এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ২২ মার্চ ২০২৩ ০২:০২514151
  • কেকেভাই
    ভারতে এসব কেমন করে থাকবে?
    পুরোন টইয়ে (এই বাচ্চা নিয়ে নেওয়া বিষয়ক টইয়েই) কাবলিদার একটা পোস্ট আছে। সেখানে শীতে কুঁকড়ে যাওয়া পথশিশুদের পাশ দিয়ে কাবলিদা রাতে বিড়ি ফুঁকতে ফুঁকতে বাড়ি ফিরছেন নির্লিপ্তভাবে। খুবই সার্কাস্টিকভাবে কাবলিদা বাক্যটা লিখেছিলেন। তো ঘটনাতো এটাই। শিশু সুরক্ষা আইন যদি থাকত তাহলে ঐ শিশুদের জন্যও প্রযোজ্য হতো না কি?
    বা শিশুশ্রম। দিব্য চলছে। আজও চলছে। 
    তবে বড়োলোকদের জন্য আইনের সুরক্ষা বরাবরই আলাদা, এটাও ঘটনা।
    ভারতে বাপমায়েরা বাচ্চাদের ধমকায় চড়চাপড় লাগায়, মাস্টারেরা ইস্কুলে কবে কাকে "ভালোর জন্য" পিটিয়েছেন সেসব বলে আমরা কতো গদোগদো হই, মানসিক অত্যাচার তো হিসেবের বাইরেই ধরছি।
    এত বেশি এই সংখ্যা যে ফস্টার কেয়ার কম পড়ে যাবে। 
    মারধোর ছেলেদের খুব বেশি করা হয় মেয়েদের তুলনায়। এটাও ঘটনা।
    শিশুরা তো নিজেদের অধিকারই জানে না। তাদের জানানোও হয় না। বাপমায়ের সংসারে তারা আর্থিকভাবে নির্ভরশীল। তাদের আশ্রয়। 
    ভারতে ওসব আগামী একশো বছরেও হবে না।
  • lcm | ২২ মার্চ ২০২৩ ০২:০১514150
  • মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে - সিনেমার রিভিউ পড়ছিলাম, এক জায়্গায় লিখেছে -

    ... this film had a precious chance to have an important conversation on what is best for children of a troubled marriage anywhere in the world....

    আর,
    ... the film avoids addressing certain issues that are either too inconvenient to the line it has chosen to take – which is, that mothers are god in human form ...

    এবং,
    ... deshbhakti as a theme is suddenly thrust into the narrative in the end with the national anthem popping up in the background score out of the blue...
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:৫৩514149
  • ভারতে ফস্টার কেয়ারের কনসেপ্ট তো সেভাবে শুনিনি, অনাথ শিশুদের জন্য হোমের কথা, অর্ফ্যানেজের কথা শুনেছি। অনেক দম্পতি ওখান থেকে দত্তক নেন। কিন্তু সোশাল ওয়ার্কাররা বা স্কুলে চেকাপের সময় সেখানের আধিকারিকরা, এই ধরনের সামাজিক নজরদারির কনসেপ্ট ভারতে আছে কি? মনে হয় সম্ভবও না বর্তমান আর্থসামাজিক অবস্থায়।
  • kk | 2601:14a:500:e780:9916:4f6:548:***:*** | ২২ মার্চ ২০২৩ ০১:৪৯514148
  • অ্যান্ডরের পোস্টের পরিপ্রেক্ষিতে বললাম।
  • kk | 2601:14a:500:e780:9916:4f6:548:***:*** | ২২ মার্চ ২০২৩ ০১:৪৮514147
  • হ্যাঁ, সে তো জানি। কিন্তু আইনে কী রাষ্ট্রের ঐ ধরণের কোনো দায়িত্ব আছে?
  • দীপাঞ্জন | 223.19.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:৪৭514146
  • 'বাড়িতে বাপমায়ের সম্পর্ক স্মূদ ছিল না। মারপিট হতো। '  - হ্যাঁ এরকম হলে শিশু মাকে দেখলে মাথা ঠুকতে পারে। 
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:৪৬514145
  • ভারতের সরকার নিজেদেরই রক্ষা করতে লবেজান, তার উপরে করবে বাচ্চাদের রক্ষা? ভারত হল সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এর মুল্লুক। পাক্কা ডারউইনীয়। বলে 'জন্মমাত্র দুধে মুখ ডুবিয়ে মারা বাবলাতলায় পোঁতা অসুখবিসুখ আধিব্যাধি মারধোর উল্টো করে ঝোলানো এইসব ডজ করে করে স্বপনকুমারের গোয়েন্দার মত বাঁচতে পারলে বাঁচলি, নইলে পরলোকে গিয়ে চিরকালের মতন বেঁচে গেলি।'
  • kk | 2601:14a:500:e780:9916:4f6:548:***:*** | ২২ মার্চ ২০২৩ ০১:৩৭514144
  • বাচ্চাদের রক্ষা করার দায়িত্ব, সরকারের ইন্টারভেনশন, এগুলো কি ভারতেও আছে? আমাদের ছোটবেলায় থাকলে বড় ভালো হতো।
  • যোষিতা | ২২ মার্চ ২০২৩ ০১:৩০514143
  • বাবা ২০০৯ এর পর ভারতে যান নি।
    প্রথম শিশুর জন্ম হয়েছিল ভারতে সি সেকশন করে। বাবা তখন নরওয়েতে।
    এর বেশ অনেক সময় পরে মা ও পুত্র নরওয়েতে ফেরে।
    এরপরে দ্বিতীয় সন্তান অসলোতে জন্মায়।
    প্রথম শিশু অটিস্টিক। তাকে কিন্ডারগার্টেনে দেবার পর দেখা যায় মাকে দেখলেই সে মাথা ঠোকে। অন্যদের সঙ্গে থাাকলে সে অমন করে না। তখন চাইল্ড সাইকোলজিস্ট ইত্যাদির প্রবেশ।
    বাড়িতে বাপমায়ের সম্পর্ক স্মূদ ছিল না। মারপিট হতো। 
    ক্রমে শিশুদ্বয়কে সরকার নিয়ে গেল। বাপমা বাচ্চা ফেরৎ পেতে অনেক লড়াই করলেন, পেতে পেতেও ফস্কে যাচ্ছিল। তখন মা একাই দেশে ফিরে গেলেন।
    বাচ্চাদের কাকা নরওয়েতে এসে নিজে ফস্টার পেরেন্ট হবেন এই মর্মে বাচ্চাদের কাকার হাতে দেওয়া হয়।
    কাকা বাচ্চা নিয়ে দেশে ফিরলে বাচ্চার মা কাকার বিরুদ্ধে রেপকেস দেয়, কোর্টের অনুমতি ছাড়াই প্রভাব খাটিয়ে শ্বশুরবাড়িতে তিনগাড়ি পুলিশ পাঠিয়ে বাচ্চাদের তুলে আনে, এরকম প্রচুর ঘটনা আছে।
     
    সিনেমাটার ট্রেলার দেখলাম। রানি মুখার্জি যাত্রাপালার নাইকার স্টাইলে অভিনয় করছেন। 
    মোট কথা এমনি এমনি ফস্টার কেয়ার বাড়িতে আসে না।
    বাপমা বাচ্চাকে ঠ্যাঙাবে বা মানসিক অত্যাচার করবে তাদের "ভালো"র জন্য, এটা জানতে পারলে সরকার ইন্টারভেন করবেই। বাচ্চারা সবচেয়ে অসহায়। তাদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের।
  • দীপাঞ্জন | 223.19.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:২৩514142
  • আচ্ছা
  • যোষিতা | ২২ মার্চ ২০২৩ ০১:১৬514141
  • দীপাঞ্জন | 223.191.53.115 | ২২ মার্চ ২০২৩ ০১:০৪
     
    না। ক্রনোলজি অন্যরকম।
    ঐ ভিডিওতেই আছে।
  • দীপাঞ্জন | 223.19.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:১৩514140
  • কাবুলিওয়ালা , ও কাবুলিওয়ালা laugh
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:১০514139
  • ভালো অভিনেতা চাই, 'রিকশোওলা, ও রিকশোওলা' বলার জন্য। ওরকম সুরেলা টোন চাই।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:০৭514138
  • আমার আগের পোস্ট কেকে কে।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:০৭514137
  • এটা এক্কেবারে চমৎকার হবে ভালোভাবে সিনেমা করতে পারলে। ঃ-)
  • দীপাঞ্জন | 223.19.***.*** | ২২ মার্চ ২০২৩ ০১:০৪514136
  • এই ব্যাপারটার ডিটেল ভালো মনে নেই। ক্রোনোলজি অনুযায়ী যেটুকু বুঝছি - বাচ্চাদের নরওয়েতে তাদের বাবা মার থেকে আলাদা করে দেওয়া হল। বাবা মা নরওয়ের আদালতে কেস লড়লেন , হেরে গেলেন , বাচ্চাদের রেখে দেশে ফিরে এলেন। এখানে এসে বাবাকে ৪৯৮এ দেওয়া হল। কিন্তু ডিভোর্স হল নরওয়ের আইন অনুযায়ী ? মা ইতিমধ্যে ভারত সরকারের মধ্যস্থতায় বাচ্চাদের ফিরে পেলেন। বাবা নরওয়ে ফিরে গিয়ে নাগরিকত্ত্ব নিলেন। কিন্তু যে কারণে বাচ্চাদের প্রথমে তাদের বাবা মার থেকে আলাদা করা হল , সেখানে ৪৯৮এর ভূমিকা কি ?  সেটা তো নরওয়ে সরকার / ডিপার্টমেন্ট মায়ের নেগলিজেন্সির এগেন্সটেই করেছিল ? নাকি ছবিতে অন্য কিছু দেখানো হয়েছে ?
  • kk | 2601:14a:500:e780:9916:4f6:548:***:*** | ২২ মার্চ ২০২৩ ০০:৪৭514134
  • শান্তিনিকেতনে যাঁরা পড়েছেন | 136.226.50.92 | ২১ মার্চ ২০২৩ ২১:৪৫
     
    হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারেন। তবে এইসব সিরিয়াস আলোচনার মধ্যে ওসব ফাজলামি আনা ঠিক হবে কিনা সে একটা কথা। তাও লিখে দিয়ে যাই, সহৃদয় ভাটুরেরা নিজগুণে লঘুতা ক্ষমা করবেন।

    গল্পটা লেখার অক্ষরে পড়লে রস পাওয়া যাবে কিনা তাও ঠিক জানিনা। তবু বলছি।
    শান্তিনিকেতনে পাঠভবনের একজন মাস্টারমশাই ছিলেন প্রসেনজিৎ দা। প্রসেনজিৎ দা রোজকার সাধারণ কথাও খুব কাব্যিক ভাবে বলতেন। আর কথা বলার ভঙ্গীটা ছিলো অনেকটা ঋতুপর্ণ ঘোষের মত। তো, একদিন প্রসেনজিৎ দা কোথা থেকে যেন বেড়িয়ে ফিরে বোলপুর স্টেশন থেকে রিক্সা করে শান্তিনিকেতন আসছেন। ভুবনডাঙা অব্দি ভিড়ভাট্টা এসব। তারপরে রিক্সা যখন বিশ্বভারতী ক্যান্টিনের সামনের গেট পেরিয়ে চলেছে দাদা খুব খুশি হয়ে বললেন -- "রিকশোওলা, ও রিকশোওলা, দেখো দেখো চাঁপার গাছে পাতাগুলো কত না সবুজ। আকাশটাও কী ঝকঝকে নীল। বসন্ত বোধহয় সত্যিই এসে গেছে, না রিকশোওলা?" রিক্সা চালক কিছু বলা বাহুল্য মনে করে নীরবে চালিয়ে যাচ্ছেন।
    আরো খানিক পরে গুরুপল্লীর মাঠের কাছে পৌঁছে প্রসেনজিৎ দা -- "দেখো না গো রিকশোওলা রুদ্রপলাশ গাছগুলো কেমন লাল হয়ে উঠেছে। দখিণা বাতাস কেমন ঝিরঝির করে বইছে। বসন্ত দেখি সত্যি এসে গেছে, বলো?" রিক্সা চালক তবু চুপ।
    আরেকটু পরে, এবার রিক্সা আশ্রমমাঠের সামনে দিয়ে, মেয়েদের হস্টেলগুলো পেরিয়ে চলেছে। প্রসেনজিৎ দা বললেন " ও ভাই রিকশোওলা, তুমি কি দেখছো না ফুলের কচি কুঁড়ির দল কেমন মাথা দোলাচ্ছে? পাখিরা কেমন সুরেলা গলায় কিচমিচ করছে? বলো তুমি, সত্যিই তো বসন্ত এসে গেছে?" রিক্সা চালক আর থাকতে না পেরে, গামছ দিয়ে মুখ মুছে বিরস গলায় -- "কোথায় বসন্ত বাবু? ও তো ভবানী ধোপা!"

    বসন্ত'দা কে আমরা দেখিনি, আমাদের সময়ের আগেকার লোক। শুনেছি তিনি নাপিতের কাজ করতেন।ভবানীদা'কে দেখেছি, মেয়েদের হোস্টেলে তাঁর অবাধ গতিবিধি ছিলো। সব্বার জামাকাপড় মোট বেঁধে নিয়ে গিয়ে আবার কেচে ইস্ত্রি করে ফেরৎ দিয়ে যেতেন।
  • যোষিতা | ২২ মার্চ ২০২৩ ০০:৪৭514133
  • বাবা তখনও নরওয়ের নাগরিক ছিলেন না। পরে হয়েছেন — ইন্টারভিউতেই আছে।
    মায়ের পরিবার বাবার বিরুদ্ধে ৪৯৮এ করে দিয়েছিল।
  • দীপাঞ্জন | 223.19.***.*** | ২২ মার্চ ২০২৩ ০০:৪৩514132
  • বাবা ভারতীয় নাগরিক নন , তখন ভারতে ছিলেনও না। রাজনৈতিক দলদের এবং ছবিওলাদের তো মায়ের এবং জনমতের পাশে দাঁড়ানোই সুবিধাজনক। তাতেই ভোট পাওয়া যাবে। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২২ মার্চ ২০২৩ ০০:২৫514131
  • এই ঘটনায় পরস্পর-বিরোধী তিনটি রাজনৈতিক দল এক হয়ে মা-এর পক্ষে সক্রিয় সমর্থন দিয়েছিল। উল্লেখযোগ্য? 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২২ মার্চ ২০২৩ ০০:০৫514130
  • অনেক আগে, সময়কাল ঠিক মনে নেই, খবরে যা পড়তাম, তার থেকে বাবার সম্পর্কে যা ধারণা হয়েছিল, এই ইন্টারভিউ সেই ধারণাকেই আরও সমর্থন করেছে। চলচ্চিত্রে এই মানুষটি ও ওনার পরিবারকে যে ভাবে ধরেছে, ওনাদের কাজের পরিপ্রেক্ষিতে এর থেকে অন্য রকমভাবে দেখানো যথাযথ হত বলে মনে হয়নি আমার।
  • যোষিতা | ২১ মার্চ ২০২৩ ২৩:৩৭514129
  • ঐ ঘটনার টাইমেই জানতাম এমনি এমনি ফস্টার কেয়ারে দেয় না।
    মা মানেই ভগবান — এই স্বতঃসিদ্ধ থেকে বের হওয়া দরকার।
  • | ২১ মার্চ ২০২৩ ২২:৫২514128
  • বাচ্চাদুটোর বাবার সাক্ষাৎকার
     
  • শান্তিনিকেতনে যাঁরা পড়েছেন | 136.226.***.*** | ২১ মার্চ ২০২৩ ২১:৪৫514127
  • বলছি কি, যারা শান্তিনিকেতনে পড়ে নি তার কি জানতে পারে 'বসন্ত এসে গেছে'র মধ্যে গুপ্তকোডের সুপ্তকথা? 
    বসন্ত কি শিক্ষক? অথবা চা আনতেন? নাকি বসন্তোত্সবের বার্তা? 
     
    চমত্কার ট্ই না ঘাঁটাই শ্রেয়, কি জানি বানী যদি ছবির সাথে না খাপ খায়! 
  • Amit | 121.2.***.*** | ২১ মার্চ ২০২৩ ০৫:০২514126
  • "মিসেস চ্যাটার্জি ভিস নরওয়ে" কেউ দেখে উঠতে পারলেন নাকি ?
  • &/ | 151.14.***.*** | ২১ মার্চ ২০২৩ ০৩:২৩514125
  • মেরী সম্ভবত মরিয়ম থেকে হয়েছে। মরিয়ম থেকে মারিয়া, মারিয়া থেকে মেরী।
    ( মনে হয় একটা মূল ভাষা ছিলই, কান্ডের মতন, তার থেকে ডালপালা হয়ে হয়ে ভিন্ন ভিন্ন ভাষা হয়েছে। সেই যে টাওয়ার অব ব্যাবেলের গল্প? কিন্তু ভিন্ন ভিন্ন ভাষা হয়ে লাভই হয়েছে, প্রচুর জব তৈরী হয়েছে। ভাষা শেখানো, পড়ানো, দোভাষী হওয়া, অনুবাদক হওয়া, এক ভাষার গান একটু বদলে অন্যভাষায় গাওয়া, এক ভাষার গল্প এদিক সেদিক বদলে সাজপোষাক নামধাম বদলে অন্যভাষায় বলা আর দেখা গেল সেটা প্রায় নতুন সৃষ্টিই দাঁড়িয়েছে ... এসব কি আর কিছুই হত মাত্র একটা ভাষা থাকলে? ঃ-) )
  • &/ | 151.14.***.*** | ২১ মার্চ ২০২৩ ০৩:১২514124
  • মীর ও আছে। নানা ভাষায়। একটা স্পেস-স্টেশনের নাম মীর। একটা প্রকাশনাসংস্থার নাম মীর।
  • :|: | 174.25.***.*** | ২১ মার্চ ২০২৩ ০৩:১০514123
  • সংস্কৃতের বাইরে মিরাজের সঙ্গে মীরা সম্পর্কিত নয় তো? মরীচিকা কিন্তু বেশ ওয়ান্ডারফুল ব্যাপারই। আবার মেরীর সঙ্গেও মীরার ফোনেটিক যোগাযোগটা অস্বীকার করার মতো না। না: অতো জানিনা। আমার জন্যে ত্রিনয়নই ভরসা :(
  • &/ | 151.14.***.*** | ২১ মার্চ ২০২৩ ০৩:০০514122
  • চতুর্মাত্রিক, আছেন? আচ্ছা, মীরা শব্দটা কি সংস্কৃত বা অন্য কোনো প্রাচীন ভাষার? এর অর্থ কী? আমাদের যেমন আছেন মীরাবাঈ। এঁর মীরা শব্দের অর্থ কী? বাইরেও মীরা শব্দটা আছে, ওয়ান্ডারফুল অর্থে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত