এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ১৭ জুলাই ২০২৩ ০২:২৭515776
  • ক'দিন আগে ওড়িশা টিভির এ-আই সংবাদপাঠিকা দেখে আঁতকে উঠেছিলাম। যদিও ওঠার কারণ নেই - এ সব তো হবেই এবার। হয়তো অর্ণবের জায়গায় শাউটজিপিটি আসবে, সুমনের জায়গায় ঘণ্টাজিপিটি। কিন্তু তার পরেই মনে হয়েছিলো যে এ-আই দিয়েও ঐ রিপাবলিক টিভি বা গোদী মিডিয়ার মত ফেক নিউজ জেনারেট করা চাপ। 

    যাই হোক, সেই সব মনে হবায় একটা কার্টুন এঁকেছিলাম। 



     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ০২:২০515775
  • প্রসঙ্গত সায়নীকে নিয়ে ফেবুর সবচেয়ে হিট লেখাটি এক লাইনের। "কারো ফ্ল্যাট বুক নিয়ে ইডির এত মাথাব্যথা কেন বুঝিনা" । লেখক সম্ভবত বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে খুবই লিখে চলেছেন বলে পরিচিত ও প্রশংসিত। বাম নারীবাদীরাও খুব আপত্তি করেছেন বলে দেখিনি। করলেই চটিচাটা বলে চিহ্নিত হয়ে যাবেন মনে হয়। 
     
    এছাড়াও আরও কিছু পরিচিত লব্জ আছে, যা এত খারাপ না, কিন্তু সবাই জানেন। চালচোর, চটিচাটা ইত্যাদি। সমস্যা হল, এগুলো একে তো বেল্টের নিচে। এ দিয়ে হেবি হাততালি পাওয়া যায়, কিন্তু লেখা নামানো? ভারি কঠিন। এক-আধটা ভদ্রসভ্য স্যাটায়ার করা যায় নিশ্চয়ই। কিন্তু তাতেও মিডিয়াকে বাদ দেওয়া কঠিন। তার চেয়েও ​​​​​​​বড় ​​​​​​​কথা ​​​​​​​হল, লেখা ​​​​​​​এবং ​​​​​​​চিন্তার ​​​​​​​কালচারটাই ​​​​​​​ক্রমশ ​​​​​​​হাওয়া ​​​​​​​হয়ে ​​​​​​​যাচ্ছে ​​​​​​​এই ​​​​​​​মেরুকরণের ​​​​​​​বাজারে। ​​​​​​​এখন সবই ​​​​​​​এক ​​​​​​​লাইনের। ক্কী ​​​​​​​দ্দিলে ​​​​​​​গুরু, ​​​​​​​টাইপ। 
     
    প্রসঙ্গত, গুরুতে দেখবেন, ব্লগ বা খেরোয় শিরোনাম দিতে হয়। ফেবুর মতো এক-লাইনের লেখা লেখা যায়না। ওটা কিন্তু বাই-ডিজাইন। এইসব ফালতু জিনিস এড়ানোর জন্য। তাতে যদি পক্ষহীন এবং দুষ্ট হতে হয়, তো কোনো চাপ নেই। 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০২:১২515774
  • প্রচুর ভাট হল। এবার খেতে যাই।
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০২:০৯515772
  • তাহলে, এলেবেলেই কি চ্যাটজিপিটি - এলেবেলেই আসলে এআই।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ জুলাই ২০২৩ ০২:০৮515771
  • এলেবেলে - 
    ভরসা - ভয়ও বলা যায়। কবে যে ওর সাহসের কি দাম ওকে দিতে হয়! 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০২:০৭515770
  • চ্যাটজিপিটি, চ্যাটজিপিটি। এছাড়া উপায় নাই। তিনি আসবেন।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৭ জুলাই ২০২৩ ০২:০৬515768
  • বুবুভায় প্রকাশিত লেখা নিয়ে অরণ‍্য‍্য যেরকম মনে হয়েছে বলে জানালেন, আমার নিজের ভালো লাগা-না-লাগা তার অনুরূপ। কিন্তু সেই সাথে এটাও মনে হয় যে দুর্নীতি নিয়ে তথ্যনিষ্ঠ এবং প্রমাণসহ লেখা সম্পাদকের কাছে আসবে সেটা ত না হতেই পারে। আমার ভরসা তাই এলেবেলেতেই‌। smiley
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০২:০৫515767
  • আমার এক বন্ধু - আশির দশকে ল্যান্ড ফোন লাইনের জন্য কলকাতায় অ্যাপ্লাই করেছিল। তার কাছে ঘুষ চাওয়া হচ্ছে সেটা বুঝতে তার এক মাস লেগেছিল। ঘুষের টাকা দেওয়ার পরে প্রায় চার-পাঁচ মাস ঘুষগ্রহীতার পিছনে হন্যে দিয়ে তারপর আল্টিমেটলি ফোনলাইন পেয়েছিল।
    পাশপোর্টের জন্য যখন অ্যাপ্লাই করেন তখন দিল্লিতে। অটোয় করে পাশপোর্ট অফিসে যেতে যেতে অটোচালক পরামর্শ দিল দালাল ধরতে, দালালকে কাগজপত্র এবং ক্যাশ টাকা দিয়ে দিল, ডালাল ডেট দিয়ে দিল, ঘুষের রসিদ দিয়েছিল কিনা জানি না, দালালের কথামত এক মাসের মধ্যে ঠিক দিনে পাশপোর্ট পেয়ে গেল। একবারও তাগাদা দিতে হয় নি।

    তখন ও বলেছিল, বাঙালিরা ঘুষটাও প্রফেশন্যালি নিতে শিখল না।
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:৫৬515765
  • "... ক্রাইসিস মোমেন্ট এ নির্দল মানে তুমি ক্ষমতার পক্ষে..."

    এটাই তো কনফিউশন। নির্দল থাকা খুব কঠিন। আমি নিউট্রাল বললে লোকে ভাবে এটা ছদ্ম আঁতলামি। একই সঙ্গে মমতা, মোদী, সিপিএম, বাইডেন, ট্রাম্প, পুতিন, শি - সবার কিছু কিছু (তথ্যপূর্ণ) নিন্দা এবং প্রশংসা একসঙ্গে করলে লোকজন এমন ঘাবড়ে যায় না, ভাবে পাগল এবং মাথামোটা। সাইড একটা নিতেই হবে। না নিলেও লাগিয়ে দেবে।
    এটা সোশাল মিডিয়ার অবদান।
  • যদুবাবু | ১৭ জুলাই ২০২৩ ০১:৫৩515764
  • "আমাদের ফ্যাসিস্টগুলোও যেমন ছ্যাচ্চোড় আমাদের জোচ্চররাও সেইরূপ এম্বিশনলেস।" 

    এইটা জাস্ট ভালো লাগলো। পরে রিসাইকেল করবো বলে জমিয়ে রাখলাম। আবার এটা শুনে কার যেন কি যেন একটা কোট মনে আসি-আসি করেও আসচে না। 

     
  • একক | ১৭ জুলাই ২০২৩ ০১:৪৮515763
  • কারণ এখানে লেখার কিছু ডিসকমফোরট আছে, কোন স্পেশ্যাল ইমিউনিটি নেই কোন গ্রুপের প্রতি। মডারেটেড নয় বলে যখন তখন ধুতিতে টান পড়তে পারে। সেটা তাঁদের কাছে অসম লড়াই। 
     
    এটা তো যার যা দর্শন।  আনমডারেটেড আর মডারেটেড দের যুক্তির লড়াই বাঁধিয়ে পাশে ডিম রেখে দিলে বাচ্চা হয়ে উড়ে যাবে -- তা উড়ুক,  
     
    আসলে ওঁয়াদের ইস্কুলে একটা তত্ব শেখায় এককথায় এরকম যে, ক্রাইসিস মোমেন্ট এ নির্দল মানে তুমি ক্ষমতার পক্ষে। এবার, কথাটা সত্যি হলেও,একদল অলস বুদ্ধিবৃত্তিক কোকুনের  আরামে নিদ্রা দিতে দিতে ডানা মেলার দিনকে প্রো ক্র‍্যাস্টিনেট করছেন এইসব তত্ব আওড়ে এবং সমস্ত গোল্মালের মূলে সেটাই,  এটাও কিন্তু অল্টারনেট রিয়ালিটি। 'ছাপা হয়না' এরকম কখনো মনে হয়নি। 
     
    অবশ্যই অতি অল্প স্যাম্পল এর রেসপেক্ট এ বলছি। সবাই এসে আমার কাছে ডিসকম্ফোরট জানিয়েছেন এমন না। যাঁরা। তাঁরা। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ০১:৪৫515762
  • ঠিকই তো, নানা লোককে লিখতে বলা হয়। প্রবন্ধ-নিবন্ধ, ব্লগ, খেরো। আমি ব্যক্তিগতভাবে পরের দুটোই বলে থাকি, বুবুভার ঝামেলা এড়ানোর জন্য। সবাই তা করেনা। তাতে যা আসে, আসে। এবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হল, লোকে দুর্নীতি নিয়ে লিখতে চায়না, কারণ কোনো কংক্রিট ব্যাপারই নেই।  আজ টিভি দেখে কী একটা লিখে দিল, পরশুদিন দেখা যাবে সেটা চার্জশিটেও নেই ( পূর্ণাঙ্গ চার্জশিটও তো পড়েনি এখনও, সাপ্লিমেন্টারি দিয়ে দিয়ে চলছে) , তার পরদিন দেখা যাবে বেকসুর খালাস - সকলেই এই ধন্ধে। ফেবুতে "কীরে কুন্তলের কী হল" কিংবা "সায়নীর নাকি পাঁচকোটি টাকা?" এ নিয়ে একলাইনের স্টেটাস লেখার লোক প্রচুর। কিন্তু গুছিয়ে কেউ লিখবেনা। কারণটা যেটা বললাম, সেটাই। এবং আমি তার সঙ্গে একমত।  
     
    তো, এটা ব্যক্তিগত মতামত। আমাদের খামতি থাকতে পারে। পৃথিবীর সব লোককে আমি চিনিনা, ফলে এটাই একমাত্র সত্য নাও হতে পারে। তবে মোটের উপর এ একেবারে উড়িয়ে দেবার মতো জিনিসও না। কারণ এরকম লেখা অন্য কোথাও দেখিওনি তেমন। অন্য কোথাও কি বেরোচ্ছে, দুর্নীতি নিয়ে তথ্যসমৃদ্ধ প্রবন্ধ? লিংক দিলেই পড়ে নেব। 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:৪৪515761
  • "... আমি জানি যে সম্পাদকরা অনেকের সাথে যোগাযোগ করেন, কোন নির্দিষ্ট বিষয়ে লেখা পাওয়ার জন্য... "

    এবার বুঝতে পেরেছি (অবশ্য অনেকক্ষণ ধরেই অনেক কিছু বুঝতে পারছি এবং পারছি না)।

    এসব আমি জানি না। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর কর্মপদ্ধতি আমি জানি না।

    তুমি এসব জানো বলে হয়ত তোমার এরকম মনে হচ্ছে।

    তাই ভাবছি সাধারণ পাঠক হিসেবে এমন মনে হওয়ার কারণ কি হতে পারে।

    এবার ক্লিয়ার হল (হল বোধহয়?)
  • গঙ্গারাম | 115.187.***.*** | ১৭ জুলাই ২০২৩ ০১:৪২515760
  • @এলেবেলেবাবু
    ইংরেজি তুলে দেওয়ার আলোচনা বিস্তুর শুনি ,কিন্তু ১৯৯৮ সাল নাগাদ ইংরেজি ফিরিয়ে আনার প্রেক্ষাপট টা নিয়ে কিছু বলতে শুনি না।ইংরেজি ফিরিয়ে আনাটা কোন কমিশনের রেকমেন্ডেশনে হয়েছিল , এব্যাপারে কিছু আলোকপাত করলে সমৃদ্ধ হব। আগাম ধন্যবাদ
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:৪২515759
  • 'গুরুচন্ডালি ঠিক ১০০% শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখির জায়্গা বলে আমার মনে হয় না'
     
    - অবশ্যই। একমত 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:৪০515758
  • গুরুচন্ডালি ঠিক ১০০% শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখির জায়্গা বলে আমার মনে হয় না। আমি অন্তত এখানে শুধু রাজনৈতিক খবর বা আলোচনা পড়তে আসি না। এখানে অনেক বিভাগ আছে তাতে নানারকম লেখা বেরোয়। 

    অ্যাকচুয়ালি আমার কেসটা উল্টো - তৃণমূলের দুর্নীতি নিয়ে ডেইলি শয়ে শয়ে লেখা মিডিয়ায়, বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, তার মধ্যে সুগভীর বিশ্লেষণমূলক আলোচনা বা প্রবন্ধও আছে। সর্বত্র এই নিয়ে আলোচনা লেখা দেখতে পাচ্ছি, তাই এসব নিয়ে লেখাপত্রের কোনো অভাব বোধ করি না।

    দুর্নীতি নিয়ে রাজনৈতিক লেখা বেরোয় না তাই একটি সাইটে যাবো না - এরকম স্ট্যান্ড কারও থাকতে পারে, কিন্তু সেটা হয়ত কারও নিজস্ব এক্সপেক্টেশন। 
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:৩৮515757
  • * একটা রিসেন্ট লেখায়
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:৩৭515756
  • লসাগু, এ বছর মানে ২০২৩-এ আর কি (পঞ্চায়েত নির্বাচনের বছর কিনা ) , তিনোদের দুর্নীতির সমালোচনা জনিত বুবুভা-র লিংক পেলে দিও তো। আমার চোখে  পার্মানেন্ট ন্যাবা, তোমার দেওয়া লিঙ্ক গুলোয় রিসেন্ট কোন লেখা তো দেখলাম না। 
     
    একটা লেখায় বোধায় শুধু দুর্নীতি শব্দ টা চোখে পড়েছিল । আর কিছু না :-) 
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:৩২515754
  • লসাগু, একমত নই। আমি জানি যে সম্পাদকরা অনেকের সাথে যোগাযোগ করেন, কোন নির্দিষ্ট বিষয়ে লেখা পাওয়ার জন্য। বিরুদ্ধ মত থাকলে লিখে ফেলুন, অমন একটা জেনেরিক প্রস্তাব বা হাতের কাছে যা আছে, তার থেকেই বাছাই- এটা পূর্ণাঙ্গ চিত্র নয় 
  • গঙ্গারাম | 115.187.***.*** | ১৭ জুলাই ২০২৩ ০১:৩০515753
  • @এলেবেলেবাবু
    আপনার মতামত আর আশ্বাস পেয়ে ভাল লাগল,যদিওআমি পঞ্চায়েত ভোটের ফলে ভীষণ আশাহত হয়েছি।আশা করেছিলাম বামেরা অন্তত দ্বিতীয় হবে,কিন্তু আবারও বিজেপি ২য় হওয়ায় ভয় কাটছে না। 
     
    সে যাই হোক ,জ্যোতি বাবু ইংরেজি তুলে দেননি ,এই বিষয়ে কিছু বলবেন ?বা আবাপের লেখার লিঙ্ক দিতে পারবেন? আগাম ধন্যবাদ
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:২৯515752
  • অর্থাৎ, যদি এমন হয় যে তৃণমূলের দুর্নীতির তীব্র সমালোচনা করে একটি চমৎকার লেখা জমা দেওয়া হল কিন্তু গুরু সম্পাদকমন্ডলী সেটিকে কোনো কারণে বাতিল করলেন, তখন এই অভিযোগগুলি অন্তত একটা বৈধতা পায়।

    আর, তাছাড়া তৃণমূলের অপশাসনের, দুর্নীতির সমালোচনা করে অনেক লেখা গুরুতে বেরিয়েছে, কিছু লিংক আগের দিন দিয়েছিলাম, কিন্তু লেখা না দিলে কি করে বেরোবে সেটা দেখতে হবে। চ্যাট্জিপিটি ছাড়া গতি নেই।
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:২৭515751
  • 'কিন্তু, আমি যদি সম্পাদক না হই, তাহলে এখানে তো আমার কিছু করার নেই। আমি বড়জোর বলতে পারি, লেখাটা বাজে'
     
    - আমি এটাও বলতে পারি যে সম্পাদকের লেখা নির্বাচন ঠিক হয় নি। 
     
    তেমন ই পঃ বঙ্গে দুর্নীতি নিয়ে ২০২৩ সালে যদি কোন বুবুভা না বেরোয় (মানে দুর্নীতি শব্দটা আছে, অতএব ইহা দুর্নীতি নিয়ে বুবুভা, এমন লিপ সার্ভিস টাইপের লেখা নয় ) তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সম্পাদকরা পাত্তা দিচ্ছেন না, তাও বলতে পারি। 
     
    লসাগু, এবার কি আমার কথা বুঝতে পারলে ?
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:২৫515750
  • ঠিক লেখা নির্বাচনের দায় সম্পাদকের। কিন্তু কত লেখা আসবে তার দায় সম্পাদকের নয়। যা হাতের কাছে আসে তার থেকেই বাছাই। বিগত কয়েক বছর ধরে এখানে অনেক বার সৈকত লিখেছে যে বিরুদ্ধমত কিছু থাকলে লিখে ফেলুন, জমা দিন, নিতান্ত খাজা টাইপের না হলে প্রকাশিত হবে। যখনই এই প্রসঙ্গ ওঠে সৈকত একই উত্তর দেয়, কিন্তু অন্য লেখা মনে হয় না কিছু আসে। অর্থাৎ, লোকজন অন্য ধরনের লেখা দাবী করে, কিন্তু কিছু লেখে না। এটা একটা লুপ হয়ে গেছে। 
  • একক | ১৭ জুলাই ২০২৩ ০১:২০515749
  • আমি খুব স্পষ্ট  ভাবেই জমি কুটি কুটি করার বিপক্ষে। ছেড়ে রেখে মাফিয়া ইকোনমি কে বাড়তে দেওয়া যেত, সে একটা পথ।
     
    বড় করে কো অপারেটিভ করা যেত। গভমেন্ট রান এগ্রো ইন্ডাস্ট্রি চালান যেত।  লং রানে যেগুলো ফেল করতো সেগুলো হেভি ইন্ডাস্ট্রিতে কনভার্ট হত। একটা প্রপার ট্রাঞ্জিশন হত। মাঝখান থেকে কৃষক শ্রমিক হয়ে যেত। সেটা উপরি পাওনা। 
     
    এতো খাটনি কে খাটে?  চল দুদিনের রবিনহুড সাজা যাক। অন্তত ভোট তো আসবে। 
     
    তো, এই মডেল কে সমর্থন করবোই বা কেন ://
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:১৯515748
  • লেখা নির্বাচনের দায় সম্পাদকের। কোন বিষয়ে লেখা বেরোবে, তার দায় ও সম্পাদকের 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:১৮515747
  • ঐ যে বললাম - লেখায় মূল দায় লেখকের। তাহলে কার লেখা নিয়ে প্রবলেম সেটা বলো, সেই লেখায় গিয়ে কমেন্ট করো যে ভাই তোমার লেখা পোষালো না। লেখককে ছেড়ে সম্পাদককে নিয়ে টানাহ্যাঁচড়া করে কি হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত