"অরিন, বাতিল ২৩ লাখের মধ্যে তো ৫ হাজার বা তারও বেশি এমন ব্যক্তি ছিলেন যাঁরা যোগ্য . তাদের সঙ্গেও তো প্রতারণা হল . সেসব এভিডেনস ও নাকি লোপাট"
এই সূত্র ধরে এটাও বলা উচিৎ যে টাকা ফেরৎ দেবার রায়টা একেবারেই ভুলভাল, যারা যে করে হোক চাকরি পেয়েছে, পাঁচ হাজার আর বাকী কুড়ি হাজার, এরা তাদের কাজের পারিশ্রমিক হিসেবে টাকা পেয়েছে, তাদের কাছ থেকে টাকাটা ফেরৎ নেওয়া হবার অর্থ এদের এতদিন ধরে বেগার খাটিয়ে নেওয়া হল। আইনের ফাঁদে এরা বেগার খাটবে কেন?
শুধু তাই নয়, এই আট বছর ধরে তাদের কাজের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তার প্রেক্ষিত থাকবে না? এদের মধ্যে যাদের প্রবঞ্চক বলে বিবেচনা করা হচ্ছে, তাদের অতিরিক্ত ট্রেনিং দেওয়া যেতে পারে। তবুও এদের এতগুলো বছরের শ্রম এবং হঠাৎ করে এতজন মানুষ কে বসিয়ে দেওয়ার পরের সামগ্রিক সঙ্কট, একটা রিস্টোরেটিভ জাস্টিসের বিষয়সমূহ কিছুই আর কেউ ভাবছে না।
সবটাই রাজনীতির লাভ লোকসান, আখের গুছনো নিয়ে আলোচনা চলছে। যেন এদের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক সঙ্কটের ব্যাপারটা ধর্তব্যের মধ্যে পড়ে না।
এতে করে যেটা হবে, এর পরে যারা ঘুষ চাইবে, তারা একটা মোটা টাকা হাঁকবে, যাতে ধরা পড়লে টাকা দিয়ে খালাস হবার মতন রেস্ত জুটে যায়। যে প্রক্রিয়ায় এই ধরণের কোরাপশন চলেছে, সেইটার কোন গতি হল না। আজকে ক বাবুকে, কালকে গ বাবুকে গ্রেফতারের লোক দেখানো নাটকটুকুই সার।
আসলে একটা জিনিস স্পষ্ট যে কোরাপশনকে রাজনীতির আবরণে মুড়ে ফেললে এর সমাজনৈতিক আলোচনাটকে প্রায় সব স্পেসে চাপা দিয়ে দেওয়া যায়, যাতে ব্যাপারটা চলতে থাকুক, শুধু নাটকের কুশীলবরা পাল্টে যাবেন।
আমার এই পোস্ট কেউ পড়বেও না, পাঠ প্রতিক্রিয়া দূরস্থান জেনেও খানিকট সময় ব্যয় করলাম, :-)