এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৩ ০৩:১২513970
  • এই যাঁরা বছরে কয়েক লাখ খরচ করে বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন, সঙ্গে ঠাটবাটের খরচও আছে, আরও আনুষঙ্গিক বহু জিনিস আছে, তাঁদের শেষ অবধি পড়তায় পোষায়? এই বাচ্চাদের মধ্যে যারা ক্লাস টেন বা টুয়েল্ভ পাশ করে বেরিয়ে গেছে, তাদের ফীডব্যাক কী?
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৩ ০২:২৭513969
  • চন্দ্রাবতীর জীবন নিয়ে একটা সিনেমা তৈরী হয়েছে কিছুকাল আগে। ইউটিউবে পেয়ে দেখতে গেলাম, একেবারেই পোষালো না। হয়তো বড়ো এক্সপেক্টেশন নিয়ে দেখতে শুরু করেছিলাম, তাই আশাহত হতে হল। শেষে রেগেমেগে ধুত্তোর বলে একটা যাত্রা শুনলাম ইউটিউবে, সাজাহান। শুধুই অডিও, তবে খুবই ভালো। বহু আগে রেডিওতে শুনেছিলাম।
  • অলোকা সরকার | 14.139.***.*** | ১০ মার্চ ২০২৩ ১৩:৪১513968
  • তিনজন বিস্মৃত বিজ্ঞানী —
    দিলীপ কুমার মহলানবিশ, শম্ভুনাথ দে এবং ধীমান বড়ুয়াকে নিয়ে
    একটি আলোচনা সভা

    ১১ ই মার্চ ২০২৩ শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা

    রামমোহন লাইব্রেরি হল-এ (সুকিয়া স্ট্রিটের মোর-এ)

    আয়োজক: "বিজ্ঞান ও বিজ্ঞানকর্মী" পত্রিকা 
     
  • | 146.196.***.*** | ১০ মার্চ ২০২৩ ১২:০১513967
  • *শিমূল সেন
  • | 146.196.***.*** | ১০ মার্চ ২০২৩ ১১:৫০513966
  • ঠিক, খুবই ঠিক। তবে কিনা, শিল্প কি অনেক ক্ষেত্রেই একটা প্যাকেজিং নয় ? রুক্ষ কর্কশ বাস্তবকে মসৃণ চকচকে প্যাকেটে পরিবেষন করা ? টইতে শিমুল সেনের গান নিয়েএকটা লেখা আছে, ভাবায়
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৩ ১১:২৯513965
  • আলগা আলগা হরিনাম বলে না ?এ সেই। হিপোক্রিট সভ্যতা . সিনেমায় দেখে আহা উহু করে বাড়ি ফিরে বৌকে পিটিয়ে পাপোষ বানালেন বীরপুরুষ বাবুমশায় 
  • | 146.196.***.*** | ১০ মার্চ ২০২৩ ১১:২৪513964
  • অনেকেই করেন, প্রায় সবাই বললেও বোধহয় ভুল হবে না। আমার বক্তব্য হল, মহিলাটি বা আমরা অনেকেই সিনেমায় একটা গরিব বাচ্চার দুঃখ অনুভব করতে পারি, কিন্তু নিজের বাড়ির বাচ্চা চাকরটার অনুরূপ দুঃখে এমপ্যাথাইজ করতে পারি না কেন। আরেকটা উদাহরণ, সিনেমায় একজন মেয়ে প্রেম করে ছেলে বন্ধুর সঙ্গে পালিয়ে গেলে তার দুঃখটা অনুভব করতে পারি, নিজের বাড়ির মেয়ে পালালে বলি অবাধ্য, প্রেম করে গোল্লায় গেছে ইত্যাদি...কেন ?
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৩ ১১:১৫513963
  • অনেক ভদ্রলোক বাবুও ওরকম করেন। 
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৩ ১১:১৪513962
  • যে সমাজে 'বাচ্চা চাকর 'রাখা যায়, সেখানে ওরকম হবে না ? ও তো প্রভু ও দাসের সমাজ .
  • | 146.196.***.*** | ১০ মার্চ ২০২৩ ১১:০৮513961
  • দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে যখন শিল্প তৈরি হয়, সেটা একধরনের দূরত্ব তৈরি করে দেয় ঘটনার সঙ্গে, একটা সুবিধাজনক অবস্থানে দাঁড় করিয়ে দেয়, যেখান থেকে দুঃখ-কষ্টটা উপভোগ্য হয়ে ওঠে। কষ্ট বা অসুবিধা ভোগ না করেও শহীদ হবার গৌরব লাভ হয়। টিভির সামনে জমিয়ে বসে ইউক্রেনে বোমায় বাড়িঘর ভেঙে পড়ছে দেখছি, আহা উহু করছি - তারপর চ্যানেল পাল্টে নাচগান দেখে মুখের স্বাদ পাল্টানো। নিজের মাথার উপর ছাদ, এসি চলছে, হাতে কফির কাপ, মুখে আহা উহু।
     
     আমি এক মহিলাকে চিনতাম, সিনেমায় এক অনাথ বাচ্চার দুঃখে কেঁদে ভাসিয়ে তারপর বাড়ি এসে তরকারিতে নুন কম পড়েছে বলে বাপ মা মরা বাচ্চা চাকরটাকে বেদম ঠ্যাঙ্গালেন, এমন কেন হয় ? 
     
     
     
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৯:৩৬513960
  • আমি তো রেগে চতুর্ভূজ হয়ে গেলাম, খুঁজে খুঁজে শেষে এডিথ হ্যামিলটনে হদিশ পেলাম পরে কী হয়েছিল। :) নাট্যকারটিকে একবার হাতের কাছে পেলে লালুর কাছে পাঠিয়ে দিতাম। :)
  • kk | 2601:14a:500:e780:c19d:48cc:1b8d:***:*** | ১০ মার্চ ২০২৩ ০৯:১১513959
  • আমার আবার ঐরকম মাঝপথে হঠাৎ করে শেষ হয়ে গেলো, চূড়ান্ত পরিনতি কিছু ঘটলো না বা ঘটলেও জানা গেলো না , এমনি হলে খুব ভালো লাগে :-)
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৯:০৪513958
  • আরে নাহলে দেখতে বসবো কেন? এককালে প্রাচীন গ্রীক নাটক পড়তে গিয়ে কী আহাম্মক কী আহাম্মক বনেছিলাম। দুম করে শেষ, ক্লিফ হ্যাঙারে টাঙিয়ে নাটক শেষ! আমি তো ভাবলাম পাতা বুঝি মিসিং! কারণ ওখানে শেষ হতেই পারে না। পরে খোঁজ নিয়ে দেখি আরে ওখানেই শেষ। (আলেকজান্দ্রিয়ার লাইব্রেরী পুড়ে গিয়ে পাতা খোয়া গেছিল কিনা তাই বা কেজানে ঃ-) ) তবে খোঁজখবর নিয়ে জানলাম পরের কাহিনি ওদের পুরাণে টুরানে পাওয়া যাবে, নাটকে নেই। ওরা ওরকম হ্যাঙারে টাঙানো নাটকই দেখত। ওসব নাকি ওদের রিচুয়াল, তরুণ তরুণীরা গণপরিষদে গৃহীত হবার আগে ওসব নাটক ওদের দেখা মাস্ট ছিল। (মনে হয় আত্মশুদ্ধির প্র‌্যাক্টিকাল করাতো ঃ-))
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৩ ০৮:৫৯513957
  • উফ্ ছোটবেলায় বেহুলা লখিন্দরের গপ্পো শুনে যা ভয় পেয়েছিলাম না ! মানে সে মরেও শান্তি নেই, বোয়াল মাছে এসে কোথায় না কোথায় কামড়ে দিলো। 
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৮:৪৫513956
  • আমাদের দেশের যাত্রাপালাগুলো যেমন ছিল এককালে, খুবই জনপ্রিয় পালা ছিল বেহুলা-লক্ষ্মীন্দরের কাহিনি। সেও তো প্রচুর দুঃখ দুর্দশা, প্রচুর কান্নাকাটি করাতো দর্শকদের। কিন্তু শেষাবধি বেহুলা বিজয়িনী হয়ে ফেরে। একটা উত্তরণের মেসেজ থাকে।
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৮:৩৯513955
  • আর শেক্সপীয়ারের ট্র‌্যাজেডিগুলো কি অনেকটাই বৃহত্তর পরিসরের ব্যাপার না? ব্যক্তিগত সুখদুঃখ উত্তাল নদীর স্রোতে ধুলোকাদার আস্তরণের মত ধুয়ে যায়। ওখানে ট্র‌্যাজেডি অনেকটা গোটা জাতির ব্যাপার হয়ে দেখা দেয় না কি? সীজারে যেমন, কিং লিয়ারে যেমন, অ্যান্টনি ক্লিওপ্যাট্রায় যেমন, এমনকি হ্যামলেটেও। এমনকি রোমিও জুলিয়েটেও শেষে সেটা আর দু'টো ছেলেমেয়ের ব্যক্তিগত দুঃখ থাকে না, একেবারে তাদের পরিবারগুলোর সামগ্রিক দুঃখ হয়ে যায়। তাই নয় কি? আমি অবশ্য প্রায় কিছুই জানিনা, কোনোটাই সেভাবে পড়িনি, ওই স্টোরিলাইনগুলো মোটামুটি জানা আরকি।
  • kk | 2601:14a:500:e780:c19d:48cc:1b8d:***:*** | ১০ মার্চ ২০২৩ ০৮:৩৫513954
  • হ্যাঁ, তাও আবার  ঠিক। ইভান তুর্গেনেভের লেখা একটা গল্প পড়েছিলাম 'দুই গায়ক' বলে। সেটার কথা মনে পড়ে গেলো।
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৩ ০৮:৩১513953
  • হ্যাঁ হ্যাঁ একেবারেই তাই। নেগেটিভ ইভেন্ট মানুষ, মানুষ কেন অন্য জন্তুও খুব ভালো মনে রাখে। কিন্তু একজন শিল্পী যখন লিখছেন বা আঁকছেন বা মূর্তি গড়ছেন, সেই জন্যই কি লেখেন বা আঁকেন বা বানান? হয়তো তাই হবে। যা মনে দাগ কাটে, তাই বেরিয়ে আসে। ট্রাজেডি লেখাও হয়তো অপেক্ষাকৃত সহজতর, উপাদান প্রচুর, কে জানে!? 
     
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৮:২৭513952
  • সবার কাজের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। মাণিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরকালের গল্পসংগ্রহে যে ছোটোগল্পগুলো লোকের প্রিয় হয়েছে, সেগুলো কিন্তু সংগ্রাম করে জয়ী হবার গল্প, দুঃখ কাটিয়ে বেরিয়ে আসার গল্প। এটা অনেকটাই লেখকের উপরে নির্ভর করে। তাঁর মানসিকতা, তিনি কীভাবে তাঁর পাঠকের কাছে উপস্থাপিত করেন জগৎটাকে, সেইসব। তাঁর সময়কালের প্রভাবও পড়ে মনে হয়।
     
  • kk | 2601:14a:500:e780:c19d:48cc:1b8d:***:*** | ১০ মার্চ ২০২৩ ০৮:২৩513951
  • ও, আরো একটা কারণ হতে পারে যে নিজের দুঃখ-কষ্ট মানুষ নিজে ফীল করা এড়িয়ে চলে। কিন্তু শিল্পসাহিত্যের মধ্যে দিয়ে কষ্টের অনুভূতি ফীল করে নিলে, কিছুটা হয়তো ক্যাথার্সিসও হয়। কান্না তো খুব কার্য্যকরী ভেন্টিং মেকানিজম।
  • kk | 2601:14a:500:e780:c19d:48cc:1b8d:***:*** | ১০ মার্চ ২০২৩ ০৮:১৯513950
  • ইয়ে ,এই আলোচনাটার মধ্যে আমার কিছু বলার যোগ্যতা আছে কিনা ঠিক বুঝতে পারছিনা। কিন্তু ট্র‌্যাজেডি যে মানুষকে বেশি আকর্ষণ করে সেটা একটা বহুদিন ধরে স্বীকৃত সত্যি নয়? আওয়ার স্যুইটেস্ট সংস আর দোজ, ইত্যাদি? এমনিতেই তো মানুষের মস্তিষ্ক নেগেটিভ ইমোশন বেশি ডিটেলে মনে রাখতে পারে। নিজেকে প্রোটেক্ট করার মেকানিজম হিসেবেই এই অনুভূতি মনে বেশি দাগ কাটে, বারবার ফিরিয়ে এনে এনে মন তাকে নাড়াচাড়া করে। এটা ফিজিওলজিক্যাল লেভেলেই হয়। আনন্দের কথা, মজার কথা অত বেশি অভিঘাত সৃষ্টি করেনা হয়তো, কারণ ভালো সময়ের কথা মনে রেখে তো ব্রেনের কোনো লাভ নেই?
    তার ওপর আমার এটাও মনে হয় যে সব মানুষেরই জীবনে যে দুঃখ গুলো, স্ট্রাগল গুলো থাকে, যাদের কিছুটা চাপা দিয়েই রাখা হয় সেই জিনিষগুলোই যখন কেউ নাটকে, গল্পে, সিনেমায়, গানে দেখে তখন মনে হয় "আমি যেসব কথা কখনো প্রকাশ করতে পারিনা কেউ তো করছে?" সেই অনুভূতির সাথে মানুষ আইডেন্টিফাই করতে পারে সহজে। শুধু শেকসপিয়র বা বিভূতিভূষণ কেন? সব শিল্পের বেলাতেই এটা হয়না?
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৭:৫৪513949
  • মনে হয় নাট্যগুণ বেশি, সাহিত্যগুণও। এরকমও অনেক লোক আছেন, নাটকগুলো দেখেন নি বা দেখেন না, কিন্তু নাটকের কাহিনিগুলো পড়েন। তাঁরাও ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, জুলিয়াস সীজার--এই ধরণেরগুলোতেই আকৃষ্ট হন। এগুলো মনে রাখেন।  হয়তো এগুলোর ভিতরে এমন কিছু আছে যা জোরালো অভিঘাত তৈরী করে।
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৩ ০৭:২৫513948
  • হয়তো শেক্ষপিরের ট্রাজেডিগুলোই মানুষের মনে রেখাপাত করে বেশি, তাই মনে থাকে। কে জানে। এও হয়তো ঠিক যে ট্রাজেডি গুলোর নাট্যগুণ বেশি? (অবশ্য আমি কি বা জানি আমি কি বা বুঝি ইত্যাদি।) 
     
     
  • যদুবাবু | ১০ মার্চ ২০২৩ ০৭:২০513947
  • &/: শুধু জনপ্রিয়তা, তাও কতগুলো শো হয়েছে দেখলে, প্রথম ২০র মধ্যে ১২ খানা কমেডি কিন্তু। অবশ্য তার সাথে চর্চার কোরিলেশন কম হতেই পারে। তাও ... 
     
    এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন যদিও। কালকে প্রফেসরকে পেলে জিজ্ঞেস করবো। 
     
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:350c:dda1:e41a:***:*** | ১০ মার্চ ২০২৩ ০৬:২২513946
  • ওরে গবেট, ওরে গবেট
    আজকে তোদের যাচ্ছে কি রেট? 
    কাটমানিতে ভরালি পেট
    সামনে পাতা ইডির যে নেট।
    আবার কবে হবে রে টেট?
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ মার্চ ২০২৩ ০৬:১৯513945
  • :|: | 174.251.160.44 | ১০ মার্চ ২০২৩ ০৫:১৫৫১৩৯৪০ 
    বড় চাট্টে বাইশকে জিজ্ঞাসা: নিজের নিজের মতো করেও সুখের কি গল্প হয়না? 
     
    প্রায় বছর পাঁচেক আগের এক কুচি চিপকে যাই
     
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৫:৫১513944
  • চতুর্মাত্রিক, খেয়াল করে দেখবেন শেক্সপীয়ারের যে নাটকগুলো নিয়ে লোকে চর্চা করে বা পড়ে সেগুলো প্রায় সবই ট্র‌্যাজেডি। ওঁর কিছু কিছু মিলনান্তকও আছে কিন্তু, অথচ লোকে ম্যাকবেথ বা হ্যামলেট বা অ্যান্টনি ক্লিওপ্যাট্রা, রোমিও জুলিয়েট ইত্যাদি যতটা জানেন, তার চেয়ে অনেক কম জানেন কমেডিগুলো নিয়ে। সেগুলো তত জনপ্রিয়তা পায় নি।
    বিভূতিভূষণের লেখা নিয়েও প্রায় তেমনই দেখা যায়। মেঘমল্লার, মৌরীফুল, তালনবমী, পুঁইমাচা---এইসব ট্র‌্যাজিক কাহিনিগুলো সবচেয়ে বেশি লোকে মনে করে।
  • kk | 2601:14a:500:e780:693a:812a:c7:***:*** | ১০ মার্চ ২০২৩ ০৫:৪৮513943
  • প্রোবেট?
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৩ ০৫:৩৯513942
  • গবেটের সঙ্গে ঠিকঠাক অন্ত্যমিল হয় এমন কিছু খুঁজে পাওয়া কঠিন। গ্রীষ্মের ছুটির পর স্কুল খুল্লে গিয়ে দেখা গেল আমাদের ক্লাসের বোর্ডে লেখা 'গবিস'। এর মানে কী? প্রত্যুৎপন্নমতি এক বন্ধুনি কইল এটা হল গবেটের বহুবচন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত