এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:196c:3c43:778:5634:1232:***:*** | ০৭ জুন ২০২৪ ০০:২১525769
  • যথারীতি পোষ্যকুল ল্যাজ তুলে নেমে পড়েছে!
  • | ০৭ জুন ২০২৪ ০০:১৬525768
  • আরে হোয়াতে পায় আর ধরাল্লেসে কপি পেস্ট মারে। এর আগেও নানারকম ফেক নিউজ শেয়ার করেছে। ar এবং আরো কেউ কেউ ধরে দিলেই খিস্তি। 
     
    খিস্তিদীপ তসলিমা তসলিমা করে খিস্তিয়ে বেড়ায় কে যেন ওকে ওর সেই সময়কার প্রতিবাদের লিঙ্ক  দিতে বলেছিল, নিদেনপক্ষে খপরের কাগজে চিঠি লিখে থাকলে তার রেফ। কিস্যু দেয় নি।  আসলে তখন তো রোজ সকালে কারিয়াকর্তা ( এইটে লিখলেই কারিয়া পিরেতের কথা মনে হয়।) হোয়া করে মেটেরিয়াল পাঠাত না কিনা। 
     
    খিস্তিদীপ ফেক ভিডিও ছড়ায়, সেটাকে ফেক বললে খিস্তি দেয়, কিন্তু ভিডিও চালিয়ে শুনে হ্যাঁ অত মিনিট থেকে তত মিনিটে আছে এইটুকু বলতে পারে না। আবারো  কারিয়াকর্তা তো আর বলে দেয় নি সেটা। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ জুন ২০২৪ ০০:০৫525767
  • একটা বক্তব্য রয়েছে, দীপবাবুর বক্তব্য আজতকে তো ভিডিও রয়েছে। সেদিন আজতকের যে ভিডিওর লিংক উনি দিয়েছিলেন সেটা এখানে পোস্ট করলাম। 
     
    এবার প্রশ্ন হল আজতকে বলছে এটা হুগলির আরামবাগের সভার ঘটনা। আবার আজ উনি কোন একটা কাগজের লিংক পোস্ট করেছেন, তাতে বলছে বারাসতের সভার ঘটনা। আগে গোদি মিডিয়ারা নিজে ঠিক করুক কোন সভার ঘটনা বলে চালাবে তারপর ছড়ালে অন্তত একটা কনসিস্টেনসি থাকত।
     
    ৎচু ৎচু
     
  • :|: | 174.25.***.*** | ০৭ জুন ২০২৪ ০০:০০525766
  • "মিথ্যা হলে এদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিতো।"
    ওমা! রাজ্য সরকার কেন ব্যবস্থা নেবে? অপমান তো রাজ্য সরকারকে করেনি। বিকৃত করে হাস্যাস্পদ করেছে শ্রীরামকৃষ্ণের উচ্চারিত কথাকে, অপমান করার অভিপ্রায়  স্বয়ং শ্রীরামকৃষ্ণকে -- তাই আপনার মতো ভক্ত ফলোয়ার যাঁরা আছেন ব্যবস্থা তো আপনাদের নেওয়ার কথা। তাই না করে ওই অপমানজনক মিথ্যা ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছেন? অদ্ভুত যা হোক! 
  • r2h | 192.139.***.*** | ০৬ জুন ২০২৪ ২৩:৫৪525765
    • ---- | ০৬ জুন ২০২৪ ২০:৪৩
    • ... অভিজ্ঞতার সংকলন করা হোক। লেখকদের অ্যানোনিমিটির দায়িত্ব গুরুই নিক নাহয়। আমন্ত্রিত লেখাই নিন।...
     
    এরকম একটা আমন্ত্রন জানানোও হয়েছিল না? লিংকটা দেখি খুঁজে।
    যথাসাধ্য ছড়িয়ে দিতে পারেন - যদি লেখা আসে।
  • r2h | 192.139.***.*** | ০৬ জুন ২০২৪ ২৩:৪৯525764
  • সত্যি এ একেবারে টিকিট কেটে দেখার মত শো হচ্ছে, আর এ আরও বেশ কিছুদিন চলবে আমি নিশ্চিত  laugh
  • | ০৬ জুন ২০২৪ ২৩:৪২525763
  • হে হে ট্যুইটারে গোমাতার সন্তানেরা এতদিন মুসলমানদের দোকান বয়কটের ডাক দিত এখন অযোধ্যার হিন্দুদেরও বয়কটের ডাক দিচ্ছে। অযোধ্যার থাপ্পড়টাও জবরদস্ত পড়েছে এদের গালে।laugh​​​
  • dc | 2402:e280:2141:1e8:dab:7aed:c679:***:*** | ০৬ জুন ২০২৪ ২৩:১৭525762
  • যা দেখছি, আড়াইশোও পার করতে না পারার ধাক্কা গৌমাতাদের জোর লেগেছে। একেবারে দিল পে laugh 
  • দীপ | 2402:3a80:196c:3c43:778:5634:1232:***:*** | ০৬ জুন ২০২৪ ২৩:০২525761
  • সামনে আয় শুয়োরের বাচ্চা! ন‌ইলে দাওয়াই দিবি কি করে? 
     
  • Rouhin Banerjee | ০৬ জুন ২০২৪ ২৩:০১525760
  • এই দীপ ব্যাটাকে এবার কঙ্গনা দাওয়াই দেওয়া হোক, দাবী জানালাম
  • দীপ | 2402:3a80:196c:3c43:778:5634:1232:***:*** | ০৬ জুন ২০২৪ ২২:৪৪525759
  • হিন্দুস্তান টাইমস, উত্তরবঙ্গ সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। আজতক ভিডিও দেখিয়েছে।
    মিথ্যা হলে এদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিতো। যেমন অম্বিকেশ, সন্ময়, রোদ্দুর রায়কে মিথ্যা কেসে ফাঁসিয়েছে।
    কিন্তু এখানে কিছুই করছে না! 
    আপনি বরং আপনার ক্রেডিবিলিটি নিয়ে ভাবুন!
  • :|: | 174.25.***.*** | ০৬ জুন ২০২৪ ২২:৩২525758
  • এবং বলতে দ্বিধা নাই, খুবই হতাশ লাগে যখন এইসব তথাকথিত মহাশিক্ষিতদের দেখি মিনিমাম ভেরিফিকেশনের আরজটুকুও নাই! 
  • :|: | 174.25.***.*** | ০৬ জুন ২০২৪ ২২:৩০525757
  • অবশ্যই! একটি ফেক সোর্সের উপর ভিত্তি করে জেনে বা না জেনে এঁরা সকলেই মিথ্যাই আওড়ে যাচ্ছেন। 
  • :|: | 174.25.***.*** | ০৬ জুন ২০২৪ ২২:২৮525756
  • এই সাংবাদিকের ক্রেডিবিলিটি কেমন? আপনি শুধু আমাদের জানিয়ে দিন অরিজিনাল ভিডিওর কত মিনিটে এই কথা বলা হয়েছে। একই মিথ্যা চারজন বললেই যে সত্যি হয়ে যায়না সেটি নির্ঘাৎ জানেন। 
  • দীপ | 2401:4900:3fab:9d87:1ef5:7cb5:bc6c:***:*** | ০৬ জুন ২০২৪ ২২:২৬525755
  • সবাই মিথ্যা কথা বলছে!
  • :|: | 174.25.***.*** | ০৬ জুন ২০২৪ ২২:১৬525752
  • কিন্তু যাঁর এতো মিশন প্রেম, তিনি কীকরে শ্রীরামকৃষ্ণের কথা বিকৃত হাস্যাস্পদ করে, স্বয়ং শ্রীরামকৃষ্ণকে অপমান করে তৈরী ফেক ভিডিও সানন্দে শেয়ার করেন, এবং সেটা ধরা পড়ার পর কোনও ক্ষমাটমার ব্যাপারে না গিয়েই, অন্যদের গালিগালাজ করেন সেটি একটি আশ্চর্য গবেষণার বিষয় বটে! 
  • মিশন | 2405:8100:8000:5ca1::18:***:*** | ০৬ জুন ২০২৪ ২১:২৩525751
  • আহা অভ্যু রঙ্গন যদুবাবু গুরু এনাদের ব্যতিক্রম না ধরে দীপকেই ব্যতিক্রম ধরুন না কেন? ওনার জন্যে খামোকা রামকৃষ্ণ মিশনকে গাল পেড়ে কি হবে?

    রঞ্জনবাবুও তো মিশনের শিক্ষারই ফসল!
  • যদুবাবু | ০৬ জুন ২০২৪ ২১:২১525750
  • @guru: আমি টিসিডিপি সাইটে ভালো কোডবুক পাইনি। এটা কিছুটা administrative division এর মত হলেও সেটা এক্সাক্টলি নয়। আমি রোশন কিশোরকে জিগালাম। উত্তর দিলে আপনাকে জানাবো। না দিলে দেখি অন্য কাকে পাই। 
     
    @পাপাঙ্গুল : রাস্তায় নেমে ঠিক কী করবে সেটা জানতে গেলেও একটু অঙ্ক করতে হয়। আমি এরকম অঙ্ক করতেও পারি। আর "সময় নষ্ট" তো সাবজেক্টিভ ব্যাপার। আমি সামান্য একটি ভোঁদড় আমার আর কি বা নষ্ট কি বা কষ্ট :) 
  • r2h | 192.139.***.*** | ০৬ জুন ২০২৪ ২১:০৫525749
  • হ্যাঁ, সে তো করতেই পারে, কর্তৃপক্ষ ও সম্পাদকীয় দপ্তর।
    তবে করবে বলে মনে হয় না, বিজেপির ল্যাজ কাটা যাওয়াতে সবাই যেহেতু খুশি!

    ছাপ্পা ইত্যাদি তো হয়ই, অস্বীকার করতে চাওয়ার প্রশ্ন নেই। ফ্ল আছে অনেক। কিন্তু ব্যাপক হারে, বড় ছবিটার দিকে তাকালে কী দেখা যাচ্ছে সেসব প্রশ্ন। ভোটকর্মীদের অভিজ্ঞতা একেবারে শুনিনি, তাও না।

    সব মিলিয়ে গণতন্ত্রকে প্রহসন বলতে চাইলে আরেকটু তথ্য প্রমাণ লাগবে, এই আরকি।
  • ---- | 103.244.***.*** | ০৬ জুন ২০২৪ ২০:৪৩525747
  • r2h আমি বরং আরেকটা অল্টারনেটিভ প্রপোজ করি?
    গুরু নেটওয়ার্ক সূত্রে তো অনেক এরকম মানুষ জড়িত যাঁরা ভোটে ডিউটি দিতে যান। এরকম বেশ কিছু মানুষের তরফে ভোটের সময়কার রিগিং ছাপ্পা গায়ের জোরে করানো ভোটের বা ভোটগণনা সময়কার অভিজ্ঞতার সংকলন করা হোক। লেখকদের অ্যানোনিমিটির দায়িত্ব গুরুই নিক নাহয়। আমন্ত্রিত লেখাই নিন। দেখুনই না কী রকম সমস্ত অভিজ্ঞতার দেখা পান। 
    আমার বহু বন্ধু প্রিসাইডিং অফিসার হয়ে প্রতি ভোটেই যায় তো। আমার নিজের বহু আত্মীয়ই ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে বসতেন এবং বসেন। বাম আমল থেকে তিনো আমল, সব রকম ভোটের খবরই পেয়েছি, পাই। তাই এইসব ভোটের রেজাল্ট দেখে জনমানসের ওরিয়েন্টেশন সংক্রান্ত থিয়োরি চর্চায় উৎসাহ পাই না।
  • | ০৬ জুন ২০২৪ ২০:২৩525746
  • ওদিকে রান আউটকে এক সিয়াইএসএফ জওয়ান(ঈ) চড় মেরেছে। সেই কৃষক আন্দোলনের সময় বাজে কথা বলেছিল সম্ভবত সেইজন্যই। 
  • | ০৬ জুন ২০২৪ ২০:০৭525745
  • আগেই বলেছিলাম তো যে কোন পশুপাখী হতে গর্বিত রাকৃমির শিক্ষায় শিক্ষিত ইতর হওয়ার চেয়ে। বাই দা রাস্তা এত্তসব জীবেপ্রেম হ্যানা ত্যানা  বলে  রাকৃমির এলিমেন্টরা বিভিন্ন জীবজন্তুকে এমনভাবে রেফার করার চেষ্টা করে যেন তারা ওই রাকৃমির কৃমিগুলোর তুলনায় নিকৃষ্ট! 
  • dc | 2402:e280:2141:1e8:3810:77f4:97bc:***:*** | ০৬ জুন ২০২৪ ১৯:৫৫525744
  • তা অবশ্য ঠিক। এটা বোধায় শোকজের এফেক্ট laugh
  • r2h | 192.139.***.*** | ০৬ জুন ২০২৪ ১৯:৫৩525743
    • dc | ০৬ জুন ২০২৪ ১৯:৪৯
    • ...বাম্পার ইনকাম...
     
    না না, শোকজ হয়েছে, এত খরচ খরচা করেও আড়াইশো পার হলো নাঃ)
  • r2h | 192.139.***.*** | ০৬ জুন ২০২৪ ১৯:৫১525742
    • ---- | ০৬ জুন ২০২৪ ১৫:০৬
    • যারা মানুষের ভোট দেওয়া নিয়ে কথা বলছেন, এই ইলেকশন কমিশনের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে, তারা জানেন,  কোন বুথে এর কতখানি মানুষের দেওয়া আর কতখানি ছাপ্পা? ...আপনারা জানেন? গণতন্ত্রের নামে এই প্রহসন নিয়ে বিচার বিশ্লেষন মাথা খাটানোর মত সময় নষ্ট না করে পারলে গ্রাউন্ড রিয়েলিটির খোঁজ নিন।
     
    ভারতের ইলেকশন রিগড, ভোট একটা তামাশা  - এই নিয়ে এপ্রিলের শেষে দীর্ঘ মিনিময় হয়েছিল এই পাতায়। পক্ষে বিপক্ষে অনেক মতামত পড়েছে।

    অচিন্ত্যকুমার সেনগুপ্ত'র লেখা গদ্য ও কবিতা দুইই আমার দুই চক্ষের বিষ। ঐ সময়ের সাহিত্যের একটা বড় অংশকে আমার দিশাহীন কেনুপনা বলে মনে হয়। তবে ছোটবেলায় অকুসেগু-র ছন্নছাড়া কবিতাটা কাজী সব্যসাচীর কন্ঠে শুনে খুব আমোদ পেয়েছিলাম। যেকোন আশার সংবাদে সমস্বরে প্রাণ আছে প্রাণ আছে বলতাম। তাতে অবশ্য অস্থান কুস্থান বিচার করা হতো না; ড্রাই ডের দিনে মটকার কাছে আধখানা হুইস্কির বোতল পড়ে আছে আবিষ্কার হলেও ঐ।

    তো এবার ভোটের ফলাফল দেখে মনে মনে বললাম, প্রাণ আছে, প্রাণ আছে।
    মনে হচ্ছিল এই প্রথম বোধহয় গুরুতে একটা তর্ক হলো যার ক্লোজার পাওয়া গেছে!

    রিগড, ভাঁওতা ইত্যাদি হলে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পিছলে যাওয়া অসম্ভব। কোন দলই, মায় বামফ্রন্ট, ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলছে না।
    আর এমন যদি হয় যে অন্য কেউ জানেন না, আপনি জানেন, তাহলে সেটা স্পষ্ট করে লিখলে অন্যরাও জানতে পারে। গুরুতে নাম গোপন করে লেখা যায়। অথবা একটা বেনামে ইমেল আইডি তৈরি করে গুরুতে পাঠিয়ে দিন, সারবত্তা থাকলে পরিচয় গোপন রেখে প্রকাশ করা হবে নিশ্চয়।
     
     
    • Pk | ০৬ জুন ২০২৪ ১৬:১৯
    • ...এই বারে বিজেপিও শুরু করেছে EVMর কারচুপির কথা।
       
    তাই মনে হচ্ছে :D
  • দীপ | 42.***.*** | ০৬ জুন ২০২৪ ১৯:৫০525741
  • লাথখোরদের অবশ্য কোনো লজ্জা থাকেনা!
  • dc | 2402:e280:2141:1e8:3810:77f4:97bc:***:*** | ০৬ জুন ২০২৪ ১৯:৪৯525740
  • উফ আজ দীপচাড্ডির বাম্পার ইনকাম হচ্ছে laugh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত