"নৈর্ব্যক্তিকভাবে দেখলে দেশ তো সত্যিই ম্যাপে একটা জায়গামাত্র, একটা ভৌগোলিক অঞ্চল . পাহাড় মাঠ নদী গ্রাম শহর জঙ্গল জলা ।কিন্তু 'আমার দেশ' বলতে কি তাই অনুভব করি আমরা ? "
"কিন্তু যাঁরা এইখানে আজকের আলোচনায় দেশমাতৃকা বলা নিয়ে আপত্তি করলেন, তাঁদের সমস্ত জীবনে একজনও কেউ কোনওদিন এইরকম ভাবতে বাধ্য হবার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন?"
&\ আর :|: কে প্রশ্ন, এই দেশমাতা বা গৌমাতা কনসেপ্টটা আপনারা বারবার ব্যক্তির থেকে জাতীয় আর আমরার লেভেলে কেন নিয়ে যাচ্ছেন? কেউ ব্যক্তিগতভাবে তার নিজের মা কে ভক্তি করতে পারে, পুজো করতে পারে, কেউ গোরুকে তার মা ভাবতে পারে, কেউ উট পাখিকে তার মা ভাবতে পারে, কেউ হাঁসজারুকে তার বাবা ভাবতে পারে। এই সব কিছুই ঠিক আছে, যতক্ষন সেই ভাবনাটা তার নিজের বাড়িতে বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই ভাবনাটা "আমরা" এর মধ্যে টেনে আনা মানেই তো সেটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া! একজন এসে বললো আমি দেশকে মা মনে করি, আরেকজন এসে বললো আমি পাড়ার গোরুটাকে মা মনে করি, আমি বললাম আমি আমার মা কে ছাড়া আর কাউকেই মা মনে করিনা। এবার আরেসেস বিজেপির নেতা এসে বললো বন্দে মাতরম আর জয় গৌমাতা বলতে পারো না? তোমার এগেন্স্টে তো এক্ষুনি পুলিশ কেস করতে হবে!
:|: জিগ্যেস করলেন কেউ ব্যক্তিগতভাবে দেশমাতৃকা ভাবতে বাধ্য হবার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা। আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু মুসলমান, তাঁর নাম শেখ মহম্মদ। রোজা ইত্যাদির ধারকাছ দিয়েও যায়না, আমার মতোই নাস্তিক। ওর সাথে কখনো কখনো বিজেপি ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ও যখন ওর অস্বস্তির কথা বলে, আমি চুপ করে থাকি কারন আমি উত্তর দিতে পারিনা। ওর ছেলে মনিপালে পড়ছে, ওর একটা চাপা ভয় আছে, যদি ছেলেকে কেউ স্রেফ নামের জন্য টার্গেট করে।
আরেকটা উদাহরন দি। আমি যেমন দেশকে আমার মা মনে করিনা, আমার দেশ বললে আমার কোন অনুভূতিই হয় না, সেরকমই জাতীয় সঙ্গীত নিয়েও আমার কোনরকম সেন্টিমেন্ট কাজ করে না। জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়ানোর কথা আমার মাথাতেও আসে না। কিন্তু ইন্ডিয়াতে আইন করে দিয়েছে যে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়াতে হবে আর মুম্বাই আর কোথায় কোথায় যেন উঠে দাঁড়ায়নি বলে কয়েকজন জনতার হাতে মার খেয়েছে, তাদের নামে পুলিশ কেস করা হয়েছে। এই উঠে দাঁড়ানোর ভয়ে আমি সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছি। এই হলো আমার ব্যক্তিগত পরিস্থিতি। আপানার আর &\ এর "আমরা"র মধ্যে আমি পড়িনা। তাহলে কি বিজেপির ভারতে আমাকেও জেলে যেতে হবে?