জনগণমন বিতর্ক নিয়ে দুটো কথাঃ১ গানটি কবে লেখা হয়েছিল?
-- ১১ই ডিসেম্বর, ১৯১১।
২ কিং জর্জ পঞ্চমের দিল্লি দরবার কবে হয়েছিল?
--ঠিক পরের দিন, ১২ই ডিসেম্বর।
৩ রবীন্দ্রনাথ কি দিল্লি দরবারে গিয়েছিলেন?
--না।
৪ কেউ কি দিল্লি দরবারে ওই গানটা গেয়েছিল?
--না।
৫ কংগ্রেসের কোলকাতা অধিবেশন কি রাজা জর্জের সম্মানে ওই ১২ তারিখে হয়েছিল?
---- না।
৬ কবে হয়েছিল?
-- ২৮ ডিসেম্বর, ১৯১১।
৭ গানটি প্রথম কোথায় গাওয়া হয়য়?
--ওই কংরেস অধিবেশনে, ২৮ ডিসেম্বর তারিখে।
৮ পরে কবে গাওয়া হয় ?
--- আদি ব্রাহ্ম সমাজের প্রার্থনা সভায়, ওদের প্রতিষ্ঠা দিবসে, ফেব্রুয়ারি, ১৯১২ তারিখে। এবং এটি ব্রাহ্মসমাজের প্রার্থনা সংকলনে স্থান পায়।
৯ এই বিতর্ক নিয়ে রবি ঠাকুর কী বলেছেন?
--তিতিবিরক্ত হয়ে ১৯৩৭ সালে ওঁর সম্পাদক পুলিনবিহারী সেনকে লিখেছিলেন --না পঞ্চম, না ষষ্ঠ না অন্য কোন জর্জের সাধ্য আছে যে 'পতন-অভ্যুদয়-বন্ধুর-পন্থায় যুগ যুগ ধরে ধাবিত যাত্রীদের চিরসারথি হবে।
(সূত্রঃ রবীন্দ্রনাথ নিয়ে বড় কাজ করা ইতিহাসবিদ সব্যসাচী ভট্টাচার্য)।
আমার বক্তব্যঃ রবীন্দ্রনাথ ওই তারিখে পাঁচ স্টাঞ্জার গান লিখেছিলেন, মাত্র পুরোটা নয়। গোটা লিরিক পড়লেই ভারতবিধাতা যে কোন মর্ত্যলোকবাসী রাজাধিরাজ নন সেটা স্পষ্ট হয়ে যায়।
আর রবীন্দ্রনাথের পূজা পর্বে একগাদা গান আছে যেখানে উনি পরমেশ্বরকে আমার রাজা, রাজার রাজ, দুঃখরাতের রাজা , মহারাজ, রাজরাজেশ্বর ইত্যাদি অভিধায় সম্বোধন করেছেন।