এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb90:eab2:c595:ec83:8024:df8d:***:*** | ২৯ জানুয়ারি ২০২৪ ২১:০২520417
  • হ্যাঁ, গাছপালা ফুল এদেরও কষ্ট হয়। দ্য সিক্রেট লাইফ অফ প্ল্যান্ট্স বইটা পড়েছিলাম। এদের জন্যও আমার মনখারাপ হয়। অনেক সময় দেখি কেউ না ভেবেচিন্তেই কাউকে গাছ উপহার দিলো। আর সেই উপহার প্রাপক গাছের কোনো কেয়ার নিতে জানেন না, বা সেই নিয়ে মাথাও ঘামাননা। গাছ (বা ফুলের তোড়া) অনাদরে পড়ে থেকে শুকিয়ে গেলো। খুব খারাপই লাগে।
  • dc | 2401:4900:6349:baa1:259c:bfb4:7325:***:*** | ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:৩৯520416
  • আমরা মাঝে মাঝে সকালবেলা ছাদে গিয়ে রুটি বা ভাত ছড়িয়ে দি। প্রথমে একদল কাক এসে খেতে শুরু করে। খানিক পর একদল পায়রা এসে বসে আর কাকগুলোকে হটিয়ে দিয়ে খেতে শুরু করে, কাকগুলো তখন আশেপাশের ছাদে বা নারকেল গাছে বসে দেখতে থাকে। আর সবার শেষে আসে একদল কাঠবিড়ালি, তারা পায়রাদের সাথে ঝগড়া করে আর খায়। 
  • dc | 2401:4900:6349:baa1:259c:bfb4:7325:***:*** | ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:৩৩520415
  • আমার যে কোন পশুপাখিকেই খাঁচায় রাখা দেখলে খারাপ লাগে। আর ইন্ডিয়াতে তো অ্যানিমাল ক্রুয়েলটি মাস রেটে চলে। 
  • @ সমরেশবাবু | 14.139.***.*** | ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:২০520414
  • ২৯ জানুয়ারি ২০২৪ ১০:২২।
    গূঢ় শব্দটি নিয়ে ঐ খাজা পানটি আমারই করা । রমিতের লেখায় শব্দটি দেখে এমনি ভাসিয়ে দিয়েছিলাম, আগে পরে কিসু না ভেবে। আপনাকে টন্ট করার উদ্দেশ্য ছিলো না, যদি সে রকম ভেবে থাকেন। আপনি মনে আঘাত পেয়ে থাকলে দুঃখিত । 
     
     
  • যোষিতা | ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:২২520413
  • কবীর সুমন খুবই অসুস্থ হয়ে কোলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।
  • | ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:৫৬520412
  • এই পাখী যাদের বিক্রির জন্য আনে সানবার্ড মৌটুসী এদের ধরা ও খাঁচায় রাখা বেয়াইনী। কিন্তু অবাধে চলে, লোকে গিয়ে রিল বানিয়ে ইউটিউবে দেয়। শ্রীরামপুরেও রবিবারে এরকম হাট বসে। ওই রিল ইত্যাদি, লোকে গিয়ে কিনে আনে। মাঝে মাঝে ইচ্ছে হয় ফর্মালি  অভিযোগ করি। sad
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:১৬520411
  • Kk, অতগুলো পাখিদের ওইটুকু খাঁচার মধ্যে দেখে সত্যি খারাপ লাগে। অরিন বাবু যা বলেছেন সেটাও একদম সঠিক কিন্তু গাছেরা সাধারণত চুপটি করে থাকে আর পাখিরা উড়ে বেড়াতে ভালবাসে, সেক্ষেত্রে পাখিদের জন্য কষ্টটা একটু বেশিই হয়। 
     
    আসলে সাধারণ চিড়িয়াখানাও জীবজন্তুদের খাঁচায় রাখে, কিন্তু এটা বাজার বলে স্পেসটা আরো আঁটোসাঁটো হয়ে যায়। ওদের দেখার একটা আনন্দ হয়ই কিন্তু অবস্থা দেখে দুঃখও হয়।
  • Arindam Basu | ২৯ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭520410
  • সমরেশবাবু আপনি মশাই একমেবাদ্বিতীয়ম । 
     
    "আপনার পরিচিত ৬২+ বাঙালির মধ‍্যে কতোজন ওভাবে - - - যদি আপনার পরিচিত গণ্ডির মধ‍্যে অনেকেই পারে, তাহলে - - -”
  • সমরেশ মুখার্জী | ২৯ জানুয়ারি ২০২৪ ১৪:১০520409
  • @অরিন্দম‌বাবু,

    আপনি ২৮.১/২৩:৩৬ আমায় অকপটে জিজ্ঞাসা করেছেন - “এটা আবার কোথা থেকে জানা গেল মশাই?”

    আমি ২৯.১/১০:২২ তার ওপর সাধ‍্যমতো জবাব দিয়ে প্রতিপ্রশ্ন করেছি - “সংশয়হীন হয়ে বলুন তো স‍্যার - আপনার পরিচিত ৬২+ বাঙালির মধ‍্যে কতোজন ওভাবে - - - যদি আপনার পরিচিত গণ্ডির মধ‍্যে অনেকেই পারে, তাহলে - - -”।

    অপেক্ষায় থাকবো আপনার সূচীমুখ জবাবে‌র।
    ধন্যবাদ।
  • সমরেশ মুখার্জী | ২৯ জানুয়ারি ২০২৪ ১৩:২৩520408
  • @ হাগজ হুরিবাবা,
     
    আমি‌‌ই তো লিখেছি - হরিদাসের বাচালতা - হুরিবাবা‌র বিড়ম্বনা  - ধূসর কোষে ক্রিয়েটিভ জুস তলানিতে না ঠেকলে  - নতুন কিছু ভাবুন। চুলকোতে গিয়ে‌ও টুকলি?  laugh
     
    হাগজ মানে‌ও হেজুবুড়োর হ‍্যাজে আছে, তবু আর একবার জানিয়ে দি - USED TOILET পেপার wink
  • Arindam Basu | ২৯ জানুয়ারি ২০২৪ ১১:৩৭520407
  • kk, ফুলেরও কিন্তু কষ্ট হয়, মানুষ ফুল লতা পাতার প্রতিও নিষ্ঠুরতা প্রকাশ করে, 
  • Arindam Basu | ২৯ জানুয়ারি ২০২৪ ১০:৫৮520405
  • "তবে অনিশ্চয়তায় মাখা গন্তব্যে এক বয়স্ক একাকী ভ্রামণিকের অদম‍্য ভ্রমণতৃষ্ণার মানবিক দিকগুলি হয়তো বিশেষ গুরুত্ব পায়নি।"
     
    সমরেশবাবু, আমি কিন্তু আপনার একাকী ভ্রমণের গুণগ্রাহী, মানবিক দিকটির তো বটেই। তবে হয়ত কমেন্ট করার সময় একটা বিশেষ দিক, যেটি নজর কাড়ে, তাই নিয়ে হয়ত মন্তব্য করা হয়। এতে যে অন্য ব্যাপারগুলো গুরুত্বহীন, তা কিন্তু নয়। 
  • kk | 2607:fb91:849:9fd6:24b6:d2ba:3ba:***:*** | ২৯ জানুয়ারি ২০২৪ ১০:৩৮520404
  • রমিতের ছবিগুলোতে কত রং! ফুলের ছবিগুলো খুব ভালো লাগলো। কিন্তু পশু-পাখি-মাছদের গুলো না। অমনি খাঁচায় আটকে রাখা দেখলে মনটা কেমন খারাপ হয়ে যায়।
  • সমরেশ মুখার্জী | ২৯ জানুয়ারি ২০২৪ ১০:২২520403
  • @ অরিন্দম‌বাবু,
    (২৯.১/০০:১৩)


    তাইইই - আপনি একদম ঠিক‌ ভেবেছেন। 

    অর্থাৎ - যারা জুমকার, রিজার্ভ কার নিয়ে, এ্যাডভান্স হোটেল বুক করে দলে বা Travel company আয়োজিত কন্ডাক্টেড ট‍্যুরে একা বেড়াতে অভ‍্যস্থ তেমন ভ্রামণিক আমার 500/Day Shoe String Budget এর একাকী ভ্রমণবৃত্তান্ত পড়ে “উপকৃত” হবেন বলে “মনে হয় না’। তবে এটা‌ও ঠিক‌ই বলেছেন - এটা আমার “সংশয়” বা অনুমান বা Apprehension, কোনো  Firm Statement নয়।

    আসলে কিছু ক্ষেত্রে কিছু বাক‍্যে কিছু শব্দচয়ন করি ভেবেচিন্তে। তাই ঐ বাক‍্যের শেষে ছিল - “মনে হয়” - which was a sort of disclaimer for saying something without stamping it with a seal of authority. 

    রমিত লিখছিল  - “আপনিও একটা লেখা শুরু করে দিন এই সোলো ট্রাভেল নিয়ে। আমরা পাঠকরা উপকৃত হব। 500/day তে ঘোরা চাট্টিখানি কথা নয়।”  অর্থাৎ এক্ষেত্রে, আমার মনে হয়েছে, নিছক ভ্রমণ‌কাহিনী নয় -  রমিতের দৃষ্টিতে আমার ভ্রমণকাহিনী‌র Key differentiator ঐ “500/day তে ঘোরা”। যা পড়ে পাঠক উপকৃত হবে, অর্থাৎ সম্ভব‌ত অনুপ্রাণিত হয়ে অমন লো কস্ট একাকী ভ্রমণে বেরিয়ে‌ও পড়তে পারে‌ন।

    শুধুই ভ্রমণ‌বৃত্তান্ত পড়ার জন‍্য তো ব‌ই এবং নেটমাঝারে বা এই গুরুসাগরে‌ও আছে বহু ভ্রমণকাহিনী। তার কিছু একাকী ভ্রমণ‌ও বটে। এক্ষেত্রে রমিত যদি লিখতো - “আমরা পাঠকরা আপনার একাকী ভ্রমণ বৃত্তান্ত পড়ে যেতে না পারলেও আনন্দ পাবো” - তাহলে সেটা একটা পারফেক্ট এক্সপ্রেশন হতো। কেননা আনন্দ কেউ পথে নেমে বাস্তব অভিজ্ঞতা‌য় বা বাড়িতে বসে ভার্চুয়ালি ব‌ই পড়েও পেতে পারে। যেমন আমি দেখি বিদেশে‌র নানা জায়গার YT Travel VDO, যেসব জায়গা‌য় কখনো যেতে পারবো না। আবেগতাড়িত হয়ে তা নিয়ে কখনো লিখে‌ও ফেলি প্রভূত শব্দ‌ফেনা, যেমন - “গেলুম সেবার ষষ্ঠী‌তে ব্রাজিল থেকে পেরুতে” অথবা “দ‍্য গ্ৰেট এ্যাপালেচিয়ান ট্রেল”।

    আমার যে পড়াশোনা অত‍্যন্ত কম এবং আমি নিম্নমেধার এটা আমি সর্বদা স্মরণ রাখার চেষ্টা করি। তাছাড়া এখন আমি ৬৩+এর বুড়ো ফলে তরতাজা যুবক বা চনমনে বয়স্কদের মতো দিমাগ আমার কাজ করে না। তায় বাংলা‌য় বেয়াল্লিশ, তাই কখনো গূঢ় লিখতে গিয়ে গুঢ় হয়ে যায় এবং তজ্জন্য কোনো রসিক সুপারফাস্ট গুণী গুরু তৎক্ষণাৎ “গূঢ়” নিক খুলে মজা করে -”বুঝলাম, তো নলেন না পাটালি?” আমি কী সংশয়হীন হয়ে এমন মন্তব্য করতে পারি? আপনি‌ই বলুন স‍্যার?

    বেশী পিছনে যেতে হবে না প্রফেসর সাহেব - গুচতে ৬.১ পোষ্টিত আমার “একা বেড়ানোর আনন্দে” সিরিজের ১৭ নম্বর পর্বটি পড়ে, সংশয়হীন হয়ে বলুন তো স‍্যার - আপনার পরিচিত ৬২+ বাঙালির মধ‍্যে কতোজন ওভাবে জানুয়ারির কঠিন শীতের শেষ বিকেলে উত্তরপ্রদেশের কোনো পর্যটক বিরল গ্ৰামে পৌঁছে, বুকে পিঠে ১৬ কিলোর দুটো স‍্যাক নিয়ে পাহাড়ি পথে তিন কিমি হেঁটে, ছশো ফুট চড়াই ঠেঙিয়ে, অজানা, অনিশ্চিত, অনিকেত স্থানে গিয়ে প্রভূত হেজিয়ে ভজিয়ে দু রাত্তির ৮x৮ সিকিউরিটি কেবিনে কুকুর সান্নিধ্যে বিনা পয়সায় থেকে যেতে পারে? যদি আপনার পরিচিত গণ্ডির মধ‍্যে অনেকেই পারে, তাহলে ১২.১০.২৩ ভাইরাল ফিভার থেকে সেরে উঠে এখন F&F রমিত‌ও মনে হয় পারবে।

    আপনি ঐ লেখাটা পড়েছেন। আপনার মন্তব্যে জায়গা‌টির সংরক্ষণ সংক্রান্ত মনোবেদনা প্রকাশ পেয়েছে তবে অনিশ্চয়তায় মাখা গন্তব্যে এক বয়স্ক একাকী ভ্রামণিকের অদম‍্য ভ্রমণতৃষ্ণার মানবিক দিকগুলি হয়তো বিশেষ গুরুত্ব পায়নি। কারণ আপনার যতটা আগ্ৰহ মূর্তি‌টি বরাহ অবতার না হয়গ্ৰীব নিয়ে দেখা গেছে তার অনুপরিমান‌ও দেখা যায়নি অনিশ্চিত একাকী ভ্রমণে‌র অনুষঙ্গ প্রসঙ্গে। বাকি যে কয়জন মন্তব্য করেছেন, কারুর মধ‍্যে‌ই দেখা যায়নি। এই সব দেখেশুনে, কিছু অনুভব করে‌ই রমিতকে ঐ কথা বলেছি - ভেবে দেখবেন স‍্যার। 
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ জানুয়ারি ২০২৪ ০৯:৫৭520402
  • হাতিবাগান না, এটা গ্যালিফ স্ট্রিট। পোষ্য ও গাছেদের বিশাল বাজার। প্রতি রবিবার বসে। কুকুর, বিড়াল, খরগোশ, গিনিপিগ, ইঁদুর, পায়রা, নানারকমের পাখি, লড়াই ক্ষ্যাপা মোরগ, কতরকমের মাছ, কি নেই সেখানে। আর গাছও তেমন লক্ষ লক্ষ। ফুল গাছ, ফল গাছ, ঔষধি গাছ, বাহারি গাছ সব আছে।
  • Arindam Basu | ২৯ জানুয়ারি ২০২৪ ০১:২৪520401
  • রমিত, এ কি হাতিবাগানের ছবি তুলেছেন?
  • Arindam Basu | ২৯ জানুয়ারি ২০২৪ ০০:১৩520400
  • হবে হয়ত। আমি পড়ে ভাবলাম এরা যেহেতু বিলাসভ্রমণে অভ্যস্ত, আপনার সংশয় এদের "পোষাবে কি পোষাবে না", তাই নিয়ে বুঝি। তা নয় দেখছি। 
  • সমরেশ মুখার্জী | ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:৫৫520399
  • "এটা আবার কোথা থেকে জানা গেল মশাই?"
     
    "---- অনেকের‌ই পোষাবে বলে মনে হয় না।" - জানা যায়নি - অনুমান। যে বাক‍্যের শেষে  "মনে হয়" থাকে তা স্থির নিশ্চিত সূচক নয় বলেই - মনে হয়। wink
  • r2h | 208.127.***.*** | ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:৪০520398
  • @এটা? | ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:২০ 
    - প্রচণ্ড থ্যাংকিউ, ঝপ করে ডাউনলোড করে ফেললাম!
  • Arindam Basu | ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:৩৬520397
  • "তবে জুমকার, রিজার্ভ কার নিয়ে বেড়াতে অভ‍্যস্থ গু৯র অধিকাংশ পাঠক এসব পড়ে কতোটা উপকৃত হবে জানি না - কারণ এসব তাদের অনেকের‌ই পোষাবে বলে মনে হয় না।"
     
    এটা আবার কোথা থেকে জানা গেল মশাই?
  • Arindam Basu | ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:৩৪520396
  • @এটা, 
    অশেষ কৃতজ্ঞতা জানবেন, 
    :-)
  • Arindam Basu | ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:৩৪520395
  • @এটা,
  • Arindam Basu | ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:০৯520393
  • সঁতেকসুপেরীর দ্য লিটল প্রিন্সের অনবদ্য বঙ্গানুবাদ করেছিলেন ফাদার দ্যতিয়েন, বইটার অনলাইন ভারসন অবশ্য কোথাও দেখিনি। 
  • r2h | 208.127.***.*** | ২৮ জানুয়ারি ২০২৪ ২২:৩১520392
  • ওহো আচ্ছা আছা, স্যরি, সব পোস্ট ঠিকঠাক না পড়েই হুড়োহুড়ি করে উত্তর দিতে গেছি; রোব্বার সকালে কফি না খেয়ে গুরু আর ফেবু নিয়ে বসলে এই হয়ঃ(

    দূঃখিত, সমরেশবাবু।
    মোদ্দা কথা হল আপনার বেড়ানোর লেখাগুলি খুবই অন্যরকম ও উপভোগ্য।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ জানুয়ারি ২০২৪ ২২:২৬520391
  • উপকার হবে মানে, পাঠক হিসেবে একটা ভালো পড়ার জিনিস পাবো এটাই বোঝাতে চেয়েছি। আমিও সেটা পড়ে সেই রকম ভাবে বেরিয়ে পড়বই তা নয়, পড়তেও পারি, কিন্তু সেটা নিশ্চিত নই। যেমন শিবাজির ভিডিও দেখে আমরা মানস ভ্রমণ করে আসি আর কি। সব সময় সেই সব জায়গায় যাবোই তা তো নয়।
     
    সমরেশ বাবু, আমি ভীষণই দুঃখিত, কোনো কারণে আপনার লেখা চোখ এড়িয়ে গেছে, সেদিন যখন ওই টই তে মন্দিরে ঘোরার বিবরণ টা দিচ্ছিলেন, তখন থেকেই আপনার অভিজ্ঞতা শোনার লোভ হচ্ছিল। যাক বেটার লেট দ্যান নেভার। এবার পড়ে ফেলব আপনার ভ্রমণ বৃত্তান্ত।
  • সমরেশ মুখার্জী | ২৮ জানুয়ারি ২০২৪ ২২:২২520390
  • @ r2h

    আমার লেখা পড়ে - “আমরা পাঠকরা উপকৃত হব” - এটা লিখেছি‌লেন রমিত।  

    “তবে জুমকার, রিজার্ভ কার নিয়ে বেড়াতে অভ‍্যস্থ গু৯র  অধিকাংশ পাঠক এসব পড়ে কতোটা উপকৃত হবে জানি না -  কারণ এসব তাদের অনেকের‌ই পোষাবে বলে মনে হয় না।” -  এই জবাব‌টাও আমি দিয়েছি রমিতকে‌ই।

    আপনি যখন “ঘরকুনো পাঠক” - অযথা “উপকার” প্রসঙ্গ নিয়ে মাথা ঘামাতে গেলেন কেন - বুঝলাম না।
     
     
     
  • r2h | 208.127.***.*** | ২৮ জানুয়ারি ২০২৪ ২১:৫০520389
  • সমরেশবাবুর ভ্রমণের লেখাগুলি দারুন।
    আমার খুব ইন্টারেস্টিং লাগে উনি নানান ধর্মস্থানেও যান, কিন্তু মানুষ, সংস্কৃতি, ইতিহাসের সন্ধানে। ঐভাবেই বোধহয় আমাদের দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রূপ খুঁজে পাওয়া যায়।

    তবে "তবে জুমকার, রিজার্ভ কার নিয়ে বেড়াতে অভ‍্যস্থ গু৯র অধিকাংশ পাঠক এসব পড়ে কতোটা উপকৃত হবে জানি না - কারণ এসব তাদের অনেকের‌ই পোষাবে বলে মনে হয় না। "
    এই ব্যাপারটা...
    উপকার আর কী হবে? আমি স্থবির ধরনের মানুষ (যদিও পাকেচক্রে সারাক্ষন দৌড়তে হয়। পহাকড়ি হলে মমের লোটাস ইটারের সায়েবের মত প্ল্যান করতাম; শেষটা বাদে অবশ্য, জীবন মধুময়। আমার মেয়ে একবার খুব দার্শনিক মন্তব্য করেছিল, "ইউ নো হোয়াট্স গ্রেট অ্যাবাউট লাইফ? দ্যাট'স ইউ গেট টু লিভ অল অফ ইট"। কোথাও পড়ে বা শুনে বলেছিল কিনা জানি না অবশ্য।), ভ্রমণের লেখা আমি পড়ার আনন্দেই পড়ি। যেমন সিকির মোটরসাইকেল ডাইরি পড়তাম - অন্য একজনের লড়াই, উত্তরণ - ঐ লড়াই কোনদিন আমার হবে না, কিন্তু অন্য কারও অভিজ্ঞতার ভাগ নিতে পারি।
    তাই সমরেশবাবুর লেখা আমি উপকারের আশায় না, পাঠক হিসেবে যে আনন্দ পাওয়া যায় তার জন্যই পড়ি।

    রমিত যেমন বলেছে "আসলেই ট্রাভেলগ হবে, টুরিস্ট এর দেখার বাইরে একটা অন্য অভিজ্ঞতা" - সমরেশবাবুর লেখা একেবারেই তাই।
    উপকার লইয়া আমি কী করিব? আমি ঘরকুনো পাঠক, লেখকের চোখে দেখাতেই আমার আনন্দ।
  • সমরেশ মুখার্জী | ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৬520388
  • ঝোলা wink
     
    কারণ গূঢ় লিখতে গিয়ে গুঢ় হয়ে ঝুলে গেছে laugh
     
     
  • dc | 2401:4900:6348:d74e:59b0:626f:8060:***:*** | ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:২০520387
  • আরে, হজবরল পোস্ট হওয়ার আগেই কিন্তু আমি আমার পোস্ট লিখেছি! laugh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত