এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিত্র | 103.77.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:৩৭528567
  • গতকাল আমাদের বাড়িতে কাজ করতে আসা দিদি জিজ্ঞেস করছিল — ওই মেয়েটার [কেসটার] কি হল? তারপর বলে, এইসব লক্ষীর ভাণ্ডার আমাদের চাই না, শাক সবজির দাম কমাক! 
     
    সবাই হয়তো এরকম ভাবছে না, কিন্তু ওরা কেউ কিছু গা করছে না ভাবার কারণ নেই। আর ওই বললাম তো মেয়েদের নিরাপত্তার বিষয়টি কোনো বর্গে সীমাবদ্ধ নয়।
  • r2h | 192.139.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:৩৪528566
  • আজকাল সরকারী অনুদান নিয়ে খুব আপত্তি দেখি। এমনকি নির্ভয়াকাণ্ডের পর আদালতের নির্দেশে দশ লক্ষ টাকা ক্ষতিপুরণ (ক্ষতিপুরণ শব্দটা নিয়ে ভয়ানক আপত্তি আছে) এর ব্যাপারটাকেও ভিক্ষে টিক্ষে বলে চালানো হচ্ছে দেখছি।

    ত্রিপুরাতে মাধ্যমিক পাশ করে এগারো ক্লাসে ভর্তি হলেই মেয়েরা তখনকার হিসেবে বেশ মোটা রকম স্টাইপেন্ড পেতো একটা। টাকার অংকে বেশ ভালোই ছিল। যাদের অবস্থা স্বচ্ছল তারা হোটেল রেস্টুরেন্টে খেতো বা বয়ফ্রেন্ডকে গিফ্ট কিনে দিত (মা বাবা ভাই বোনকেও দিত নিশ্চয়, সে আমি জানি না), যাদের দরকার ছিল তাদের খুবই কাজে লাগতো।
    এটা নাকি ভারতভুক্তির সময় রাজাদের শর্তের মধ্যেও ছিল।
    নারীশিক্ষা প্রসারে ভালো কাজ দিয়েছিল।

    ভাগ্যিস তখন কেউ ভিক্ষে অনুদান বলে আপত্তি করেনি।
  • . | ২২ আগস্ট ২০২৪ ০০:২৮528565
  • এই সেক্স এডুকেশনের প্রয়োজনীয়তা নিয়ে ২০০৪-২০০৫ সালে অন্য একটি ফোরামে লিখেছিলাম। অনেকেই হাঁ হাঁ করে তেড়ে এসেছিলেন।
    তবে পুরো দোষটা সেক্স এজুকেশনের অভাবের ওপর চাপালেও চলবে না। এনারোদা যেমন বললেন, কিছুটা জেনেটিক সমস্যা। তার সঙ্গে নারী ও পুরুষ এবং অন্যান্যদের (lgbtqa+) সমান সমান হিসেবে রেসপেক্ট করবার শিক্ষাটাও জরুরি।
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:২৫528564
  • অনেক গরীব শ্রমজীবী মানুষের সঙ্গ পেলাম, সৎভাবে খেটে খেতে আগ্রহী। যাঁদের কাজ আছে, তাঁরা উদয়াস্ত পরিশ্রম করেন। শীত গ্রীষ্ম বর্ষা বাদল কিছুই পরোয়া করেন না।
  • অরিত্র | 103.77.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:২৩528563
  • রেপ কালচার কমবে কি না জানি না, কিন্তু আমাদের সমাজে কিশোর কিশোরী থেকে প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের স্বাধীন মেলামেশার সুযোগ একেবারে কম। সমাজের প্রতিটা স্কোয়ার ইঞ্চি "বড়দের" একেবারে নজরবন্দি থাকে, আর সময় সময় তারা ইন্টারভেইন করে সামাজিক কর্তব্য পালন করে/করতো। সোজা কথায় প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে প্রেম (বা ইভেন যৌনতা) করতে চাইলে কোনো ভদ্রসভ্য উপায়ে করা বেশ শক্ত ছিল, এখন হয়তো যায়, যেহেতু ব্যাচেলররা পড়াশোনা কাজ করতে গিয়ে একলা শহরে থাকে। দরকারি বেসিক সেক্স এডুকেশন দিয়ে, ছেলে মেয়েদের স্বাভাবিক মুক্ত মেলামেশা করতে দেখতে শেখা উচিত সমাজের।
  • . | ২২ আগস্ট ২০২৪ ০০:২৩528562
  • পশ্চিমবঙ্গে এবং বিশেষ করে কোলকাতায় আমি জন্মেছি জীবনের প্রথম উনিশটা বছর কাটিয়েছি। আমার জন্য সেফ ছিল না। পরে অল্প কটা  বছরের জন্য এসেছিলাম, তখন তো আমাকে শিক্ষা দেবার জন্য গ্যাংরেপের আয়োজন হয়েছিল এই শহরেই। দারুন সেফ শহর।
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:২২528561
  • সেটাই তো। কাজ তো দিতে হবে। কাজের পরিবেশও তো দিতে হবে। আসল জায়্গায় সরকার কিসুই করে না।
  • . | ২২ আগস্ট ২০২৪ ০০:১৮528560
  • দেশ যদি কর্মসংস্থান দিতে না পারে, অনুদান তো দিতেই হবে। 
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:১৫528559
  • আগে তো বারে বারে শিক্ষার অধিকারের কর্মের অধিকারের কথা শুনতাম। প্রত্যন্ত অঞ্চলের সরকারী স্কুলগুলোতেও কিছুকিঞ্চিৎ লেখাপড়া হত। এমনি এমনি এটা সেটা অনুদান পেয়ে যাবার আশা কেউ করতেন না, কারণ খেটে খাবার একটা কালচার তৈরী করা হয়েছিল। জরুরী অবস্থায় সহায়তা দেওয়া হত, অনুদান দেওয়া হত, কিন্তু সে তো জরুরী অবস্থায়। 'কারুর কাছে হাত পাতবে না, কারুর থেকে কেড়ে নেবে না, ভগবানের দয়ায় খেটে খাবে', ফাদারের এই কথা শুনে গল্পের সেই চরিত্র যেমন বলেছিল, 'আরে খেটেই যদি খাবো তাহলে ভগবানের দয়া আবার কীসের?' সেইরকম অবস্থা তখন হয় নি।
  • . | ২২ আগস্ট ২০২৪ ০০:০৮528558
  • ভারতে এমন কোনও মেয়ে নেই যে যৌন হেনস্থার সম্মূখীন হয় নি।
    অনেকে অবশ্য অস্বীকার করে। লজ্জায় বা অন্য কোনও কারনে।
  • . | ২২ আগস্ট ২০২৪ ০০:০৫528557
  • মেয়েদের যদি যৌন হেনস্থা থেকে মুক্তি এবং লক্ষ্মীর ভাণ্ডার এসবের মধ্যে একটা বেছে নিতে বলা হয়, তারা টাকার বদলে অন্যটাই নেবে।
    আমরা নির্ভয়ে শান্তিতে চলাফেরা করতে চাই।
    অবশ্য কার্তিক ভাণ্ডারও আসছে পুরুষদের জন্য।
    কিছু ক্লাব পুজোয় এবার দিদির অনুদান রিফিউজ করছে।
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:০৫528556
  • এই বলছে? গরীবদের অপমান করতে যেন কোনো বাধে না! লক্ষ্মীর ভান্ডার যেন জনগণের পয়সা থেকে দেওয়া নয়? কীভাবে যে ওরা গরীব অটো-ওয়ালাদের থেকে তোলা তোলে প্রতিদিন ! কিচ্ছু বলতে পারে না পরিশ্রমী ছেলেগুলো, বলতে গেলে কাজ যাবে।
  • r2h | 192.139.***.*** | ২২ আগস্ট ২০২৪ ০০:০২528555
  • যা হয়েছে তা ভয়ানক এবং এর দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

    কিন্তু ভারত, বা শহর হিসেবে কলকাতায় মেয়েরা রাতে কাজ করে না, এক বেরোয় না, গ্রসলি অনিরাপদ - এই ধারনাগুলি সত্যি না বলে মনে করি।
    আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, থাকা সম্ভব না, কারন আমি পুরুষ। কিন্তু সুকন্যা একসময় সপ্তাহে একদিন ভোর তিনটেয় বাড়ি থেকে বেরিয়ে হাওড়া থেকে ট্রেন ধরে সারাদিন একা মেদিনীপুরে খুবই মেল ডমিনেটেড কর্মক্ষেত্রে কাজ করে অনেক রাতে বাড়ি ফিরতো। ভয় হয়েছে, অস্বীকার করবো না।
    মাকেও দেখেছি একা চলাফেরা করতে দুর্গম কাজের জায়গায়, একা একা বেড়ানোর গল্পও শুনেছি, তবে সেসব নাহয় অন্য যুগের কথা ভেবে কাটিয়ে দিলাম।
    আমি নিশ্চিত গুরুতেও অনেকে আসেন যাঁরা একা বেড়ান, কাজের সময় বাঁধা ধরা না। দময়ন্তীদির বেড়ানোর গল্প তো পড়েইছি।

    আবারও, যা হয়েছে তা ভয়াবহ। তুলনা এলো বলে এইগুলি মনে হল। ভারতীয় উপমহাদেশ গোটাটাই মেয়েদের জন্যে তুলনায় হোস্টাইল।
    অরুনা শানবাগের ধর্ষক তো বোধহয় বছর চোদ্দ জেলে থেকে বেরিয়ে গেছিল। বিলকিস বানু জীবিত, সুতরাং...

    আর একটা বড় ব্যাপার হল, এই অঞ্চলে দুর্ভাগ্যজনক ভাবে 'নারীর সম্মান' ব্যাপারটা দৈহিক আঘাতের থেকে বড়, স্ত্রী পুরুষের সাম্যের ধারনা বড় অংশ গ্রহণ করেনি।
    যৌন অবদমন অত্যন্ত বেশি, সুতরাং স্বাভাবিক বয়সজ কৌতুহল অপরাধপ্রবণতার দিকে চলে যায়।
  • . | ২২ আগস্ট ২০২৪ ০০:০১528554
  • মুসলমানদের একাংশও এখন প্রতিবাদে গর্জে উঠেছে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:8896:5063:b774:***:*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৫৯528553
  • তৃণমূলের সমর্থকেরা খুব খুশী খুশী ভাবে বলে যাচ্ছে এই জাস্টিস চাওয়া জনতা আর মমতার লক্ষীর ভান্ডারের জনতা একেবারেই আলাদা। দ্বিতীয় দল মমতাকেই ভোট দেবে। তাই প্রথম দলকে উপেক্ষা করাই যায়।
     
    শুনেছিলাম এরা গরীবের দিকে। গরীব সম্পর্কে এদের ধারণা তাহলে দুটো পয়সা দিয়েই গরীব মানুষের নীতিবোধ কিনে ফেলা যায়!! 
     
    যতবার এই কথা শুনি গা গুলিয়ে ওঠে।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:৫৯528552
  • এখানে কিন্তু সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ইত্যাদি ভারতীয় বংশোদদ্ভূতদের মধ্যে দেখেছি শিক্ষা জিনিসটা কাজে দিয়েছে। 
    আরেকটা অভিজ্ঞতা বলি। হয়ত আগেও বলেছি।
    কোলকাতায় থাকতে ইস্কুলে যেতে হলেও বুক এবং পাছা বাঁচিয়ে চলতে হতো। বুকের সামনে বইয়ের ঝোলাব্যাগ আঁকড়ে রেখে বাসে ট্রামে ভিড়ে চলতে চলতে অভ্যাসে দাঁড়িয়ে গেছল। বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমি অবাক। কেউ টিটকিরি দেয় না, চান্স পেলেই বুকে খামচায় না, সে যে কী অদ্ভূত মুক্তি, মনের শান্তি।
  • &/ | 151.14.***.*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৫৮528551
  • এনারো বলতে চাইছেন অনেকেই 'সুযোগের অভাবে ভদ্রলোক'? সে তো ঠিকই। কিন্তু কালচারের ব্যাপারও আছে। যদি ছোটো থেকেই এমন আবহে বড় হয় যে এই যে ট্যপা
    মনু মিতুল হাবুল কাকলি তুয়া সবাই তোমার সমমানের, কারুকে তুমি কোনোভাবে আঘাত বা অপমান করতে পারো না, তাহলে তার প্রভাব পড়ে। ভদ্রলোকজনের কমুনিটি তৈরী হয়। যেখানে সবাই কিছু বেসিক রুল এমনিই মেনে চলে, ঠ্যাঙা মেরে মানাতে হয় না। কিন্তু যদি কৈশোর থেকেই ছেলেরা অন্য রকম তোল্লা পেতে থাকে, যে ঐ মিতুল কাকলি তুয়া তোমার ভোগসামগ্রী, সুযোগ পেলেই ওদের কামড় দিতে পারলে তুমি বীর, তাহলে সেইরকমই প্রভাব তৈরী হয় মনে। ক্রমে ক্রমে কমুনিটি তৈরী হয় সেইসবেরই।
  • অরিত্র | 103.77.***.*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৫০528550
  • আমিও ২০০৭ এর কথাই বলছি। হিঞ্জওয়ারী, বালেওয়ারী, পারিহার চৌক এইসব এলাকার কথা বলছি। খুব মিষ্টি লাগে নি, ল্যান্ডস্কেপ ভালো।
  • NRO | 165.124.***.*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৫০528549
  • @. , Human behavior এর ব্যাপারটা খুবই complicated. একটা concept হচ্ছে study of psychopathy from an evolutionary point of view : Neurobiologically, we humans share the so called “old brain” (more primitive, linked to reptilian strategies) with many other animals. The “reptilian” component controls our motives and instinctive behavior like sex, aggression, power. These interests in defending, reproducing, and acquiring resources cannot be classified as bad or good, because, to some extent, they are fundamental to self-preservation/survival and to gene-preservation/reproduction across generations. For male psyche, in many cases, accessing a female is like acquiring resources.  Basically, humans have a “reptilian” brain, filled with ancestral memories that evolved over millions of years. 
     
    দিনের বেলায় পুলিশের সামনে, authority র সামনে আমাদের এই  old “reptilian” brain টা conscious mind দিয়ে supressed inhibited হয়ে থাকে। In the absence of an authority (ধরুন রাত্রে বা যেখানে আর কেউ নেই ) অথবা when the inhibition is relaxed (যেমন নেশা করলে ) এই reptilian ব্রেন hyper active হয়ে যায়। অবশ্যই শিক্ষা training morality ইত্যাদি যা আমরা ভালো বলি সেগুলো work as authority/inhibition. কাজেই হাঁ সৎশিক্ষা দিয়ে এসব অপরাধ অনেক কমানো যায় কিন্তু না পুরো বন্ধ  করা যায় না। It depends on individuals.
  • &/ | 151.14.***.*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৪৯528547
  • হায়্দ্রাবাদের
  • &/ | 151.14.***.*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৪৮528546
  • হায়্দ্রাদাবের ওই ভ্রমণে ছিল অসাধারণ একটি সার্ভিস, র‌্যাপিডো। ওই অ্যাপটা সরাইয়ের ওরাই নামিয়ে দিল ফোনে। তারপর ওটা দিয়ে অটো ডেকে (বস্তুত বাইক, অটো আর ক্যাব তিনরকমই ডাকা যায়) দরকারি জায়্গায় যাওয়া, এমনি ঘুরতে যাওয়া সব করেছি। এত বিরাট দূরত্ব কভার করা এত মসৃণভাবে এত রিজনেবল প্রাইসে, মানে আশাও করিনি। প্রতিটি ড্রাইভার ভালো পেয়েছি।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:৪৬528545
  • আইন জিনিসটা কাজে আসে যখন চুড়ান্ত ঘটনা ঘটে যায়। হত্যা।
    এমনি ক্যাজুয়াল হ্যারাসমেন্ট প্রমাণ করা যায় না।
    এমনকি রেপ। ভয় দেখিয়ে রেপ। এগুলো বন্ধ করবার জন্য চাই শিক্ষা। প্রথম ব্যাপারটাই হচ্ছে যে মেয়েদের কেউ রেসপেক্ট করে না। মেয়েরা কতজন নিজেদেরো কতটা রেসপেক্ট করে সেটাও প্রশ্নাতীত নয়। এবং রেসপেক্ট কথাটার মানেই জানেনা অধিকাংশ লোক।
  • | ২১ আগস্ট ২০২৪ ২৩:৪২528544
  • আমি ১৫ বছর পুণেতে থেকে এলাম।  ২০০৭ এযখন প্রথম যাই তখন তো খুবই মিষ্টি একটা শহর ছিল।  ইন জেনারেল মহারাষ্ট্রে রাতে বা দিনে কখনোই নিরাপত্তার  অভাব বোধ করি নি।   ব্যাঙ্গালোরও তো সেফ বলেই শুনতাম। সেখানে অবশ্য কর্মসূত্রে গেছি। ৩ মাসের বেশী থাকি নি।
     
    বাঙ্কবেড জোস্টেলেও থাকে। আমি থাকি নি আমি একটু আয়েসি টাইপ তাই। কিন্তু সোলো ফিমেল ট্রাভেলাররা থাকে। মিক্সড ডর্মে থেকেছে। আমি মিক্সড ডরমে থেকেছি এনজেপি স্টেশানের রিটায়ারিং রুমে। পাশে এক বয়স্ক রাজস্থানি দম্পতি ছিলেন। সিকিমে চারধাম করতে যাচ্ছিলেন। 
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:৩৮528543
  • হ্যাঁ। আইন এবং শিক্ষা।
    ইস্কুলে প্রত্যেক ক্লাসে বাধ্যতামূলক ভাবে পড়তে হবে। পাশ করতে হবে।
  • &/ | 151.14.***.*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৩৬528542
  • এদের শোধরানো অসম্ভব ধরে নিলে একমাত্র উপায় জোরালো ল এনফোর্সমেন্ট। আইনশৃঙ্খলার শেকল থাকলে ভয় থাকলে সমঝে থাকবে।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:৩৫528541
  • অথচ এরাই নেরুদা দেরিদা ফেলুদা সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:৩২528540
  • এটাই আমাদের রেপ কালচার।
  • &/ | 151.14.***.*** | ২১ আগস্ট ২০২৪ ২৩:৩১528539
  • ডট, সাইটে বরাবর এরা এমন করে চলেছে। বছরের পর বছর। নাগাড়ে ইগনোর ইগনোর ইগনোর করলেও এদের এফোর্ট কমে না। ওঁত পেতে থাকে। একটা সুযোগ পেলেই ঘেউ ঘেউ ঘেউ ঘেউ। আজ এরা বিপ্লব, আন্দোলন ইত্যাদিও যদি করে, এদের ভিতরে তো এই চিত্র! একটু চাঁছলেই স্বমূর্তি বের হবে।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:২৮528538
  • অথচ এই মেযেটিকেই বাঙালিরা খিস্তিট্যান বলে ডাকে। সহাই ধরে নিচ্ছি শিক্ষিত।  মানে, যারা ওকে গালি দেয়, তারা কেউ সিভিক ভল্যানটিয়ার নয় বলেই মনে হচ্ছে। তাহলে, কী আমাদের শিক্ষা? মেয়েদের প্রতিষ্ঠিত হতে দেখলেই গা রি রি করে ওঠে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত