এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীমু | 223.19.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:৫০519545
  • ভাজপা কংগ্রেসের মত হলেও আরএসএস তো পুরো রেজিমেন্টেড সংগঠন। আরএসএসের প্রচারকরা বাম হোলটাইমারদের মত সারাবছর তলায় তলায় কাজ করে। 
     
    রাগা ২০০৪ থেকে লোকসভায় আছে ,  এতদিনে কি গোয়া দিল্লি বা হিমাচলের মত ছোট রাজ্য থেকে ওকে মুখ্যমন্ত্রী করে আনা যেত না ? সরাসরি প্রধানমন্ত্রীই হতে হবে? 
  • সিএস  | 103.99.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:৪৬519544
  • টিএমসি নাকি কং - এর থেকে বেশী টাকা তোলে। কেন তোলে ? ঐ একই patronage system, এখানে মূলতঃ রাজ্য স্তরে, কলকাতা থেকে জেলা স্তর অবধি টাকা পাঠানো। সে টাকা না পাঠালে ভাজপার দিল্লীর টাকা যা পঃবঃ - তে আসবে তার সাথে পাল্লা দিতে পারবে না।
  • সিএস  | 103.99.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:৩৫519543
  • দীমু কালকে লিখেছিলেন, কং দলটার গঠনগত সমস্যা আছে। ব্যাপারটা মনে হয় এরকম যে কং এবং ভাজপা যারা 'সর্বভারতীয়' দল, তাদের গঠন কিন্তু একই রকমের। দলের মাথারা কেন্দ্র, রাজ্য স্তরের নেতারা আছে, কেন্দ্রীয় স্তর তাদের কন্ট্রোল করে। কিন্তু এটা ক্ষমতায় থাকলে বেশী করা যায়, ইন্দিরার সময়ে কং করত, এখন ভাজপা করছে। দল আর ভোট করার জন্য টাকা লাগে, সেই টাকা ভাজপা কেন্দ্রীয় স্তর থেকে কন্ট্রোল করে এবং আরো নানাবিধ কন্ট্রোল। ফলে রাজ্য স্তরের কে সিএম হবে, সেসব মোদী - শা কন্ট্রোল করতে পারে, রাজ্য স্তরে কেউ অখুশী হলে তাকে অন্যভাবে খুশী করতে পারে বা ভয়ও দেখাতে পারে (শিবরাজ বা বসুন্ধরা কী এমনি এমনি সিএম থেকে সরে গেল ?)। তো এইটা হল patronage system, দলগুলো এইভাবেই চলে। কিন্তু কং এর তো টাকা নেই, তাদের তো ক্রাউডফাণ্ডিং করতে হচ্ছে, এর মানে হল কেন্দ্রীয় নেতাদের ক্ষমতা নেই। টাকার জন্য তাদের রাজ্য নেতাদের ওপরও নির্ভর করতে হবে, গেহলত বা কমলনাথ বা বাঘেল বা সিদ্ধারামাইয়া। ফলে তারাও বা ছাড়বে কেন ?
  • দীমু | 223.19.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:২৮519542
  • শুধু কমল নাথ না ,  রাজস্থান ছত্তীসগড়েও সুনীল কানুগোলুকে ঢুকতে দেয়নি।
  • Arindam Basu | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:২৫519541
  • কংগ্রেসের সমস্যা, দলটার মধ্যে অজস্র উপদল, ফ্যাকশন, যার জন্য রেজিমেন্টেড দলগুলোর সঙ্গে পেরে ওঠা কঠিন কাজ। রাজস্থানে এবারে কিন্তু অশোক গেহলট যথেষ্ট সদর্থক কাজ করেছিলেন, তা সত্ত্বেও মনে হয় নিজেদের আত্মকলহের মাশুল দিতে হল। রাহুল গান্ধী এই ব্যাপারগুলোকে কতটা সামলাতে পারবেন কে জানে, কিন্তু একটা দলমত নির্বিশেষে সামগ্রিক রাজনৈতিক বিরোধিতার ভারতে খুব প্রয়োজন, যেরকম জরুরী অবস্থার সময় হয়েছিল। 
  • সিএস  | 103.99.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:১৯519540
  • কং কোথাও জিতলে টিতলে, এটা তো রা - গার জন্য হল, সেটা কং -এর গলাবাজী। মোদীজীকে ভাজপা যা করে, সেটার নকল। জম্মু- কাশ্মীরেও মনে হয় রা - গা গেছিল, তো কিছু দিনে একটা লোকাল বডির ইলেক্শন হয়, ভাজপা কিছুই পায়নি, কিন্তু রা - গা সেখানে গেছিল বলে, কং সে নিয়ে ক্রেডিট নিচ্ছিল। সত্যি কী সেটাই কারণ নাকি, সন্দেহ আছে, তো এসব বললে মনে হয় কং প্রকৃত পরিস্থিতি বোঝে না, রা - গাকে তুলে ধরতে চায় আর মোদীজী - ভাজপার নকল করে। তো এইসবই ইম্যাজিনেশনের অভাব বা মোদীর বিপরীতে রা - গাকে তুলে ধরার চেষ্টা, ফল ধরবে কিনা সন্দেহ আছে।
  • সিএস  | 103.99.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১২:১০519539
  • প্রথম পর্বের ভারত জোড়োর সময়ে রা - গা সবচেয়ে বেশী দিন কাটিয়েছিল কর্নাটকে, প্রায় ১৬-১৭ দিন। তখন লোকে বলত, ভোট আসছে বলে ওখানে অতদিন। তো সেটা স্ট্রাটেজী ছিল নিশ্চয়, তার ফলও কং পেয়েছে সেখানে। সংগঠন ছিল, গভঃ আগের বার ছিল সেটা ভাজপা ফেলেছিল, ভারত জোড়ো করে ক্যাডার আর সংগঠনের উন্নতি হয়েছিল, তদুপরি দক্ষিণে হিন্দুত্বর আপদ হয়ত কম, ফলে ভারত জোড়োর স্ট্রাটেজি সেখানে খেটেছিল। তা বলে, উত্তরে সেটা খাটবে কী ? ইউপি বা গুজরাট ভারত জোড়ো দিয়ে বদল হবে ? সুতরাং স্ট্রাটেজী কং করেছে, জায়গা বুঝেই করেছে, তার ফল কিছুটা পেয়েছে।

    হ্যাঁ, হতে পারে, উত্তরে ভারত জোড়োর সাথে আরো অন্য ইস্যু যদি যুক্ত করতে পারে, সংগঠন তৈরী করে (সে অবশ্য বিশাল কাজ) হাঁটতে পারে, তাহলে ফল পেতে পারে। তো সেসবই স্ট্রাটেজী। ব্যাপারটা ঠিক, জিতলে আমরাই ভাল বলতাম সেরকম না মনে হয়, প্ল্যানট্যান না করে রাস্তায় নামলে জেতাটাই হবে না। তিন রাজ্যের ভোটের রেজাল্টের পরে এক অ্যানালিসিসে দেখলাম, কং - এর যে স্ট্রাটেজী কোম্পানী ছিল, কমলনাথ এমপি থেকে তাদের মোটামুটী সরিয়ে দিয়েছিল, তারাও সরে গিয়ে তেলেঙ্গানাতে বেশী ফোকাস করে, ফলও পায়। তো কমলনাথ সরিয়ে দিল কেন ? ঐ কোম্পানীটি থাকলে, তাদের কথামত প্রার্থী বদল করলে কমলনাথের ক্ষমতা এবং তার অনুচরদের ক্ষমতা কমে যেত, ফলে কমলনাথ আপার হ্যাণ্ড নিয়েছে। তো এই ঘটনা পড়ে মনে হয়, কং-এর স্ট্রাটেজি এমপি-তে ভুল ছিল, এবং দল তার পুরোন নেতাদের কন্ট্রোল করতে পারেনি, সেও একরকমের ভুল বা অক্ষমতা, এইসবের ফলেই কং হেরেছে, সুতরাং জিতলে ভাল বলতাম, সেই পরিস্থিতি তৈরী হওয়ার জায়গায় ছিল না, যা পরে বোঝা গেছে।
  • :|: | 174.25.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১১:৫৪519538
  • ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:১৫-র জন্য জগতের সবকটি ক দিয়ে গেলুম। 
  • দীমু | 223.19.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১১:৪৪519537
  • D, আজকে সালারের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাননি ? 
  • ফতুয়া | 2409:4060:2d3b:6397::b208:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ১১:৩২519536
  • উড়নি, উত্তরীয়, চাদর
  • Bratin Das | ২২ ডিসেম্বর ২০২৩ ১০:৫৫519535
  • এই স্ট্যাটের লোক গুলো কে নিয়ে আর পারা গেল না!! ফটক ও অপ্টিমাইজড করছে laugh
  • Bratin Das | ২২ ডিসেম্বর ২০২৩ ১০:৫২519534
  • যা মনে হচ্ছে  লসাগু দার এখন জীবনে চাপ কম। হুলিয়ে ভাটাচ্ছে wink
  • Bratin Das | ২২ ডিসেম্বর ২০২৩ ১০:৫১519533
  • সামলাতে পারলে ধুতি পাঞ্জাবি র
    মতো এথনিক পোষাক বাঙালীর আর নেই।  মিশনে পড়ার সুবাদে আমও অভ্যস্ত। জাস্ট দুরন্ত  লাগে
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:৪১519531
  • কঠিন প্রশ্ন! 
  • বিদ্ঘুটে | 2600:1002:b035:f48e:4dfc:6c9d:b05b:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৫519530
  • একটা সরল প্রশ্নের উত্তর দিতে পারেন? বাঙ্গালি পুরুষের এথনিক পরিধেয় কি? নীচে নয় ধুতি, উপরে কি পাঞ্জাবি? 
    বাঙ্গালির উর্দ্ধাঙ্গের পরিধেয় পাঞ্জাবি - নিজের কানেই তো কেমন কেমন লাগছে! 
    যেসব লোক কেবল এটুকু জানে যে বাঙ্গলা আর পাঞ্জাব বলে ভারতে দুটো জায়গা আছে - তাদের জন্যে এ বেশ ভ্রমাত্মক! 
     
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:১৯519529
  • অরিন,
    প্রথম পাতাটা ইমেজ হেবি, ওটা অনেকটা অপটিমাইজ করা হয়েছে, আরও দেখতে হবে।
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:১৫519528
  • আর এ জিনিসগুলোই ওরকম। জিতে গেলে - আহা, কি স্ট্র্যাটেজি, কি ইমাজিনেশন, মাস্টারস্ট্রোক!

    সাম্প্রতিক স্টেট ইলেক্শনে যদি কংগ্রেস আর দুটি স্টেটে জিতত, তখন আমরাই বলতাম - আহা হা! ভারত-জোড়ো! কি অপূর্ব স্ট্র্যাটেজি, কি মনোরম কভার ড্রাইভ।

    ধুর, ধুর! হেজে গেলাম!
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ০৯:০৬519527
  • আরে ধুর, এরকম আর্টিকল.. সল্যুশন এর নামে দেখা নেই, শুধু ইয়ে আর ইয়ে...
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৮:২৬519526
  • "আর ইমাজিনেশন তো খুবই বড় জায়গা। বিজেপি ইস্যু বের করে, অন্য দলগুলি তার কাউন্টার করতে ব্যস্ত হয়ে পড়ে - নিজেদের আলাদা কোন এজেন্ডা, ন্যারেটিভ কই"
     
    এবং ইহাও ঐ ওয়্যারের লেখার সেন্ট্রাল পয়েন্ট। এলসিএমদা কাল রাতে বেকার পিজে করে গেল :-)
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৮:২২519525
  • দ্যাখেন, সেই পুরনো দিনের কথা যদি বলতেই হয়, তো ২০১১ সালের পর বেশ কয়েকবার আমি লিখেছিলাম যে সিপিএম আর ক্ষমতায় ফিরতে পারবে বলে মনে হচ্ছে না। কারন তখনও আমার কলকাতায় অনেকের সাথে যোগাযোগ ছিল, নিয়মিত খবর পেতাম। তাতে এখানে অনেকে রাগ করেছিলেন, তখন T নিয়মিত পোস্ট করতেন, উনিও কিছুটা এরকমই লিখেছিলেন - এসব পোস্ট করার কি মানে, সিপিএম নিশ্চয়ই ফিরবে, দেখে নেবেন ইত্যাদি। যদ্দুর মনে পড়ছে হীরাভ টইতে এসব হয়েছিল, বা কিছুটা হয়তো ভাটে। সার্চ করে বার করতে পারলে ভালো হতো। যাই হোক, T এবং আরও দুয়েকজন (বোধায় অরিজিতও ছিলেন) ওরকম লেখার পর আমি আর সে নিয়ে কিছু পোস্ট করিনি। কিন্তু হয়, বাস্তব বদলায়নি। 
  • r2h | 165.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৮:০২519524
  • বিজেপির সামনে কং কিছু না বলে বিরোধী ঐক্যের মনোবল ভেঙে দেওয়া - এমন একটা পোস্ট একজন করেছেন।

    এরকম ভাবার একটা জায়গা আছে বটে। আবার বিরোধী ঐক্যের মনোবল ধরে রাখার জন্য আমার মনে যা আছে তা চেপে গিয়ে সকলি বিমল সকলি শোভন বলতে হবে, এও কোন কাজের কথা না। একে তো আমার (অর্থাৎ নেতা বা 'কারিয়াকার্তা' বা সক্রিয় পার্টিকর্মী বা পার্টিজান, অর্থাৎ পার্টিই জান, এর কোন কিছু না এমন লোক) ঘাড়ে নাই ভুবনের ভার, দ্বিতীয়ত সদা সত্য কথা বলিবে, তৃতীয়ত, রিয়ালিস্টিক থাকা ভালো।
    সেই যেবার ত্রিপুরায় সিপুএম হেরে গেল, কারও সঙ্গে কথা হচ্ছিল, নেতারা কী এতই জনবিচ্ছিন্ন যে এরকম একটা বিপর্যয় হতে পারে তা আন্দাজ করতে না পেরে জয় নিয়ে নিশ্চিত ছিলেন, তাতে একজন বলেছিল, তা না, নেতারা খুবই জনসংযুক্ত কিন্তু কর্মীদের মনোবল তো ধরে রাখতে হবে, তাই, ইত্যাদি। যদিও আমার মনে হয় এতে জ্যানাগন বিট্রেড বোধ করে, মনোবলের তেমন উপকার হয় না।

    তো, এখনো তো আসন টাসন নিয়ে বাঁদরের পিঠে বা কালনেমির লংকা ভাগই চলছে। বিজেপি সবচে বড় শত্রু এমন বড় রাজনৈতিক দলগুলি কদ্দুর কী ভাবে তা নিয়ে সন্দেহ আছে। আর ইমাজিনেশন তো খুবই বড় জায়গা। বিজেপি ইস্যু বের করে, অন্য দলগুলি তার কাউন্টার করতে ব্যস্ত হয়ে পড়ে - নিজেদের আলাদা কোন এজেন্ডা, ন্যারেটিভ কই?

    খুব বড় রকমের ওলটপালট, ঘটনা, মিরাকল ইত্যাদি কিছু না হলে কোন আশা দেখি না। চন্দ্রবিন্দু লিখেছিল জীবনটা চলে গেল ডানদিকে, ধ্যাত্তেরিকা। আর আমি লিখেছিলাম কোন নেশা ভিশুয়াল অডিবল কেউ - ইমাজিনেশন যেন গঙ্গার ঢেউ।
  • dc | 2401:4900:1f2a:424f:45ff:996d:88f2:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৭:৫৩519523
  • আমার আইফোনের আইওএস ১৭ আপডেট হওয়ার পর থেকে সাফারিতে গুরু ক্র‌্যাশ করছিল। তখন কিছুদিন ক্রোমে খুলতাম। তবে ১৭.১ আপডেট হওয়ার পর সাফারিতে আর ক্র‌্যাশ করেনি, ১৭.২ তেও স্টেবল আছে। এখন সাফারিতেই গুরু খুলছি। 
  • কি বলি? | 116.193.***.*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৭:২৪519522
    • lcm | ২১ ডিসেম্বর ২০২৩ ২২:২৮৫১৯৪৬৪ 
    • এখন দেখি বোতিন সেই একই জিনিস করেছে।
    ওর কাছ থেকে আপনি কি আশা করেন?
  • Arindam Basu | ২২ ডিসেম্বর ২০২৩ ০৭:১৩519521
  • @lcm, যোষিতা আর র২হর লেখা পড়ে মনে হচ্ছে হয়ত লোকাল ব্রাউজারে css এর একটু এডিটিং করলে কাজে দেবে, ছবির? বাউণ্ডিং বক্সের সাইজ কম করলে, যাতে eager loading হলেও সমস্যা না হয়। নাহলে হয়ত হয়ত আপনাদের গুরুর সার্ভারে অ্যাসেটের সাইজ একটু কম করে দেখতে পারেন, সাইটটাকে একটু সহজ সরল করে দেখা যেতে পারে। 
  • lcm | ২২ ডিসেম্বর ২০২৩ ০৫:০৬519520
  • র২হ, অরিন, যোষিতা
    ঠিক ধরেছেন। সাফারি নেটিভলি এটা সাপোর্ট করে না। 
    img src="test.jpg" loading="lazy" ...
     
  • যোষিতা | ২২ ডিসেম্বর ২০২৩ ০৪:৪৭519519
  • আমারও একই সমস্যা আইফোন ১৫ তে। ১৭.১.২ সম্ভবত আইওএস। আমি ভাবছিলাম নতুন ফোনের জন্য এই সমস্যা হচ্ছে। ডিসেম্বরের গোড়া থেকেই নতুন ফোনের সঙ্গে এই নতুন ঝামেলা, কেবল এই সাইটেই। একটু পরে পরেই স্ক্রীন লাফিয়ে ওপরে বা নীচে চলে যায়। আমি ক্রোম ব্যবহার করি।
  • র২হ | 2601:c6:d200:2600:a082:cfb9:a5d2:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৩:৩৪519518
  • আমার সাফারিতে গুরু ক্র্যাশ করে, আইওএস ১৭ থেকে :( গুরু শুধু ক্রোমে।
  • Arindam Basu | ২২ ডিসেম্বর ২০২৩ ০৩:১৩519517
  • "স্ক্রিন লাফের ব্যাপারটা আমিও দেখছি, ফোনে (আই), ঐ ব্যানারের জন্যই। কিন্তু দুটো ছবিই লোড হয়ে যাওয়ার পরও ট্র‌্যানজিশনের সময় ঝাঁকুনি হওয়া মোটে উচিত না।"
    ম্যাক আর আইওএসে সাফারীর লেজি লোডিং এর সমস্যা বহুদিন ধরে । আপনি কি আপনার আইফোনে সাফারি ব্যবহার করেন? অন্য ব্রাউজার ব্যবহার করেও (যদি করেন) কি একই সমস্যা দেখতে পাচ্ছেন?
  • পলিটিশিয়ান | 2607:fb91:8824:74f:ac39:d1f1:7f4e:***:*** | ২২ ডিসেম্বর ২০২৩ ০৩:০৫519516
  • কলোরাডো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ট্রাম্পু ওই স্টেটে প্রাইমারিতে দাঁড়াতে পারবে না। কিন্তু সেটা খুব একটা অসুবিধা করবে না ট্রাম্পুর।
     
    এক তো কেসটা সুপ্রিম কোর্টে যাবে। সেটা পুরো উল্টোপাল্টা লোকে ঠাঁসা। দুই কলোরাডো বাদ দিয়েও ট্রাম্পু প্রাইমারি জিতবে। 
     
    এক যদি আরো অনেকগুলো স্টেট কোর্ট একই রায় দেয় এবং সুপ্রিম কোর্টের হঠাৎ বোধোদয় হয়। তা সে হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত