এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২১৩৬০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৭:২৫730839
  • ফক্স নিউজে যেমন মাঝখানে বলতে শুরু করেছিল যে এইসব সাদা লিবারলরা কখনই আসলে মাইনরিটিদের কথা ভাবতেই পারেনা। তারপর তাতে যখন নিজেদের ইন্টেনশান নিয়েই প্রশ্ন উঠলো, তখন থেমেছে।
  • S | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৭:২৬730840
  • যার ল্যাজে যখন আগুন লেগেছে, তাকেই নাচতে দে। তুই খামোখা লাফাচ্ছিস কেন? কিছু বলার থাকলে বল, নইলে আগুন শুদ্ধু বসে পর।
  • Atoz | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০২:১১730882
  • এই তো সেই টই!!!! ঃ-)
  • দ্রি | 172.69.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০২:৩৬730883
  • দেখুন ইনফ্যান্ট মর্টালিটি রেট কমলে ফার্টিলিটি রেট কমবে, এটা দেখাতে গেলে যখন প্রথমটা বেড়েছে তখন দ্বিতীয়টা বেড়েছে এবং যখন প্রথমটা কমেছে তখন দ্বিতীয়টা কমেছে এটা কনসিস্টেন্টলি দেখাতে হবে। প্রবলেমটা হল রিলায়েবল ডেটা যবে থেকে আছে, তবে থেকে মূলত দুটোই কমেছে। কোনটা কি কারণে কমেছে সেগুলো খুবই স্পেকুলেটিভ। এ অবস্থায় একটা অন্যটার কজ, এটা একটা সেলফ ফুলফিলিং প্রফেসি হয়ে গেল।

    আমি অনেক খুঁজে একটা এক্সামপল পেলাম যেখানে চাইল্ড মর্টালিটি প্রথমে বেড়েছে, তারপর কমেছে। কিন্তু ফার্টিলিটি ওভারঅল নিম্নমুখী।

    https://data.worldbank.org/indicator/SP.DYN.TFRT.IN?locations=MG

    https://www.ncbi.nlm.nih.gov/books/NBK2296/table/A169/?report=objectonly

    সবচেয়ে বড় কথা ফার্টিলিটি কমার অনেক ধরণের কারণ থাকতে পারে, ইনক্লুডিং ভ্যাকসিনেশান।

    এই ভিডিওতে দেখা যাচ্ছে আফ্রিকায় টিটেনাস ভ্যাকসিনের একটা স্যাম্পলে ৩০% অফ দা ভ্যাকসিন একটা অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ (গোনাডোট্রোপিন) দিয়ে লেসড ছিল।



    https://www.ncbi.nlm.nih.gov/pubmed/12346214

    কোনটা যে কিসের কারণ সেটা একটু কনফিউজিং।
  • দ্রি | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০২:৪০730884
  • সরি যেটা বলা হয়নি, যে দেশটার জন্য চাইল্ড মর্টালিটি আর ফার্টিলিটি কম্পেয়ার করলাম, সেটা মাদাগাস্কার।
  • Dipanjan | ২৭ এপ্রিল ২০২০ ০৩:০৬730886
  • "কোনটা যে কিসের কারণ সেটা একটু কনফিউজিং।" -

    কসালিটি আর তার ডিরেকশন প্রমাণ করা কঠিন হবে, একমত, লিখেছিও তা | অনেক কনফাউন্ডিং ফ্যাক্টর আছে | আপনার আগের কয়েকটা পোস্ট দেখে মনে হয়েছিল, ভ্যাকসিন যে পপুলেশন গ্রোথ কমাতে পারে - এই লাইন অফ আর্গুমেন্ট টাই ফলো করছিলেন না, তাই সেটা ক্লারিফাই করলাম একটু |

    আর বিল্লুর ভ্যাকসিন আর গরিবদের পপুলেশন কন্ট্রোল নিয়ে অল-ইন হয়ে যাওয়া যে খুব খুব কিউরিয়াস, সে ব্যাপারেও একমত | বিশেষত যেখানে গেটস ফ্যামিলির সাথে রকেফেলার দের, যাদের পয়সায় রেসিয়াল হাইজিন থিওরির জন্ম, সম্পর্কের ডকুমেন্টেড ইতিহাস আছে | বেনিফিট অফ ডাউট দিতে রাজী, কিন্তু চোখ কান মন খোলা রাখাই ভালো |
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০৩:১২730887
  • রকেফেলারদের তেলের কোম্পানি ভেঙে তৈরী হয়েছে এক্সন, যার সিইও ছিল ট্রাম্পের ক্যাবিনেটের সদস্য।
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০৩:১৭730888
  • ২০১৮তে আমেরিকার তেলের কোম্পানিগুলো ৩২ মিলিয়্ন ডলার খরচ করেছিল ইলেকশানে। তার মধ্যে ২৮ মিলিয়ন ডলার পেয়েছিল জিওপি। এই তেলের কোম্পানিগুলোর অনেকগুলই রকেফেলারদের কোম্পানি ভেঙে তৈরী হয়েছে।

    https://www.opensecrets.org/industries/summary.php?ind=E01&recipdetail=A&sortorder=U&mem=Y&cycle=2016
  • দ্রি | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০৩:১৯730889
  • ইন্ডিয়াতেও কেস হয়েছিল। গেটস ফাউন্ডেশান একবার অন্ধ্রতে মার্ক এবং গ্ল্যাক্সোর তৈরী এইচপিভি ভ্যাকসিনের টেস্টিং করেছিল ১৬০০০ ট্রাইবাল বাচ্চা মেয়ের ওপর।

    the Economic Times of India published their report in August 2014, stating that young tribal girls were tested with HPV vaccines. This involved not a handful of children, but 16,000 individuals in Andhra Pradesh, India, where they were given the Gardasil vaccine.

    KP Narayana Kumar reported that within a month of receiving the vaccine, many of the children fell ill, and by 2010, five of them had died. Another two children were reported to have died in Vadodara, Gujarat, where another 14,000 tribal children were vaccinated with another brand of the HPV vaccine, Cervarix, manufactured by GlaxoSmitheKline (GSK), who incidentally, has been accused of dumping polio virus into a Belgium river.

    Consent forms to administer the HPV vaccine were ‘illegally’ signed by wardens form youth hostels, showing that the Gates’ prey on the indigent without parents. For those who had parents, most were illiterate, and the true potential dangers of the vaccines were not explained to them.

    SAMA, an organization in India which promotes women’s health discovered this insidiousness, and reported it, but only now will Gates and his cronies have to answer for their misdeeds. Approximately 120 girls reported epileptic seizures, severe stomach cramps, headaches, and mood swings, of those who did not die. Other girls receiving the Gardasil vaccine have experienced infertility.

    https://www.globalresearch.ca/bill-gates-faces-trial-in-india-for-illegally-testing-tribal-children-with-vaccines/5407864

    The Bill and Melinda Gates Foundation funds and therefore controls the Program for Appropriate Technology in Health (PATH), which conducts large scale clinical trials in Africa and South Asia. In 2010 seven adolescent tribal girls in Gujarat and Andhra Pradesh died after receiving injections of HPV (Human Papilloma Virus) vaccines as part of a large-scale “demonstrational study” funded by the Gates Foundation and administered by PATH. The vaccines, developed by GSK and Merck, were given to approximately 23,000 girls between 10 and 14 years of age, ostensibly to guard against cervical cancers they might develop in old age.

    Indian physicians later estimated that at least 1,200 girls experienced severe side effects or developed auto-immune disorders as a result of the injections.52 No follow-up examinations or medical care were offered to the victims. Further investigations revealed pervasive violations of ethical norms: vulnerable village girls were virtually press-ganged into the trials, their parents bullied into signing consent forms they could not read by PATH representatives who made false claims about the safety and efficacy of the drugs. In many cases signatures were simply forged.

    http://www.newdemocracyworld.org/culture/gates.html

    এই কেস কোর্টে গিয়েছিল।
  • দ্রি | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০৩:২৬730890
  • আরো দেখুন, গেটস ফাউন্ডেশান কি ধরনের জিনিষে ইনভেস্ট করে। ইনজেক্টেবল কন্ট্রাসেপ্টিভ।

    Last week, Pfizer Inc., the Bill & Melinda Gates Foundation and the Children’s Investment Fund Foundation (CIFF) announced an agreement to foist the injectable contraceptive, Sayana® Press (medroxyprogesterone acetate or MPA) on women “most in need in 69 of the world’s poorest countries” – certainly an ironic project for a foundation that “invests” in children.

    Through their generosity, Sayana Press will be sold for $1/dose to “qualified purchasers” who can then go door-to-door in rural areas where healthcare is virtually or completely nonexistent and ensure that women of reproductive age won’t be able to have children. The main difference between the infamous Depo Provera (DMPA), long discontinued in the U.S., and Sayana Press (MPA) is that DMPA required women to go to a clinic or MD’s office every three months for another injection, whereas MPA is delivered in a “single-use Uniject™ injection system that eliminates the need to prepare a needle and syringe,” according to the press release. Therefore, it allows “health workers” to administer the contraceptive injection to women “at home or in other convenient settings.”

    কারোর ফুল কনসেন্ট নিয়ে এটা বিক্রি করা এক জিনিষ। কিন্তু কাউকে না জানিয়ে ভ্যাকসিনে এই জিনিষ পুরে দিলে কী হতে পারে? তখন কিন্তু সত্যিই ভ্যাকসিন দিয়ে পপুলেশান কমানো সম্ভব হবে।
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০৩:৩০730891
  • ফার্টিলিটি চয়েস আর ইকনমিক গ্রোথের উপর সেমিনাল কাজকর্ম রয়েছে ব্যারো-বেকার মডেলে। ইকনমেট্রিকাতে বেড়িয়েছিল। ওটাকেই মোটামুটি সবথেকে অথেনটিক কাজ বলে মনে করা হয়। এর উল্টোদিকে কিছু লোকজন পাবলিশ করার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা সফল হয়নি।

    আর যেখানে উল্টোদিকে ডেটা পাওয়া যায়্না, সেখানে ক্রস সেকশানাল স্টাডি করা হয়। আর কজালিটি ডিটারমিন করারও অনেক মেথড আছে ইকনমেট্রিক্সে।
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০৩:৪০730892
  • শেষে গুরুতে aleteia.org এর লিন্ক পড়ছে, যাদের কাজ হল ক্রিশ্চিনাটির নামে মিথ্যা কথা ছড়ানো আর ভয় দেখানো। এবারে IT cell এর কিছু লোকজন যোগ দিলেই ষোলো কলা পূর্ণ হয়।
  • dc | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ০৭:৫১730893
  • ডিপ স্টেট তাহলে বিল গেটসকে দিয়ে ইনজেক্টেবল কন্ট্রাসেপ্টিভ আবিষ্কার করিয়ে নিচ্ছে? ছি ছি ডিপ স্টেট তো ভারি পাজি!
  • PM | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৪:৫৩730895
  • যা বুঝলাম --

    ১। বিল গেট্স হল ফরিস্তা , ওনার বিরুদ্ধে কিছু বলা যাবে না

    ২। অফিসিয়াল ডেমোক্রাট ন্যারেটিভ এর বাইরে কোনো বক্তব্য রাখা যাবে না ।
    --------

    জলের মতো পোস্কার
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৫:২২730896
  • পিএম যে কি বলেন না। দেখতে পারছেন না একস্ট্রিম রাইটদের জন্য একটা আস্তো টই চলছে গুরুতে?

    এখানে গান ভায়োলেন্সকে সাপোর্ট করা হয়, ট্রাম্পের রেসিজমকে সাপোর্ট করা হয়, স্টীভ ব্যাননের ন্যারেটিভকে সাপোর্ট করা হয়, হোয়াইট সুপ্রিমেসিস্টদের সাপোর্ট করা হয়, হলোকস্ট ডিনাই করা হয়, কেউ স্বাস্থ্য-শিক্ষায় পয়সা ঢাললেই অ্যাটাক করা হয়, এমনকি পিজাগেট পর্যন্ত সাপোর্ট করা হয়েছে।

    তবে এগুলো সাপোর্ট করেও কেউ যদি নিজেকে বামপন্থী বলতে চায়, তাহলে ঠিক আছে। সেটাই ধরে নিলাম।
  • Dipanjan | ২৭ এপ্রিল ২০২০ ১৬:০৮730897
  • ফরিস্তারও ভুল হয় | তাই সিধু জ্যাঠা যা বলেছেন "মনের জানলাগুলো খুলে রাখাই ভালো " |

    “Bill Gates regrets ever meeting with Epstein and recognizes it was an error in judgment to do so,” Arnold told the newspaper. “Gates recognizes that entertaining Epstein’s ideas related to philanthropy gave Epstein an undeserved platform that was at odds with Gates’s personal values and the values of his foundation.”

    https://www.thedailybeast.com/bill-gates-praised-pedophile-jeffrey-epstein-kind-of-intriguing

    "Perhaps most notably, Epstein appeared to serve as an intermediary between the lab and other wealthy donors, soliciting millions of dollars in donations from individuals and organizations, including the technologist and philanthropist Bill Gates and the investor Leon Black."

    https://tinyurl.com/yam97hyr

    "This is a $2M gift from Bill Gates directed by Epstein"
  • PM | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৪৪730899
  • সাদা আমেরিকান নয় কিন্তু ট্রাম্প সমর্থক -- বিরল। বাংলায় লেখেন বিরলতম।

    আমি তো ভীষন প্রোটেকটিভ সংখ্যালঘু মতামত প্রাকাশের স্বাধীনতায়, এই টই টার জন্যেও ঃ)

    S কে বল্লুম ঃ)
  • দ্রি | 172.68.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০০:৩১730900
  • বন্ধ হয়ে যাচ্ছে মীট প্রোসেসিং প্ল্যান্ট।

    Tyson Foods, which employs roughly 100,000 workers, closed its pork plants in Waterloo, Iowa, and Logansport, Indiana, last week so that workers in those facilities could be tested for the virus.

    https://www.msn.com/en-us/foodanddrink/foodnews/tyson-foods-warns-that-the-food-supply-chain-is-breaking-as-plants-close/ar-BB13f5V5?li=BBnb7Kz

    Tyson Foods Inc. said Thursday it was shutting its beef facility in Pasco, Washington, while team members undergo testing for Covid-19. That’s adding to an avalanche of news that’s hit in just the past day.

    https://www.bloomberg.com/news/articles/2020-04-23/tyson-halts-pasco-plant-production-to-test-workers-for-covid-19?srnd=premium

    চাষীরা ক্রপস পচতে দিচ্ছে।

    Images of farmers destroying tomatoes, piling up squash, burying onions and dumping milk shocked many Americans who remain fearful of supply shortages.

    লাইন পড়ছে ফুড ব্যাঙ্কের সামনে।

    At the same time, people who recently lost their jobs lined up for miles outside some food banks, raising questions about why there has been no coordinated response at the federal level to get the surplus of perishable food to more people in need, even as commodity groups, state leaders and lawmakers repeatedly urged the Agriculture Department to step in.

    https://www.politico.com/news/2020/04/26/food-banks-coronavirus-agriculture-usda-207215

    As the coronavirus pandemic disrupts supply chains, American farmers are dumping milk, throwing out eggs and plowing under healthy crops. Produce suppliers are especially vulnerable to surpluses because fruits and vegetables are perishable and can’t be stored.
  • দ্রি | 172.68.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০০:৩৮730901
  • বোয়িং এর ডীল ক্যানসেল হয়ে যাচ্ছে।

    Oil Price Collapse Destroys Boeing’s Biggest 737 Max Selling Point

    Two days ago, China Development Bank’s leasing unit canceled orders for 29 yet-to-be-delivered 737 Max planes. And last week, GE Capital Aviation Services canceled an order for 69 jets.

    That followed a brutal March, in which Boeing registered 150 order cancellations for its top-selling plane. Total order cancellations for the year have already soared past 300.

    https://www.ccn.com/oil-price-collapse-destroys-boeings-biggest-737-max-selling-point/

    এবং

    Boeing has called off its plan to buy the majority of Embraer’s commercial aircraft division, a deal that would have strengthened its position in the smaller jet market adding the E-Jet-E2 to its portfolio.

    Boeing and Embraer were unable to reach an agreement on “unsatisfied [master transaction agreement] conditions” and further negotiations would not resolve the issues, Chicago-based Boeing said on April 25.

    https://thepointsguy.com/news/boeing-embraer-deal-called-off/

    এয়ারবাস তাদের এমপ্লয়ীদের বলল জব কাট হবে।

    European planemaker Airbus (AIR.PA) gave its starkest assessment yet of damage from the coronavirus crisis, telling the company’s 135,000 employees to brace for potentially deeper job cuts and warning its survival is at stake without immediate action.

    https://www.reuters.com/article/us-health-coronavirus-airbus/airbus-warns-staff-on-jobs-with-its-survival-at-stake-idUSKCN2280S3
  • dc | 172.68.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৯:১১730904
  • ওদিকে বেচারা ট্রাম্প শরীরের ভেতর লাইট আর ডিসইনফেকট্যান্ট ইনজেক্ট করতে বলে কি মুশকিলেই না পড়েছে! এর একটাই সলিউশানঃ নিউজ কনফারেন্স শুরু হলেই ট্রাম্পকে বারবার মন্ত্র পড়তে হবেঃ গ্র‌্যাব এম বাই দ্য পুসি! গ্র‌্যাব এম বাই দ্য পুসি!
  • দ্রি | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২২:৫৯730921
  • ২০০৬ সালে জো বাইডেনের বক্তব্য।

  • দ্রি | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২৩:০৬730923
  • New York City, already a world epicenter of the coronavirus outbreak, sharply increased its death toll by more than 3,700 victims on Tuesday, after officials said they were now including people who had never tested positive for the virus but were presumed to have died of it.

    https://www.nytimes.com/2020/04/14/nyregion/new-york-coronavirus-deaths.html

    'প্রিজিউমড টু হ্যাভ ডায়েড অফ ইট' হলেই হবে।
  • দ্রি | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২৩:১৭730924
  • নিউ ইয়র্ক সিটির এক নার্সের বক্তব্য।

  • দ্রি | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২৩:১৮730925
  • নিউ ইয়র্ক সিটির এক ডাক্তারের বক্তব্য।

  • দ্রি | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২৩:৩১730926
  • ম্যানহ্যাটানের হাসপাতালের ইমার্জেন্সি রুমের ডাক্তার সুইসাইড করলেন।

    A top emergency room doctor at a Manhattan hospital that treated many coronavirus patients died by suicide on Sunday, her father and the police said.

    Dr. Lorna M. Breen, the medical director of the emergency department at NewYork-Presbyterian Allen Hospital, died in Charlottesville, Va., where she was staying with family, her father said in an interview.
    ...
    “She tried to do her job, and it killed her,” he said.

    https://www.nytimes.com/2020/04/27/nyregion/new-york-city-doctor-suicide-coronavirus.html
  • দ্রি | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২৩:৩৬730928
  • Nearly one in three Americans have experienced a temporary layoff, permanent job loss, reduction in hours, or reduction of income as a result of the coronavirus situation. Eighteen percent have experienced more than one of these disruptions.

    Looking at these events separately, 10% of Americans report they have been temporarily laid off from work as a result of the coronavirus, and an additional 2% say that the situation has caused them to permanently lose their job. More common than loss of employment are reductions in hours (15%) and loss of income (26%).

    Gallup also finds that these impacts have been more pronounced among those in lower income brackets. Among those respondents whose annual household income (before the pandemic) was less than $36,000 annually, 14% report being temporarily laid off, 4% have been permanently been let go, and 32% have seen a loss of income.

    https://www.zerohedge.com/markets/one-three-americans-have-experienced-layoff-job-loss-reduction-hours-or-income-result-covid

    গ্যালাপ পোল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন