এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:b5f0:b1bb:96a6:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ১২:৩৩531906
  • এই যে মাদ্রাজ কালিবাড়ি। এই ভিডিওটায় হেড পুরোহিত পূর্ণেন্দু বাবুর ভাষন আছে। উনি আমার বাবার বাৎসরিক, অন্যান্য কাজ করেছেন। খুব ভালোমানুষ, তবে কিনা, ওনার পিএইচডি ডিগ্রির মানে হলো পুরোহিতগিরির ডাক্তারি। সে নিয়ে ওনার পেছনে একটু লেগেছিলাম বলে উনি আমার ওপর খচে গেছিলেন, শেষে আমার মা আবার ওনাকে বুঝিয়ে শান্ত করেছিলেন laugh
     
  • dc | 2402:e280:2141:1e8:b5f0:b1bb:96a6:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ১২:২৬531905
  • হ্যাঁ, ওটাই। ম্যাড্রাস কালিবাড়ি, উমাপতি স্ট্রিট। ওই রাস্তাটা ভয়ানক সরু। ওদের খিচুড়ি ভোগটা খুব ভালো বানায়, তার সাথে থাকে লাবড়া আর একটা সবজি। 
  • b | 14.139.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ১২:২১531904
  • @ডিসি, কালিবাড়ি কোনটে? সেই টি নগর এর কাছে স্টেশনের আন্ডারপাস দিয়ে যেতে হয় (আডিয়ারের দিক থেকে গেলে), সেইটা?
    (ওখানে লেডিকেনি না পান্তুয়া  খাবার জন্যে ৫+৫ =১০ কিলোমিটার আপ ডাউন সাইকেল চালিয়ে গেছিলাম। নিজের এন্থু দেখে এখন অবাক লাগে।)
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ১১:০৬531903
  • আরে, এ তো শমীক, গুরুর সিকি ! 

    তো, এটা একটু হবে... আনন্দবাজারের অবস্থা ভাবো... তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই ঢেলে গাল দিচ্ছে... চটিচাটা মিডিয়া.. ব্লা ব্লা...

    কিছুদিন আগেই তো একদিন অরণ্যর সঙ্গে এ নিয়ে ক্যালোরব্যালোর হল... অরণ্যর বক্তব্য ছিল যে গুরুতে রাজ্য সরকারের সমালোচনা করে লেখা বেরোয় না... তখন লিস্ট দেওয়া হল, যেসব লেখাতে রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জিকে ধুয়ে দেওয়া হয়েছে...

    এরকম স্বাভাবিক... বিশেষ করে যখন সময় একটু উত্তাল...
  • কালনিমে | 103.244.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ১০:২৫531902
  • কিন্তু সবকিছুর পরেও এই এক ভ‍্যাভ‍্যা কার আর নেওয়া যাচ্ছেনা - এদের সত‍্যোপলব্ধি করানোর দায় ও কারও থাকার কথা নয়- কারণ নিদ্রিত কেই জাগানো সম্ভব । 
    এই conspiracy theorists দক্ষিণপন্থী সিপিএমদের কাছে এখন একটাই প্রশ্ন- এঁরা যে জিনিস টা সেবন করেন সেটা বেশ উমদা চিজ্ মনে হচ্ছে- সেটা পাওয়া যায় কোথায়?
  • dc | 2402:e280:2141:1e8:b5f0:b1bb:96a6:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ১০:০১531901
  • পবতে বোধায় এখনো অতোটা খোলাখুলি বলতে পারে না, তাই এখানে ডগ হুইসল বাজায়। তার সামান্য কিছু স্যাম্পেল গুরুতে দেখতে পাই দীপচাড্ডি আর প্রবীরজিতের পোস্টে। সেটা দেখে আন্দাজ করতে পারি কিভাবে হোয়া, ফেবু ইত্যাদিতে গুজব ছড়ানো হচ্ছে। 
  • রঞ্জন | 223.185.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৯:৪৮531900
  • ঠিক কথা।
    আমি গোবলয় থেকে এসেছি।
    সেখানে কী অবস্থা বঙ্গে বসে কল্পনা  করা যায় না।অমুক নন্দ, তমুক নন্দ, তমুক সাধ্বী খোলাখুলি গণহত্যার উসকানি দেন। অস্ত্র বিলি করার আহ্বান ---- কেউ জেলে যায় না l
    প্রতিবাদ করলে গ্রেফতার,  বাড়ি ভেঙে দেয়া।
    ছোট বাচ্চারা খেলার মাঠে ঝগড়া হলে  বলে -- এখানে কেন, পাকিস্তানে যা।
     
    অভয়া ঘটনার মাসে মেলা দেখতে গিয়ে দুই কিশোরী বোন খুন হল, ওদের লাশ একজনের ওড়না দিয়ে বেঁধে গাছ থেকে টাঙানো।
    পুলিশ বলছে আত্মহত্যা।
     
    কারফিউ সময়ে সব্জিপাতির দোকান খোলার অপরাধে এক যুবককে থানায় ডেকে নিয়ে গেল।
    পরের দিন বলা হল ছেলেটি আত্মহত্যা করেছে।
    কীভাবে?
    থানার কলঘরে পাজামার দড়ি গলায় বেঁধে জলের কল থেকে ঝুলে পড়েছে।
    কিন্ত কলের উচ্চতা সাড়ে তিন ফুট,  ছেলেটি  সওয়া পাঁচ ফুট! এটা কী করে সম্ভব?
    --সব সম্ভব, কারণ ছেলেটি গরীব এবং মুসলিম। 
  • ডামি | 47.15.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৯:০৩531899
  • আরে কাকা, এরা সিপিএম মহল না। এরা নেটে গজলা করে। পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে কটা ছাগল সেসব সংখ্যা এদের নখদর্পণে। এরা খুব দূরদর্শী - আগেই বলেছিলাম এমন হবে - এই বলে নিজেদের পিঠ বাজায় এরা। ২০৩৫ সালের পশ্চিমবঙ্গ কেমন হবে এখন সব পোস্ট করে রাখছে, পরে বের করে নস্ট্রাদামুস হবে। নন্দিগ্রামের আসল ষড়যন্ত্র এরা সব জানে - তিনো আর বিজেপি মিলে ঝোপের পেছন থেকে গুলি চালিয়ে ১৪ জন মেরেছিল, পুলিশ ছিল ওদেরই সাজানো লোক, পুলিশের পায়ে হাওয়াই চটি ছিল, তারা সামনে বন্দুক তাক করে ডামি দিচ্ছিল, যে ১৪ জন গুলিতে মরেছিল তারাও তিনো-বিজেপির সাজানো লোক, জঙ্গলমহল থেকে এনেছিল ওদের, বহুদিন ধরে কষে প্ল্যান করে এটা করেছিল তিনো আর বিজেপি, এটার মাস্টার প্লান করেছিল কবির সুমন, জয় গোস্বামি, অপর্ণা সেন, শাহরুখ খান, আর সিআইএ। এরা আছে, সময় মতন পকেট থেকে বিজেমুল সেটিং থিওরি বের করে। আরজিকর কেসে সেটা একটু লুকিয়ে রেখেছে। যারা মনে করে বিজেপি এলে রাজ্যের বারোটা বাজবে, নো ভোট টু বিজেপি প্যাঁচাল পারে, এরা তাদেরকে ঠ্গ জোচ্চোর আর চটিচাটা বলে, বাকিদের শুধু চটিচাটা বলে। এদের খুব সূক্ষ্ম বুদ্ধি - ঠিক সময় মমতার বিয়ে হলে আজ পশ্চিমবঙ্গের এই অবস্থা হ্ত না - এরকম বুদ্ধিদীপ্ত মিম এর আইডিয়া এদের। কিন্তু এরা সিপিএম না। সিপিএম এর সেলিম মামারা তো এই ডামি নেট বাহিনি নিয়ে কি করবেন বুঝতে পারছে না। মাঝেমধ্যে দাবড়ে দেন। কয়েকবার মিডিয়াতে এদের হয়ে ক্ষমা চেয়েছেন মামারা।
  • রঞ্জন | 223.185.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৮:৫৮531898
  • রথীন দণ্ডপাটের বাড়ির দোতলা থেকে গুলি চালিয়ে কারা  নারী শিশু সমেত 15 জনকে মেরে ছিল?
    বুদ্ধবাবু কেন paid in their own coin বলেছিলেন?
     
    ইহার ভাব সম্প্রসারণে দশ নম্বর।
     
     অপারেশন শেখ বিনোদ কার নির্দেশে পরিচালিত হয়েছিল? তাতে বিনোদ বেঁচে যায়। কিন্ত তার দ্বিতীয় স্ত্রী সমেত অনেককে পিটিয়ে মারা হয়।
     
    উহা কি আইনের শাসন?
  • dc | 2402:e280:2141:1e8:b5f0:b1bb:96a6:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৮:৫৪531897
  • সৈকতবাবুর টই থেকে কয়েকটা লাইন টুকলামঃ 
     
    "সব মিলিয়ে এই গোটা সিরিজ থেকে তৈরি হয়েছিল একটা ন্যারেটিভ। যেখানে, গণপিটুনির ধাঁচে খুন করা হয়, যা একার পক্ষে অসম্ভব। সেটাকে ঢাকতে খারাপ ময়নাতদন্ত। বাজে ভিডিওগ্রাফি। এবং সবশেষে প্রমাণ লোপাট। "
     
    "চার্জশিটেই লেখা আছে, এইমস কল্যাণীর এফমটি প্রধান একটি বিশেষজ্ঞ বোর্ড তৈরি করেছিলেন, যারা সুরতহাল এবং ময়নাতদন্তের সময়ের ভিডিওগ্রাফি পরীক্ষা করে দেখবেন এবং ময়নাতদন্তের রিপোর্ট ভিডিওগ্রাফির সঙ্গে মিলছে কিনা এই নিয়ে মতামত দেবেন। তাঁরা মতামত দিয়েছেন, এবং তাঁদের রিপোর্টে বলা হয়েছে, "দেখা গেছে, উল্লিখিত সুরতহাল প্রক্রিয়া এবং ময়নাতন্তের সময়ের ভিডিওগ্রাফি ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে সুসমঞ্জস" । "
     
    "এইমসের ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আদর্শ কুমার এর চেয়ারম্যান। তাঁরা একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে অনেকগুলি পয়েন্টের মধ্যে একটি হল, "সুরতহাল ময়নাতদন্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।" "
     
    "অর্থাৎ ময়নাতদন্ত দুবার এবং ফরেনসিক তিনবার ক্রসচেক করা হয়েছে। তারপরেও হয়তো এগুলো সবই ভুল হতেই পারে। ক্ষেত্রে ভারতবর্ষের সমস্ত বিশেষজ্ঞদের এই চক্রান্তে যুক্ত থাকতে হবে। আছেন কিনা সেটা আমরা জানিনা, মনে হয় সম্ভাবনা খুবই কম। হয়তো শুভাশিস ঘটক বলতে পারবেন। কিন্তু আমরা যেটা নিশ্চিত করে বলতে পারি, যে, সিবিআই সূত্র অমুক বলেছে বলে  তিনি যেগুলো লিখেছেন, সেগুলো মিথ্যা। সিবিআই ওরকম কিছু বলেনি, ঠিক উল্টো কথা বলেছে, সে তো চার্জশিটেই দেখা যাচ্ছে"
     
    মুশকিল হলো, দীপচাড্ডি আর আরও অনেক চাড্ডি আশা করেছিল যে গুজব ছড়িয়ে রেজিম চেঞ্জের দিকে এগনো যাবে, যেমন আরেসেস আগেও অনেকবার অন্যান্য রাজ্যে করেছে। কিন্তু সিবিআই চাড্ডিদের সাথে কোঅপারেট করছে না। প্রধানসেবক বা স্যারকে বলেও বোধায় লাভ হচ্ছে না, সিবিআই কোনভাবেই ধর্ষন-খুন কান্ডে একাধিক ব্যাক্তির তত্ত্ব দাঁড় করাতে পারছেনা।  
  • dc | 2402:e280:2141:1e8:b5f0:b1bb:96a6:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৮:৩১531896
  • বি, কাল সকালে আমার মেয়ে, মা, আর বৌ বেরিয়ে এসেমসিয়ে হয়ে তারপর টি নগর গেছিল। আমি এসএমসিএ যাইনি কাজ ছিল বলে। আমরা প্রতিবার বেঙ্গলি অ্যাসোসিয়েশানে একদিন, আর কালিবাড়িতে একদিন গিয়ে খানিকটা সময় বসে, কথাবার্তা বলে, খেয়ে আসি কারন কালিবাড়ির পুরোহিত শুভেন্দুবাবু আমাদের খুব পরিচিত আর বেঙ্গলি অ্যাসোসিয়েশানেরও দুয়েকজন পুরনো বন্ধু আছেন। অন্য দুয়েকটা পুজোয় সময় পেলে যাই। 
  • PRABIRJIT SARKAR | ১১ অক্টোবর ২০২৪ ০৮:২৬531895
  • নন্দীগ্রামে তিনুদের চটি পুলিস গুলি চালিয়েছিল। শুভেন্দু নিজে এসবের মাস্টার মাইন্ড স্বীকার করেছিল। তাই বুদ্ধদেব এসব জানত না।
  • PRABIRJIT SARKAR | ১১ অক্টোবর ২০২৪ ০৮:২১531894
  • আগেকার দিনে রাজা গজারা বেয়াড়া লোকদের টাইট দিত হিংস্র কুমির বা জন্তুর মুখে ছেড়ে দিয়ে। আর জি কর কেস তেমন কিছু হতেই পারে। ময়না তদন্ত তড়িঘড়ি শেষ করা আর দেহ দাহ করা হলে সন্দেহ অনেক কিছুই হয়। দেহ আবিষ্কারের পরে সব এক্সপার্টরা কেস সাজাচ্ছিল বুঝতে কারুর বাকি নেই। সিবিআই যেটুকু আপাতত আদালত গ্রাহ্য ভাবে বোঝা যাচ্ছে সেটুকু চার্জ শিটে দিয়েছে।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৭:৩৪531893
  • যাক বাবা সম্পাদকও এইবারে মোটিভের প্রশ্নটা তুলেছেন। গুন্ডা পান্ডা যাই হোক, লোকটার মোটিভটা কী? আর বাইরের ওই লোক হসপিটালে ঢুকে চারতলার ঘরে গিয়ে কী করে ওরকম করতে পারল? তার তো জানারও কথা না কোথায় কখন কে কাজ করেন।
  • PRABIRJIT SARKAR | ১১ অক্টোবর ২০২৪ ০৭:১৯531892
  • খেকশালদের এই লেসার evil থিওরি বিজেপির ভয়ে তৈরি। যারা বিপ্লবের স্বপ্ন দেখে বলে দাবি করে তাদের লড়াই ধনতান্ত্রিক রাষ্ট্র যন্ত্রের বিরুদ্ধে। বিজেপি হোক তিনু হোক বা সিপিএম হোক যেই ওই রাষ্ট্র যন্ত্রের নিয়ন্ত্রক হবে তার মোকাবিলা করতে হবে। ওই লেসার evil তত্ব হল সেই সিপিআই এর লেজুর বৃত্তির তত্বের রকম ফের।
  • কুমিরমিম | 2601:5c0:c280:d900:3535:67c8:1cd2:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৬:১৩531891
  • @r2h | 165.1.172.196 | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৩৯

    "এই বাজারেও একটা মিম কলকাত্তাই সিপিএম মহলে জনপ্রিয় হয়েছে - কোন একটা টইয়ে কেউ দিয়েওছেন।"
    - এই মিমটার কথা বলছেন?





    "তবে ঐ জিনিসটা, ক্লান্তি ও বিরক্তি ছাড়া কিছু উৎপাদন করে না, সেই হল মুশকিল।"

    - একমত। 
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ০৫:১৯531890
  • কেরালাই একমাত্র ...
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ০৫:১৭531889
  • করাপশন তো আছেই। কতজন সিটিজেনদের ঘুষ দিতে হয়েছে সেই বেসিসে ২০১৯ সালের একটা সার্ভের রেজাল্ট এরকম 
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৫:০৭531888
  • 'নন্দীগ্রামে সূর্যোদয়' হয়েছিল, ঐ আন্দোলনে লোক পেটানো আর মারার পরে। বিমানবাবু বলেছিলেন, যেন বিপ্লব সমাপ্ত হইল। এই তো সব প্রমাণ, 'আগে কী সুন্দর দিন কাটাইতাম' মার্কা মিথ্যের।
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৫:০৭531887
  • এত বড় মিথ্যে... কোনটা? নন্দীগ্রামে ম্যাসাকার তো হয়েছিল।
    পুলিশের সঙ্গে পার্টি ক্যাডার ছিল, সেই তত্ত্ব খারিজ হয়েছে বলে শুনিনি।
    কুমির - সত্যি মিথ্যে জানি না, অতিরঞ্জন হওয়ার সম্ভাবনা প্রবল। তবে অন্যস্বর বা তৎকালীন গুরুর পাঠকসংখ্যা ভোতের জন্য ডিসাইসিভ বলে মনে করি না। ওটা মূলত প্রাক্তন ও বিক্ষুব্ধ গুরুদের অভিযোগ।

    মিথ্যাচার মাওবাদীদের সঙ্গে করেছে, ভয়াবহ। তাদের কাজে লাগিয়ে পরে নিকেশ করে দিয়েছে। ওটা ভয়ানক। কিষেনজি এট আল তৃণমূলের সঙ্গে সওদা করতে গিয়ে ব্লান্ডার করেছে।
    তবে তার পটভূমিকা বিতনু চট্টোপাধ্যায়ের ময়ূরঝর্ণা উপন্যাসে অনেকটা ধরা পড়ে।
    প্রসঙ্গত, উপন্যাসটি মূল্যবান। গুরু থেকে বই হলে খুশি হতাম।

    অন্য দিকে কী (না) করতে পারে... প্রচুর চুরি, দুর্নীতি করছে। করে ফাটিয়ে দিচ্ছে, প্রায় ভারতের অন্য রাজ্যগুলির সঙ্গে তাল মিলিয়ে ফেলছে। তবে এখনও অন্তত মরিচঝাঁপি বা কাশীপুর বরানগরের সমতুল্য কিছু করেনি, তো, মার্কিন বুলিতে, আই অ্যাম গুড আরকি।
    বামেরা ফিরে এলে খুশি হতাম, আমি মনে করি পব থেকে সংসদীয় বাম রাজনীতির অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া ভয়াবহ বিপজ্জনক।
    কিন্তু গুরুত্বপূর্ণ সমর্থকদের যা ফর্মা দেখি, ভরসা হয় না।
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ০৫:০৪531886
  • অ্যাকচুয়ালি, নন্দীগ্রাম নিয়ে নানা রটনা হয়েছিল সে সময়, হাত পা চিড়ে ফেলা, লাশ নদীতে ভাসিয়ে দেওয়া, সেই নদীতে কুমীর এসে লাশ খেয়ে নেওয়া, মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া.. - কিন্তু এসবে ততটা  ইমপ্যাক্ট হয় নি যতটা হয়েছিল বুদ্ধবাবুর একটি কমেন্টে - দে হ্যাভ বিন পেইড ব্যাক ইন স্য সেম কয়েন। এই স্টেটমেন্টের ইমপ্যাক্ট ছিল সাংঘাতিক। এটা ছিল আগুনে ঘি ঢেলে দেওয়া কমেন্ট।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৫:০২531885
  • গণধর্ষণ চলে গিয়ে এখন হুজুগ হয়েছে গণপ্রহার। এর ইউনিট কী ওনারাই জানেন।

    কিন্তু, কিন্তু, এই গণপ্রহারের কথা কেউ কোর্টে গিয়ে বলবে ? ট্রায়াল কোর্টে রিপোর্ট জমা হয়েছে, অন্য কেউ সেই কেসে পার্টি হতে পারে না ?
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৫২531884
  • নন্দীগ্রামে পুলিশের গুলিতে ১৪ জন চাষীর মৃত্যু। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে ওটা এক সংঘাতপূর্ণ ঘটনা। বামেদের জনভিত্তি নড়ে যায় ঐ ঘটনা ঘিরে।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৫১531883
  • সিপিএমের মত কনসিস্টেন্টলি গুলি চালিয়ে লোক মারা এখনো করতে পারেনি। আর সেসবের পোষা সমর্থকও এখনো তৈরী করতে পারেনি।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৪৭531882
  • এরা নিজেরাই বুক ফুলিয়ে বলে পুলিশ সাজিয়ে গুন্ডা নিয়ে গিয়েছিল। কিছুতেই কিস্সু হয় না। এরা জানে সেটাও। সেইজন্যেই এত র‌্যালা নেয়।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৪৭531881
  • ক'দিন আগে তো এই সাইটে শেয়ার হয়েছিল, চার্জশীটের পিডিএফ। অরণ্যবাবু পড়েছেন কিনা জানিনা, সেই রিপোর্টে সই কিন্তু ঐ হাথরাস কেসের মহিলা অফিসারের, নাম দেখে খুঁজে দেখেছি। তো এইটা জানানোর, যাদের ওপর ভরসা ছিল, খুব প্রখর অফিসার তারা এই রিপোর্ট দিয়েছে। এখন কী বলবেন, সবাইকে কেনা হয়েছে ? মাইরি !
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৪৪531880
  • এত বড় মিথ্যার উপরে দাঁড়িয়ে যাদের ক্ষমতায় আসা, চিন্তা করুন হুতেন্দ্র, তারা কী না করতে পারে।
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৪২531879
    • &/ |  ১১ অক্টোবর ২০২৪ ০৪:৩৭
    • নন্দীগ্রামের কুমীরের গপ্পো তো রীতিমত ছাপিয়ে দিয়েছিল ।পরেও ভুল স্বীকার করেনি 
     
    ভুল স্বীকারের প্রশ্ন ওঠে নাকি ওঠে না, যেটাই হোক সেটা কেন - তা নিয়ে একাধিক সম্পাদকীয় লেখা, আলোচনা ইত্যাদি হয়েছে। তাতে মতামত দিতে বাধা নেই কিন্তু! 
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৩৯531878
  • কুমিরে চড়ে এসেছিল - এটা কিন্তু খুবই ক্লিশে হয়ে গেছে। অন্যস্বরে প্রকাশিত সৌমিত্র বসুর নন্দীগ্রামের সেই রাত গুরুতে পুণঃপ্রকাশিত হয়েছিল, তা নিয়ে এতই চর্বিত চর্বন হয়েছে, যে ব্যাপারটা এখন ক্লান্তিকর। সেটার কী কেন সেসব নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক প্রতিতর্ক হয়েছে - কিন্তু তাতে অন্যপক্ষের তেমন পার্টিসিপেশন চোখে পড়েনি।

    হ্যাঁ, যুক্তি তর্ক না করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে টোন কাটার মত - সে করাই যায়। এই বাজারেও একটা মিম কলকাত্তাই সিপিএম মহলে জনপ্রিয় হয়েছে - কোন একটা টইয়ে কেউ দিয়েওছেন।
    তবে ঐ জিনিসটা, ক্লান্তি ও বিরক্তি ছাড়া কিছু উৎপাদন করে না, সেই হল মুশকিল।

    এবার অন্যদিকে, রাজ্যবাসী মূলোদের এনেছে বলে সৃষ্টি ভেসে গেল, সেটাও একটু গোলমেলে। সিপিআইএমের তুলনায় তৃণমূল অনেক বেশি চোর দুর্নীতিগ্রস্ত, তাতে বিন্দুমাত্র সন্দেহ, আমার নেই। ২০১১র আগেও ছিল না, এখনও নেই।
    কিন্তু একটি দল তিন দশকের ওপর রাজ্যশাসনে থাকা স্বাস্থ্যকর না - এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং তিন দশকের ওপর ক্ষমতায় থেকে একটা টার্ম ক্ষমতার বাইরে গেলেই জনভিত্তি ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া তাদের আদর্শগত অন্তঃসারশূন্যতা প্রমান করে, সেটাও মনে করি। সেটা আগে করতাম না, এখন করি। আগে মনে করতাম বামেরা ফিরেই আসবে। আবার বামেদের সময় সিঙ্গুর নন্দীগ্রাম রিজওয়ানুর বানতলা ইত্যাদি হয়েছিল, তার প্রতিটি ঘটনা ভুলে গেলেও, মরিচঝাঁপির মত ব্যাপার ভোলা সম্ভব বা উচিত না।
    তো, বাম থাকলেই এই রাজ্যে নাহি র'তো হিংসা অত্যাচার - সেটাকে একটু কষ্টকল্পনা বলে মনে করি।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৩৯531877
  • যারা ছাপিয়েছিল বিকাশবাবুকে ধরে কেস করুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত