি উত্তরের এক রাজ্যে শিফ্ট করলেন চিকিৎসার সুবিধা হবে বলে। বয়সজনিত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছিলেন।
    তাঁর অনেক পুত্র কন্যা। নানা রাজ্যে ছড়িয়ে আছেন তাঁরা। এক পুত্র ফেসবুক কোম্পানিতে কাজ করতেন। তাঁর সঙ্গে উনি কোম্পানির ক্যাম্পাসে গেছিলেন। সেখানে ফ্রী কমুনিটি কিচেন দেখে মুগ্ধ!
    ( অন্নসত্র ইত্যাদি নিয়ে কথা হতে হতে মনে পড়ে গেল এঁর কথা)
  • r2h | 192.139.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৫১532544
  • হ্যাঁ, সে তো কালই বলেছি।
    কিন্তু তার সঙ্গে লঙ্গরের কী সম্পর্ক? আমেরিকায় যে স্কুলে যায় সেখানেও তো সাবসিডাইজড লাঞ্চ আছে, অর্থনৈতিক অসুবিধা যাদের আছে তারা বিনামূল্যে খেতে পায়।

    শংখ ছোটবেলায় যে স্কুলে যেত সেখানে কলা বিস্কুট খেতে দিত (মিড ডে মিল ধরনেরই, তখন এরকম কেন্দ্রীয় প্রকল্প ছিল না, কোন কোন স্কুলে হতো)।

    বাকি তর্কটা কপি পেস্ট করে চালানো যাবে বলেছিলাম, তাই সই।
     
     
    • r2h | ২৩ অক্টোবর ২০২৪ ০২:০২
    • আচ্ছা, লঙ্গরখানা ব্যাপারটা কী? মিড ডে মিল দেওয়া হয় বলে?

      পড়াশুনো হয় না, শিক্ষক নেই, চক ডাস্টার নেই, ছাদ দিয়ে জল পড়ে - এমন সব হতে পারে। কিন্তু লঙ্গরখানার ব্যাপারটা কী?

      এমনিতে, লঙ্গর ব্যাপারটা তো ভালো। অভুক্তকে খেতে দেওয়ার গণ রান্নাঘর। প্রতীচি ট্রাস্টের এই নিয়ে অনেক লেখাপত্র আছে। এখানে ১৭ পাতায় মিড ডে মিলের বিপক্ষের তর্ক নিয়ে কিছু আছে।
      https://www.pratichi.org/wp-content/uploads/2021/04/PossibilitiesMiddayMealProgramme.pdf
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৪৪532543
  • হুতেন্দ্র, আপনার দু নম্বর পয়েন্ট। এক্কেবারে টার্গেটে হিট। ওই যে বললেন নিজের সন্তানকে পাঠাবেন না। ব্যস। এর পরে তো আর কিছু বলার থাকতে পারে না। অনেক ধন্যবাদ নেবেন। জয় গৌর, জয় নেতাই। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৩৭532542
  • এই তো! টু দ্য পয়েন্ট। খাবার অর নো খাবার, আসল কথা হল স্কুলের মান ভালো। সেটাই তো শুরু থেকেই জানতে চাইছি, মানের ব্যাপার। মান ভালো হলেই তো শিক্ষিত মধ্যবিত্ত সেখানে সন্তান পাঠাবে।
  • lcm | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৩৪532541
  • "... প্রকারান্তরে স্বীকার করলেন আপনারা যে ওগুলো লঙ্গরখানাই ... আর গরীবগুর্বো আন্ডাগুন্ডার ছেলেপিলেকে ভর্তি করা হয় যে স্কুলে খাবার দেওয়া হয়, সেখানে .... সেইজন্যেই আপনাদের অ্যাসপিরান্টরা সেখানে যায় না... "

    একেবারেই একমত নই।

    দিল্লিতে সরকারি স্কুলের মান ভাল, প্রায় সবই ইংলিশ মিডিয়াম, এবং মিডডে মিল দেয়। মধ্যবিত্ত তেড়ে সেই সব স্কুলে যায়।

    আমেরিকাতে সরকারি স্কুলের মান ভাল, সাবসিডাইজড মিল দেয়। মধ্যবিত্ত তেড়ে সেই সব স্কুলে যায়।
     
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৩৩532540
  • ডিমভাতের খোঁজ করার সময় কেলোদাকে খুবই মনে পড়ছিল। উনি বলছিলেন সবাই যখন পতাকাতলে সমবেত হচ্ছিলেন ময়দানে না কোথায়, সেই অবসরে কারা যেন এসে মোড়ে ডিমভাতের স্টল খুলেছিল। ঃ-)
  • dc | 2401:4900:2623:ce0e:6d16:6118:a0ee:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:৩১532539
  • আমি আম্মা ক্যান্টিনে খেয়েছি, মোটামুটি খেতে। 
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২৩:২৯532538
  • আমি গত ফেব্রুয়ারি মার্চে ডিমভাতের খোঁজ অনেক করেছিলাম কলকাতায়। স্টলগুলো সব পরিত্যক্ত দেখলাম, কোথাও স্টলগুলো চলছে এমন পেলাম না। আর খাওয়া হল না। হাওড়া স্টেশনে গিয়ে 'জন-আহার' এ খেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত