১
বামের ভোট তাহলে গেল কোথায়? ৪০% থেকে ৬%! তিনো-বিজু সেটিং করুক গে, মরুক গে! ওদের সেটিং কি বামের ভোট ছিনিয়ে নিতে পারে?
২
বিজেপি দলটা বাংলা সমেত সারা দেশে একটা ইলেকশন শেষ হতেই পরের কথা ভেবে ওদের পচুন্দের ইস্যু তোলে; পাঁচ বছর ধরে হল্লা বোল করে।
বামেদের গণ আন্দোলন কোথায়? কোভিডে রেড ক্যান্টিন করা ভাল কাজ। কিন্তু তাতে ভোট না পাওয়ায় এমন মিইয়ে গেল ক্যান? ইস্যু কি কম পড়িয়াছে? শাহীনবাগ আন্দোলনের সময় দূরে সরে রইল, জাতি গণনা প্রশ্নে নির্বিকার আর মেয়েদের বিভিন্ন শ্রী প্রগ্রামকে 'ভিক্ষে' বলে অপমান! কোলকাতার দার্শনিক প্রভা খৈতান চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়েছেন কোনটা ভিক্ষে আর কোনটা নানাভাবে এমপাওয়ারমেন্টকে হেল্প করে।
* এনিয়ে গুরুচণ্ডালি স্বাতী ভট্টাচার্যের বই বের করেছে।
তিন,
চাট্টে শ্রমবিরোধী আইন পাশ হল; শ্রমিক কৃষকের দল কোথায়? সংসদে মেয়েদের ১/৩ সীট নিয়ে প্রস্তাব কয়েক দশক ধরে লটকে রইল, বাজার অগ্নিমূল্য -- খাদ্য আন্দোলন কোথায়?
মব-লিঞ্চিং এর ঘটনা বাড়ছে, আদানীরা বেঙ্গলে হাত বাড়াচ্ছে --বামেদের আন্দোলন কোথায়?
বঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা বেহাল। আন্দোলন কোথায়?
আম আদমি পার্টি সরকারি স্কুল এবং হাসপাতালের উন্নত পরিষেবা, গরীবের জন্য বিদ্যুৎ জল সরবরাহের গ্যারান্টি দিয়ে মোদীজির উজ্জ্বল ভাবমূর্তির দিনেও সুইপ করল। বামেদের নতুন চিন্তা কোথায়?
চার,
বঙ্গে বাম দলের দ্রাবিড় দলের মত মনুবাদের বিরুদ্ধে সচেতনতার প্রচার-প্রয়াস কোথায়?
ভুলে যাবেন নয়া যে বাম জমানাতেও স্কুলে মিড্ ডে মিলের শূদ্রর হাতের রান্না বয়কট করার অনেক ঘটনা ঘটেছে। আজ এনিয়ে ক্যাম্পেন কোথায়?
এটা বামেদের একটা প্রচার-আন্দোলনের সম্ভাব্য জায়গা।
পাঁচ,
পাঁচ বছর চ্যানেলে এবং কিছু বিবৃতি ছাড়া দেখা নেই। ইলেকশনের আগে জেগে উঠলে হবা? খর্চা আছে।
বাম দলের নেতৃত্বে শ্রমিক-কৃষক-নারীর রিপ্রেজেন্টেশন কোথায়? কারাত-ইয়েচুরি-বিমান-সেলিম-শতরূপ এবং আরেকজন প্রাক্তন সাংসদ (যাঁর নাকি লেনিনের জন্মদিনে---) --সবাই তো ছাত্রফ্রন্ট থেকে। এমনকি মহিলা নেত্রী বৃন্দা কারাতও ছাত্র আন্দোলন থেকেই।
আর ফুরুফুরা শরীফের ধর্মগুরু যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
বাম নেতৃত্বে শ্রমিক-কৃষক-নারীর রিপ্রেজেন্টেশন কোথায়? কৃষকদের সার-বীজ-সেচ-বিক্রয় মূল্য নিয়ে আন্দোলন কোথায়? কৃষক সমিতির সদস্য কত?
ব্রিগ্রেডে মুখ দেখিয়ে সিঙ্ঘাসন দখল?
ছয়,
আর ফুরফুরা শরীফের জনৈক পীরজাদা হলেন -- ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট? ঘুড়ায় হাসবো।