এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৫:০৫523066
  • ভোট দেওয়ার সাথে গীতার ফলের আশা করিও না, এর মিল আছে ! আমার ভোটে সব উল্টে যাবে না ভেবে, নিজেকে অত গুরুত্ব না দিয়ে, প্রক্রিয়াটি একটি মানুষকে সচেতনভাবে অ্যাক্ট করার যে সুযোগ দিয়েছে, সেটি নেওয়া উচিত, সে নোটা হলেও নোটা।এই অ্যাক্টের মনে হয় মূল্য আছে, প্রক্রিয়াটিই এমনও যে তা ভোটারদের ম্যানিপুলেট করার চেষ্টা করে, তার মধ্যে একজন ব্যক্তিকে সচেতন থাকতে হয়, অন্যদিকে ভোট দেওয়ার সাথে বা তার ফলের সাথে নিজেকে অতিযুক্ত না করে নিস্পৃহও থাকতে হয় ! (এইজন্যই গীতা)
  • | ২৮ এপ্রিল ২০২৪ ১৪:৪২523065
  • সব মতই ম্যানুফ্যাকচার্ড,  ভোট দিয়ে লাভ নেই আগে থেকেই ঠিক হয়ে আছে - এইগুলো  কনসেপ্ট ম্যানুফ্যাকচারিঙের পার্ট ত অবশ্যই।  আরো একটা ব্যপার হল এইগুলো গাঁ বাঁচিয়ে চলা লোকজনের জন্য রেডিমেড অজুহাতও তৈরী করে দেয়। 'ওসব ভেবে/ করে কী হবে সবঈ তো করাপ্টেড।  আমি বরং লুডো খেলি'।  
  • dc | 2402:e280:2141:1e8:9d29:cb86:e5e7:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৪:৩০523063
  • আমার মনে হয় ইন্ডিয়াতে জনমত ম্যানুফাকচার করা কঠিন। তার কারন ভারত বিশাল দেশ, বিপুল জনসংখ্যা, আর লোকজন হাইলি হেটেরোজিনিয়াস। প্রতিটা রাজ্যের সংস্কৃতি আলাদা, সেখানকার লোকের চিন্তাধারা আলাদা, ওয়ে অফ লাইফ আলাদা। আবার তার মধ্যেও নানা সাবগ্রুপিং আছে। এই যেমন ধরুন শহরে বসে কিছু কিছু লোকের মনে হয় যার যা ইচ্ছে খেতে পারে, জাতপাত অতি বাজে ইত্যাদি। কারন তাদের চিন্তাধারা ওরকম, তারা সেরকমই পড়াশোনা করেছে, সেভাবেই পৃথিবীটা দেখে। আবার ইউপি বা রাজস্থানের ডিপ ইন্টিরিয়রে কোন গ্রামে যান, তাঁরা ভাবেন গোরু খাওয়া মহা পাপ, আর উঁচি নীচু জাত থাকাটাই তো স্বাভাবিক। কারন তারা ছোট থেকে ওরকমই দেখেছেন, পড়াশোনা করেছেন, ওটাই ওনাদের ওয়ার্ল্ড ভিউ। তো এরকম বিরাট দেশে সবাইকে এক রকম ভাবে ভাবানো বোধায় সম্ভব না। কং্গ্রেস চেষ্টা করেছে, আরেসেসও সত্তর বছর ধরে চেষ্টা করছে, কিন্তু তাও খুব একটা সফল হতে পারে নি। এতো যে হিন্দুত্বর হাওয়া তুলছে, তাও দেখুন ভারতের অনেকগুলো রাজ্যে নন বিজেপি সরকার। এদেশে সবাইকে একরকম ভাবে ভাবানো খুব মুশকিল। বলাই বাহুল্য, ইহা আমার পার্সোনাল ওপিনিয়ন।  
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৪:২৭523062
  • ও আর বলার ছিল, বিশ শতকের দ্বিতীয়ার্ধে মার্কেজের লেখা বিখ্যাত হবে না তো কী atwood এর বানানো ডিস্টোপিয়া ? শুধু মার্কেজই নয়, ঐ সময় জুড়ে পুরো লাতিন আমেরিকান সাহিত্যের ধারে কাছে কিছু নেই, ইউরোপ আমেরিকার বড়জোড় দু - চারটে ছাড়া।
  • সুদীপ্ত | ২৮ এপ্রিল ২০২৪ ১৪:২৩523061
  • এই জনমতের দাম নেই, ও তো হারবেই, কেন ভোট দিয়ে নষ্ট করবেন, ঐ দলকে একমাত্র হারাতে পারে এই দল - এইসব রেটোরিক খুব জেনেবুঝেই তৈরি করা হয় যোগ্য প্রার্থীকে বা অন্য দলকে দুর্বল করতে। রমিত যা বলেছেন, জনগণকে মানসিকভাবে ভঙ্গুর করার প্রয়াস।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ এপ্রিল ২০২৪ ১৪:১৪523060
  • জনমতের দাম নেই, এই প্রসঙ্গে র2হ যা বলেছেন 100% সহমত। এগুলো ভোটের আগেই জনগণকে মানসিক ভাবে ভঙ্গুর করে দেওয়ার এক কৌশল। এসব শুনে লোকের মনে হতে থাকে ভোট দিয়েই বা আর কি হবে। ভোটের কি কোনো দাম আছে। যে ভোট গুলো শাসকের বিপক্ষে হয়তো যেতে পারতো, সেগুলোকে এভাবেই থিতিয়ে দেওয়া। এই কারণেই মনে হয় যেবার আন্টি ইনকামবেনসি ফ্যাক্টর তীব্র ভাবে কাজ করে, ওভারঅল ভোট পার্সেন্টেজ প্রতি বেশি হয়।
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৩:৪১523059
  • তা আছে!

    অন্য প্রসঙ্গে,
    • &/ | ২৮ এপ্রিল ২০২৪ ০৩:৫৫
    • ...বুঝতেও পারে না যে মিসোজিনি হচ্ছে।
     
    এই নিয়ে - বুঝতেও পারে না - এইটা নিয়ে দ্বিমত থাকতে পারে। সাহিত্য যদি সমাজের অনুপুঙ্খ আয়না হয়, সেক্ষেত্রে বাস্তবতার দায় ইত্যাদি; সাহিত্যিক কোন চরিত্রকে এক ভাবে বর্ণনা করেছেন মানে সেটা তাঁর নিজের বিশ্বাস বা মানসিকতা তা নাও হতে পারে।
    সন্দীপনের ফার্স্ট পার্সনেই কিছু ভয়াবহ আপত্তিকর লেখাপত্র আছে, কিন্তু আমি অন্তত জানি না তাঁর সাহিত্যে নির্মিত সত্ত্বা ও প্রকৃত সত্ত্বা এক কিনা।

    সাহিত্যে এমন অনেক কিছু থাকে যা আধমরাদের ঘা মেরে বাঁচানোর জন্য।

    শীর্ষেন্দুর ক্ষেত্রে যেমন স্পষ্ট প্রিচিং। বা সঞ্জীব চট্টোপাধ্যায়, নানান পশ্চাৎপর জিনিসকে গ্লোরিফাই করা।
    সন্দীপন কি তা করেছেন? তিনি পাঠককে উত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ করেছেন জানি। পাঠক হাড়ে হাড়ে বুঝেছে- এগুলি আপত্তিকর, পরিত্যাজ্য।

    আবার অন্য প্রসঙ্গে, জনমতের দাম নেই, সব তৈরি - এই মত অনেকাংশে শাসক দলের পক্ষে যায় (যেমন ভোটের নিম্নমুখী হার) - আজকাল একাধিক কেন্দ্রে শুনছি টেকনিকেল, পুরনো বা গৌণ খুঁটিনাটির অজুহাত দেখিয়ে বিপক্ষের শক্তিশালী প্রার্থীর মনোনয়ন বাতিল করে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেতা।
    এইগুলির বিরুদ্ধে কোন মত তৈরি হয় না। কারন সবাই চুর, ভোট শুধু জনগণকে স্তোক দেওয়া, বিপক্ষে প্রার্থী না থাকলেই বা কী!
  • dc | 2402:e280:2141:1e8:1165:a1e5:7ce4:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৩:১৫523058
  • "আমি সেই দিনের অপেক্ষায় আছে যেদিন শ্রীমতী সেন শ্রী উনিজীকে বিপুল ভোটে পরাজিত করবেন"
     
    সে এক সেন সেশানাল ব্যপার হবে, শুধু সেন দের জন্যই না, অলসো ফর অল দা নন সেনস :-)
     
     "কলকাতায় এইচএসবিসি ব্যাংকে অটোমেশন বিরোধিতা নিয়ে বাম দলগুলির স্ট্যান্ড ও তার কারন গুলি নিয়ে ডিসির কোন বিস্তারিত মত থাকলে সেটা শুনতে আগ্রহী"
     
    কোন বিস্তারিত মতামতই নেই। আমার শুধু টুকরো দু একটা খবর বা আজকালে উত্তরসম্পাদকীয় মনে পড়ে, সিপিএম বা সিটুর লোকেদের দু একটা মন্তব্য মনে পড়ে, কম্পিউটারকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, এরকম কিছু। আমি তখন  স্কুলে বা কলেজে পড়তাম, এই খবরগুলো পড়ে খুব মজা লাগতো। এর বেশী কিছু না। আর বম্বের ট্রেড ইউনিয়নিজম নিয়ে আমার মত চেয়ে কি হবে, ওসব নিয়ে খ দার অনেক কঠিন কঠিন প্রবন্ধ আছে :-)
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ এপ্রিল ২০২৪ ১৩:০৫523057
  • নোটা র মুশকিল হলো, হাফ হার্টেড ইমপ্লিমেন্টেশন। আমার কোনো প্রার্থীকে পছন্দ নয় জানিয়ে দিলাম। তার ফল কি হল ? কি বদলাল ? 
    আজ কথার কথা ধরছি, একটা কেন্দ্রে 3 টে প্রার্থী দাঁড়িয়েছে, তিনটেই গুন্ডাবাজি আর চুরিতে সিদ্ধহস্ত। এবার 50% জনগণ এদের কাউকেই ভোট দেবেনা বলে নোটায় ভোট দিল, 20% ভোট পেল বড়ো গুন্ডা, 10% ভোট পেল মেজ গুন্ডা আর 5% ভোট পেল ছোট গুন্ডা। বাকি জনগণ ভোট দিতেই যায়নি গরম বলে। 
     
    এবার ভোটের ফলে তো বড়ো গুন্ডা, নোটায় পড়া ভোটের হাফের থেকেও কম ভোট পেয়ে ড্যাং ড্যাং করে জিতে গেল। তাহলে 50% ভোট নোটায় দিয়েও লাভের লাভ কিছু হল কি ? যারা ভোট দিতে যায়নি, তারা বরং ভাবছে আমরাই ঠিক করেছি।
     
    আজ যদি সব প্রার্থী পাল্টে আবার সেখানে পুনর্নির্বাচন হতো, বা ক্লিন প্রার্থী দিতে বাধ্য করা যেত পার্টিদের। তবে না একটা কাজের কাজ হত। তবে নোটার একটা গুরুত্ব থাকত। বর্তমান পরিস্থিতিতে নোটা আর ভোট না দিতে যাওয়া সেম।
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১৩:০১523056
    • dc | ২৮ এপ্রিল ২০২৪ ০৮:০১5
    • ...সিটু... কম্পিউটারকে ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতো। সিটুর জঙ্গি ট্রেড ইউনিয়নিজম পুরো ইন্ডিয়াতে বিখ্যাত ছিল...
     
     
    প্রসঙ্গে, কলকাতায় এইচএসবিসি ব্যাংকে অটোমেশন বিরোধিতা নিয়ে বাম দলগুলির স্ট্যান্ড ও তার কারন গুলি নিয়ে ডিসির কোন বিস্তারিত মত থাকলে সেটা শুনতে আগ্রহী।
    আর বম্বের 'জঙ্গি' ট্রেড ইউনিয়নের পতন ও শিবসেনার উত্থান নিয়েও।
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১২:৫৪523055
  • :D :D :D

    আমি সেই দিনের অপেক্ষায় আছে যেদিন শ্রীমতী সেন শ্রী উনিজীকে বিপুল ভোটে পরাজিত করবেন :D
  • সুদীপ্ত | ২৮ এপ্রিল ২০২৪ ১২:৫২523054
  • r2h | 134.238.14.27 | ২৮ এপ্রিল ২০২৪ ১২:২৪
     একেবারেই সহমত
     
    নোটা প্রথম আসার পর ভালোই মনে হয়েছিল, কিন্তু আমাদের দেশের নির্বাচনে ও-জিনিসের মূল্য সত্যিই শুধু ভোট কাটাকাটিতে, ওতে অন্য দলগুলোই সুবিধে পায়, এটাও একমত @দ-দি
     
    বড্ড বেশী একমত হয়ে পড়ছি আজ, r2h মুনমুন সেনকে মার্কেটে আনেননি বলে বোধ হয় :))
  • | ২৮ এপ্রিল ২০২৪ ১২:২৬523053
  • হুঁ। 
    নোটা প্রত্থম চালু হবার সময় আমারো বেশ লেগেছিল। কিন্তু ভোট দেবার মনে হল এত কস্টলি এই ভোটিং সিস্টেম গোটা দেশে যে সেটা নেগেটিভ ভোটিঙে আরো বাড়িয়ে দেবে কস্ট। 
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১২:২৪523052
  • নির্বাচন আসলে লোক দেখানো, সবই ম্যানুফ্যাকচার্ড, আসলে জনমতের কোন মূল্য নেই, সব পূর্বনির্দিষ্ট -এইগুলি আমার আরেক লেভেলের কন্স্পিরেসি থিওরি চর্চা বলে মনে হয়। অ্যান্টিভ্যাক্সার বা ফ্ল্যাট আর্থ থেকে বিশাল আলাদা কিছু না।
    আর, ভাগ্যিস দেশের অধিকাংশ মানুষ এরকম ভাবে না, বা বিপুল জনতার কাছে এইসব মতামত পৌঁছয়না - এইটাও মনে হয়।

    কনসেন্ট ও ওপিনিয়ন বিল্ডিং ইত্যাদি তো হয় বটেই, মিডিয়া ইত্যাদির বিপুল ভূমিকা, দলগুলির প্রচার, সময়ের দাবি অনুসারে ঝোপ বুঝে কোপ। রিগিংও হয়
    কিন্তু গণতন্ত্রের প্রতি আস্থা না রাখলে পথ হলো বিপ্লব।
    সে আবার আমরা করবো না। নৈরাজ্যও চাই না।

    হিটলার ট্রাম্প মোদি- সবই, আমার চোখে, ইতিহাসের বিপজ্জনক বাঁকবদল। কিন্তু সেগুলি এদের জনমত গঠনে সাফল্য ও বিরোধীদের ব্যর্থতা। এসবের থেকে উত্তরণের পথও নিশ্চয় বেরুবে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে... এইসব হয়।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১২:১০523051
  • আর এক দ্ল লোক আছে, অতি বাম টাইপের, খুব ক্রিটিকাল যেন, লেখালেখি করেন, তাদের মত হল ভোট দিয়ে তো কিছু বদলাবে না, তদুপরি তাদের মনমতো প্রার্থী নেই, থাকলেও তাদের ভোট দিয়ে লাভ নেই, অতএব ভোট দিই না।

    অনেকেরই দাবী হল নিকষিত হেম, কামগন্ধহীন একটা গণতান্ত্রিক ব্যবস্থা।
  • সিএস | 49.37.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:৫৮523050
  • শহরে লোককে ভোট দেওয়ানোর জন্য এবার তো ভাবছিল, ফ্ল্যাটবাড়ি কমপ্লেক্সে বুথ করবে। বম্বেতে করবে পড়েছিলাম, শেষ পর্যন্ত হয়নি মনে হয়। ক্রমশঃ হয়ত অনলাইনে ভোট চালু হবে।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:৪১523049
  • হ্যাঁ, সাধারণ মত যে রুলিং পার্টির সুবিধে, কিন্তু আজকাল সেটা খাটে না বলে। ভাজপার ভয় হল, তাদের লোকেরা কম বেরোচ্ছে কিন্তু নীচু জাত - মুসলমানরা বেশী। সেই জন্যই সংবিধান আমরা বদলাব না আর মুসলমানরা সব খেয়ে নেবে, এই দুটো প্রচার করছে।

    গরম ফ্যাক্টর, বোর হয়ে যাওয়া ফ্যাক্টর, সারা বছরই ভোটের আবহ, প্রতি মুহূর্তে হোয়া আর ভিডিও মারফত, প্ররি মুহূর্তই পলিটিকাল ঝগড়া, মোদীজী তো থাকবেনই, এরকম নানা কারণ খোঁজা হচ্ছে।
  • | ২৮ এপ্রিল ২০২৪ ১১:৩৬523048
  • এইখানেই একটা খটকা। সাধারণত ভোট কম হলে রুলিং পার্টির সুবিধে হয় না?  অ্যান্টি ইনকামবেন্সির ক্ষেত্রে লোকে দলে দলে ভোট দিতে যায় না সাধারণত? 
    এবারে গরমটাও একটা ফ্যাক্টর, বিশেষত শহরে যাদের এসির সুবিধে আছে তারা সহজে বেরোতে চাইছে না।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:৩২523047
  • শহরে ভোট তো গ্রামের থেকে কম পড়ে। এবারই তো বাঙ্গালোর - চেন্নাই ৫৪% মত, যদিও এবার ভোটই কম কিন্তু তাই দেখা যাবে শহরে ভোট গ্রামের থেকে কমই।

    এবার ভোট কম মানে বেশ কম। ইউপিতে শেষ দফার সীটগুলোতে তো ৬-৮% কম পড়েছে, এর কারণ কী তার বিশ্লেষণ চলছে, সুবিধে কার সে নিয়ে। তবে, % কম বলেই, ভাজপার মুসলমানের ভয় দেখিয়ে লোক চাগানোর চেষ্টা।
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:২৯523046
  • দুটো ভারত হয়তো আলাদা।  শহরের এনলাইটেন্ড গেটেড কমিউনিটি যাদের জল বিদ্যুৎ অন্য যন্ত্রপাতি খাবার টাকা সবকিছু ঠিকঠাক আর  গ্রামের মানুষেরা যাদের এইগুলো প্রায় কিছুই সেভাবে নিশ্চিত নয় কিন্তু কেউ কেউ পান , অন্যরাও আশা করেন  ভবিষ্যাতে পাবেন 
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:২৮523045
  • এই এক হয়েছে, ৮০ বছর আগের বাংলা উপন্যাসের চরিত্র তুলে এনে অরিনবাবু আজকের দিন দেখছেন ! ওরে বাবা, এ দেশ বদলে গেছে তো, লোকের মানসিকতা, ভোট কী ও কেন, কীভাবে ইত্যাদি সে সম্বন্ধে ধারণাও। সে নিয়ে লেখাপত্র তো কম নেই, ব্যাপারটা ম্যানুফ্যাকচার্ড, কথাটার কোন মানে নেই। আজকের ভোটে মেয়েদের গুরুত্ব, সোশাল গ্রুপ হিসেবে, সব দলই তাদের তুলে ধরছে সেটা দেখেই বোঝা যায় যে কতখানি পরিবর্তন হয়েছে।
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:১৫523044
  • গণতন্ত্র, নির্বাচন এইসব ফার্স, ম্যানুফ্যাকচার্ড - এই মত পড়ে আমার একটা জিনিস মনে হল, আবার ঐ ইওরোপকেন্দ্রিক এনলাইটেনমেন্ট ও গ্রামীন ভারত প্রসঙ্গে।

    ভারতের গ্রামে মফস্বলে ভোট একটা অত্যাবশ্যক উৎসব প্রায়। ন্যুব্জ অথর্ব বৃদ্ধ মানুষ ভোট দিতে যান - প্রান্তিক মানুষের কাছে ভোট দেওয়া একটা কর্তব্য। ভোট দিতে মানুষ কাজের জায়গা থেকে দূরান্তরে ফেরেন। অন্যদিকে, শহরে ছুটি নেই, ভোট দিয়ে কী হবা - এইটা খুব আনকমন না। গ্রাম মফস্বলে তাই ভোট ঘিরে এত হিংসাও হয়, সহজে কেউ ভোটাধিকার ছাড়তে চায় না।

    একটা মত প্রচলিত - গ্রামীন ভারত অদৃষ্টবাদী বলে অনেক অন্যায়ের প্রতিবাদ হয় না। নির্বাচন ও গণতন্ত্র নিয়ে গ্রামাঞ্চলের উদ্দীপনা বনাম এই মতামতে মনে হয় - আসলে অদৃষ্টবাদী কোন অংশ?

    গ্রাম ও শহরে ভোটদানের অনুপাত খুঁজে দেখতে হবে।

    কাল বিতনুবাবুর সঙ্গে কথা হচ্ছিল, গ্রাম ও শহর, কৃষক ও শহুরে মধ্যবিত্তের আলাদা স্বার্থ নিয়ে, এবং তথাকথিত আলোকপ্রাপ্ত অংশ গ্রামীন ভারতের স্বার্থ নিয়ে কেমন উদাসীন, কিন্তু একদিকে আশা করে গ্রামীন ভারত তথাকথিত আলোকিত ইস্যুর সঙ্গে অ্যালাইনড হবে, অন্য দিকে ভাবে গ্রামের মানুষ বুদ্ধিহীন।
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:০৮523043
  • সোশাল মিডিয়াতে এত পুজোর ব্যাপার আগে দেখিনি। কালীপুজো কৃষ্ণপুজো বাসন্তীপুজো শিবপুজো রামের নানারকম পুজো হনুমানজয়ন্তী এমনকি চন্দনগাছের ডাল পুজো সব ক্রমাগত পোস্ট হয়ে চলেছে কোনো কোনোটায়  ভিডিও সমেত 
  • &/ | 107.77.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১১:০০523042
  • ভারতের উন্নতির ব্যাপারটা কিন্তু সেই ভদ্রলোকের মূল উদ্দেশ্য, সেইজন্যেই ওই মারাত্মক জোট 
  • :|: | 174.25.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ১০:০৬523040
  • কিন্তু এই জোট কি সত্যিই নাই? লোকে যে বলছে শত্রুর শত্রু = মিত্র -- এই ফর্মুলায়। কালীঘাটের উনি একদলকে ঢুকতেই দিচ্ছেননা আর একদলকে চৌতিরিশটি বছর পর তাড়িয়ে দিয়েছেন। তাই কমন ইন্টারেস্টে দুই রেজিমেন্টেড দলই তলে তলে নাকি জোটবদ্ধ। এমনকি পতাকার রংটুকুও এক -- সামান্য শেডের ফারাক। 
  • সৃষ্রিচারা | 117.209.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ০৯:৩৩523039
  • গুরু তে ভাষা বিলাসী পন্ডিত মূর্খদের আর তৃণমূলী তস্করদের এই গুরুতে বাড়বাড়ন্ত হোক।
     
    মূর্খরা আরোও মুখর হোক
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:4902:8b14:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ০৯:১৮523038
  • হ্যাঁ এই জোটই চাই laugh
  • সুদীপ্ত | ২৮ এপ্রিল ২০২৪ ০৮:৫৪523037
  • সিপিএম আর আর এস এস-এর জোট!! আকাশ বাতাস মধুময় হউক, ওটাই বা বাকি থাকে কেন :))
     
    অরণ্যদা, মিডফিল্ডারের জন্যে শুভেচ্ছা রইল! 
  • Aranya | 2601:84:4600:5410:2448:b5b5:b765:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ০৮:৪৪523036
  • সিপিআইএম + আর এস এস :-)
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত