এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৫531154
  • / কোথা থেকে
  • Bratin Das | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৫531153
  • গণশক্তি  কোথা৷ ঘেকে পয়সা পাবে? সবাই  যা খুশী  অ্যাড নিলে দোষ নেই।  গণশক্তি  নিলেই  দোষ? 
    পার্টির মুখপাত্র  বলে? কিন্তু  তার সারভাইভাল  টা হবে কী করে? 
  • কমঃ বচ্চন | 2601:5c0:c280:d900:5188:7fd0:bd20:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২১531152
  • “এতক্ষণে”- সিপিএম কহিলা বিষাদে, 
    “জানিনু কেমনে আসি বচ্চন পশিল 
    অন্তঃপুরে! 

    হায়, তাত, উচিত কি তব এ কাজ?"
     
    তবে ছবিটির দ্যোতনা গভীর। ছবির মধ্যভাগে বিশিষ্ট ক্ষুদ্রকৃষক ও রামভক্ত বচ্চন পুজো উদযাপন করতে সবারে আহ্বান করছেন। তার পাশেই একটি শূন্যে ভাসন্ত একটি চটি। আর মাথার উপরে গণশক্তির বিপ্লবমেদুর লোগো। 

  • PRABIRJIT SARKAR | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০২531151
  • ইউরোপের আর এমেরিকার খ্রিস্টানরা চায়নি ঘৃণিত ইহুদীরা তাদের দেশে থাকুক। তাদের বহুদিনের দাবি প্যালেস্টাইনে একটি হোম ল্যান্ড। তাই দিয়ে দেওয়া হল। আশেপাশের দেশ গুলো গায়ের জোরে ইসরাইলকে অস্বীকার করার চেষ্টা করে ল্যাজে গোবরে হল। শুরুতেই আপোষে শান্তিপূর্ণ সহাবস্থান করলে হয়ত পালেস্টাইনের আদিবাসীরা এতটা খারাপ অবস্থায় পড়ত না। ভারত যেমন হিন্দুদের আশ্রয় দিয়েছে আরব দেশ গুলোর উচিত তাদের দেশে এদের আশ্রয় দেওয়া। এখন ইসরাইল যথেষ্ট শক্তিশালী দেশ আর তাদের পিছনে মদত দিচ্ছে আমেরিকা ব্রিটেন। কাজেই বাস্তব অবস্থা স্বীকার করে নেওয়া উচিত। এপার বাংলার আমরা কি খোয়াব দেখি খুলনা বরিশাল আবার আমাদের হোক? 
  • Guru | 2401:4900:3f04:35b1:e065:28f1:1fc8:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৯531150
  • প্যালেস্টাইন ন্যায়বিচার পায়নি l প্রায় ১০০ বছর হতে চললো এখনো আসেনি ন্যায়বিচার l তিলোত্তমার ভাগ্যে কি ন্যায় থাকবে ? আমি জানিনা l প্যালেস্টাইনের অভিজ্ঞতা আমাকে পেসিমিস্ট আর রিয়ালিস্ট কোরে তুলেছে একবছর ধরে l
  • PRABIRJIT SARKAR | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৩531149
  • কালনেমির লঙ্কা ভাগ (রামায়ণের কোন ভার্সন থেকে গল্পটা নেওয়া) গাছে কাঁঠাল গোঁফে তেল ইংরেজিতে কাপ আর ঠোঁটের মধ্যে পার্থক্য সব একই ধরনের আংশিক বাক্য।প্রয়োজন মত লোকে কাজে লাগায়। এক ধরনের পেসিমিজম।
  • Bratin Das | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৯531148
  • কালনেমি কি উপেন্দ্রকিশোরের রামায়ণে পড়েছিলাম?  দেখে জানাচ্ছি... 
  • কালনিমে | 103.244.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৩531147
  • লোকজন যথারীতি confused দেখছি devil - আমি কিন্তু কালনিমে - এখানকার কারো মামা নই। কিন্তু অত প্রত‍্যাশাও রাখিনে ট্রোলেদের কাছে। তা ছাড়া আমি তিনুও নই গোত্রে - নিতান্তই সুবিধাবাদী - যখন যেখানে সুবিধা পাই সেই মত বলি।
  • PRABIRJIT SARKAR | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৫531146
  • PRABIRJIT SARKAR | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪১531145
  • রাজশেখর বসু মূল রামায়ণ অনুবাদ করেন। তিনি নানা ভার্সন থেকে একটা কে আসল বলেছেন। তাতে ছয় কান্ড বাল্মীকি লিখেছেন আর সপ্তম খন্ড পরে অন্য কেউ যোগ করেন। যাই হোক এর কোনটাতেই কালনেমির গল্প নেই। সপ্তম খন্ডতে লব কুশ সীতার বনবাস পাতাল প্রবেশ বেদ পাঠের অপরাধে এক শূদ্রের গলা কাটা এসব আছে।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৪531144
  • শুনেছিলাম মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ অংশটাই ছিল একটা মূল কাহিনি। তারপরে লোকে সম্ভবতঃ বলতে থাকে আগে কী হয়েছিল? তারপরে কী হল? তার আগে? তার পরে? এইসব শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে বেদব্যাস কইলেন দাঁড়া, আগে পরে সব বুনে ফেলি। এই করে বিশাল হাতি হয়ে গেল। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৯531143
  • হ্যাঁ, মূল কাহিনির আশেপাশে জুড়ে জুড়ে গেছে অনেক অণুকাহিনি। সম্ভবতঃ সেই ব্যাপারও এইসব বড় বড় মহাকাব্যের লক্ষণ।
    রেডিও মির্চি একটা বেশ ভালো মহাভারত সিরিজ করেছে, ইউটিউবে পাওয়া যায়। কয়েকটা এপিসোড শুনলাম। ভালো।
  • দীপ | 2402:3a80:198f:5b51:878:5634:1232:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৮531142
  • কালনেমি বাল্মীকি রামায়ণে নেই, কৃত্তিবাসী রামায়ণে আছে।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬531141
  • প্রাইজ হিসেবে অর্ধেক লঙ্কা ---এই কথাটা পড়ে দারুণ একটা অ্যাস্টেরিক্সমার্কা ছবি মনে হল। একটা কাঁচালঙ্কা হাতে নিয়ে হাত উপরে তুলে রাবণ ঘোষণা করছেন, প্রাইজ হিসেবে অর্ধেক লঙ্কা দেবো। ঃ-)
  • kk | 172.58.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৪531140
  • পরে জুড়ে গেছে এমন অনেক গল্পই আছে না? রামায়ণে, মহাভারতে।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩২531139
  • কালনেমির পুকুরে বিরাট কুমীর --- এরকম একটা কিছু কোথাও পড়েছিলাম। কিন্তু রামায়ণে এসব ব্যাপার মনে পড়ে না। হয়ত মূল কাহিনিতে ছিল না, পরে জুড়েছে, প্রক্ষিপ্ত।
  • kk | 172.58.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৮531138
  • এদিকে কুমীর ছিলো অভিশপ্ত গন্ধর্ব না কে যেন! হনুকে কামড়াতে গিয়ে তার হাতে অক্কা পেয়ে মুক্তি পেলো। হনু এসে কালনেমি মামারও বারোটা বাজিয়ে দিলো। ঐ লঙ্কা পাবার আগেই ভাগ করা যেমন! এর চেয়ে ভালো আর কী হবে? আমার ধারণা কোথায় যেন এও পড়েছিলাম যে ঐ গন্ধর্ব আসলে গান্ধর্বী ছিলেন, ও হনুর সাথে তাঁর একটি ছেলে হয়েছিলো! সত্যি মিথ্যে জানিনা। সোর্স মনে নাই। 
  • kk | 172.58.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৪531137
  • সেকি! তুমি জানো তো গল্পটা। রামায়ণে আছে নিশ্চয়ই। সেই যে রাবণ কালনেমি মামাকে পাঠিয়েছিলো হনুমানকে মারতে। বলেছিলো প্রাইজ হিসেবে অর্ধেক লঙ্কা দেবে। বোধহয় গন্ধমাদন পর্বতেই, ঠিক মনে পড়ছেনা, হনুমান গেলো কী যেন আনতে। কালনেমি সাধু সেজে বসে আছে। হনুমানকে বললো, সেই চাঁদের মা বুড়ির মতো, আগে চান টান করে এসো, তবে জিনিষ দেবো। এদিকে জলের মধ্যে রয়েছে করাল কুম্ভীর। কালনেমির তো ধারণা সেই হনুর দফা শেষ করবে। তখন সে অর্ধেক লঙ্কা পেয়ে এই করবে, সেই করবে। তার অংশের এই পার্টটা একে দেবে, ঐ পার্টটা বরং তাকে দেবে। এইসব আর কী। মনে পড়ছে এবারে?
  • অরিত্র | 103.77.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৩531136
  • "জড়িয়ে পড়েছে", সেটাও তো গুজব? সঞ্জয় পুলিশের লোক নয় বা এখন অভিজিৎ? মানে? 

    হ্যাঁ অত দেখিনা, খাওয়ার সময় দেশ বিদেশের চ্যানেলে হেডলাইন দেখি তো। 
     
    "সার্বিক অপশাসন কথটা ভুল না। স্রেফ গুজব দিয়ে তো কিছু তৈরি করা মুশকিল। কোথাও একটা বাস্তব কিছু ৎাকতে হবে। অবশ্য এখন সেটাও জোর দিয়ে বলা মুশকিল।" — অপশাসনটাও জোর দিয়ে বলা না গেলেও তো খুবই মুশকিল! খুব মুশকিল।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১১531135
  • আচ্ছা, একটা প্রশ্ন আছে। যে কেউ যদি ব্যাপারটা জানেন, প্লীজ লিখুন। কালনিমে অর্থাৎ কিনা কালনেমির লঙ্কাভাগ ব্যাপারটা আসলে কী? রামায়ণে আছে কি? থাকলে কোথায়?
  • কালনিমে | 103.244.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৬531134
  • এটা অরিত্র ঠিকই বলেছেন যে বিভিন্ন ইস‍ু‍্যুতে যে রাগ - মূলত রাজনৈতিক এবং বিশেষত বাম জনতার যে রাগ সেটাই মূল বিষয় ছিল আর ছিল fomo । নাহলে সিবিআই যখন তদন্ত করছে এই ক্রাইমের কোর্টের নির্দেশেই তখন বিচার চাই বলে মিছিল করার কোন মানে ছিল না। একই ইসু‍্যতে  মমতার পদত‍্যাগের দাবিও শুধুই রাজনৈতিক । ক্রমাগত গুজব ছড়িয়ে সাধারণ মানুষের ক্ষোভের আঁচ ধরে রাখার চেষ্টা হয়েছে বারবার।
     
    একদল সিপিএম ও বিজেপির লোক ভেবে নিয়েছিলেন এখানে বাংলাদেশ মডেলে অশান্তি জারি রেখে ক্ষমতা দখল সম্ভব হবে - যেহেতু রাজনৈতিক জয়ের আশা তারা আগেই ছেড়ে দিয়েছিলেন । জুনিয়র ডাক্তারদের একাংশও নিজেদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের জন‍্য এই আন্দোলন কে ব‍্যবহার করেছেন। বিশেষত মহিলা চিকিৎসকদের সুরক্ষার বিষয়টিও পিছনে চলে গেছিল!
     
    এটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল পুরো মাত্রায়, যে জন্‍‍্য নন ইসু‍্যতেও বারবার আলোচনা বা নেগোসিয়েশন যাতে ফেল করে সে দাবিও ছিল। বা এখনো এদিক ওদিক হা হুতাশ কিছু শোনা যাচ্ছে।
     
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৪531133
  • সিনেমা তৈরী করেছে? ইউটিউবে দেখা সম্ভব?
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৩531132
  • মহালয়ার দিন? এ তো এসে গেল প্রায়!
  • PRABIRJIT SARKAR | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫১531131
  • কুনাল আর সুবর্ন কে পুলিশ ডেকেছিল একটা বার্তা দিতে যে তুমি যেই হও পুলিশ তোমায় জেলে পুরতে পারে। এতে আম জনতা ভয় পেযে প্রকাশ্যে আলোচনা মতামত দেবে না। ডাক্তাররা পাল্টা দিল। ওদের পিছনে বিশাল মিছিল নিয়ে লাল বাজারে গেল।তাতে পুলিশ ও চমকাল। পুলিশ যাকে তাকে ডাকছে রাস্তা দখল বা কোন আন্দোলনের ডাক দেবার জন্য। পুলিশের অনুমতি নিয়ে পুলিশের মুন্ড পাত করতে হবে! মহালয়ের দিন মিছিল হবে শুনছি। পুলিশ এই নিয়ে ধর পাকর করবে। আগের দিন ডাক্তাররা মহামিছিল করবে ওতে মনে হয় কিছু হস্তক্ষেপ করবে না। দেশে ফ্যাসিস্ট কায়দায় সব চলছে। সরকার বিব্রত হয় এমন কিছু করা চলবে না। রাজন্যা একটা সিনেমা করেছে আর জি কর নিযে। ওকে সাসপেন্ড করেছে। সেটা তিনুদের দলের ব্যাপার। ও তাও সিনেমা করছে। এরপর ওকে পুলিশ ধরবে।
  • হিজি-বিজ-বিজ  | 149.142.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৪531130
  • মজার কথা হল ১৫০ গ্রাম কে জাস্টিফাই করতে হলে অন্তত: ৩০ জনের থেকে সিমেন লাগবে। তো, এতো লোকের ধর্ষণে যুক্ত থাকার দাবি কন্সপিরেসি থিওরি তেও নেই। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯531129
  • এই তো বললেন টিভি দেখেন না। ওটা বেরিয়েছে জানি। পুলিশও বলেছে। পুলিশ এও বলেছে ভয়াবহ গুজব ছড়ানো হচ্ছে। এই যে আপনি বললেন "জড়িয়ে পড়েছে", সেটাও তো গুজব থেকেই জেনেছেন। 
     
    সার্বিক অপশাসন কথটা ভুল না। স্রেফ গুজব দিয়ে তো কিছু তৈরি করা মুশকিল। কোথাও একটা বাস্তব কিছু ৎাকতে হবে। অবশ্য এখন সেটাও জোর দিয়ে বলা মুশকিল। কিন্তু সে যাই হোক, সমস্যা হল, গুজব তো এমনি এমনি তৈরি হচ্ছেনা। তৈরি করা হচ্ছে চেষ্টা করে। ফলে অপশাসনের বিরুদ্ধে ব্যাপারটা কতটা যাবে বলা কঠিন।
  • অরিত্র | 103.77.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৯531128
  • ওই দেড়শো গ্রামের অঙ্কটা ওঠার এক কি দুদিন পরেই স্পষ্ট কাগজে ও টিভিতে বেড়িয়েছে যে ওটা ঠিক নয়। তারপর থেকে অন্তত ওই বিষয়ে আর কেউ আলোচনা করেন নি, তৃণরা ছাড়া। ধর্ষণ বা গণধর্ষণ হয়েছে কী হয়নি এটা তো ময়নাতদন্ত থেকে নিশ্চিত বলা যায়, পুলিশ নিশ্চিত করলো না কেন?
     
    সরকারি হাসপাতালের মধ্যে ওইরকম অপরাধ, জড়িয়ে পড়ছে পুলিশে কাজ করা লোকের নাম এবং তারপর প্রশাসনের ও পুলিশের ওই ভূমিকা। পুরো ব্যাপার ধামাচাপা দেওয়ার সব লক্ষণ স্পষ্ট। তার আগে লোকজন দেখেছে শিক্ষক নিয়োগে পুরো প্রক্রিয়া জালিয়াতি হয়েছে। রাজ্যের সার্বিক অপশাসন ও দুর্নীতিতে মব/লোকজন ক্ষেপেছে। দেড়শো গ্রাম বা কোনো গুজব থেকে নয়, ভুল ধারণা রাখবেন না।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৫531127
  • মব মানে বোধহয় উনি জনতা বলেছেন। 
     
    না। দেড়শো গ্রামটা শুধু অঙ্ক করবেন বলে বলেননি। পুরোটা যদি শোনেন, দেখবেন, বলেছেন, দেড়শো গ্রাম অতএব এটা একজনের কাজ হতেই পারেনা। এটা বিশেষজ্ঞের মত হিসেবে কোট করা হয়েছে। হোআ জুড়ে ছড়িয়েছে গণধর্ষণের গপ্পো। নাম-ধাম উল্লেখ করে। নইলে যে সন্দীপ ঘোষ কে সেটা লোকে জানতইনা, তিনিই হঠাৎ ধর্ষণকারী হয়ে গেলেন কীকরে? এইভাবেই তো জনতাকে মোবিলাইজ করা হয়েছে। সেটাকে এড়িয়ে গেলে কীকরে হবে।
     
    এইরকম একটা ব্যাপার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের কেসে। এটা তার চেয়ে অনেক বড় স্কেলে হয়েছে।
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৬531126
  • মব মানে মমতা ব্যানার্জি? লোকে দেড়শো গ্রাম শুনে মমতার ওপর ক্ষেপেছেন, দেড়শো গ্রাম না শুনলে মনে করতো সব চাঙ্গা সি? এটা বলছেন, নাকি বুঝতে ভুল করলাম? আমাকে বললেন?
  • অরিত্র | 103.77.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫২531125
  • প্রভাব নেই তাই সিরিয়াস না। মমতা ব্যানার্জি বাঘা লোক, ইতিহাস নিয়ে আবোলতাবোল বলেন, যার নির্মল আনন্দ প্রাপ্তি ছাড়া জনজীবনে যার আর কোনো প্রভাব নেই, কেউ তাই সিরিয়াসলি নেয়ও না। একই তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত