এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Matador | 2600:387:2:805::***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ০১:৫১532207
  • পেড্রো আলমোডোভারের বিখ্যাত ছবি https://en.wikipedia.org/wiki/Matador_(film) দেখেননি কেউ?
  • &/ | 107.77.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ০১:৪৯532206
  • উনি তো নেক্রো শুধু না , নেক্রো  বাঘিনী  ভাল্লুনি ও ছাড়েন নি 
  • &/ | 107.77.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ০১:৩৪532204
  • মোগরথ 
  • dc | 2402:e280:2141:1e8:5818:d1b7:9713:***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ০১:২৭532203
  • "নেক্রোম্যান্সির কথা উঠলে 'সাউরন' এর কথাও মনে হয়" - আর গেম অফ থ্রোনস :-)
  • kk | 172.58.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ০১:২৫532202
  • তাহলে কী ঐ সুবিখ্যাত "না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে" নেক্রোম্যান্সি নিয়েই লেখা? তা কবি স্বয়ং যদি এ'কথা বলে যান তাহলে আর ড্রাকুলা বেচারাদের একা দোষ হয় কেন? তাছাড়া নেক্রোম্যান্সির কথা উঠলে 'সাউরন' এর কথাও মনে হয়। তাকে ভুললেও চলবে না।
  • ইয়ে | 51.89.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ০১:০৯532201
  • আরজিকর নিয়েও সৈকতবাবু চটি চাটবেন এইটে এক্সপেক্ট করেছিলুম। তবে যে রেটে চাটছেন, মাঝেমদ্দ্যে গুরু খুলতে লজ্জালজ্জা করছে।
  • . | ১৯ অক্টোবর ২০২৪ ০০:৪৭532200
  • তবে কি বঙ্গের হাসপাতালে ডার্ক এজ আসিয়াছে?
    রিটার্ন অফ ডার্ক এজ।
  • &/ | 107.77.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ০০:৪৬532199
  • ডার্ক এজের ইউরোপে নাকি ড্রাকুলা টাইপের  হামরাচোমরা জমিদার  কালাজাদু করে নেক্রোম্যান্সি  করতেন . সুন্দরীদের মেরে  ফেলে  জাদু করে বাঁচিয়ে  লীলাখেলা করতেন . কেনই বা মারতেন, কেজানে . বাঁচিয়েই  যদি তুলবেন  মারার হাঙ্গাম কেন ?
  • . | ১৯ অক্টোবর ২০২৪ ০০:৩৮532198
  • নেক্রো শব্দটাই জানতাম না। 
    কিন্তু ইন্ডাস্ট্রি তো অনেক পুরনো যা শুনছি।
  • &/ | 107.77.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ০০:৩০532197
  • মুলোদের রাজত্বেই  নেক্রো ফেক্রো  হয়েছে চক্র 
  • . | ১৯ অক্টোবর ২০২৪ ০০:১৫532196
  • আচ্ছা এবার ডাক্তারিতে ভর্তি হবার আগে একটা মেডিক্যাল টেস্ট হয় হবু ছাত্র  ছাত্রীদের। একটু হালকা স্বাদের ঘটনা। 
    তো ওদের টেস্ট হচ্ছে লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের একটা দোতলার ঘরে। গার্জেনরা অপেক্ষা করছেন ঘুপচি ঘরে এবং করিডোরে। তখনও কার কোন কলেজে হবে সেটা জানা যায় নি। আমিও গেছি গর্বিত গার্জেন দিদি হয়ে। ঐ ঘুপচি ঘরের ভেতরেই বাথরুমে যাবার দরজা। এক এক করে মেয়েদের ডাকা হচ্ছে দূরে কোথাও , তাদের ব্লাড টেস্ট, হাইট, ওজন, আইটেস্ট, এসব হবার পরে হাতে টেস্ট টিউব ধরিয়ে দেওয়া হচ্ছে। তারা একে একে সেই ঘুপচি ওয়েটিং রুমের ভেতরে দিয়ে টেস্ট টিউব হাতে ঢুকে যাচ্ছে ঐ টয়লেটে। আবার একটু পরেই আধ কিংবা প্রায় পুরো ভরা টেস্ট টিউব নিয়ে সবার সামনে দিয়েই চলে যাচ্ছে ফের করিডোরের অন‍্য প্রান্তে। এবার একজন মেয়ে আর বেরিয়েই আসে না টয়লেট থেকে। ফাঁরা টেস্ট টিউব নিয়ে দুএকজন উশখুশ করছে বন্ধ দরজার বাইরে। একটু টোকাও দেওয়া হলো দরজায়। 
    একটু পরে মেয়েটি বেরিয়ে এলো, টেস্ট টিউব প্রায় ফাঁকাই বলা চলে, এদিকে দুচোখ বেয়ে অশ্রুধারা বয়েই চলছে। 
    তার গার্জেন হন্তদন্ত হয়ে ছুটে এলেন। 
    — কাঁদছিস কেন?
    — সব পড়ে গেছে।
    গার্জেন শুধু নয়, সকলেই ঝুঁকে পড়লাম সেই টেস্ট টিউবের ওপর।
    হিসি ভরে সে টিউব রেখেছিল ব‍্যালেন্স করে দেয়ালের সঙ্গে। সালোয়ার এর দড়ি বেঁধে ঐদিকে ফিরে দেখে টেস্ট টিউব শুয়ে পড়েছে মেঝেতে। সে আবারও চেস্টা করেছিল হিসু করতে, কিন্তু আর হচ্ছে না, মেয়েটি হাঁউ হাঁউ করে কেঁদে উঠলো।
    কেউ পরামর্শ দিলো, মিনিট পনেরো অপেক্ষা করো একটু জল খাবে?  সেকালে জলের বোতল নিয়ে ঘোরাফেরা করার চল ছিলো না। সে এক অদ্ভুত সমস্যা। জাস্ট হিসুর অভাবে এত কস্ট করে জয়েন্টে পাশ করা বিফলে যাবে? ক ফোঁটা হিসুর অভাবে সে ডাক্তার হতে পারবে না?
    আমি চ‍্যাংড়া টাইপ বরাবরই। বললাম ঐ টেই দিয়ে এসো, এক দু ড্রপ যা আছে ওতেই হবে। যদি ঝামেলা করে, তখন আবার ট্রাই করলেই হবে। ইউরিন টেস্টের জন‍্য অ‍্যাডমিশন আটকাতে পারে না।
  • . | ১৮ অক্টোবর ২০২৪ ২৩:৪৭532195
  • ইন্দিরা 
  • kk | 172.58.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ২৩:৪৫532194
  • ডট,
    আপনার বোনের নাম কী? আমার দিদিও ন্যাশনালেই পড়তো। ও ১৯৮৫ এ ঢুকেছিলো। হয়তো আপনার বোনকে চেনে। আপনি ওঁকেও জিজ্ঞেস করতে পারেন দূর্বা রায়কে চেনেন কিনা।
    আমি দিদির কাছে ওদের কলেজের অনেক গল্প শুনতাম। ওদেরই ক্লাসের অনেকে সাপ্লি পেয়ে আবার পরীক্ষা দিয়ে পাশ করেছে। টাকা দিয়ে ডিগ্রী পাবার কথা শুনিনি। আর জি করে আমার এক বন্ধু পড়েছে। সে ধরুন ১৯৯১ এ ঢুকেছে। তার কাছেও কখনো এমন ঘটনা শুনিনি। তবে এটা শুনেছি যে ভাইভা বা প্র্যাক্টিকাল পরীক্ষার আগে যে কলেজে সেন্টার পড়তো সেখানে নন-টিচিং স্টাফদের পয়সা দেবার চল ছিলো, তাতে তারা পরীক্ষায় খুচখাচ সাহায্য করতো।
  • . | ১৮ অক্টোবর ২০২৪ ২৩:৩৫532193
  • ঠিক কথা। আমার বোন ১৯৮৪তে উচ্চমাধ্যমিক পাশ করে সেই বছরই ন‍্যাশানালে ঢুকল ডাক্তারি পড়তে। আমি পরে খবর পেতাম যে ডাক্তারিতে থার্ড এমবিবিএসের সময় অনেকেই সাপ্লি পেয়েছিল তবে তার জন‍্য ঘুষ দিয়ে পাশ করার ঘটনা শুনিনি। শুনেছি "চেনাশোনা" ক্ষমতাবান লোকেদের ছেলেদের ভাইভার পরীক্ষায় সহজেই পাশ করিয়ে দেওয়া হতো। একজনের কথা আগেও বলেছি পুলিশ কমিশনারের পুত্র।
    কিন্তু ঘুষ কালচারের সঙ্গে যেটা আরও শকিং ব‍্যাপার সেটা হচ্ছে হাসপাতালকে পর্নোগ্রাফির ফিল্ম স্টুডিও বানিয়ে তোলার যে খবর পাওয়া যাচ্ছে। সে জিনিসই বা কবে তৈরি হলো? বাঙালি ডাক্তারদের এত প্রতিভা কীভাবে গোকুলে বাড়ছিল জানতে ইচ্ছে করে। অথচ বাঙালি নাকি ব‍্যবসা করতে পারে না। আমি কিন্তু বাংলা পর্নো ইন্ডাস্ট্রির বেশ সম্ভাবনাময় ভবিষ্যৎ আঁচ করতে পারছি। সমস্ত আইনি জটিলতা হটিয়ে দিয়ে এই শিল্প বিকশিত হোক।
  • aranya | 2601:84:4600:5410:a835:9784:7fa0:***:*** | ১৮ অক্টোবর ২০২৪ ২৩:২৪532192
  • ১৯৮১ থেকে ১৯৮৭ পর্যন্ত ক্যালকাটা মেডিকাল কলেজে প্রচুর যেতাম, দাদা ওখানে পড়ছিল তখন। অনেকের সাথে আলাপ ছিল। ছেলেমেয়েরা কোন সাবজেক্টে সাপ্লি পাচ্ছে, আবার পরীক্ষা দিয়ে পাশ করছে, যেমন হওয়া উচিত, এটাই দেখেছি। টাকার বিনিময়ে পাশ - এমন কথা শুনিনি কারও কাছে। 
    সে অবশ্য বহুযুগ আগের কথা 
  • &/ | 107.77.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ২৩:০৭532191
  • এইভাবে  টাকা দিয়ে মেডিকেল ডিগ্রি নেওয়া ---- এসব  আগেও ছিল  বলছে অনেকে। কিন্তু  কত আগে ?  একটা সময় নিশ্চয় এগুলো শুরু হয় . সেটা কবে ?
  • &/ | 107.77.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ২২:৩৮532190
  • আয় আয় আয়  , মুলোগুলোকে দূর কর .
  • aranya | 2601:84:4600:5410:a835:9784:7fa0:***:*** | ১৮ অক্টোবর ২০২৪ ২২:২৪532189
  • আমিও সিপিএমকে সমর্থন করি, দুর্নীতি কমবে, এবং বিজেপি-র সাথে সেটিং হওয়ার চান্স কম বলে, লেসার ইভিল :-)
  • dc | 2402:e280:2141:1e8:5818:d1b7:9713:***:*** | ১৮ অক্টোবর ২০২৪ ২২:২১532188
  • আমিও সিপিএমকে সমর্থন করি, সিপিএম এর ক্যাপিটালিস্ট পলিসি সমূহের জন্য :-) পরের নির্বাচনে তিনোদের হারিয়ে সিপিএম এলে পবর জন্য বেশ ভালোই হবে। 
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:cc15:582b:18b:***:*** | ১৮ অক্টোবর ২০২৪ ২২:১৯532187
  • হুতোর প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে সহমত-- ওর দ্বিধা, দ্বন্দ্ব ও আশংকা সমেত।
  • | ১৮ অক্টোবর ২০২৪ ২১:০৮532186
  • থাক এটা smiley
     
  • &/ | 107.77.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ১৯:৫৩532185
  • ও  বাবা !!!! টই তে চিত্রগুপ্তর থ্রেডে গিয়ে তো দেখি গুরুচরণ  ব্যাপার !!!!
  • r2h | 208.127.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ১৮:৫৩532184
  • হ্যাঁ, জালি ছাত্রসমাজ থেকে বেটার, একেবারে একমত।
    সিপিএমের সুবিধে করে দেওয়ার জন্য - সেটা হলেও আমার ধারনা অনেকের কাছে সেটা ইতিবাচক বলে মনে হবে। আমার কাছে তো বটেই। সিপিএমকে ধোতু মনে করি না, সেরকমভাবে সমর্থকও না, টিপিক্যাল পার্টিজান লোকজন যেমন সমর্থক তেমন তো না-ই। কিন্তু এই মুহূর্তে সিপিএমই লেসার ইভিল (শুনতে পেলে সিপিএম সমর্থকরা যা রাগ করবেন, ভেবেও শিহরন হয়), তাতে বোধহয় সন্দেহের অবকাশ কম। তৃণমূলের তিনটে টার্ম হতে চললো, এবার এমনিতেই যাওয়া উচিত। তার ওপর দুর্নীতি আকাশ ছোঁয়া, আইন শৃংখলার করুণ দশা। বামফ্রন্টের ক্ষমতায় ফেরা আইডিয়াল বলে মনে করি।

    মুশকিল হলো, এইসব জিনিস করে সিপিএমের সুবিধে আদৌ হচ্ছে কিনা - সেটা নিয়ে খুবই সন্দেহ। সিবিআই ডাকা, মলেস্টেশনে অভিযুক্ত রাজ্যপালের কাছে যাওয়া, রিক্লেম দ্য নাইট ব্যাপারটাকে সাইড করে দেওয়া, পোস্ট মর্টেম ইত্যাদি নিয়ে গুজব, নেতৃত্বের লাইন থেকে সরে গিয়ে সমর্থকদের লম্ফঝম্প - এইগুলিতে ভোটের বাজারে সিপিএমের সুবিধে হবে বলে বিশ্বাস করি না।
    আর বাম বা তৃণমূল কারোরই সুবিধে না হলে কাদের সুবিধে হবে সেটা তো স্পষ্টই।

    ওদিকে বামেরা আবার বিজেপিকে ভোট না দেওয়ার ডাক শুনলে রেগে কাঁই হয়ে যান। তো কী আর হবা।
  • সিএস  | 103.99.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ১০:৪২532183
  • সুবর্ণ গোস্বামী আর তাদের সংগঠন, পুণ্যব্রত গুণও আছেন, বিষাণ বসুও আছেন, তারা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গভঃ এর সঙ্গে tussle- এ আছে। ব্যবস্থার মধ্যে কোথায় জালি হয়, কোথায় সমস্যা, কে করে, মোটামুটি জানে। মেডিকাল কাউন্সিলের শেষ ভোটের সময়েও এরা ছিল। সিস্টেমের কাছাকাছি আছে বলেই, ভেতরের খবর জানে বলেই, এবারের ঘটনাটির ঘটার সাথে সাথে এরা জড়িয়ে পড়েছে, প্রথম দিন থেকেই এরা মেয়েটির বাড়ি গেছে, সেখানেই তো পোস্টমর্টেম রিপোর্ট দেখেছে, তারপর বাড়িয়ে বলেছে, বানিয়ে বলেছে। বিরোধিতার উদ্দেশ্য সাধু, যারা যুক্ত তাদের অভিযুক্ত করাই তো উচিত কিন্তু এঁরা দুর্নীতিবিষয়ক তাদের 'জানা' বিষয়গুলোকে ব্যবহার করেছে রং চড়ানোর জন্য। এবং ক্রমশঃ সিপিএমের সুবিধে করে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, any day ঐ জালি ছাত্রসমাজের থেকে এঁরা বেটার।
  • b | 14.139.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ১০:৪০532182
  • @ ডিসি , খুবই সম্ভব।  নামটাও কেমন অশ্লীল টাইপের  ! 
  • dc | 2402:e280:2141:1e8:10ac:dc38:78aa:***:*** | ১৮ অক্টোবর ২০২৪ ১০:৩৩532181
  • হতে পারে। 
  • সিএস  | 103.99.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ১০:২৮532180
  • মুস্তাফি তাহলে এখানকার নিয়মিত নীপা ? অথবা হাহা হিহি-দের মধ্যে কেউ ?

    প্রথমে টুকছে, তারপরে ছড়িয়েছে বুঝে মুছছে ?
  • dc | 2402:e280:2141:1e8:10ac:dc38:78aa:***:*** | ১৮ অক্টোবর ২০২৪ ১০:২২532179
  • আমারও মনে হয়েছিল কে আগে পোস্ট করেছে দেখি, সেটা টাইমস্ট্যাম্প দেখলেই বোঝা যাবে। তবে ভদ্রলোকের ফেবু লিংকে ক্লিক করে দেখলাম কনটেন্ট নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আমার লেখা কেউ কপি করবে ভাবিনি :-)
     
    ইন জেনারাল, এই সাইটে আমি যা কিছু লিখি তার ৯০% টাইমপাস মোডে। এখানে যারা দীর্ঘদিনের ইউসার তারা সেটা জানেনও। নতুনরাও সেটা খেয়াল রাখলে ভালো হয়।  
  • সিএস  | 103.99.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ১০:২০532178
  • এটা কি আর জু-ডাদের আন্দোলন না সিপিএমের আন্দোলন ? দ্বিতীয়রা নাক গলালে - যা এখন বেশী করে হচ্ছে - আন্দোলন তো নড়বড় করবে।

    ৫ দফা দাবী + কর্মবিরতি বদলে গেল ১০ দফা + অনশনে, পুজো অবধি আন্দোলন টানার জন্য। লোকে তখনই বুঝেছে কী হচ্ছে, সমর্থন কমেছে। 'বিচার চাই', 'বিচার চাই' বলছে বটে কিন্তু উদ্দেশ্য তো ডাক্তারদের দিয়ে ২০২৬ র আগে আর একটা ব্রিগেড করা। ভোটের আগে সে একটা করতেই হবে কিন্তু ৫ লাখ লোক এনেও ভোট না পেলে যেহেতু লোকে আওয়াজ দেয়, তাই ডাক্তারদের ঘাড়ে চেপে করবে ভাবছে।

    দ্রোহের কার্নিভাল ঐরকমই আর একটি কাজ, ঘাড় ব্যবহার করে করা। তার তো একটিই ছবি মোটামুটি ফেসবুকে দেখা যায়, ধর্মতলার মোড় থেকে গ্র‌্যাণ্ডের দিক অবধি, যারা কার্নিভালটি করেছে তাদের প্রোফাইলে বা সমর্থকদের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত