এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ১৩ অক্টোবর ২০২২ ০১:৫৩510963
  • এই তো আমিই সকালে কফি আর ডোনাট খেতে হেব্বি ভালোবাসি। কাল সক্কাল ৯টায় বুক ক্লাব। ছাত্রদের সাথে কফি আর ক্যারোল লি'র ডোনাট খেতে খেতে গ্যাঁজাবো। 
  • মিত্তির | ১২ অক্টোবর ২০২২ ২৩:৫১510962
  • আরে আসল গল্প ডেটার শুরুতে...ঐটাকে ঘুলিয়ে দিয়ে নিজের মতো সিদ্ধান্ত নিন...বোঝা না গেলে আমি নির্দায়
  • S | 2a03:e600:100::***:*** | ১২ অক্টোবর ২০২২ ২২:৩৪510961
  • ধুর ডেটা যদি স্ট্রাকচার্ডই হয়, তাইলে আর নতুন কথা কি? স্ট্রাকচার্ড ডেটার অ্যানালিসিস বিগত দুইহাজার বছর ধরে হচ্ছে। খোঁজ নিলে দেখা যাবে মহাভারতের যুদ্ধেও সেসব হয়তো ব্যবহার করা হয়েছে। আসল কথা হল আনস্ট্রাকচার্ড ডেটা। মানুষের মনের যে এরর টার্ম সেটা মস্ত বড়, তাই ইগনোর করা যায় না। আর তার কোনও সঠিক প্যাটার্ণও নেই। নইলে বাকিসবই সেই ঘিসাপিটা মাল্টাইভ্যারিয়েট প্যারামেট্রিক/ননপ্যারামেট্রিক স্ট্যাটিস্টিকাল অ্যানালিসিস।
  • dc | 2401:4900:1cd0:4a10:ad5a:834:e867:***:*** | ১২ অক্টোবর ২০২২ ২১:৫৭510960
  • এই ট্যাবলো হলো আরেক ব্যপার। আজকাল সবাই দেখি ট্যাবলো ট্যাবলো করে, কিন্তু স্যাস বা আর এ যেরকম কমপ্লেক্স ডেটা অ্যানালিসিস আর ভিসুয়ালাইজেশান করা যায় সেরকম তো ট্যাবলোতে দেখিনা। আর ট্যাবলোতে লার্জ ডেটাসেট হ্যান্ডল করতে কিছু অসুবিধে হয়, সেটা অবশ্য আমার কম্পিউটারের সমস্যা হতে পারে। 
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ২১:২১510959
  • "... ট্যাবলেউ বা ক্লিকে ওসব স্ট্রাকচার্ড ডেটা ট্রেন্ড দেখতে কয়েক মিনিট লাগে। ... "

    ওসব আছে। ট্যাবলো আছে, স্যাপ বিজনেস অবজেক্ট্স আছে, কিবানা আছে, সেলসফোর্স আইনস্টাইন আছে - ব্লা ব্লা। কিন্তু সে সব তো বাহারি ছবি। মানুষের মনের ভেতরে কি হচ্ছে, বিহভোরিয়াল প্যাটার্ন।

    ধরা যাক, একজন ইউজার গত তিন মাসে তিরিশটা লিংক ক্লিক করেছেন, সেই লিংকের কয়েকটি বিশেষ পাতায় বেশি মনোনিবেশ করেছেন, এব সেখান থেকে আবার বিশেষ বিশেষ কিছু লিংকে ক্লিক করে অন্য কনটেন্টে গেছেন - এসব থেকে আন্দাজ করা যে ইউজারের ডান গালে একটা তিল আছে, বা, ইনি সকালের দিকে কফি আর ডোনাট খেতে ভালোবাসেন।
  • আবাপ | 185.22.***.*** | ১২ অক্টোবর ২০২২ ২১:০৩510958
  • বিজয়া সম্মেলনীতে আদানি গোষ্ঠীকে তাজপুরে ১৫ হাজার কোটির বন্দর নির্মাণের অনুমতি দিলেন মমতা
    বুধবার সন্ধ্যায় নিউটাউনের ইকো পার্কে আয়োজিত বিজয়া সম্মেলনীতে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র কিরণ আদানির হাতে বন্দর নির্মাণ সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Dd | 2409:4060:e9d:b6b9:f53b:7938:302d:***:*** | ১২ অক্টোবর ২০২২ ২০:৩৩510957
  • Manik ধরা পড়েছে ।
  • বুঝভুম্বুল | 163.116.***.*** | ১২ অক্টোবর ২০২২ ২০:২২510956
  • নাম তো আগে এম্নিই আসতো,আলাদা করে লিখতে হচ্ছে কেন?
  • বুঝভুম্বুল | 163.116.***.*** | ১২ অক্টোবর ২০২২ ২০:২২510955
    • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৪:৪৮510946
    • কিছু ক্ষেত্রে মেশিন লার্নিং মানুষের এর থেকে বেটার পারফর্ম করে কেন, এ নিয়ে একটা চমৎকার সহজ উদাহরণ দেখেছিলাম।

      কয়েকজন মানুষকে একটা বিড়ালের ছবি দেখিয়ে জিগ্গেস করা হল কোন জন্তু। সবাই বলে দিল যে ওটা বিড়াল। কুকুরের ছবি দেখানো হল, তখনও বলে দিল যে ওটা কুকুরের ছবি। এবার শেয়াল এর ছবি দেখানো হল। কেউ বলল বেড়াল, কেউ বলল কুকুর, কেউ বলল শেয়াল। 
    এটা হয় সত্যি? মানে একজন মানুষকে কোনো একটা অপরিচিত জন্তু বা কিছুর ছবি দেখানো হলে সে চেনা কিছুর সঙ্গে মিল পেতে পারে বা জানি না বলতে পারে। অর্থাৎ শেয়ালকে কুকুর বলে ভুল করতে পারে, কিন্তু যে কুকুর আর বেড়াল দুটোই চেনে, সে শেয়াল কে বেড়াল বলতে পারে?
    jante chaichi, প্রোগ্রামিং বা এই সব বিষয় নিয়ে একেবারেই জ্ঞান নেই amar
  • Bratin Das | ১২ অক্টোবর ২০২২ ১৯:২৫510954
  • a একদম ঠিক বলেছে .@ ১৮ :২০ তে 
  • Bratin Das | ১২ অক্টোবর ২০২২ ১৯:২২510953
  • কবি বলিয়াছেন "জগতে তিন ধরণের মিথ্যা আছে , মিথ্যা ,ডাঁহা মিথ্যা এবং স্ট্যটিসটিক্স "smiley
  • dc | 2401:4900:1cd0:4a10:f542:29e7:ccb9:***:*** | ১২ অক্টোবর ২০২২ ১৮:৩৩510952
  • "ডাটা যত বেশি হবে মডেল তত ভাল হবে, এটি প্রাচীন অরণ্য প্রবাদ, এবম ডাহা ভুল "
     
    a মনে হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন :-)
  • যোষিতা | 194.56.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৮:২৪510951
  • তবে কুকুরের বদলে বাঁদর এবং ওরাংওটাং ভরা ডেটা থাকলে সমস্যা আছে।
  • যোষিতা | 194.56.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৮:২৩510950
  • ভ্যাট! কেন ভুল? পরিসংখ্যানের ক্ষেত্রেও ঐ একই নিয়ম তো! ডেটা কম থাকলে তিন চার রকমের কুকুর দেখালেই সবকটাকে কুকুর বলে চিনতে পারবে না তো।
  • a | 49.186.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৮:২০510949
  • ডাটা যত বেশি হবে মডেল তত ভাল হবে, এটি প্রাচীন অরণ্য প্রবাদ, এবম ডাহা ভুল 
  • যোষিতা | 194.56.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৬:৪১510948
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৪:৪৮
    এই কাজটাই আমরা নিয়মিত করে থাকি, ক্যাপচা ধরে ধরে, আমি যে মেশি নই তা প্রমাণ করার ছুতোয়, ই ডেটা ভরে ভরে মেশিন্কে শেখাই, কোনটা ট্র্যাফিক লাইট, কোনটা সেতু, কোনটা বেড়ালের তালব্য শ।
  • হজবরল | 185.22.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৫:৫৯510947
  • কোয়েরি সার্ভিস মানে আমি ভাবছিলাম একটা ইন্টারফেস যেখানে আপনি ডেট রেঞ্জ , কলাম নেম এগুলো দেবেন আর ব্যাকেণ্ডে সেই ফিল্টার অনুযায়ী স্পেসির কর্পাসটা তৈরী হবে আর অন দা ফ্লাই রেজাল্ট দেবে। আপনি যা বললেন মনে হল সেই পুরোনো বাংলা কায়দায় পুরো ডেটাটা csv তে নামিয়ে কাজটা করা হচ্চে, তা ভাল। 
     
    আর ইমেল মার্কেটিংর কেসটায় তো কোনো ডিপ লার্নিং মডেল লাগার কথা নয়। ট্যাবলেউ বা ক্লিকে ওসব স্ট্রাকচার্ড ডেটা  ট্রেন্ড দেখতে কয়েক মিনিট লাগে। 
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৪:৪৮510946
  • কিছু ক্ষেত্রে মেশিন লার্নিং মানুষের এর থেকে বেটার পারফর্ম করে কেন, এ নিয়ে একটা চমৎকার সহজ উদাহরণ দেখেছিলাম।

    কয়েকজন মানুষকে একটা বিড়ালের ছবি দেখিয়ে জিগ্গেস করা হল কোন জন্তু। সবাই বলে দিল যে ওটা বিড়াল। কুকুরের ছবি দেখানো হল, তখনও বলে দিল যে ওটা কুকুরের ছবি। এবার শেয়াল এর ছবি দেখানো হল। কেউ বলল বেড়াল, কেউ বলল কুকুর, কেউ বলল শেয়াল।  

    এবার ধরুন ১ লাখ বেড়ালের ছবি আর ১ লাখ কুকুরের ছবি, বিভিন্ন পোজে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে - কম্পুটারে একটা মেশিন লার্নিং মডেলে ফিড করলেন। এরপরে ঐ মেশিনকে জিগ্গেস করলে, মানুষের থেকে বেটার উত্তর দেবে। কারণ, অত সংখ্যক বেড়াল/কুকুরের ইমেজ নিয়ে তাদের খুঁটিনাটি তথ্য মানুষের মস্তিষ্ক নথিবদ্ধ করে না। আর যদি কম্পুটারকে শেয়ালের ছবি দেখানো হয়, তাহলে সহজেই ধরতে পারবে যে ওটা বেড়াল বা কুকুরের ছবি নয়, অন্য কিছুর। 
    এবার যদি সুপারভাইজড লার্নিং হয় তাহলে কম্পুটার দেখবে যে অলরেডি এক্সিস্টিং কোনো প্রাণীর (এক্ষেত্রে শেয়ালের) লেবেল লাগানো ডেটাসেটের সঙ্গে প্যাটার্ন ম্যাচ (ক্লাসিফিকেশন বা রিগ্রেশন বা অন্য পদ্ধতি দিয়ে) করছে কিনা, যদি করে বলে দেবে শেয়াল। নইলে বলে দেবে আ যাই হোক কুকুর, বেড়াল বা শেয়াল নয়।  
    আর যদি আনসুপারভাইজড লার্নিং হয় তাহলে এই ধরনের ছবিগুলোকে (নট বেড়াল, নট কুকুর) কোনো সুপ্ত প্যাটার্ন দিয়ে এক গ্ৰুপে ( ক্লাস্টারিং বা এসোসিয়েশন পদ্ধতিতে) ফেলা যায় কিনা দেখবে। 
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৪:১৭510945
  • হ্যাঁ, অফকোর্স, ইমপ্লিমেন্টেশনের জন্য স্ট্রং প্রোগ্রামিং নলেজ ইজ মাস্ট।
  • যোষিতা | 194.56.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৪:১১510944
  • "প্রোগ্রামিংএর চেয়েও বড় ব্যাপার হল, ব্যাপারটা কি হচ্ছে বোঝা" - বরাবর এবং সর্বক্ষেত্রে। আমার মেয়ে যা বুঝেছি প্রথমে সমস্যা বা উদ্দেশ্যটা জেনে নেয়। তারপর প্রোটোটাইপ তৈরি করে এবং ইত্যাদি প্রভৃতি। পরিশেষে ভালো প্রোগ্রামার হওয়াটা খুব জরুরি, যাতে কম রিসোর্স খায় মেশিন, কম টাইম লাগে, উত্তরটা যথাসম্ভব সঠিক হয়, ইত্যাদি। ফলস পজিটিবের ব্যাপারটায় বারংবার টেস্টিং এবং নতুন নতুন শব্দ মেশিনকে "শেখানো"র মাধ্যমে কমানো যায়। ডেটা যত বেশি হবে, তত মাখনের মত প্রোগ্রাম তৈরি হবে।
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৪:০৩510943
  • যেমন, গুরুচন্ডালিতে ধরুন পাঁচ হাজার লেখা আছে। এবার বের করুন এর মধ্যে কোন লেখাগুলো বিশ্ব-উষ্ণায়ন সংক্রান্ত। 
    ইন ফ্যাক্ট, বাংলায় একটা এনএলপি মডেল লাগানোর কথা ভাবাই যায়। কে যেন মাঝে একদিন এই নিয়ে কথা বলছিল। একটা বাংলায় ম্যাপিং ডিকশনারি ডেটাবেস চাই। 
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৩:৫৮510942
  • আর, কোয়েরি সার্ভিস না। এনএলপি কেন কোয়েরি হবে। বেসিক্যালি প্রোব্যালিস্টিক মডেলিং। একটা টেক্সট পড়ে বুঝতে হবে সেই টেক্সটার কোনো একটা বিষয়ের সঙ্গে কতটা অ্যাফিনিটি আছে - উইথ হাই/মিডিয়াম/লো প্রোব্যাবিলিটি।
    স্পেসি প্যাকেজ পাইথনে লেখা, কিন্তু যাকে বলে অসাম।
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৩:৫২510941
  • অফ কোর্স, নইলে তো আর প্রোডাকশনে যেত না, POC হয়ে পরে থাকত। এই যে প্রসেসটা ম্যানুয়ালি হত, কয়েকজন মিলে কয়েক মাস ধরে এটা করত, আর কন্সট্যান্টলি করে যেতেই হত, সেটা এখন আর দরকার নেই, তারা এখন অন্য কাজ করছে। এটা একটা কেস। অটোমেশন উইথ মোর অ্যাকিউরেসি।

    আর একটা ইউজ কেস। ইমেইল মার্কেটিং। সেলসফোর্স মার্কেটিং ক্লাউড প্লাটফর্মে। শুধু ইমেইল মার্কেটিং এর জন্য সেলসফোর্সকে দেওয়া হয় বছরে প্রায় ৩০০ হাজার ডলার। গত পাঁচ বছররের রেসপন্স ডেটা এসেছে। কারা কারা মার্কেটিং ইমেইল খোলে, খুললে কোন লিংক ক্লিক করে, কতদিন বাদে ক্লিক করে, এসেট্রা এসেট্রা। ২৫০ মিলিয়ন রেকর্ড এসেছে। এটার অ্যানালিসিস শুরু হচ্ছে। কে কি ধরনের কাস্টমার, কি তাদের ট্রেন্ড, কোনো লিংকে গিয়ে কি কনটেন্ট পড়ে বা ভিডিও দেখে, ব্লা ব্লা। একটা মডেল লাগাতে হবে যাতে ট্রেন্ডটা ধরা যায়। দেখা যাক এটা কিভাবে করা যায়।  
  • হজবরল | 185.22.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৩:৩৭510940
  • ঠিক , বেসিক্যালি এখানে একটা কোয়েরি সার্ভিস হিসেবে ব্যবহার হচ্ছে যাতে আপনাদের টিমের আগের ম্যানুয়াল প্রসেসটায় সময় কম লাগে আর এরর কমানো যায়। 
    কিন্তু এতে কোম্পানির সাশ্রয় হচ্ছে বা ইনডিরেক্টলি রেভিনিউ বাড়ছে কি ?
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৩:২৫510939
  • হ্যাঁ, এতে পাইথন আর R ।
    তবে এখন কিন্তু ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রোগ্রামিংএর চেয়েও বড় ব্যাপার হল, ব্যাপারটা কি হচ্ছে বোঝা। এটার জন্য কিছু ম্যাথেমেটিক্যাল/স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার জানতে লাগে। সব সময় যে সব কিছু লাগে তা নয়, তবে যখন যেটা লাগবে।
  • lcm | ১২ অক্টোবর ২০২২ ১৩:১৯510938
  • আসলে এই ফিল্ড এখনও ইভলভিং, খুব দ্রুত গতিতে - আর অনেক কিছুই এখনও ক্যাওটিক। 

    তবে যেসব জিনিস এখনই করা যাচ্ছে, এগুলো আগে মেশিন দিয়ে করার কথা ভাবাও যেত না।

    একটা ইউজ কেস বলি। ফাইন্যান্স অ্যাপে একটা অ্যাকাউন্ট-ফান্ড টেবিল আছে, তাতে স্ট্যান্ডার্ড জিনিস, যেমন, ফান্ড নাম্বার, ফান্ড নেম, ডেসক্রিপশন, পার্পাস, টার্মস, কারেন্ট অ্যালোকেশন, অবজেক্ট কোড - হ্যানা ত্যানা সব ফিল্ড আছে। তো এই টেবিলে হাজার হাজার ফান্ড আছে। এই সব ফান্ডে টাকা আসছে যাচ্ছে, জেনারেল লেজার, জার্নাল লাইন, ক্রেডিট/ডেবিট - এইসব হরদম হচ্ছে।

    এবার, একটা জিনিস বের করতে হবে যে কত টাকা ধরুন - ক্লাইমেট চেঞ্জ - সংক্রান্ত ফান্ডে যাচ্ছে। এমনিতে খুব সহজ, কিছু ফান্ডের নাম শুনেই বোঝা যায় যে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং সংক্রান্ত ব্যাপার। কিন্তু কিছু ফান্ড আছে বোঝা যাবে না, যেমন ধরুন - জন লিবারম্যান ফান্ড। এবার সেক্ষেত্রে সেই ফান্ডের ডেসক্রিপশন বা পার্পাস বা টার্মস ফিল্ডগুলোর টেক্সট পড়ে দেখতে হবে কি ব্যাপার, যে এর সঙ্গে ক্লাইমেট চেঞ্জের কোনো যোগাযোগ আছে কি না।

    এটা আমরা এনএলপি মডেল লাগিয়ে করলাম। এবং, খুব ইন্টারেস্টিং রেজাল্ট পাওয়া গেল। দেখা গেল, হিউম্যান প্রসেসিং করার চেয়েও বেটার রেজাল্ট আসছে কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ একজন মানুষ কিছু লম্বা ইংরেজি টেক্সট পড়ে মনে করছে যে একটি ফান্ডের সঙ্গে ক্লাইমেট চেঞ্জের কোনো সম্বন্ধ নেই, কিন্তু পাইথন এনএলপি কোড বলছে যে উইথ মিডিয়াম-হাই প্রোব্যাবিলিটি এটা ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত ব্যাপার। আবার কিছু ক্ষেত্রে মেশিন ভুল রেজাল্ট (ফলস পজিটিভ) দিচ্ছিল, সেগুলো ধরে ধরে একটু টিউন করাতে রেজাল্ট আরও বেটার হতে থাকল। এরকম বছর খানেক চালানোর পরে এখন তো দারুণ চলছে। আরও অ্যাকিউরেটলি রিপোর্ট করা যাচ্ছে।

    তো এ জিনিসটা কয়েক বছর আগেও এত সহজে করার কথা ভাবা যেত না।
  • যোষিতা | 194.56.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১৩:০২510937
  • হাতে গরম কোড বানাতে হয় প্রচুর। সারাক্ষণ মনে মনে বা বিড়বিড়িয়ে কোডের ব্যাপারে ভাবছে। টক্সিক অবস্থা। সিপিইউএর বদলে গুচ্ছের জিপিইউ (কুকুরের মত দাম সেগুলোর) লাগে এইসব কাজে। R ল্যাংগুয়েজ ও পড়াতোও আগে ইউনিতে। কিন্তু পরে বুঝেছে যে ইন্ডাস্ট্রিতে পাইথন অনেক বেশি পুষ্টিকর। রানটাইম এবং এফিক্যাসি দুটোতেই পাইথন R কে অনেক গোল দিতে পারে। তবে ঐ যে, সিলেবাসে R থাকে, এবং শেখাটা খুবই দরকার, বিশেষ করে স্ট্যাটিস্টিক্সের জন্য তো বটেই।
  • হজবরল | 45.77.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১২:৫৯510936
  • আসলে প্রব্লেমটা হচ্ছে অটোমেশনের টুপিটা CXO দের পড়ানো হয়েছিল যে এগুলো ব্যবহার করলে ২টাকার সাশ্রয় হবে তাই ওরা ৫টাকা দিয়ে কিনে ফেলেচে , তারপর দেকা যাচ্ছে মানুষকে পুরোপুরি বাদ দেওয়া যাবেনা। ভ্যালিডেশনের জন্য একজন লাগবেই , ত এখন তারা ২ টাকার জায়গায় ৭ টাকা করে দিচ্ছে :-)  
  • হজবরল | 185.107.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১২:৫৩510935
  • হ্যাঁ আসলে কাস্টম মডেল বানাতে গেলে থিওরি জানা দরকার কিন্তু ইন্ডাস্ট্রির দরকার এন্টারপ্রাইস সাপোর্ট, চটজলদি হাতে গরম সল্যুশন,  ROI এইসব। আর কমবেশি পাবলিক ক্লাউড এখন সবাই ব্যবহার করে বলে তারা এগুলো  as a service বেচে দিচ্চে। তাদের সেলস এর লোকেরা সব লম্বা লম্বা কনফিডেনশিয়াল কম্পারিসন চার্ট পাঠায় , সবাই হিসেব দিয়ে বোঝায় তাদেরটা বাকিদের থেকে কত বেশি একিউরেট বা ট্রেনিং টাইম কত ফাস্ট। 
  • যোষিতা | 194.56.***.*** | ১২ অক্টোবর ২০২২ ১২:০৩510934
  • বলেই ফেলি, আমার কন্যা এটাই করে খায় ইন্ডাস্ট্রি লেভেলে। মাঝে মেটা ওকে ডাকাডাকি করেছিল বেশ কিছুটা উঁচু পদে, যায় নি অন্য দেশে যেতে চায়না বলে। ওর সঙ্গে কথা বললেই এইসব নিয়ে শুরু করে দেয়। তবে আমার সবই মাথার ওপর দিয়ে যায়। লে পার্সন লেভেলের যে আলোচনাটা এখানে হচ্ছে, সেরকম নয়। তবে ও আমার মাথায় একটা জিনিস ঢোকাতে পেরেছে, যে থিয়োরিটিক্যালি যেগুলো ইউনিতে শিখেছিলো, আদতে ইন্ডাস্ট্রিতে সেগুলো অচল। থিয়োরি ও প্র্যাকটিসে যোজন ফারাক। এই জিনিসটা যেহেতু প্রত্যেক দিন তার আদল বদলাচ্ছে তাই নানা মুনীর নানা মত থাকবে। এখানকার আলোচনাটা তাই পড়ছি হালকা মুডে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত