এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০২:৪০531394
  • কিন্তু ওঁরা নিয়েছেন ভাব, মননকৌশল ইত্যাদি, এমনি-এমনি টুকে দেন নি। রবীন্দ্রনাথের ছোটোগল্পগুলো যেমন, লোকে বলেন কৌশলটা ইউরোপ থেকে নেওয়া, কিন্তু গল্পগুলোর একটাতেও কিন্তু ইউরোপীয় সমাজের কোনো বর্ণগন্ধ নেই, আখ্যান সবটাই বাঙালি সমাজের আখ্যান, অনুষঙ্গগুলোও তাই। বেদ উপনিষদ বাউল বৈষ্ণব অনুষঙ্গ এসেছে, অপরিচিত অজানা সিম্ফনি টিম্ফনি কিন্তু আসেনি। এমনকি বরফের কথা পর্যন্ত প্রায় কোথাও নেই, ভিনদেশী গাছপালা পশুপাখির কথাও নেই।
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০২:৩৪531393
  • বাঙালির রেনেসাঁ ব্যাপারটাই নাকি ইউরোপ 'অনুপ্রাণিত'। যাঁরা ওদের স্পিরিট ঠিকঠাক অ্যাবজর্ভ করে তারপর নিজস্ব নানাকিছু সৃজন করেছেন, তাঁরাই বেঙ্গল রেনেসাঁ এনেছেন।
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০২:৩১531392
  • কত ফিকশন যে ইন্টারনেটপূর্ব যুগে ঐরকম 'অনুপ্রাণিত' হয়ে লেখা, তার ইয়ত্তা নেই। ঋণস্বীকার করেছেন ওইসব লেখকদের অতি সামান্য অংশ। নেট আসার পর এখন লোকে ধরে ফেলছে।
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০২:২৭531391
  • অনুবাদের ক্ষেত্রে আমার চিরকালই একটা খটকা থাকে অনুমতি ইত্যাদির ব্যাপারে বা আইনগত কিছু ব্যাপার থাকে কিনা সেই নিয়ে। লেখকের মৃত্যুর অনেক বছর পর পর্যন্তও নাকি কপিরাইট তাঁর আত্মীয়দের বা প্রকাশকদের থাকে।
  • . | ০৫ অক্টোবর ২০২৪ ০২:২৭531390
  • হয়ত কিছুটা কাকতালীয়ই হবে।
    আমরা বাংলা ভাষা কেন প্রাকৃত বা অপ্রাকৃত বা ধ্রুপদী বলে হেবি চিল্লামিল্লি করছি। ৬০-৭০-৮০-৯০ এর দশকগুলোয় কোলকাতা কাঁপানো বাঘাবাঘা গ্রুপ থিয়েটার একটাও ভালো বাংলা নাটক খুঁজে পেত না। সব বিদেশি নাটকের রূপান্তর, যত বিদেশি নাটকের বাংলা রূপ তত দর্শকের ভিড়। না মানে রবীন্দ্রনাথের নাটকও হয়েছে এ আধটা, কিংবা বাদল সরকার ( তিনিও অণুপ্রানিত ছিলেন), আর হতো বিদেশি নাটকের ভিডিও কোনওভাবে জোগাড় করে এনে সেটাকে সীন টু সীন বাংলায় কপি পেস্ট। পাবলিক জানতই না মালটা সীন টু সীন কপি। তখন তো ইন্টারনেট ছিল না। তথ্যপ্রযুক্তির এত উন্নতিও হয় নি। 
    আজ রদ্যাঁ থেকে প্রায় কপি পেস্ট হয়ে গেল রাতারাতি, নির্ঘাৎ মহৎ উদ্দেশ্যেই। বাট, বাঙালির স্বকীয়তা বলতে আর কিস্যু রইল না? না তেমনভাবে কোনওকালেই ছিল না?
    কেবলই কপি পেস্ট। আজকালতো টুকলি ধরে ফেলাও সহজ। ভাস্কর্যেও প্লেজারিজম!
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০২:১৯531389
  • হ্যাঁ, সম্ভবত তাদের কোনো জন্মনিবন্ধনপত্র ছিলও না। তখনকার দিনে গাঁয়ের বাড়িতে ধাইমাদের হাতে জন্ম, হসপিটালে তো নয়। তথাকথিত বার্থ-সার্টিফিকেট থাকত না। গাঁয়ের স্কুলে ভর্তিও সার্টিফিকেট ছাড়াই। ম্যাট্রিক পরীক্ষার সময় স্কুল থেকেই বয়সের একটা প্রমাণপত্র দিয়ে দেওয়া হত যেটা সাধারনত দিতেন হেড মাস্টার। সেই অনুসারেই জন্মতারিখ বলতেন ওরা। পুরো ব্যাপারটাই বেশ ভজঘট ধরণের। রাষ্ট্রীয় নিয়মে চাকরিবাকরির জন্য একরকম, আবার সামাজিক আর ধর্মীয় আচার অনুসারে আরেকরকম।
  • . | ০৫ অক্টোবর ২০২৪ ০২:১৪531388
  • আচ্ছা একটা কথা বলছি কেউ কিছু রাগ কোরো না, কেমন?
    এই যে কোলুপায়েভ এর "কী আজব সব গাছপালা" র বঙ্গানুবাদ করছ যেমন কেকেদা, এসবের জন্য কোনও অনুমতিটতি লাগে কি? মানে লেখক ২০০১ এ গত হয়েছেন, কপিরাইট নিশ্চয় আর নেই, তাই না?
     
  • . | ০৫ অক্টোবর ২০২৪ ০২:০৭531387
  • রদ্যাঁ র এই মূর্তিটার কথা লিখতে গিয়েও লেখাটা মুছে দিয়ে দ্য স্ক্রীম এর কথা লিখলাম।
    হ্যাঁ সত্যিই ভীষণরকমের অনুপ্রাণিত ভাস্কর্য।
     
     
    .
    .
    .
    জুনিয় ডাক্তারেরা তো কর্মবিরতি তুলে নিলেন একটা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে, যেটা আমরণ অনশনের ডাক।
     
    .
    .
    .
    পূর্বপাকিস্তান থেকে তখন ভারতে উদ্বাস্তু হিসেবে এলে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো, ইস্কুল কলেজে ভর্তির পরীক্ষায় বিশেষ সুবিধা, সরকারি চাকরি পাবার ক্ষেত্রেও রিফিউজি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার মিলত। হয়ত সেই কারণেই মেয়ের বয়স আটাশ থেকে চোদ্দ হয়। কে আর জন্মনিবন্ধপত্র দেখতে চাইবে এই সিচুয়েশনে?
    কিন্তু আমার লেখা কেস দুটোয় জন্মনিবন্ধপত্রেই গলদ, যা ইচ্ছাকৃত। উদ্বাস্তুজীবন এদের কারোকেই ভুগতে হয় নি। জাস্ট বয়স কমানোর জন্য মিথ্যাচার। ইচ্ছাকৃত।
  • kk | 172.58.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০১:১৬531386
  • অ্যান্ডর,
    আমি কোলুপায়েভের 'স্ট্রেঞ্জ ট্রীজ' করছি এখন। এটা ছোট গল্প।্প্রবন্ধটা পরে করবো। এই গল্পটা খুব ভালো শর্ট ফিল্ম হতে পারতো বলে মনে হচ্ছে।
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০১:১৪531385
  • কর্মবিরতি শেষ। জুনিয়র ডাক্তাররা এখন ধর্ণায় বসেছেন। সময়সীমা বেঁধে দিয়েছেন, তারপর আমরণ অনশনে বসবেন। ( এইবারের আন্দোলন খুবই জোরালো হচ্ছে। সোজা কথা নয়, অগাস্ট থেকে শুরু, গোটা সেপ্টেম্বর পার হয়ে এখন অক্টোবর, একটুও তীব্রতা কমেনি, খবরেও একই ইম্প্যাক্ট নিয়ে আসছে)
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০০:৫৮531384
  • কেকে, আরও কোনোটা করলে ?
  • &/ | 151.14.***.*** | ০৫ অক্টোবর ২০২৪ ০০:৩১531383
  • এক দম্পতি তাঁদের কয়েকজন পুত্রকন্যা নিয়ে তৎকালীন পূর্বপাকিস্তান থেকে ভারতে যান। একটি ছেলে ছিল চৌদ্দ বছর বয়সী, একটি মেয়ে ছিল আঠাশ বছর বয়সী। এই দুই ভাইবোনকেই চৌদ্দ বছর বয়স দেখিয়ে ক্লাস এইটে ভর্তি করা হয়। ছেলেটিকে বয়েজ স্কুলে, মেয়েটিকে গার্লস স্কুলে। এক ধাক্কায় চৌদ্দ বছর কমে গেল মেয়েটার।  
  • lcm | ০৫ অক্টোবর ২০২৪ ০০:২৮531382

  • The Cry, Auguste Rodin, first modeled circa 1886..

    এডওয়ার্ড মুন্চ এর পেইন্টিংটা তো আইকনিক, আর স্কাল্পচারে এটা ...
  • . | ০৪ অক্টোবর ২০২৪ ২৩:৩৮531381
  • বয়স কমানো নিয়ে দুটো ঘটনা এই মুহূর্তে মনে পড়ল।
    প্রথমটি সুইটজারল্যান্ডে।
    বড় দাদা এদেশে আসবার পরে একে একে পর পর দুই ছোট ভাইকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে এসেছেন। ক্রমে দুই ভায়ের রেজিস্ট্রেশন চাকরি ইত্যাদি হবার পরে কালের নিয়মে এবং দেশের আইন মোতাবেক দুজনেই নাগরিকত্বের আবেদন জমা করবার পরে খেলাটা জমে গেল।
    দুজনকেই একসঙ্গে ডেকেছে মিউনিসিপালিটি থেকে। দুই ভায়ের বাবা মায়ের নাম অভিন্ন অথচ বয়সের তফাৎ মাত্র তিন মাসের।
    বাপ ইস্কুলে ভর্তির সময় দুজনকেই এক ক্লাসে ঢোকাতে গিয়ে কেলো করেছেন। 
    খুবই লজ্জার ব্যাপার হয়েছিল।
     
    দুনম্বর ঘটনাটা ভারতে। এখানেও ভাইবোনের বয়সের ফারাক বছর দেড় কি দুই।
    বাবা দুজনকেই দুটো আলাদা ইস্কুলে কাছাকাছি বয়স লিখিয়ে একই ক্লাসে ভর্তি করে দিলেন। বেশ পণ্ডিত মানুষ ছিলেন তিনি। তবে হুহহু একই জন্মতারিখ দিলে সমস্যাটা হতো না, জমজ বলে চালানো যেত। কিন্তু উচ্চশিক্ষার্থে দুজনকেই একই দেশে একসঙ্গে পাঠাতে গিয়ে গোল বাধল। বড়োটির যাওয়া আটকে গেল। সেও কেলেংকারির একশেষ।
  • . | ০৪ অক্টোবর ২০২৪ ২৩:১৮531380
  • বিবিধ লিংকে দেখলাম কাজি অনির্বাণের ভাই কাজি অরিন্দমের জাকনাম সুবর্ণ! ওঁর ডাকনাম তো ভূতো ছিল।
    প্রচুর ভুলভাল তথ্য। ১৯৭৪ এর বাইশে ফেবরুয়ারি কাজি অনিরুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানে আজ থেকে পঞ্চাশ বছর সাত মাস বারো দিন আগে।
    তখন তাঁর তিন সন্তানের জন্ম হয়ে গেছে। কোন সন্তানই পসথিউমাস নন। এদিকে সবচেয়ে বড়োটির বয়স মাত্র ঊনপঞ্চাশ। খবরের কাগজওয়ালা যখন খবর ছাপে, একটু ফ্যাক্ট চেক করতে পারে না?
    বয়স কমানোরও একটা লিমিট থাকা উচিত। বাষট্টি কি তেষট্টি কে কমিয়ে ঊনপঞ্চাশ?! এতে কি শ্রদ্ধা বেড়ে যাবে?
    কেন যে লোকে বয়েস কমায়!
  • . | ০৪ অক্টোবর ২০২৪ ২২:৫৭531379
  • "ক্রাই অফ দি আওয়ার" ভাস্কর্যটি দেখে The Scream ছবিটি মনে পড়ছে।
     
    যাঁরা জানেন না, তাঁদের জন্য নীচে লিংক রইল।
     
  • . | ০৪ অক্টোবর ২০২৪ ২২:৪৮531378
  • অনির্বানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঊনপঞ্চাশ বছরটা ভুল। ষাটের কয়েকবছর বেশি হবে। 
  • দীপ | 2402:3a80:1989:a07c:578:5634:1232:***:*** | ০৪ অক্টোবর ২০২৪ ১৯:৩২531377
  • নজরুলের পৌত্র চিত্রশিল্পী কাজী অনির্বাণ সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর!
  • রঞ্জন | 103.59.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ১৭:০৬531376
  • একটা ফেসবুক থেকে কফি পোস্টের জন্য একটা করে আলাদা টই!
    ইহা অনুচিত।
  • b | 14.139.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ১১:০৯531375
  • আচ্ছা এইটা শোনেন। রোয়ান অ্যাটকিনসন , হিউ লরি । 
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ০৯:০২531374
  • হুঁ দেখলাম, ইংরেজি বলে স্কিপ করে গেছিলাম হয়তো।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ০১:৩২531373
  • @অরিত্র , আগের পাতায় ধ্রুপদী হবার সুবিধা দিয়েছি। 
  • &/ | 151.14.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ০১:৩২531372
  • শিক্ষিত মধ্যবিত্ত বাংলাভাষায় পড়াশোনা করার সুযোগ আর সেই মর্মে কাজকর্মের সুযোগ পেলে তবেই বাংলাভাষার ভবিষ্যৎ থাকবে। যেভাবে বাংলা স্কুলগুলো লঙ্গর করে শিক্ষিত মধ্যবিত্ত সন্তানদের সরানো হল, তারপরে ব্যাপারটা খুবই অনিশ্চিত হয়ে গেছে।
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ০১:২১531371
  • ধ্রুপদী হলে সেই ভাষার অ্যাকাডেমিক চর্চা গবেষণায় সরকারি অনুদান বাড়বে হয়তো।  
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ০১:০৪531370
  • মৈথিলী আর মণিপুরীকেও করার দাবি উঠেছে। মণিপুরী আবার ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর অংশ নয়। 
  • অরিত্র | 103.77.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ০১:০১531369
  • অভয়া স্মরণে আরজি করে বসানো এই "ক্রাই অফ দি আওয়ার" ভাস্কর্যটি তৃণদের দারুণ গা জ্বালিয়েছে দেখলাম। সমাজের ওপর ঘটনার অভিঘাত ও কষ্টটা এটায় ফুটেছে কিন্তু, খারাপ তো মনে হলো না।
     
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ০৪ অক্টোবর ২০২৪ ০০:৫৫531368
  • হ্যাঁ নানা জটিলতা আছে। একটা ক্রাইটেরিয়াতে আছে দেখলাম সাহিত্য ভান্ডার থাকতে হবে। প্রাকৃত মূলত মৌখিক ভাষা ছিল। সেদিকে দেখলে সংস্কৃত , পালি ধ্রপদী ভাষা হতে পারে ,  বাংলা ওড়িয়া অহমিয়াও পারে। কিন্তু প্রাকৃত নিজে ধ্রুপদী হতে পারে না। 
     
     
  • | ০৩ অক্টোবর ২০২৪ ২৩:৪১531367
  • অবশ্য...  আভিজাত্যের ব্যপার তো বংশানুক্রমেই চলে।  কাজেই বাপ মা ছেলেমেয়ে সগুষ্ঠি ধ্রুপদী। 
  • | ০৩ অক্টোবর ২০২৪ ২৩:৩১531366
  • সবচেয়ে বড় কনফিউশান হল প্রাকৃত তো কোন একটা একক ( গুরুর নয়)  ভাষা নয়। অনেককটা আলাদা আলাদা ভাষারূপকে প্রাকৃত বলে। যেমন 
    মহারাষ্ট্রী  - এর থেকে মারাঠি এসেছে।
    মাগধি - এর থেকে বাঙলা উড়িয়া এসেছে। বোধহত নেপালীও।
    শৌরসেনঈ - এর থেকে রাজস্থানী পাঞ্জাবী।
     
    এই এত্তগুলো ভাষাকে এককৌটোয় ভরে ধ্রুপদী বানিয়ে দিল! 
  • &/ | 151.14.***.*** | ০৩ অক্টোবর ২০২৪ ২২:৫৮531365
  • ক্ষমতা দোদুল্যমান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত