এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arindam Basu | ২০ মার্চ ২০২৪ ০৩:৫৬521682
  • গুরু, " কিছু মানুষ আরন বুশনেলের মতো বা রাচেল কোরির মতো (যার কথা আমি আগে এই নিচের টইটাতে বলেইছি) ভাবে সেইজন্যই হয়তো মানুষ জাতিটা এগিয়ে যায় একটু একটু করে।"
     
    কথাটা খুব সত্যি।
  • Arindam Basu | ২০ মার্চ ২০২৪ ০৩:৫০521681
  • রমিত, "চেষ্টা করতে দোষ নেই, কিন্তু করা খুব খুব কঠিন।"
    এখানে প্রশ্নটা আপনার নিজের, আপনাকে কেউ ক্ষতিকর কোম্পানীর প্রোডাক্ট ব্যবহার করতে বাধ্য করছে না, আপনাকে কেউ নিষেধও করছে না। 
    আপনার conscience কি বলছে সেইটুকুই শুধু আপনি করতে পারেন। 
    কি ব্যবহার করবেন সেটা এখানে বিচার্য নয়, কি করবেন না, সেইটুকুই বিচার্য, এবং কেন করবেন বা করবেন না।
    আপনি ইতিহাসের কোন পক্ষ অবলম্বন করবেন সেটা আপনি স্থির করুন। কে কোথায় বাঁধা পড়ে আছে সেইটা এই প্রেক্ষিতে বিচারের বিষয় নয়। 
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৪ ০১:২৫521680
  • অরিনদার সঙ্গে অনেকটাই একমত, কোথায় কোন স্ফুলিঙ্গ থেকে দাবানল শুরু হয় অনেক সময় আন্দাজ করা যায় না।
    বেশিরভাগ ব্যক্তিমানুষ নিজেকে অকিঞ্চিত্কর ভাবে, নিরাপদে থাকতে চায় -আমিও তাই, কিন্তু কেউ একজন হয়তো রুখে ওঠে, অন্যরা তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, রুখে দাঁড়ানোয় সামিল হয়।

    রমিতের কথার প্র‌্যাক্টিকেল দিকটায় একমত।
    আবার বয়কটের একটা গুরুত্বপূর্ণ দিক আছে - ব্যক্তিগত মোটিভেশন, বা অ্যাজিটেশনকে ধরে রাখা। পুরীর মন্দিরে গিয়ে অনেকে একটা ফল দান করে আসে- ঐ ফল আর কখনো খায় না - সেটা আমার মনে হয় আসলে সর্বক্ষণ স্মরণে রাখার জন্য।
    এই কারনটার জন্য আমার সর্বক্ষন সাবধানে ওমুক জিনিসটা এড়িয়ে চলতে হচ্ছে- এর মধ্যে অনেকখানি টোকেনিজম থাকলেও, আর কিছু না হোক, ব্যক্তিগত স্তরে একটা সচেতনতার অভ্যাস হয়তো হয়।
  • r2h | 165.***.*** | ২০ মার্চ ২০২৪ ০১:১৯521679
  • ওহো, গুড প্লেস আমিও দেখছিলাম, ট্রেনে চেপে ওপাড়ার দিকে যাওয়ার দুয়েকটা এপিসোড পর থেকে আর দেখা হয়নি, শেষ করে ফেলবো এবার।
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ মার্চ ২০২৪ ০০:৫৯521678
  • আমার এই বয়কট সংক্রান্ত পুরো আলোচনাটা পড়ে গুড প্লেস বলে একটা সিরিজের কথা মনে পড়ে গেল। (পুরোনো সিরিজ, স্পয়লার দিয়ে দিলাম বলে কেউ দুঃখ পাবেন না প্লিজ) বহুদিন ধরে, প্রায় তিন চারশো বছর ধরে দেখা যাচ্ছে মানুষ পটল তুলে শুধুই নরকে যাচ্ছে, স্বর্গে একটি মানুষ ও যাচ্ছে না। তখন ভগবান আর শয়তান মিলে ভাবতে বসল কেন এমনটা হচ্ছে। সব শেষে বোঝা গেল মানুষ হামেশা না জেনেই এত পাপ করে ফেলছে যে সে বাই ডিফল্ট নরকে আসছে। সঠিক বুঝে চলতে গেলে যা যা এভয়েড করে চলতে হচ্ছে তা কারুর পক্ষেই সম্ভব হচ্ছে না। সে ফসিল ফুয়েল দিয়ে চলা গাড়ি চেপে ফেলছে, সে অনৈতিক ভাবে সংগ্রহ করা কোকো দিয়ে তৈরি চকলেট খেয়ে ফেলছে, আফ্রিকায় পরিবেশ ধ্বংস করে আনা লিথিয়াম দিয়ে বানানো ব্যাটারির ফোন কিনছে, ভিয়েতনামের শিশু শ্রমিকের বানানো জুতো পড়ে ফেলছে, বাংলাদেশের নদীর জল দূষিত করা জামা গায়ে চড়াচ্ছে - আসলে মডার্ন সমাজে এত ইন্টার কানেক্টড জালে মানুষ জড়িয়ে পড়েছে যে তার কন্ট্রোলের বাইরে থাকা কারণেও তার পাপ হয়ে যাচ্ছে। চাইলেও আর এভয়েড করা সম্ভব নয়।
     
    আজ sbi বয়কট করব, কেন, ব্যাংক অব বরোদা বা পিএনবি এরা কি ধোয়া তুলসী পাতা ? প্রাইভেট ব্যাংক গুলোও অনেক অনৈতিক কারবারের অংশ। আজ নেটফ্লিক্স নয় ছেড়ে দিলাম, আমাজন প্রাইম, ডিজনি ? ম্যাক ডি, বার্গার কিং, কেএফসি প্রত্যেকেই নানা ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত, প্রত্যেকের টাকার ভগ্নাংশ ইজরায়েলের বোমা তৈরিতে যাচ্ছে। পারবো কি সবাইকে আউট্রাইট বয়কট করতে । আমি নয় করলাম, র2হ করলেন, অরিত্র করলেন, কিন্তু কজন করতে পারবেন ? কজন এই ইন্টার কানেকশন গুলো আদৌ খেয়াল করেন ? আজ যদি কেউ দোকান থেকে কেউ নির্দিষ্ট ব্রান্ডের সয়াবিন তেল কিনতে যায়, তাকে গিয়ে বলবো যে এটা আদানির তেল, কিনো না ? আজ কি মেট্রো ডেয়ারির আইস ক্রিম কেনার সময় ভাববো ঐতো এটা কেভেন্টার কম্পানির আইস ক্রিম, যারা অন্যায় সুবিধার লোভে কোটি কোটি টাকা দিয়েছে বন্ডে। চেষ্টা করতে দোষ নেই, কিন্তু করা খুব খুব কঠিন। 
  • বকলম -এ অরিত্র | ২০ মার্চ ২০২৪ ০০:৪৮521677
  • আমি নিশ্চিত জানি না এখানে 'বয়কট' আলোচনাটি আমার প্যালেস্তাইন মন্তব্যগুলোর প্রেক্ষিতে হচ্ছে না কি তার পরের গুরুর মন্তব্যের প্রেক্ষিতে। তবে নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন যে আমি বয়কট শব্দটি ব্যবহার করিনি আর সেটা করিনি কারণ যেটা বলেছি সেটা বয়কট নয়। যদি কেউ খেয়াল না করে থাকেন আরেকবার ভেবে দেখলেই বোঝা যাবে। লক্ষ্যনীয়, বয়কটের একটা target object থাকে, অর্থাৎ কাকে বয়কট করছি বললে উত্তর পাওয়া যায়। আমার ক্ষেত্রে সেটা ছিল না। আমার কথাটিকে ভুল ভাবে বোঝার সম্ভাবনা কমানোর জন্য এতটা লিখলাম।
     
    বয়কট জিনিসটাকে খুব নির্দিষ্ট ক্ষেত্রেই ব্যবহার করা যায় মনে হয়, এবং সেখানে দোষী কে সেটা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রাথমিক শর্ত। তবে এমনিতে বয়কট সম্পর্কে এবির মন্তব্যটা ঠিক মনে হয়েছে।
     
    আর এসবিআই নেহাত মজার ছলে আলোচনায় এলেও সেখানে একটা সিরিয়াস ধারণা প্রকাশ পেয়েছে যে এসবিআই 'প্রতিষ্ঠানটি' নির্বাচনী বন্ড কাণ্ডে ভয়ংকর দোষী। কিন্তু আমি সেটা মনে করি না, কারণ বাস্তবে এসবিআই এর তেমন কোনো স্বাধীনতা থাকার উপায় আছে বলে আমার মনে হয় না, তাদের মাথায় যাকে বসানো হয় সে তেমন আচরণ করে। কাজেই ওই মাথায় কে বসবে সেটা যে ঠিক করছে, সেই দোষী, সেই প্রতিষ্ঠানটিকে নষ্ট করছে। প্রসঙ্গত, এস বি আই এর কর্মী ইউনিয়ন (সম্ভবত) তাদের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে।
  • Arindam Basu | ২০ মার্চ ২০২৪ ০০:২৫521676
  • "সাই দীপক একটা সঙ্ঘী উকিল। ইতিহাস নিয়ে বালবীচী লেকচার দেয় ইউটিউবে। টিপিকাল চাড্ডী হারামি শুবা।"
    শুধু সাই দীপক তো নয়, তার সঙ্গে জুটেছে রাহুল শিবলঙ্কর, সেই মিস্টার ম্যাকাডামস গুলিয়ে ফেলা ঊন্মাদ সাংবাদিক। 
  • Arindam Basu | ২০ মার্চ ২০২৪ ০০:১৯521675
  • বয়কট করা না করা ব্যক্তিগত ব্যাপার। কেউই একা এত ক্ষমতা রাখেন না যে ব্যক্তিমানুষের বয়কটে সব হুড়মুড় করে ভেঙে পড়বে, আর এমনও নয় যে সেটা না হলে বয়কটটাই বৃথা।
    আপনি আপনার অন্তরাত্মার আহ্বানে নিজের প্রতিবাদ নিজে করুন।
    তবে এর দীর্ঘ প্রস্তুতির একটা ব্যাপার থাকে, একদিনে হয় না। রোজা পার্কসের মন্টগোমারি, আলাবামায় বাসের সিট না ছাড়া যেমন ঐরকম একটা আপাত ব্যক্তিমানুষের প্রতিবাদ, তার পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি।
    আপনি বয়কট করলে যে কোন‌ প্রতিক্রিয়া হবে না, এটাই বা আগে থেকে জানলেন কি করে?
  • r2h | 165.***.*** | ১৯ মার্চ ২০২৪ ২৩:৫৯521674
  • হ্যাঁ, আমিও ঐ বেশি মানুষেরই দলে।
  • dc | 2402:e280:2141:1e8:7185:6126:2a1:***:*** | ১৯ মার্চ ২০২৪ ২৩:৫২521673
  • তবে মনে রাখবেন, পৃথিবীতে আমার মতো মানুষের সংখ্যাই বেশী। কাজেই বয়কটে কোন কাজ হবে না laugh
  • dc | 2402:e280:2141:1e8:7185:6126:2a1:***:*** | ১৯ মার্চ ২০২৪ ২৩:৪৯521672
  • এসবিআইতে আমার যা এফডি আছে, তা ব্রেক করলে যা ইন্টারেস্ট লস হবে সে আর ঐটুকু না cheeky​আর তাছাড়াও আমার আর বৌ এর পিপিএফ আছে, মায়ের পেনশান অ্যাকাউন্ট আছে। লকারও আছে। বয়কট করাটা সহজ হবে না। তার চেয়ে নেটফ্লিক্স বয়কট করতে পারি, এমনিতেই অতি যাতা কালেকশান। স্টারবাক্সও বয়কট করাটা ব্যপার না, ফিল্টার কফি খেয়ে দিব্যি চালিয়ে দেব।  
  • trader | 185.243.***.*** | ১৯ মার্চ ২০২৪ ২৩:৪০521671
  • তাহলে sbi, netflix, starbucks শেয়ারগুলো ছেড়ে দিই এইবেলা, দুদিন বাদে সব উঠেই যাচ্ছে। ফার্মাও বেচে দেব। জেনেরিক ওষুধটাই ভবিষ্যৎ বুঝতে পারছি। সরকারি দোকানে পাওয়া যায়। পিএম জনৌষধি যোজনার শেয়ার কেনা উচিত মনে হচ্ছে।
  • | ১৯ মার্চ ২০২৪ ২৩:২৯521670
  • এসবিয়াই বয়কট ভাল উদ্যোগ।  এমনিতেই ব্যটারা এমন ইসে যে হুতোর ওই কাঁটাওলা মুগুরটা হাতে  নিয়ে ঢুকতে ইচ্ছে হয়। আমার অবশ্য ওদের সাথে কিছুই লেনদেন নাই। মায়ের ছিল। ওদের ওই বদ ব্যবহার আর ঝঞ্জহাটের ভয়ে আমার ভাই বেমালুম  কাটিয়ে দিয়েছিল। আমি আবার  খুঁজেপেতে সব বন্দছন্দ করাচ্ছি। মোটামুটি হয়েই এসেছে প্রায়। 
    উফফ। 
  • r2h | 208.127.***.*** | ১৯ মার্চ ২০২৪ ২২:৫২521669
  • আহা বৃহত্তর স্বার্থের জন্য জন্য ঐটুকু করতে পারবেন না?

    স্যরি মজা করলাম, মজা করা উচিত না যদিও, করতে পারলে তো ভালোই হতো, পারা যায় না তা বলবোও না, অনেকে করেনও। কিন্তু সবাই তো আর অ্যাকটিভিস্ট না। আমিও করবো না।  
    আর এসব জিনিসপত্রকে মোবিলাইজ করার জন্যও একটা নেতৃত্ব লাগে, বিদেশী দ্রব্য বর্জন করার জন্যও গান্ধীর দরকার হয়েছিল।

    অফ টপিক, মেয়ে ইজরায়েলকে সহায়তা করার দায়ে নেটফ্লিক্স আর স্টারবাকসকে বয়কট করেছে। আমি বললাম ওরে, এই যে জীবনের দুটি মাত্র বিলাসিতা বর্জন করলি, এই ঝামেলা তো সহজে থামবে না, ততদিন কী করবি?
    এই নিয়ে আবার বন্ধুমহলে সারাদিন ধুন্দুমার ঝগড়া চলে - এই বয়কট আদৌ ফলপ্রসূ না নিছক আত্মপ্রবঞ্চনা - সেই প্রশ্নে।

    দেখা যাক।
  • dc | 2402:e280:2141:1e8:7185:6126:2a1:***:*** | ১৯ মার্চ ২০২৪ ২২:৪০521668
  • বাপরে, এসবিআই থেকে এফডি তুলে অন্য ব্যাংকে এফডি করানোয় তো প্রচুর হ্যাপা! আর এফডি ব্রেক করলে যে ইন্টারেস্ট লস হবে সেটার কি হবে? 
  • r2h | 208.127.***.*** | ১৯ মার্চ ২০২৪ ২২:৩৫521667
  • এসবিআইকে বয়কট করে কী হবে, কর্তৃপক্ষ খুশিই হবে বরং!
    কোম্পানিগুলি - হ্যাঁ, সেটা একটা হতে পারে। তবে আমাদের দেশে রোগী ওষুধের ব্র‌্যান্ড পাল্টে দিতে বললে ডাক্তার তা করবেন, এটা একটু দুরাশা বলে মনে হয়!
  • r2h | 208.127.***.*** | ১৯ মার্চ ২০২৪ ২২:৩২521666
    • guru |  ১৮ মার্চ ২০২৪ ১১:০৮
    • ...অনেকদিন পরে আপনাদের একটু জ্বালাতে এলাম প্যালেস্টাইন নিয়ে...
      ব্যাপারটা হলো যে আরন বুশনেল নামের মার্কিন সেনাবাহিনীর একজন যুবক কর্মী ইসরাইলের দূতাবাসের সামনে ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ করে আত্মাহুতি দিলেন এই মাত্র কয়েক সপ্তাহ আগে।
     
    গুরুবাবু বোধহয় অনেকদিন পরে এলেন। অ্যারন বুশনেলের প্রসঙ্গে এদিকে নানান প্রসঙ্গে একাধিক জায়গায় হয়েছে। একটি ছোট লেখাও আছে- https://www.guruchandali.com/comment.php?topic=29411
     
     
    • guru | ১৯ মার্চ ২০২৪ ১৩:৪৭
    • ...অন্ততঃ কিছু মানুষও যদি ভাবেন এই নিয়ে আমার কাজ সফল।

       
    কাজ বলতে...- এই নিয়ে আপনার কোন সক্রিয় কর্যকলাপ আছে? জনমত গঠন যদি উদ্দেশ্য হয় তবে আশা করি জানাতে আপত্তি থাকবে না।
    না কড়্চা লেখার কথা বলছেন? সেটাও গুরুত্বপূর্ণ ও সীমিত পরিসরে হলেও কর্যকরী অবশ্যই, তবে প্রায় চার মাস ওখানে কোন আপডেট হয়নি দেখে মনে হলো হয়তো অন্য কোন কাজের কথা বলছেন।
    প্রকাশ করতে আপত্তি থাকলে কাটিয়ে দিন নির্দ্বিধায়।
  • বলছিলাম যে | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ১৯ মার্চ ২০২৪ ২১:৪৭521665
  • গাজার জন্য বিলাসিতা ত্যাগ করবেন সে খুব ভাল কথা। এসবিয়াই সমানে চোরমোদী & পরিবারবর্গকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। এসবিয়াইকে সবাই বয়কট করলে ওরা সিধে হবে। যার যা অ্যাকাউন্ট এফডি আছে সব অন্য ব্যাঙ্কে তুলে নিন।  এই ফার্মা কোম্পানিগুলোর ওষুধ বয়কট করে বিকল্প ওষুধ লেখার দাবী জানান ডাক্তারের কাছে। পেটে লাথ পড়লেই সিধে হয়ে যাবে।
  • হে হে | 2401:4900:735c:76c0::422:***:*** | ১৯ মার্চ ২০২৪ ১৫:০২521664
  • সাই দীপক একটা সঙ্ঘী উকিল। ইতিহাস নিয়ে বালবীচী লেকচার দেয় ইউটিউবে। টিপিকাল চাড্ডী হারামি শুবা।
  • dc | 2401:4900:2341:2ef1:dbe:31e9:e8f4:***:*** | ১৯ মার্চ ২০২৪ ১৪:২৭521663
  • সাই দীপক আবার কে? কতোজনের যে নাম জানিনা! ওদিকে জার্মানিতে বসেও কতো লোক কতোজনের নাম জানে! 
  • হে হে | 45.249.***.*** | ১৯ মার্চ ২০২৪ ১৪:২৩521662
  • শেষে সাই দীপকের লেকচার শুনে শিখতে হবে?cheeky
  • CAA | 2a0b:f4c2:1::***:*** | ১৯ মার্চ ২০২৪ ১৪:০৮521661
  • dc | 2401:4900:2341:2ef1:8874:69c9:d23a:***:*** | ১৯ মার্চ ২০২৪ ১৪:০৪521660
  • এদিকে হঠাত দেখলাম হোয়াতে কোপাইলট অফার করছে। সেটা অন করে দেখি জিপিটি ৪, তার জন্য কোন পয়সা লাগছে না। (এমনিতে জিপিটি ৪ ট্রাই করতে গেলে মাসে কুড়ি ডলার চায়, জিপিটি ৩।৫ ফ্রি)। তো জিপিটি ৪ কে প্রশ্ন করলাম, লাইফ, ইউনিভার্স আর এভেরিথিং এর মানে কি? সে ব্যাটা বললো পপুলার কালচারে এর উত্তর ৪২, তবে তুমি যদি চাও তো ফিলোজফিকাল জ্ঞান দিতে পারি। আমি বল্লাম না না ওসব চাই না, তখন বলে তাহলে একটা কবিতা লিখে দেবো? আমি হ্যাঁ বলায় এক পেল্লায় কবিতা নামিয়ে জিগ্যেস করলো, কেমন লাগলো? আমি উত্তর দিলাম তোমার কবিতা পড়ে তো আমার মাথা ধরে গেল! (ইওর পোএম গেভ মি আ হেডেক)। তাতে একটা অট্টহাসির স্মাইলি দিলো। আমি বল্লাম এখন কাজ করছি, পরে কথা হবে। 
  • দীপ | 2402:3a80:a0b:4afa:0:66:b011:***:*** | ১৯ মার্চ ২০২৪ ১৪:০১521659
  • পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীরা সারা পৃথিবীর সমস্যা নিয়ে কান্নাকাটি করেন, সাহায্য পাঠাতে চান। খুব ভালো কথা।
    তবে বাংলাদেশ নিয়ে কথা বললেই স্প্যাম করা হয়।  
    তখন সামগ্রিক হিসাব, শতকরা অনুপাত, কিছুতেই কিছু হয়না! কোনোকিছুই বোঝা যায়না!
    কেউ মনুসংহিতা নিয়ে বাতেলা মারেন, কেউ হনুমান - জাম্বুবান নিয়ে গবেষণা করেন!
    কতোই রঙ্গ দেখি দুনিয়ায়!
  • guru | 115.187.***.*** | ১৯ মার্চ ২০২৪ ১৩:৫২521658
  • @বকলম -এ অরিত্র
     
    আমি গতবছরের থেকেই বলীউডি হলিউডি মেনস্ট্রিম ছবি দেখাও প্রায় বন্ধ করে দিয়েছি এই কারণেই। এখন সবই ফেক ন্যারেটিভের বাজার মনে হয়।
  • guru | 115.187.***.*** | ১৯ মার্চ ২০২৪ ১৩:৪৭521657
  • @বকলম -এ অরিত্র

    আপনার অনুভবের জন্য অনেক অনেক ধন্যবাদ। বয়কট, ডাইভেস্ট স্যাংশন বলে একটি সংগঠন আছে তারা অলরেডি এব্যাপারে পাশ্চাত্যের মানুষের মধ্যে একটা ন্যারেটিভের জন্য কাজ করছে। পাশ্চাত্যের অর্থনীতিতে এই জায়নবাদীদের প্রবল প্রভাবের জন্যই শুভবুদ্ধির মানুষের পক্ষে সঠিক কিছু করা খুব কঠিন।

    আমি নিজে এই ব্যাপারে গত অক্টোবরের থেকেই খুবই বিচলিত আছি। সেই কারণেই মাঝে মাঝে এই ব্যাপারে লিখি গুরুচন্ডালীতে। আপনার মতো সংবেদনশীল মানুষ এতে এখনো বিচলিত হন জেনে ভালো লাগে। অন্ততঃ কিছু মানুষও যদি ভাবেন এই নিয়ে আমার কাজ সফল।

    দেখুন পৃথিবীতে ডিসি এর মতো মানুষের সংখ্যাটাই বেশী। এটাই পৃথিবীর বাস্তবতা। তাও যে কিছু মানুষ আরন বুশনেলের মতো বা রাচেল কোরির মতো (যার কথা আমি আগে এই নিচের টইটাতে বলেইছি) ভাবে সেইজন্যই হয়তো মানুষ জাতিটা এগিয়ে যায় একটু একটু করে।

    https://www.guruchandali.com/comment.php?topic=28523&page=3#pages
  • বকলম -এ অরিত্র | ১৯ মার্চ ২০২৪ ১১:১৯521656
  • অবৈধ ঘোষণা না করা শক্ত। বাবরি মসজিদ আবেগ টাবেগ বলে পার করে দিয়েছে, এখানে তো নেগেটিভ আবেগ। 
     
    এটা চন্দ্রচুড়ের ছেলে বলছে সিএএ নিয়ে।
     
    ভিডিওটা "ইন্টারেস্টিং" কারণ বল্লভ সর্দাররা ভারতকে হিন্দুদের দেশ হিসেবে প্রতিষ্ঠা করার কী সুন্দর চেষ্টা করেছিলেন তার একটা ইতিহাস পাওয়া যাবে। আবার ওই ইতিহাসকেই এখন কিছু করে ঢাল করে ফেলতে পারে কি না দেখা যাক। 
  • aranya | 2601:84:4600:5410:e078:23ed:e59b:***:*** | ১৯ মার্চ ২০২৪ ০৯:২৮521655
  • তবে অত সাহস থাকার সম্ভাবনা কম। কোর পলিসি ইঃ, যেমন বললে 
  • aranya | 2601:84:4600:5410:e078:23ed:e59b:***:*** | ১৯ মার্চ ২০২৪ ০৯:২৭521654
  • সিএএ অসংবিধানিক - এমন তো পড়ছিলাম। সাহস থাকলে অবৈধ বলে রায় দিতে পারে 
  • aranya | 2601:84:4600:5410:e078:23ed:e59b:***:*** | ১৯ মার্চ ২০২৪ ০৯:২২521653
  • শুভেন্দু বলেছে দেখলাম, ৫০০০ জলাশয় বোজানো হয়েছে, শুধু গার্ডেনরিচেই ৮০০ র  বেশি বেআইনী নির্মাণ। শুভেন্দুর কথা অবশ্য এক বালতি নুন সহযোগে গ্রহণ করা উচিত। কিন্তু কিছুটাও  যদি সত্যি হয়, বেশ খারাপ অবস্থা। 
    পরিবেশ নিয়ে অবশ্য কম লোকই ভাবে। পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইট ঘোষিত হয়েছে ২০০২ সালে, তার পরেও জলাভূমি বোজানো চলছেই। 
    ধ্রুবজ্যোতি বাবুর মত কিছু পরিবেশবিদ লড়াই করেন, ঐ পর্যন্তই 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত