এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:২০516835
  • এই হলো এল অ্যান্ড টির ডিভিডেন্ড হিস্টোরি। ব্লু চিপ কোম্পানিতে শুধু শেয়ার প্রাইসের জন্য কেউ ইন্জভেস্ট করে নাকি? ডিভিডেন্ড এর জন্যও করে তো! 
     
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১২:১৯516834
  • ডিসি,
    তুমি যেটা বলছ একদম ঠিকই বলছ হয়ত। L&T এর আগামী পাঁচ বছরে ফিউচার ভালো, আর ঠিক সেই জন্যেই অলরেডি ৪০% উঠে গেছে এক বছরে। মানে ভ্যালুয়েশন সবই ভেরি আর্লি। বেশির ভাগ ক্ষেত্রেই।
  • Bratin Das | ২৯ আগস্ট ২০২৩ ১২:১৯516833
  • এলসিএম দা, 
     
    তাহলে সলিড  উদাহরণ  দেওয়া যাক। ২০০৮ -২০০৯ সালে
    তখন আমি "নেচার পাবলিশিং  গ্রুপের "প্রজেক্ট  করছি। বোস্টনের লেচমিয়ার শহরে। ট্রাভেল করবো না বলে থার্ড ষ্ট্রীটে বাড়ি নিলাম।  আপিস ফার্স্ট  ষ্ট্রীট এ। সকাল ৮:১৫ তে ঘুম থেকে উঠতাম।  ৯ টায় আপিস। হাতে প্রচুর সময়। ৬.৫ লাখ ইনভেস্ট  করে ১০ লাখের কাছাকাছি  টাকা বানিয়েছিলাম ৯-১০ মাসের হরিজিনে।
     
    তুমি তোমার  বন্ধু কে সেই  সময় জিজ্ঞেস  করেছিলে এটা সম্ভব  নাকি। ইয়েস স্যার  সম্ভব।  কী কী কিনেছিলাম মনে নেই।  একটা  মনে আছে মারুতি ১০০০ টাকায় কিনে ১৫০০ টাকায় বেচেছিলাম। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১২:১৭516832
  • তাই তো! মনে হচ্ছে ট্রেডিংইকনমিক্স চার্ট টায় গন্ডগোল আছে।

    কিন্তু ওদের রেকমেন্ডশনে বলছে,

    ... Over the last 12 months, its price rose by 40.66 percent. Looking ahead, we forecast Larsen & Toubro to be priced at 2,583.40 by the end of this quarter and at 2,440.42 in one year, according to Trading Economics global macro models projections and analysts expectations....

    পাঁচ বছর বাদে কি হবে বলে নি, তবে ঐ যে বছর বছর ইনফ্লেশন যদি ৫-৬% হয়, তাহলে তো ... সেই মায়া... মায়ার জঞ্জাল...
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:১৪516831
  • ইন ফ্যাক্ট আগামী পাঁচ বছরের হরাইজনে এল অ্যান্ড টি তে ইনভেস্ট করলে লাভ করার সম্ভাবনা বেশী, কারন ইন্ডিয়াতে এখন ইনফ্রা বুম চলছে, আগামী পাঁচ বছর ধরেও চলবে। এল অ্যান্ড টি প্ল্যান করেছে ২০২৪ এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে, আর ২০২৫ অবধি ওদের অর্ডার বুক পাঁচ ট্রিলিয়ন টাকার। বেশ ভালো ইনভেস্টমেন্ট অপর্চুনিটি। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১২:০৯516830
  • অনেকে বলে বড় কোম্পানিতে ইনভেস্ট করে চোখ বুজে বসে থাকো, দেখবে দশ বিশ বছর বাদে টাকার পাহাড়ে বসে আছো।

    আমার একজন চেনা ২০০০ সালে মার্কেট ক্র্যাশের পর সব টাকা নিয়ে সিসকো সিস্টেম এর স্টক কিনে ফেলল, বলল নো মোর ডে অর মান্থলি ট্রেডিং, এবার থেকে ডিকেড ধরে ট্রেডিং। ৬০ ডলারে কিনেছিল, ২৩ বছর বাদে এখন ৫৬ ডলারে এসে পৌঁছেছে।

    অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে কোনো সেট ইজি রুট নেই, ইনভেস্টমেন্ট ... মার্কেট স্টাডি.. এটা একটা সাবজেক্ট... রেগুলার ফলো করতে হবে... সময় দিতে হবে... ফান্ড ম্যানেজারদের ওপর ছেড়ে দিলে সুবিধে, মানে মিউচুয়াল ফান্ড বা কোনো অ্যাডভাইসার... নিজেরা করলে আনতাবড়ি লেগে যেতে পারে, তবে লং টার্মে ... ঐ আর কি.. সবই মায়া...
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:০৯516829
  • এল অ্যান্ড টি ২০০৮ এ তো ছশো সাতশোর লেভেলে ছিল! 
     
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:০৪516828
  • এলসিএমদা এরকম রোজকার সেল রেটিং দেখে ইনভেস্ট করেন নাকি? laugh​এল অ্যান্ড টি বা এইচডিএফসির মতো কোম্পানিগুলোর শেয়ার অন্তত চার পাঁচ বছরের হরাইজনে ইনভেস্ট করা উচিত। তাতে করে ভালো ডিভিডেন্ডও পাবেন। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১২:০২516827
  • চার্টটা দেখলে বুঝতে পারবে, L&T এক বছরে ৪০% উঠেছে, তাতেও ২০০৮ দামের আর্ধেকের একটু বেশি, মানে যারা ধরো ২০০৭-২০০৮ এ L&T স্টক কিনেছে তারা ১৪-১৫ বছর পরেও এখনও লসে আছে, তাহলে ভাবো।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:০১516826
  • এইচডিএফসি ব্যাংক তো আমার পোর্টফোলিওতেও আছে! গত বছর তেরশো টাকায় কেনা, আরও বছর দুয়েক হোল্ড করার কথা। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১১:৫৯516825
  • আর এই হল লার্সন টুব্রো - এরও সেল রেটিং বলছে... 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১১:৫০516824
  • বোতিন,
    এই দেখো পন্ডিতরা কি বলছে দেখো, এখন HDFC রেটিং Sell বলছে। 
    কার কথা শুনব বলো তো, কি কনফিউশন। 
     
    আর "সেল" রেটিং এর ব্যাখ্যাও দিয়েছে 
     
     
  • Bratin Das | ২৯ আগস্ট ২০২৩ ১১:৩৭516823
  • আমি আগে ওইরকম নাম না জানা শেয়ার কিনতাম। তাতে লাভ আছে কিন্তু  অনেক ক্লোজ লুকে রাখতে হয়। ঝাড় খাবারও চান্স থাকে।তার থেকে অলওয়েজ
    গো ফর টাইম টেস্টেড শেয়ার।আখেরে লাভ।
     
     
    ২০০৬ থেকে খেলছি। হালকা এসএময়ি নলা যায়। প্রচুর লাভ করেছি। আপাতত পকেট ফাঁকা। তাই মার্কেট  স্টাডি করছি
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১১:৩৪516822
  • হ্যাঁ, ভালো শেয়ার আর লংগার টার্ম হরাইজনের বিকল্প নেই। 
  • Bratin Das | ২৯ আগস্ট ২০২৩ ১১:৩৩516821
  • ডিসি, আমিও সময় পাই না।৷ SIPতে মুভ করে গেঋি। তবে শেয়ারে রিস্ক ও বেশি।গেন ও বেশি।
     
    আর এখন তো ক্যাপিটাল
     গেন উঠে গেছে আগে লোকে অন্তত  এক বছরের হরিজনে খেলতো।
    এখন তাতে কিছু যায় আসে না।
     
     
    ঠিক। "ভেতর থেকে ব্যবস্থা  " করা টা লেখা ঠিক হয় নি।
     
     
    কবে ২০১৯ সাল দেখলে।   
    HDFC নয় HDFC ব্যাঙ্ক। সব ছেড়ে কদিন নিফটি ৫০ স্টাডি করো। দরকার হলে শুধু নিফটি বা ব্যাঙ্কিং বা মেটার ইনডেক্স কেনো। কিন্ত  ডে ট্রেডিং  এ রিস্ক অনেক বেশি।  অনেকটা টাকা এক লপ্তে লাগে।
     
     
    সোজা কথা লং টার্ম  প্রসিডর। ওয়ান ফাইন মর্ণিং লাভ লাভ করলে।পরের দিন চুষে গেলে। তাই ভালো শেয়ার বাংলা লিনে রেখে৷ দাও।
     
     
     
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১১:৩২516820
  • ব্রতীনবাবুর মন্তব্য প্রসঙ্গে বলি, মন্তব্যটা ঠিকই, তবে পলিটিশিয়ান যা লিখেছেন সেটাও ঠিক। আমার ম্যানেজারবাবু জুলাই এর ২০ তারিখ ৭৮০ টা তিরুমালা কেমিকালস কিনেছিল, অ্যাভারেজ ১৯১.৬৫ টাকায়। আমি এটার নামও শুনিনি। গতকাল আমার জিরোধা অ্যাকাউন্টে লগইন করে দেখি প্রায় ১৫০০০ টাকার লাভ হয়েছে। আমি ম্যানেজারবাবুকে মেসেজ পাঠালাম, অনেকটা উঠেছে, এবার বিক্রি করে দেবে নাকি? সে আমাকে উত্তর দিলো কাল আরও আপসাইড আসবে, তারপর বিক্রির কথা ভাববো। আজকে খানিক আগে স্ক্রিনশট পাঠালো, ২০% উঠে গেছে। কাজেই..........
     
     
  • :|: | 174.25.***.*** | ২৯ আগস্ট ২০২৩ ১০:৫৬516819
  • কোথায়ই বা দিই!? এখানেই থাকুক 
    "শুভ তিথিতে অশুভ যোগ! কারণ পৃথিবীর দিকে নজর পড়ছে শনির বোন ভদ্রার! পঞ্জিকা মতে কাল, ৩০ আগস্ট রাখিপূর্ণিমা। এই দিনে শুধুই রাখিবন্ধন উৎসব পালিত হয় বললে ভুল হবে। নানা মাঙ্গলিক কাজকর্মের জন্য বহু মানুষ  দিনটিকে বেছে নেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা মনে করছেন, এবার রাখিপূর্ণিমার দিনটি শুভ নয়। ‘ভদ্রা যোগ’ থাকার কারণে ৩০ তারিখে শুভ কাজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এই অশুভ যোগে চিন্তিত দেশের তামাম ব্যবসায়ী মহলও। কালকের বদলে ৩১ আগস্টকে রাখিপূর্ণিমার দিন হিসেবে ঘোষণা করতে ব্যবসায়ীরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছেন। কারণ, তাঁরা এই অশুভ দিনে ব্যবসায় লোকসানের আশঙ্কা করছেন।  ৩০ তারিখ পূর্ণিমা পড়ছে সকাল ১০ টা ৪৮ মিনিটে। তা থাকবে পরের দিন সকাল ৭ টা ৫৯ মিনিট পর্যন্ত। কাল, বুধবারই যেহেতু বেশিরভাগ সময় ধরে পূর্ণিমা যোগ থাকছে, তাই এই দিনেই নানা মাঙ্গলিক কাজকর্ম সারতে চাইছে সাধারণ মানুষ। ‘ভদ্রা যোগ’ সঙ্কট তৈরি করছে সেই ক্ষেত্রে। 
    সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ তথা বিশিষ্ট শাস্ত্রজ্ঞ ডঃ জয়ন্ত কুশারীর কথায়, ‘সূর্যের দুই স্ত্রী। একজন ছায়া, অন্য জন সংজ্ঞা। সংজ্ঞার পুত্র  হলেন যম। আর ছায়ার পুত্রসন্তানের নাম শনি ও কন্যাসন্তানের নাম ভদ্রা। শাস্ত্রে বলা হয়েছে, ভদ্রা অত্যন্ত একরোখা, জেদি এবং বদমেজাজি। তাই তাঁর রোষানল থেকে বাঁচতে সবাই তাঁকে এড়িয়ে চলতে চায়। জ্যোতিষীদের গণনায় জানা যাচ্ছে, ৩০ আগস্ট সকাল ১০টা ৫৮ মিনিট থেকে রাত্রি ৯টা ২০ মিনিট পর্যন্ত পৃথিবীর দিকে ভদ্রার দৃষ্টি পড়বে। তাই এই সময় অশুভ।’
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ০৯:২৯516818
  • তাহলে এলসিএমদার জন্য ঘর এক মন্দির এর গান দিলাম laugh
     
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ০৯:২৬516817
  • "ইনভেস্ট টু বিট ইনফ্লশন, আমজনতার কাছে এটা তো একটা বেসিক প্রেমিজ"
     
    অবশ্যই। আমার মতো বেশীর ভাগ লোক যারা রিস্ক নিউট্রাল বা অল্প অ্যাভার্স, তারা সব টাকা এফডি না করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ইনফ্লেশান বিট করার জন্য। 
     
    ভুলভাল উদাহরন বলতে সংখ্যাগুলোর কথা বলেছি :-) ইন্ডিয়াতে লাস্ট কবে ১৫% রেটে ইনফ্লেশান বেড়েছিল জানিনা। লাস্ট এক বছরে ৬-৭% রেটে বেড়েছে। আর লাস্ট এক বছরে পোর্টফোলিও রিটার্ন ২০% পাওয়াও মুশকিল ছিল, কারন সেনসেক্স সেভাবে পারফর্ম করেনি। 
     
    ব্রেনওয়্যারের অ্যাডটা ব্যাপক হয়েছে laugh
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৯:২৩516816
  • আগের সপ্তাহে এই পোস্টটা দেখার পর থেকে একটু ভেবলে আছি, মানুষের মতো মানুষ - শুনেছি, কিন্তু দেবতার মতো মানুষ ... মানে, যদি গণেশ হয় তাহলে তো জটিল সার্জারি ... এইসব ভেবে আর কি ... 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৯:১৬516815
  • বোঝো! গত রোববারের আনন্দবাজারের প্রথম পাতায় এই অ্যাড ছিল।
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৯:০৮516814
  • দেখলাম, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।

    ডিসি-র সঙ্গে একটা বিষয়ে একমত, পারলে নিজে ইনভেস্ট না করা বেটার, মিউচুয়াল ফান্ড, বা অ্যাডভাইসার, অ্যানালিসিসটা অন্য কেউ করুক।
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৮:৫৬516813
  • ইকুইটি সিপ - সেটা কি ব্যাপার?
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৮:৫১516812
  • ভুলভাল হবে কেন! ইনভেস্ট টু বিট ইনফ্লশন, আমজনতার কাছে এটা তো একটা বেসিক প্রেমিজ। নইলে কোন স্টক কিনব, কখন কিনব, কবে বেচব, যেচে এসব ঝামেলায় কে যেতে চায়। যেতে হচ্ছে, আমজনতাকেও যেতে হচ্ছে, না গিয়ে উপায় নেই, কারণ ইনফ্লেশন ।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ০৮:৩৬516811
  • আমি নিজে ইনভেস্ট করি না, যদি লস খাই! cheeky
     
    আমার পোর্টফোলিওতে কমোডিটি ইত্যাদি নেই। ৮০% ইকুইটি আর ২০% বন্ড। সিপটা আলাদা করে ধরি, তবে সেটাও ইকুইটি সিপ। 
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ০৮:৩৩516810
  • কিন্তু গত এক বছরে ইনফ্লেশান তো বেড়েছে ৬% থেকে ৭% রেটে! কাজেই আমি অ্যাকচুয়াল রিটার্ন পেয়েছি ৭% আর ১১%। আর ট্যাক্স যদি ধরি, তো এখন সব ট্র‌্যানসাকশানেই সিকিউরিটিস ট্র‌্যানসাকসান ট্যাক্স কাটে, কাজেই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এর রেট ১৫%।  
     
    এই সময়টায় এফডির ইন্টারেস্ট ছিল মোটামুটি ৭% মতো, অর্থাত এফডি করলে পেতাম ১% মতো বা তারও কম। কাজেই আমার সিপ আর পোর্টফোলিও বেটার দ্যান মার্কেট পারফর্ম করেছে।  
     
    "ধরো, আমার ইনভেস্টমেন্ট ২ বছরে ২০% বাড়ল, আর সেই সঙ্গে ইনফ্লেশনও ১৫% হল, তাহলে কি দাঁড়াল।"
     
    দুটোই ভুলভাল উদাহরন। অ্যাকচুয়াল মার্কেট সিচুয়েশান এরকম না। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৮:৩১516809
  • তো, যেটা অনেকে বলেন,

    ২৫% বন্ড/ফিক্সড ডিপোজিট/ট্রেজারি
    ৫০% ইকুইটি (স্টক)
    ২৫% মেটাল (গোল্ড...)/রিয়াল স্টেট/কমোডিটিজ

    আর, মাঝে মধ্যে এই % গুলো একটু এদিক ওদিক।
    ব্যস, তাহলেই তুমি নিজেই নিজের মিউচুয়াল ফান্ড ম্যানেজার হয়ে গেলে।
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৮:২১516808
  • আহা ডিসি, ঐ জন্যেই তো ইনফ্লেশনের নম্বরের খবরটা লিখলাম। ধরো, আমার ইনভেস্টমেন্ট ২ বছরে ২০% বাড়ল, আর সেই সঙ্গে ইনফ্লেশনও ১৫% হল, তাহলে কি দাঁড়াল।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ০৮:০৭516807
  • ব্রতীনবাবুর পরামর্শগুলো বেশ ভালো (ইনসাইডার ট্রেডিংটা বাদ দিয়ে, অবশ্যই পাবলিক ফোরামে এসব লেখা ঠিক না) :-)
     
    গত এক বছরে সেন্সেক্স উঠেছে পাঁচ হাজার পয়েন্ট। এই সময়টায় আমি সিপ রিটার্ণ পেয়েছি ১৪%, আর পোর্টফোলিও রিটার্ন পেয়েছি প্রায় ১৮%। পোর্ট্ফোলিও ম্যানেজারকে দিতে হয়েছে দশ হাজার, ডিভিডেন্ড পেয়েছি প্রায় কুড়ি হাজার। কাজেই বেশ ভালোই পারফর্ম করেছে। শুধু একটাতেই ঝুলিয়েছে, সেটা হলো সিডিএসেল। দু বছর ধরে কিনে রেখে বসে আছে, প্রাইস প্রায় একই জায়গায়। 
     
    আগামী এক বছরে সেনসেক্স মনে হয় সত্তর হাজারে পৌঁছে যাবে, কারন ইন্ডিয়ান ইকোনমি এখন স্টেবল অবস্থায় আর দেশ জুড়ে গাদা গাদা ইনফ্রা প্রোজেক্টের কাজ চলছে।  
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ০৭:৪২516806
  • ও বাবা! সাবধান!

    ধরো, বোতিনদার পরামর্শ মতন ২০১৮ সালের জুলাই মাসে HDFC স্টক কিনলে, দুহাজার টাকা করে স্টকের দাম ছিল, জয়-মা-কালী বলে ৫ লাখ ইনভেস্ট করলে (বোতিনদা বলেছেন যখন...), ভাবলে এক বছর রাখবে, মেরেকেটে যদি ১০% ও বাড়ে, ৫০ হাজার এর মতন হবে, ট্যাক্স দিয়ে যা থাকবে তাই দিয়ে বাড়ির ছাদটা সাড়াবে। এক বছর বাদে ২০১৯ এর জুলাইতে দেখলে দাম হয়ে গেছে ১০০০ টাকা, ছাদের চুইঁয়ে পড়া জলে আর চোখের জলে একাকার...

    বা ধরো, ২০২২ এর জানুয়ারিতে নিউ ইয়ার্স রিসোলিউশন শুরু করার সময় বোতিনদার গাইড্যান্স নিয়ে একশোটার মতন লার্সেন টুবরোর স্টক কিনে ফেললে, ১৮০০ করে ১.৮ লাখ পড়ল, তো ভাবলে ছ মাসে যদি ৩০০ টাকাও বাড়ে তাহলে প্রফিট তুলে নিয়ে গরমে সপরিবারে একটু সিমলা বেড়াতে যাবে, ও বাবা! কোথায় কি! ২০২২ এর জুনের শেষে দেখলে ৩০০ টাকা কমে গেছে, নাও এবার বোঝো ঠ্যালা! গরমে সিমলার স্বপ্ন দেখো ...

    সুতরাং, ইয়ে... মানে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত