এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৩৯531876
  • বিকাশবাবু না করলে (উনি তো আর কেস দেখছেন না, যা বলার হাইকোর্টেই বলে দিয়েছেন), ডাক্তাররা তাদের সুপ্রীম কোর্টের উকিলদের বলুন, যে তারা এই রিপোর্ট মানে না, অতএব ওঁরা যেন কোর্টে সেটা বলেন। বড় বড় ধামা এনে কেস চাপা দেওয়া হচ্ছে, সেটা যখন সবাই জানে, তাহলে তারাও তো বলতে পারে। অন্তত তাদের দিয়ে বলানো হোক, না হলে সোশাল মিডিয়ার কোণে বসে এই কাঁদুনির তো কোন মানে নেই।
  • গুল | 47.15.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৩৮531875
  • হাড় ভেঙ্গে চুরমার, পা ভেঙ্গে ১৮০ ডিগ্রি - আর গুল ছড়াবেন না পিলিজ। কে কবে হলদি নদীতে গুল ছড়িয়েছিল বলে তার বদলা নিতে একটি মৃত মেয়ের শরীর নিয়ে গুল ছড়াবেন না, ওকে ছেড়ে দিন পিলিজ।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:৩৭531874
  • নন্দীগ্রামের কুমীরের গপ্পো তো রীতিমত ছাপিয়ে দিয়েছিল ।পরেও ভুল স্বীকার করেনি 
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:২৯531873
  • এত ফরেন্সিক, এত ডিএনএ, এত টেস্ট, এত হ্যানাত্যানা ব্যবহার করে তদন্তপ্রক্রিয়ার উন্নতি করে কী হল, লোকে সেসব তো বুঝেও দেখে না। যা বায়াস সেই অনুযায়ী কথা আউড়ে যায়। মূল যুক্তি হল, 'আমি তো জানি'। হোয়াতে ইন্দু- মুসলমান নিয়ে রটানো কথা এইভাবেই চলে, যারা সেসবে বিশ্বাসী, বায়সড, তাদের তথ্য দিলেও বোঝে না। নিজেদের 'যুক্তি' থাকে। তফাত তাহলে কী ?
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:২১531872
  • সিবিআইয়ের ওপরে ভরসা রাখুন। তারা তো সব গুটিয়ে দিল্লী ফিরে যায়নি, বলেছে তদন্ত চালিয়ে যাবে। আরো তথ্য পাওয়া গেলে সাপ্লি চার্জশীট দেওয়া হবে। সেই চার্জশীটে যাতে অন্তত কিছু ঢোকে তার জন্য সিবিআইকে কিছু করানো যায় কিনা ভাবুন। নিজে না পারুন অন্তত বিকাশবাবুকে ভাবতে বলুন।

    মাইরি, একদিকে সরকার মিথ্যেবাদী, অন্যদিকে প্রতিবাদী আর বিরোধীরাও সেরকম, হয় বলে নয় বিশ্বাস করে। মিথ্যে - মিথ্যে পোলিটিক্স। যুক্তি - ফুক্তির বালাই নেই, সোশাল মিডিয়া যা বলে দিয়েছে তাই সত্য বলে মেনে নিয়েছি। এভাবে হয় না কিছু।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:১৬531871
  • মূলোরা কুমীরে চড়ে এসেছিল। খাল কেটে সেই কুমীর এনেছিল রাজ্যবাসী 
  • :|: | 174.25.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৪:১০531870
  • কিন্তু এরা কি কিছুতেই বুঝবেননা যে মিথ্যা প্রচার করে ক্ষমতায় আসা যায়না। ঈর্ষা অতি বিষম বস্তু। নিজেদের পজিটিভ কন্ট্রিবিউশন কিছু করতে হবেই। মিছিল আর বন্ধের রাজনীতি জনতা বহু বহু বছর আগেই প্রত্যাখ্যান করেছেন। ওপথে ফেরা অসম্ভব।  
  • প্রতিষ্ঠান | 47.15.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৩:৫১531869
  • উঁহু! সন্দীপ ঘোষ বলবেন না, বলবেন প্রতিষ্ঠান। যখন ডাক্তার কোনো বাজে কাজ করে তাকে বলা হয় প্রতিষ্ঠান। আর ডাক্তার যখন ভালো কাজ করে তাকে বলে সিপিএম।
  • :|: | 174.25.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০৩:১৮531868
  • ১টা১৪ -- "এতগুলো হাড় ভাঙা, ... " এই রিপোর্ট কোথায় পেলেন? সিবিআই-এর চার্জ? আমি তো দেখলুম না। মিস করেছি হয়তো। অনুবাদেও পড়েছি বলে মনে করতে পারছিনা। 
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০২:৩৯531867
  • কাঁটাছেড়া চলছে, সেটাই তবু একটু কিছু। নাহলে তো বৃহৎ বৃহৎ ধামা দিয়ে সব চাপা দিয়ে দিত। কত কিছু যে ধামার তলায় চাপা দিয়েছে এতদিনে, তার তো ইয়ত্তা নেই।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৫৫531866
  • এই সেদিন ন বছরের একটা বাচ্চা মেয়েকে খুন করেছে, দেখলেন? সেই কেসটার কী অবস্থা দাঁড়াবে কেজানে। ডাক্তার মেয়েটির ক্ষেত্রে তবু তো সামাজিক চিৎকার উঠে এতটা আন্দোলন তবু হয়েছে, আরও হবে। ওই বাচ্চা মেয়েটির কেসে কী হবে কেজানে।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৫০531865
  • কিছু হয়ও নি কারুর, কোরপান কেসে। সব বেমালুম ধামাচাপা।
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৪৯531864
  • প্রমান লোপাটের চেষ্টা - সেটা তর্কযোগ্য। যদিও সেরকম হয়েই থাকতে পারে। সন্দীপ ঘোষ তো নেহাত ভালো লোক বলে মনে হয় না, হতেই পারে সঞ্জয় রায়ের সঙ্গে অন্য দুর্নীতিতে তার সাঁট ছিল, ধরা পড়ে গেলে অন্য বেড়াল বেরুতে পারতো। বা নিজের জমিদারি প্রতিষ্ঠানে বেশি হই হল্লা হলে এখন যা হচ্ছে তাই হতে পারে সেই ভয়ে।

    আবারও, এই সবই অনুমান, মনে হওয়া, এই ঘটনা নিয়ে এত কাঁটাছেঁড়া হওয়াটাই অতীব দুঃখের।
    কিন্তু সেটাই চলছে চারদিকে।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৪৬531863
  • তবেই বুঝুন। ডাক্তারেরা গণপ্রহার দিয়ে খুন যে করতে পারে, তারই তো প্রমাণ কোরপান শাহ।
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৪৫531862
  • অ্যান্ডর, কিছু কিছু অপরাধের ক্ষেত্রে শিকার সামনে আছে -সেটাই মোটিভ। ট্রামে বাসে যারা মেয়েদের সঙ্গে নোংরামি করে, তাদের যেমন। বা দিল্লিতে নির্ভয়া কেসে যা হয়েছিল - স্থান কাল পাত্রই মোটিভ।

    যদিও আমি তো গোয়েন্দা নই, তাই মোটিভ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মত কিছু বলতে পারবো না। কিন্তু এরকম হয়। হওয়া উচিত না, এরকম হওয়া সভ্যতার কলংক, তাও হয়।

    আসামী তো দাঁড়ায়্নি, ধরা পড়েছে। এবং আদালতে বেকসুর হিসেবে আর্জিও করেছে।

    কোরপান শাহ - সেও তো রাস্তায় না, হস্টেলে। শুধু মোবাইল চোর খোঁজার মোটিভে শিক্ষিত মেধাবীরা পিটিয়ে ফেললো, এটা একটু অড। হাতের সুখ - সেটাই মোটিভ।
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৪২531861
  • এখন যেটা হচ্ছে, সেটা বেশ ডিসটার্বিং লাগছে। জুনিয়ার ডাক্তারদের দাবি দাওয়া নিশ্চয় খুবই ভ্যালিড। কিন্তু দুটো জিনিসকে মিলিয়ে দেওয়াটা গোলমেলে লাগছে। কোরপান শাহ, বা ১৯-এ রোগী জুনিয়ার ডাক্তার খণ্ডযুদ্ধের সময়ের ঘটনাগুলি বরং নজরদারী, স্বচ্ছ তদন্ত, রোগী ডাক্তারের মধ্যে বিশ্বাসের সম্পর্ক, হোস্টেলে কী কী হয় বা হতে পারে - সেসব নিয়ে প্রশ্ন তোলার জন্য খুব বড় ক্ষেত্র ছিল।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৪১531860
  • হুতেন্দ্র, একটা প্রশ্ন একটু ভাবুন। মোটিভটা কী? গুন্ডা হোক, পান্ডা হোক যাই হোক, এইভাবে বীভৎসভাবে একটা মানুষকে ভেঙেচুরে ফেলে খুন, মোটিভটা কী? প্রমাণ লোপাটের এত চেষ্টাই বা কেন শুরু থেকে? (ঘটনা রাস্তায় ঘটে নি, ঘটেছে একটা সুরক্ষিত হাসপাতালের ভেতরে, চত্ত্বরে না, রীতিমত ঘরের ভেতরে। বাইরের একটা গুন্ডা এসে কোন মোটিভে একা একা এত ঝামেলা করে খুন করে আবার আসামী দাঁড়াবে? )
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৩৯531859
  • এবার, সিবিআই বলেছে বলেই ধ্রুব সত্য এমন কি আমি বিশ্বাস করি? না। কিন্তু জাস্টিসের জন্য আন্দোলনে যাঁরা মূল মুখ, তাঁরা সিবিআই চেয়েছিলেন। এমনকি প্রথম দিকের উকিল, বিকাশ ভট্টাচার্য। তাই, হয়তো সেটাই সব থেকে ভালো।
    সিবিআই সেটিং করে বললে, সেটাও একরকম মেনে নেওয়া যায়, তা যৌক্তিকও। কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ, উকিল, সমাজ ও রাজনীতি সচেতন শিক্ষিত মেধাবী লোকজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিষয়ে পছন্দ মত সমাধান না হওয়াতেই যদি মতামত বদলান, তাতে ঠিক পরিনত রাজনৈতিক বুদ্ধির পরিচয় পাওয়া যায় না, এবং বাকি সব মতামত নিয়েই সন্দেহ হয়।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৩৪531858
  • যেমন মোদি তেমনি ট্রাম্প। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ।
  • r2h | 165.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৩৪531857
  • ন্যাড়া সিয়া ইত্যাদি প্রসঙ্গে টইয়ের পোস্টটা এখানে কপি করি।
     
    • r2h | ১০ অক্টোবর ২০২৪ ২০:২৭
    • জনমত গণ-র পক্ষে, অন্যদিকে সরকার, রাষ্ট্র, পুলিশ, কেন্দ্রীয় - ইত্যাদি কাউকেই ধোতু মনে না করেও কেন জনপ্রিয় মতে সাবস্ক্রাইব করছি না, এই প্রশ্নটা নিজেকে করেছিলাম। তাতে যা উত্তর পেলাম তার মধ্যে অনেকটা 'আমার মনে হয়' ধরনের।
      তবে এই বাজারে লোকজন ফরেনসিক রিপোর্ট থেকে প্রত্যক্ষদর্শী সবেতেই আপন মনের মাধুরী মিশিয়ে দিচ্ছেন। তো আমার মনে হওয়াটাও লিখেই দিই।

      একে তো একজন হা ক্লান্ত মানুষ যাঁর নাতিদীর্ঘ জীবনকাল পড়াশুনো করেই কেটেছে, তার পক্ষে একজন বক্সিং প্রশিক্ষিত আরক্ষাবাহিনীর গুন্ডার সঙ্গে মল্লযুদ্ধে জেতা সম্ভব না। ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হয়ে মহাভারতের অবশিষ্ট মহারথীরাও আত্মরক্ষা করতে পারেননি। তবে সেসব সাবজেক্টিভ জিনিস। সবথেকে বড় যেটা মনে হয়, ঘুঘুর বাসার ডাক্তাররা, যতই হোক, তারা তো কেউ পোড় খাওয়া ক্রিমিনাল না। হতে পারে ক্ষমতালোভী, অর্থলোভী, চোর, দুর্নীতিগ্রস্ত। কিন্তু হাসপাতালের ডাক্তাররা, একজন না, এক পাল লোক দল বেঁধে তাদেরই একজন সহকর্মীকে নৃশংস ভাবে পরিকল্পনা করে মেরে ফেললো- 'আমার মনে হয়', পৃথিবী এখনও এত ডিস্টোপিক হয়ে যায়নি।
      সংগঠিত রাজনৈতিক গুন্ডা যেমন বজরং দল ইত্যাদি, বা সেনাবাহিনী - ইত্যাদিরা হয়তো এসব করতে পারে। কিন্তু সরকারী চাকরি করা ডাক্তাররা... যত দুর্নীতিগ্রস্ত ইত্যাদিই হোক, এরকম কিছু করতে পারে বলে বিশ্বাস করি না, দলগত ভাবে।

      এবার হতেই পারে এই সঞ্জয় রায়ের সঙ্গে অন্য দুর্নীতিতে সন্দীপ ঘোষের সাঁট ছিল, তাই একটা লেভেলে আড়াল করার চেষ্টা করেছে, কে জানে। নাও হতে পারে, শুধুই অবহেলা, তাও হতে পারে। সঞ্জয় রায় ওয়েল কানেক্টেড, কপুর মোটরসাইকেল নিয়ে ঘুরতো, কর্তব্যরত অবস্থায় মদ্যপান করার প্রমান থাকা সত্বেও চাকরি যায়নি- এইসব গ্রাউন্ডেই ব্যাপক তদন্ত ও দু'দশজনের জেল জরিমানা চাকরি যাওয়া উচিত।

      তবে আবারও, ডিসক্লেমার দিয়েই দিলাম, এই সবই মনে হওয়া। স্বগতোক্তিও ধরে নেওয়া যায়, গুরুত্ব দেওয়ার দরকার নেই।

      কিন্তু মুশকিল হল বিপুল জনগন তাদের মনে হওয়াটুকু সম্বল করে গণ্ডা গণ্ডা মিথ্যে ও অর্ধসত্য ছড়াচ্ছেন। তাতে করে মহান কোন লাভ হলে ঠিক আছে, তবে তার সম্ভাবনা বিষয়ে আমার 'মনে হওয়া' আলাদা, এই যা।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:৩০531856
  • সরকার চায় স্বাস্থ্যে বেসরকারীকরণ হোক। কেন্দ্র রাজ্য দুইই। সেজন্যই আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথী। একশজন ডাক্তারকে সরকারি চাকরি দেবার থেকে রোগীকে একথোক টাকা দিয়ে দেওয়া সোজা। এবার সে ওই টাকা দিয়ে বেসরকারীতে চিকিৎসা করাক। ভোটও পাওয়া যাবে। পব আয়ুষ্মান ভারত নেয়নি কারণ তাহলে সবাই আবার দক্ষিণে চলে যেত। স্বাস্থ্যসাথীতে রাজ্যের টাকা রাজ্যের মধ্যেই থাকবে। 
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ০১:২৪531855
  • খাইসে !
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:১৬531854
  • এ তো সেই হয ব র ল  এর 'আসামী সাজবি? দু আনা পয়সা পাবি' এর চেয়েও প্রহসন।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:১৪531853
  • গণপ্রহারের ব্যাপারটা বেমালুম গায়েব করে ন্যাড়া আনলে তাই তো বলব। এতগুলো হাড় ভাঙা, এত আঘাতের চিহ্ন ---সব বেমালুম চাপা, ধামাচাপা। এক ন্যাড়াকে দেখিয়ে দিচ্ছে।
  • আহা | 2409:40e0:102e:de34:2876:fbff:fe55:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০১:১১531852
  • নব্য সিপিএম এর সিয়াকেই চাই!! 
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ০০:৫৩531851
  • গত ৫০ বছরে, মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে (৪ বিলিয়ন থেকে ৮ বিলিয়ন), ওদিকে  ...

    Wildlife numbers fall by 73% in 50 years, global stocktake finds
    https://www.bbc.com/news/articles/c5y3j0vzpl3o
  • কালনিমে | 103.244.***.*** | ১১ অক্টোবর ২০২৪ ০০:৪০531850
  • ২৩ঃ২৭ আপনি কি সত্যিই ভেবে বলছেন - সমস্ত রকম প্রমাণ including dna match অভিযুক্তের বিরুদ্ধে তার পরেও তাকে বেচারা ন‍্যাড়া ভাবছেন - এরপরে কি এফবিআইয়ের তদন্ত দাবি করবেন? আপনারা তাহলে আর বিচার চাই বলবেন না প্লিজ- কারণ নিরপেক্ষ তদন্ত বা বিচার আপনারা চান না। আপনাদের দাবির সঙ্গে অভয়া কান্ডের কোন যোগ নেই- আপনারা নিজস্ব রাজনৈতিক দাবি পেশ করছেন - অন্তত সেটুকু সততা দেখান নিজের বোধ এর প্রতি-  ডিলিউশনাল হবেন না প্লিজ ।
  • lcm | ১১ অক্টোবর ২০২৪ ০০:৩৬531849
  • এ নিয়ে শ্যাভেজ এর কোট দিয়ে দিই, অনেক দিন আগে দিয়েছিলাম গুরুতে, খুঁজে পেলাম ---

    প্রাইভেট ক্যাপিটাল নিয়ে শ্যাভেজ-এর মোস্ট বেসিক এন্ড অবভিয়াস কোট :
    Health can't be privatized because it is a fundamental human right, nor can education, water, electricity and other public services. They can not be surrendered to private capital that denies the people from their rights...
  • টাকা দিয়ে ডাক্তারি | 2409:40e0:102e:de34:2876:fbff:fe55:***:*** | ১১ অক্টোবর ২০২৪ ০০:২১531848
  • আর বহু লাখ কি কোটিতে টাকা দিয়ে প্রাইভেটে কি ম্যানেজমেন্ট কোটায় ডাক্তারিতে ঢুকতে পারা ও পড়া নিয়ে কী মতামত lcm, অরণ্য?  
     
    স্বাস্থ্যশিক্ষায় এই বেসরকারিকরণ ও টাকাই নির্ণায়ক হওয়ায় আপত্তি জানিয়ে কোন দাবি দেখলেন,  আপনাদের দাবি আছে? 
  • :|: | 174.25.***.*** | ১০ অক্টোবর ২০২৪ ২৩:৫১531847
  • ২৩টা ২৭: খুনী ধরা পড়েছে। কেন্দ্র এবং রাজ্য দুই স্তরের গোয়েন্দাগিরি অনুসারে। দুর্নীতিগ্রস্তদের দুর্নীতির তর তম অনুসারে শাস্তি এবং বিচার চলছে।  ​​​​
    শুধুমুধু এমন গেলো গেলো করে ​​​​​​​লাভ ​​​​​​​কী? 
    নিহত ডাক্তার কোনও অস্বাভাবিক চাপে ছিলেননা। বিশেষ বন্ধু পরিষ্কার বলেছেন। এই যে ভিডিও 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত