এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.25.***.*** | ২০ মে ২০২৪ ১০:৪১524568
  • হয়তো। কেজানে যুদ্ধটা এবার কোনদিকে গড়াবে। 
  • &/ | 107.77.***.*** | ২০ মে ২০২৪ ১০:৩২524567
  • হোমি জাহাঙ্গীর ভাবার মতন কেস হল কি এটা ?
  • :|: | 174.25.***.*** | ২০ মে ২০২৪ ১০:২৮524566
  • আর ট্রোল! এদিকে ইরানের প্রেসিডেন্ট তো গেলেন। এখন যুদ্ধের গতি কোন দিকে যাবে? 
  • সিএস  | 103.99.***.*** | ২০ মে ২০২৪ ০৯:৫৫524565
  • ট্রোল নিয়ে অত ভেবে লাভ নেই। কচি খোকা এখানে কেউ নয়, যদিও নাম ভাঁড়িয়ে, আইপি বদলে, লোকের মধ্যে ঝগড়া বাঁধিয়ে কচিখোকাপনা চলত, এখন টুংটাং বেজেছে বলে বাল্মিকী ভাব এসেছে। দীপ তবু সব সময়েই নিজের নামেই লেখেন, এঁয়ারা তো নাম বদলে বদলে কী আমোদ পেতেন ! 
     
    কাটিয়ে দিন, ট্রলারে ট্রলারে কাটাকুটি হয়ে যাবে।
  • ইকিরে! | 2a03:94e0:ffff:185:243:218::***:*** | ২০ মে ২০২৪ ০৭:৫৪524564
  • এ মালটা তুই তুকারি করছে কাকে? নিজের কিচু বলার সাহস নেই অন্যদের খোচাচ্ছে।
     
    ট্রোলজেহাদিরা মাছচাড্ডি, বিশ্বম্ভর স্টকার এদের কথা ভোলে নি নিচ্চয়। নিজেরা কল্লে মিষ্টি মিষ্টি ব্যাপার নিজেদের দিকে এলেই গুষ্টির তুষ্টি।
  • সৃষ্টিছাড়া | 117.194.***.*** | ২০ মে ২০২৪ ০৬:৩০524563
  • তোরা তো অনেকে রামকৃষ্ণ মিশন চাষ করতি, এখন মতলবী ভোট রাণীর মঞ্চে পায়চারি করে মুখ দিয়ে বাতকর্ম করবার বিষয়ে একটি শব্দও নেই! 
  • lcm | ২০ মে ২০২৪ ০৬:২২524562
  • অরিন যেটার কথা বলেছেন - ফেডিভার্স, সেটা দেখলাম। খুবই ভালো, পুষ্টিকর আইডিয়া, কিন্তু ওতে ট্রোল আটকানোর বিশেষ ব্যাপার নেই। বেসিক্যলি ওটা হল - fediverse is a collection of social networking services that can communicate with each other (formally known as federation) using a common protocol....
    এটা একটা দারুণ উদ্যোগ, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো একটা আম্ব্রেলার নিচে আসবে, একটা প্রোটোকলের আন্ডারে, কিন্তু এর সঙ্গে ট্রোল-এর বিশেষ সম্পর্ক থাকার কথা নয়। অবশ্যই কিছু সুবিধে এতে হবে, ধরুন একজন ইউজার কোনো সাইটে ট্রোল করছেন, তখন তাকে এই আম্ব্রেলার আন্ডারে সমস্ত সাইটে ব্লক করে দেওয়া যেতে পারে, ইত্যাদি, ইত্যাদি।

    ট্রোলিং বিহেভিয়র নিয়ে জেনারেলি যা বলে  -
    The following are some trolling behaviors:

    * Attacking or criticizing something you’ve posted, praised, or agreed with
    * Posting personal insults meant to humiliate you in front of others
    * Escalating verbal aggression when the target responds
    * Making statements designed to upset others
    * Hate speech

    আর ট্রোল আটকানোর ৩-টে কনভেনশন্যাল উপায় বলছে -

    * Ignore them. DO NOT engage—that’s what they want, and it will motivate them to continue. Trolls seek attention and if they don’t get it, they might move on.

    * Block them. Almost every platform allows you to block users. Blocking users can mean different things on different social media sites, but generally it stops them from seeing your content and vice versa.

    * Report them. Almost every platform has a policy against abusive language, behavior, and hate speech. Reporting them could get their post removed, or get the account suspended or deleted depending on the site and the situation.

    প্ৰথমটি নিয়ে কিছু বলার নেই, সকলেই করে থাকেন।

    যেহেতু গুরুতে লগইন না করেও কমেন্ট করা যায়, ইউজার অ্যাকাউন্ট ব্যাপারটাই যেখানে অপশ্যন্যাল, সেখানে অ্যানোনিমাস পোস্টদাতাকে ব্লক করার ব্যাপারটা (ওপরের দ্বিতীয় বুলেট) একটু অপ্রাসঙ্গিক। ইউজারই নেই, তো কাকে ব্লক করা হবে।  আইপি এড্রেস ব্লক করে দেওয়া যায় কিন্তু তাতে ট্রোল আটকানো কঠিন। 

    আর তিন নম্বরে রিপোর্ট করার ব্যাপারটা - অরিন যেটা বলেছেন, পোস্ট ট্যাগ করতে দিতে-  ট্যাগ/রিপোর্ট, রিভিউ, ডিলিট - টাইপের ব্যাপার। কিন্তু সেখানে ব্যাপারটা - মোর অফ পলিসি এন্ড প্রসিডিওর, লেস অফ টেকনোলজি। টেকনিক্যালি পোস্ট ফ্ল্যাগ করার  অপশন দেওয়াই যায়, কিন্তু যেহেতু ইউজার একাউন্ট নেই, একজন অ্যানোনিমাস ট্রোলার এসে যে কোনো পোস্ট ফ্ল্যাগ করে দিতে পারেন। একটাই সুবিধে হবে, একজনে ট্রোলার এসে যদি অন্য এক ট্রোলারের কমেন্ট ফ্ল্যাগ করে দেয় - ট্রোলে ট্রোলে কাটাকুটি। 

    টেকনিক্যালি গুরু তো ঠিক ক্লোজড সাইট নয়, এখানে ইউজার অ্যাকাউন্ট না খুলেও পোস্ট করা যায়। 
    যদিও ক্লোজড সাইট/অ্যাপ হলেই যে ট্রোল আটকানো যাবে তা নয়। যেমন,
    ফেসবুক ভর্তি ট্রোল। 
    ট্যুইটার (এক্স) ভর্তি ট্রোল। 
    রেডিট-এও তাই। 
    ইউটিউবেও প্রচুর ট্রোল হয়, অনেকে কমেন্ট অপশন ডিসেবেল করে রাখেন। 
    ( ইউটিউব বাদে ওপরের সব কটা সাইট/অ্যাপ ক্লোজড কম্যুনিটি) 
      
    এই সব অ্যাপে অনেক ডিপ লেভেলে IAM (Identity and Access Management) থাকে, এদের ডেডিকেটেড টিম আছে, ইউজার ডেটা কালেক্ট করে, এনালিসিস করে,  বিভিন্ন ইউজারদের অভিযোগ খতিয়ে দেখে, পোস্ট ডিলিট করে দেয় বা ইউজারকে ব্লক করে দেয় - অনেক ম্যানুয়াল কাজ - আজকাল অবশ্য এআই এর সাহায্য নেয়, প্রচুর ফলস রেজাল্টও হয়। মোটকথা বেশ ঝামেলার ব্যাপার। ম্যানপাওয়ার/রিসোর্সের ব্যাপার তো আছেই। গুরুর মতন  ক্রাউড সোর্সড সাইটে এই এফোর্ট বেশ চাপের। তবে এখন যেটা হয়, যেমন অনেক সময় পোস্ট হাইড করা হয়, যেটাতে আমার আপত্তি, খুব অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ না থাকলে, আর সেটা হলেও তার বেসিসটা পোস্টদাতাদের জানানো উচিত, অর্থাৎ আবার সেই পলিসি এন্ড প্রসিডিওর, কম্যুনিটি প্র্যাকটিস ... এইসব। সাইটের পাতার নিচে দুটি বাক্সে যে কথা বলা আছে সেটা মূলত কপিরাইট এবং কন্টেন্ট শেয়ারিং নিয়ে, কম্যুনিটি গাইডলাইন নিয়ে কিছু নেই। সেটা ভাবা উচিত। 

    শেষমেশ বলি, আগের দিন অরিনও যেটা বলেছিলেন, কম্যুনিটির ইউজারদের গুডউইল এবং রেসপেক্টফুল বিহেভিয়র - সেটার ভরসায় এতদিন চলেছে।
  • অরিন | 2404:4404:1732:e000:488b:9520:170b:***:*** | ২০ মে ২০২৪ ০১:৪৩524561
  • ট্রোল নিয়ে এবং পোস্টারদের টার্গেট করে বাজে কথা লেখা বন্ধ করতে হলে গুরুর এডমিনদের একটু প্রোএকটিভ হতে হবে। পোস্ট ফ্ল্যাগড হলে তখনি ডিলিট করে না দিলে এই কিন্তু চলতেই থাকবে। কারণ যেহেতু এখানে যে কেউ anonymous নিক থেকে পোস্ট করতে পারেন, ipv6 sooofing করে কোন লাভ নেই, যার জন্য দায়িত্ব সত্যি এডমিনের। যোষিতা বা অ্যাণ্ডরকে "আপনারা যখন চেনেন তখন এদের চিনিয়ে দিচ্ছেন না কেন" এখানে অপ্রাসঙ্গিক, কারণ সেটা ওদের নয়, অ্যাডমিনের দায়িত্ব।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০১:৪১524560
  • আহা! এরজন্য মাইনে দিতে হয় না।  মাগনাতেই করবে।
    মনের অসুখে সেল্ফ ডেসট্রাকশন মোডে চলে গেছে। করুণ জীবন। এতটা বয়স হয়ে গেল। তবু স্থিরতা পাচ্ছে না। ঐ করে একটু অসুখ সারানোর চেষ্টা করছে। ফ্রাস্ট্রোশনে কেউ দেয়ালে ঘুঁষি মারে, কেউ ফাঁকায় গিয়ে চেঁচায়, কেউ জিনিসপত্র ভাংচুর করে, কেউ বৌ পেটায়, কেউ ট্রোলিং করে।
  • অরিন | 2404:4404:1732:e000:488b:9520:170b:***:*** | ২০ মে ২০২৪ ০১:৩৬524559
  • "মিন্ট বা লেমনগ্রাসে মশা পালায় - এটা জানতাম না তো! "
    মিন্টের ঝোপ থাকলে বেড়ালের উৎপাত থেকেও রেহাই পাওয়া যায়, :-)
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০১:৩৪524558
  • &/ | 151.141.85.8 | ২০ মে ২০২৪ ০১:১৯
     
    ঐ নিয়ে ভেবে লাভ নেই। আগে আমি ভাবতুম, লোকে প্রতিবাদ করে না কেন?
    এখন অনেকগুলো বছর কেচে গেছে। ঐ আগের প্রশ্নটার উত্তর এখন আমি জানি। 
    পেণ্ডুলাম ট্রোলশ্রী যেমন অমন করবেই, করুক। ওর সমস্ত শরীরে মনে গিজগিজ করছে সমস্যা ঘৃণা হিংসা আশঙ্কা অনিশ্চয়তা। বেচারা!
  • &/ | 151.14.***.*** | ২০ মে ২০২৪ ০১:৩২524557
  • ওঁত পেতে বসে থাকে ভাটে, টইতে। কখন একটা সময়সুযোগ পাবে ট্রোল করার। কারুর পেছনে পেছনে ফলো করার জন্য টাকা দিয়ে চব্বিশঘন্টার চর লাগালেও এইরকম ডেডিকেটেড চর পাওয়া যাবে কিনা সন্দেহ। আর এরা করছে বছরের পর বছর।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০১:২৮524556
  • লাইফে এদের ব্যাপক গ্যাঞ্জাম। অনেক সমস্যা। স্ট্রেস ভেন্ট আউট করতে এসব করে। নইলে একজন লোক এতটা টাইম ট্রোলিং এ ইনভেস্ট করতে পারে? জীবনের যে সব সমস্যা সমাধান করতে পারবে না, সেই নিয়ে সেঁকে রয়েছে। পেণ্ডুলামের মত লাইফ।
  • &/ | 151.14.***.*** | ২০ মে ২০২৪ ০১:২৪524555
  • সত্যিই তাই। বুঝতেও পারে না নিজেদের প্রতিটা ট্রোলপোস্টেই নিজেরা ধুলিসাৎ হচ্ছে। মনের সমস্ত নোংরামো নিয়ে সমস্ত অন্ধকার নিয়ে এক্সপোজড হয়ে যাচ্ছে, খোলাপাতায়, সমস্ত দুনিয়ার কাছে।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০১:২২524554
  • জীবনে কী লেভেলের ফ্রাস্ট্রেশন থাকলে লোকে ট্রোলশ্রী বনে যায়— এটা গবেষণার বিষয়।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০১:১৯524553
  • একটু টাইম লাগবে। রোববারের সকাল। বারংবার আইপি বদলাতে হবে। 
  • &/ | 151.14.***.*** | ২০ মে ২০২৪ ০১:১৯524552
  • এই ভাষা, এই বক্তব্য, এই টোন নিয়ে এরা বছরের পর বছর ট্রোল করে চলেছে। অথচ কোরও কিছু করে না, নন-কোরও কিছু করে না। বরং নীরবে এনকোর এনকোর করে।
  • &/ | 151.14.***.*** | ২০ মে ২০২৪ ০১:১৭524551
  • বলতে না বলতেই বেরোতে শুরু করেছে। সেই যেন কার নাম নিতে না নিতেই এসে হাজির হয়!
  • khik khik | 194.163.***.*** | ২০ মে ২০২৪ ০১:১০524550
  • বুকপেট অ্যাসিদডভত্তি থাকলে উগলে উগলে বেরুবেই। দুই চাড্ডিনির আবার ভাব হয়ে গেছে দলবাজি করার জন্যি।

    খিস্তিট্যানের আবার নিজের বেলায় আঁটিশুটি পরের বেলায় চিমটি কাটি।
  • &/ | 151.14.***.*** | ২০ মে ২০২৪ ০১:০৭524549
  • হ্যাঁ, চেনা প্যাটার্ন।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০১:০৩524548
  • স্বনামে আরেকটু পরে আসবে। মিলিয়ে নিস।
  • &/ | 151.14.***.*** | ২০ মে ২০২৪ ০১:০১524547
  • হ্যাঁ, এটা আমিও খেয়াল করেছি যোষিতাদি। ট্রোলশ্রীদের ভাষা ও আক্রমণের ব্যাপারে অনেকেরই প্রচ্ছন্ন সায় আছে। না হলে বছরের পর বছর এটা চলত না।
  • &/ | 151.14.***.*** | ২০ মে ২০২৪ ০০:৫৯524546
  • একগেলাস ভালো ঘোল এই ট্রোলশ্রীকে দেওয়া হৌক। যাকে বলে ঘোলশ্রী। ঃ-)
  • &/ | 107.77.***.*** | ২০ মে ২০২৪ ০০:৫২524545
  • ট্রোলশ্রী এসে গেছে। টই তেও 
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০০:৫০524544
  • অ্যাসিড টেস্ট সাকসেসফুল। 
  • ট্রোলশ্রী | 103.5.***.*** | ২০ মে ২০২৪ ০০:৪৬524543
  • বাপরে কি দাপট! এ অবিশ্যি আগেও দেকিচি সেই লিরিক্যালের ক্যাঁচালে। জোশিতা তকন ছোটলোক নামে লিখত। কেন জিগ্যেস করে লজ্জা দিবেন না। দিয়ে যাই লিংটা।
     
    এই যে এই হচ্ছে ইতিহাস দাদাভাই দিদিভাই-
    • ছোটোলোক | 198.155.168.109 (*) | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১১53508
    • কিছু বলা তো যাবে না। কারণ অ্যামেরিকায় চাকরি করে ভারতে এরকম কোম্পানী খোলা যায় না। দশ বছরের ইনকামট্যাক্স রিটার্ণ নেই কোন। মালিক এনারাই এদিকে সে সব গোপন করে ভারতে বসবাসকারী দেখিয়ে কোম্পানী চলছে দশ বছর। কোনো ইনকাম ট্যাক্স দেওয়া হয় নি। ট্যাক্স রিটার্ণ জমা হয় নি। হাসি তো পাবেই যখন ইনকাম ট্যাক্স এসে কথা বলবে।
    • ছোটোলোক | 198.155.168.109 (*) | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৩53509
    • কারোকে চোর বলবার আগে জেনে নিন, কী বলছেন। বেআইনিভাবে যারা ব্যবসা করে তাদের মুখে এটা মানায় না।
  • =)) | 2a03:4000:6:d042:5440:88ff:fedd:***:*** | ২০ মে ২০২৪ ০০:৩৪524542
  • বিশেষ খবরটা তো তিনবছরের পুরনো খপর। ২১এর বিধানসভার পরেই গুচ ফেবু জুড়ে হল। চাড্ডিদিদি এতদিনে জানল। চুগলি লিঙ্কে গলতা আচে তারমানে।
     
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০০:৩৪524541
  • দিদি নাম্বার ওয়ান জিতলেই ভারতের পরিবহন মন্ত্রী হবেন।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০০:৩২524540
  • ট্রোলশ্রীরা যে ভাষায় অ্যান্ডর এবং আমাকে আক্রমন করে, তাতে অনেকেরই প্রচ্ছন্ন সায় লক্ষ্য করেছি।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ০০:৩০524539
  • kk | 172.56.32.178 | ২০ মে ২০২৪ ০০:২৮
     
    থ্যাংকিউ কেকে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত