এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২৩:৩২508475
  • আরে রমিত, কেমন আছেন? বহু দিন পর আপনাকে দেখলাম। জল-ফল কিস্যু পড়ে না। মাতব্বরদের হুমকি থাকে। কে আর গাঁ-গঞ্জে জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করতে চায়? কাজেই ওটা স্রেফ নিরাপদ অজুহাত। আপনি কত কম্প্যানিয়ন ভোটারের ফর্ম ফিলাপ করাবেন? সে ফর্ম দেয়ই বা ক'টা?
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ আগস্ট ২০২২ ২৩:৩০508474
  • ইন দা লং রান আমারও মনে হয় যে ইউনিভার্সাল বেসিক ইনকাম ছাড়া কোনো রাস্তা নেই। বিলিয়নেয়ার রা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারের সাহায্যে এটা করবে না হলে, তখন অর্থনীতি রোল করানো মুশকিল হবে।
     
    ইলন এমনিতে বেশিরভাগ ভাট বকে, কিন্তু এটা ঠিকই বলেছে।
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২৩:৩০508473
  • দইওয়ালা কখনও নিজের দইকে টক বলে না। তাই সে বরফ আগুনই জাতীয় লব্জের আশ্রয় নেয়। কিন্তু দইওয়ালা বাদে বাকিরা জানে যে ওটা নেহাতই লব্জ, অর্থহীন লব্জ।
     
    কেসিসাহেব, বিশ্বেসমশাই মুলো হয়ে বিজেপিতে। আর করিমপুরের প্রাক্তন এমেলে সমর ঘোষ? থাক, আর বললাম না।
  • রমিত | 202.8.***.*** | ২২ আগস্ট ২০২২ ২৩:২৭508472
  • @এলেবেলে ভোট দিতে গেলে এত মানুষের চোখ দিয়ে জল পড়ার কারণ কি ?
  • kc | 37.39.***.*** | ২২ আগস্ট ২০২২ ২৩:২০508471
  • রাধানাথ বিশ্বাস এখন বিজেপিতে নাকি মুলোতে?
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২২ আগস্ট ২০২২ ২৩:১৪508470
  • দুর্নীতি দুর্ণীতিই, গরম গরমই, বরফ আগুনই। হাতে থাকল প্লেটোর চেয়ার যেটা কিনা আবার নেই। smiley
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২৩:১১508469
  • কোনটা খুচরো আর কোনটা ম্যাসিভ এই দাঁড়িপাল্লা দিয়ে দুর্নীতির বিচার কিংবা জাস্টিফিকেশন হয় না। দুর্নীতি দুর্নীতিই - সেটা স্বীকার না করলে দুর্নীতি লঘুফায়েড হয়ে যায়। আর খুচরো দুর্নীতি যখন মানুষের গা-সওয়া হয়ে যায়, তখনই দলগুলো ম্যাসিভ দুর্নীতি করতে শুরু করে। গরু পাচার, বালি খাদান কিংবা কয়লা কাণ্ড একদিনে হয়নি, হয় না। নদীয়ায় করিমপুর বলে একটি বিধানসভা আছে। বর্ডার এলাকা। সেখানে নির্বাচনে আর সব কিছু বলা হলেও গরু-চাল-লবণ পাচার নিয়ে একটি কথা বলাও স্ট্রিক্টলি নো নো সেই বাম আমল থেকেই।
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২২ আগস্ট ২০২২ ২২:৫৫508468
  • রাধনাথ বিশ্বাসকে চিনি না, কিন্তু চিনে নেব।
     
    খুচরো দুর্নীতি সব জায়গাতেই হয়। ম্যাসিভ দুর্নীতি অন্য জিনিস।
     
    কোয়ানটিটি ম্যাটার করে। না হলে বরফও গরম, আগুনও গরম।
  • সিএস | 49.37.***.*** | ২২ আগস্ট ২০২২ ২২:৩৭508466
  • কয়েক সপ্তাহ আগে টেলিগ্রাফে একটা লেখা পড়েছিলাম। বক্তব্য ছিল, স্বাধীনতার পরে কং- এর মধ্যে হিন্দু অংশকে নেহেরু নিউট্রালাইজ করতে পেরেছিল, যাদের উদ্দেশ্য ছিল হিন্দু ন্যাশনালিজম। তাদের সরিয়ে দিয়ে নেহরু যেটা তৈরী করে, লেখক তাকে বলেছিলেন developmental nationalism। কারখানা - বাঁধ ইত্যাদি। ১৯৭০ এর মাঝামাঝি থেকেই এই nationalism জোর কমে যায়, ইন্দিরার এমারজেন্সি আনাও কিন্তু অর্থনীতি - চাকরির বাজার ইত্যাদির সাথে যুক্ত ছিল। কং ক্ষমতা হারায়, ফিরে আসে কিন্তু সবাইকে বেঁধে রাখার জোর তাদের চলে যায়, লালু- মুলায়মদের তৈরী হওয়া ক্রমশঃ ঘটতে থাকে। ১৯৮০ র দশকর শেষের দিকে কিন্তু টিভিতে মেরা ভারত মহান ইত্যাদি বাজানো হচ্ছে, ন্যাশনালিজমের স্পেস কং নিতে চাইছে ইত্যাদি। কিন্তু সেসব আর তৈরী করতে পারেনি, ভাজপা ধর্ম দিয়ে সেই ন্যাশনালিজম তৈরী করছে ক্রমশঃ। তো লেখাটায় লেখকের বক্তব্য ছিল যে কং, প্রথমদিকেও, ধর্মের উল্টোদিকে secular nationalism বলে কোন কিছু তৈরী করে তুলতে পারেনি, ক্রমশঃ অর্থনীতি হাত থেকে বেরিয়ে যায়, nationalism ও যায়।
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২২:৩৪508465
  • সাহেব, পাতি পার্টির জেলা কমিটির সদস্য বিশাখাপত্তনম পার্টি কংগ্রেসে যাচ্ছে ফ্লাইটে। কেশনগরে তার আলিশান মকান দেখলে আপনি ভিরমি খেতে পারেন। এসব নিজের চোখে দেখা। আবার হরিপ্রসাদ তালুকদারের মতো আদ্যন্ত সৎ মানুষকেও দেখেছি। কিন্তু সে সব মানুষ এখন কোথায়?
  • kc | 37.39.***.*** | ২২ আগস্ট ২০২২ ২২:৩০508464
  • উফ, এলে, আরেকটু হলেই একদম ঠিক জায়গায় ঢিল লাগত। নিজের চোখে দেখেছি, এই দুর্দিনেও আত্মীয়কে স্টেশন থেকে আনতে পার্টির গাড়ি গেছে, ভাগীরথী এক্সপ্রেস, অনেক চিল্লিয়ে মিল্লিয়ে জামিরকে আনা গেছে, ফিউচার দেখা যাক। লিগ্যাসি সিপিএমও পচা এবং দরকচা মারা। এখনও।
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২২:২৮508463
  • মার্কামারা কমরেড দীপ্সিতা ধরের ঠাকুরপুজোর ভিডিওটা কেউ দেখেছেন? কিংবা তার কিছুদিন আগে তন্ময় ভটচাজের রথ টানার ছবি? দেখলে বুঝবেন ধর্ম নিয়ে সুড়সুড়িতে কেউই কারও থেকে খুব একটা পিছিয়ে নেই।
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২২:২৩508462
  • "বিনিময় প্রথায় ভোট হয় সেটা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার উপায় আমার হাতে আপাততঃ নেই।"
     
    নেই কারণ আপনি আদতে এই তেতো সত্যিটা মানতে চাইছেন না, তাই। কিংবা ভোটের আগের দিন মাংস-মদের ফোয়ারার ব্যাপারটা জানেন না, তাই। ওটাও একধরণের বিনিময়। লোকে আগে একদিন ফ্রিতে পেয়েই ভোট দিয়ে দিত। এখন মাসে মাসে পায় এবং ভোট দেয়।
     
    আর শাইনিং ইন্ডিয়া, ট্রাম্প - এসব বিগ বিগ ব্যাপারে আমার কোনও মন্তব্য নেই। দীর্ঘদিন গ্রামাঞ্চলে প্রিসাইডিং-এর দায়িত্ব পালন করে অন্তত এটুকু বুঝেছি যে এই গণতন্ত্র আদতে মূর্খের গণতন্ত্র। ৯০০ ভোটারের মধ্যে প্রায় ৫৫০-৬০০ ভোটারের ভোট দিতে গেলেই চোখ দিয়ে পানি পড়ে। ফলে তাঁদের হয়ে অন্য কোনও মাতব্বর ভোটটা দিয়ে দেন। আমি বাস্তব চিত্রটা বললাম।
     
    আর রাধানাথ বিশ্বাস নিয়ে কিছু বলবেন? কিংবা আদৌ তাঁকে চেনেন? 
  • সিএস | 49.37.***.*** | ২২ আগস্ট ২০২২ ২২:১৯508461
  • ধর্ম গুরুত্বপূর্ণ, আইডেন্টিটি পলিটিক্সের জন্য।ভাজপার থেকে বেশী আইডেন্টিটি পলিটিক্স কেউ এখন করতে পারছে না, সর্বভারতীয় লেভেলে। রাজ্য লেভেলে কিন্তু হচ্ছে, সেটা ধর্ম নয়, ভাষা বা কালচারভিত্তিক।

    এখন, বামেরা তো আইডেন্টিটি পলিটিক্স করবে না। তাহলে তাদের হাতে পড়ে থাকে অর্থনীতিনিভর রাজনীতি। সেই অর্থনীতিতে ঠিক কিরকম, নতুন কী, অন্যরকম কী, সেসব তৈরী করার তো দরকার আছে তো।
  • aranya | 2601:84:4600:5410:ccbb:e65:25e7:***:*** | ২২ আগস্ট ২০২২ ২২:১৫508460
  • বিজেপি-র জয়যাত্রা চলছে বটে, @এলসিএম 
  • aranya | 2601:84:4600:5410:ccbb:e65:25e7:***:*** | ২২ আগস্ট ২০২২ ২২:১৪508459
  • আইডেন্টিটি একটা ইন্টারেস্টিং জিনিস । মানুষের বিভিন্ন পরিচিতি-র মধ্যে ধর্মীয় পরিচিতিটাই সবচেয়ে অর্থহীন মনে হয়, অলৌকিক ব্যাপার স্যাপার চলে আসে, আবার অনেকের কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ 
  • সিএস | 49.37.***.*** | ২২ আগস্ট ২০২২ ২২:০৭508458
  • শনিবার কলেজ স্ট্রীট পাতিরামে একটা পত্রিকায় সাধন চট্টোপাধ্যায়ের একটা লেখা পড়ছিলাম, নিজের লেখা উপন্যাস নিয়ে। এক জায়গায় লিখেছেন, বাম আমলে গ্রামে দেখেছেন একজন মানুষ, সে বামেদের মিছিলে যায়্টায়, সমর্থন করে আবার অন্যদিকে ধর্মবিশ্বাস ইত্যাদি। এই বিশ্বাস দিয়েই জীবনের অনেক কঠিন সময় পার হয়। তো পড়ে মনে হল, ঐ মানুষটি বা তার মতো আরো অনেকেই, বাম রাজনীতি আর অর্থনীতির প্রভাব কমে গেলে, stagnant হয়ে গেলে, ক্রমশঃ দুর্বল হয়ে গেলে তৃণমূল বা ভাজপার দিকে চলে যাবে, গেছেও। অন্য একটা অর্থনীতি তাকে কিছু সুরাহা দিলে আর অন্য রাজনীতি তার ব্যক্তিগত বিশ্বাস, পুজো ইত্যাদিকে মুল্য দিলে, প্রকারান্তরে তার আইডেন্টিটিকে মুল্য দিলে সে টিএমসি বা ভাজপাকে ভোট দেবে।
  • lcm | ২২ আগস্ট ২০২২ ২২:০৫508457
  • অরণ্য,
    লোকসভায়
    ২০০৪ -- কং ১৪৫, বিজেপি ১৩৮
    ২০০৯ -- কং ২০৬, বিজেপি ১১৬
    ২০১৪ -- কং ৪৪, বিজেপি ২৮২
    ২০১৯ -- কং ৫২, বিজেপি ৩০৩
  • aranya | 2601:84:4600:5410:ccbb:e65:25e7:***:*** | ২২ আগস্ট ২০২২ ২২:০০508456
  • শুধু অর্থনীতি তো নয়, ধর্ম ও গুরুত্বপূর্ণ, ভোটের ক্ষেত্রে। বিজেপি লোকসভায় ২-টি আসন থেকে, এখন বোধয় ৩০০+, এ তো আর শুধু সো কলড উন্নয়ন বা অনুদানের  জন্য নয় 
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২২ আগস্ট ২০২২ ২১:৪৭508455
  • বিনিময় প্রথায় ভোট হয় সেটা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার উপায় আমার হাতে আপাততঃ নেই।
     
    এবারে এই বিনিময় প্রথার যুক্তিতেই শাইনিং ইন্ডিয়ার মোদী সমর্থন জাস্টিফায়েড। বা আমেরিকাবাসীদের অনেকের (এই ডাক্তার ব্যবসায়ী এদের) ট্রাম্প সমর্থন জাস্টিফায়েড।
     
    অথবা কিছু লোকের ধর্মীয় বা ইমিগ্র্যান্ট বিদ্বেষ। সেটাও এক ধরণের সেলফ ইন্টারেস্ট, সুতরাং বিনিময়।
     
    মানে সেলফ ইন্টারেস্ট মানেই একেবারে র লুম্পেনাইজড ফর্মে হতে হবে এমন তো নয়। এনলাইটেনড সেলফ ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে।
  • সিএস | 49.37.***.*** | ২২ আগস্ট ২০২২ ২১:৪১508454
  • বলার হল যে পাবলিক সেক্টরের অর্থনীতি আর গ্লোবালাইজেশনের অর্থনীতি, দুইই তার সমর্থক বা ভোটার বেস তৈরী করেছিল। প্রথমটা মূলতঃ ১৯৮০ র দশকে, পরেরটা ১৯৯০ আর তার পরে শাইনিং ইন্ডিয়া ইত্যাদি। এইসবের প্রতি সমর্থন এখনো টিকে আছে লোকের মধ্যে; মনে পড়ে আহা কী সুন্দর দিন ছিল আগে তাদের মধ্যে অথবা আচ্ছে দিন হয়ে যারা ভাজপার দিকে চলে গেল তাদের মধ্যে।
  • সিএস | 49.37.***.*** | ২২ আগস্ট ২০২২ ২১:৩৫508453
  • মমতা তো তার কোর ভোটার বেস তৈরী করছে। মোদীজীও করছে। দুই দিকই কিন্তু অনুদান নির্ভর অর্থনীতির ওপর ভিত্তি করে। সব মিলিয়ে পপুলিস্ট রাজনীতি।

    তো এই রাজনীতি তো এলো পাবলিক সেক্টরের অর্থনীতি, গ্লোবাজাইশনের অর্থনীতি, সেসব পেরিয়ে।এমন নয় যে এই দুটো নির্ভেজাল খারাপ ছিল, কিছু মানুষের তো ভালো হয়েছে।

    এখন এই অনুদান নির্ভর অর্থনীতি কতদিন টানতে পারে সেটাই দেখার আর কত বেশী মানুষকে প্রভাবিত করতে পারে। বামেরা এইসবকে ভিক্ষে টিক্ষে বলে আরোই ছড়িয়ে ফেলেছে। তাদের বিকল্পটা কী, সিঙুর কত ভালো ছিল, সেইসব ? তার থেকে ভাজপার বলার মত বেশী আছে, কেন্দ্রের
    ইনভেস্টমেন্ট ইত্যাদি।

    কনফ্লিক্ট বা সরকারের বদল অর্থনীতি দিয়েই হয় বলে মনে হয়। তো সেই বদলটা লোককে 'খাওয়াতে' না পারলে লোকে তার ভোট বদল করবে না। জিনিসপত্রের দাম খুব বেড়েছে, সে নিয়ে কং যত টুইট করুক না কেন, ফল পাবে কী ? হ্যাঁ, রাস্তায় নামলে হয়ত আরো বেশী চোখে পড়তে পারে কিন্তু বিকল্পটা তো দিতে হবে।
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২১:০১508452
  • আপনি ট্রাম্প সাপোর্টার নাকি অন্য কারও তাই দিয়ে বাংলায় ভোট হয় না। হয় বিনিময় প্রথায়। সেটা ভালো কিংবা খারাপ হতেই পারে। কিন্তু এটা ভালো না খারাপ - তা নির্ভর করে যিনি পাচ্ছেন তাঁর ওপর। তাত্ত্বিক কচকচানি শুনতে তাঁর বয়েই গেছে। মানুষ যেখানে ফ্রিতে আলকাতরা পেলে চেটেপুটে মেরে দেয়, সেখানে নগদ টাকার প্রলোভন অস্বীকার করা বেশ মুশকিল। মমতা এটা বহু আগেই বুঝেছেন এবং তার ফলও পাচ্ছেন।
     
    ও হ্যাঁ, এর আগে অন্যান্য ভাতার কথা বলতে গিয়ে বিধবা ভাতার কথাটা বলিনি।
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২০:৫৭508451
  • নাম তো না দেওয়ার কিছু নেই কিন্তু সে ব্যাপারে আগে আপনার অবস্থানটা জানতে হবে। মানে আপনি কি এই কথা অস্বীকার করছেন? সেলিম কাণ্ড জানেন তো? মানে সেই হাসপাতাল জুড়ে থাকার ব্যাপারটা? আর আমার বাড়ি নদীয়া জেলায়। সেখানকার দুই জেলা পরিষদের সভাধিপতি হরিপ্রসাদ তালুকদার এবং মেঘলাল শেখকেও যেমন চিনি, তেমন রাধানাথ বিশ্বাসকে চিনি। আপনি কি রাধানাথকে ক্লিনচিট দেবেন নাকি?
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২২ আগস্ট ২০২২ ২০:৩১508450
  • সেই যুক্তিতেই শাইনিং ইন্ডিয়া ডোল, সোশ্যাল সার্ভিস কাটার সমর্থক। তাহলে ট্যাক্স কমবে।
     
    লুম্পেনাইজেশন সব লেভেলেই হয়।
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২২ আগস্ট ২০২২ ২০:২৮508449
  • নামটা দিন প্লিজ।
     
    আমাকে যে দেবে বললে আমি যে ট্যাক্স কমাবে তার দিকে। ট্রাম্প সাপোর্টার।
     
    • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২০:০০৫০৮৪৪৭ 
    • এখনও একজন সিপিএম জেলা মেম্বারের চলাফেরা দেখলে চোখ কপালে উঠতে পারে। আমার জেলাতেই আছে। দরকারে নাম উল্লেখ করতে পারি।
  • aranya | 2601:84:4600:5410:ccbb:e65:25e7:***:*** | ২২ আগস্ট ২০২২ ২০:০১508448
  • হ্যাঁ, অবিশ্বাস্য মনে হয়, @কেকে 
    তন্ময় বেঁচে থাকলে আরও কিছু ছেলে মেয়েকে পরিবেশ প্রেমী করে তুলত, সেটা একটা বড় ক্ষতি 
  • এলেবেলে | ২২ আগস্ট ২০২২ ২০:০০508447
  • অরণ্য, আপনার বন্ধুর খবরটা খুবই দুঃখজনক।
     
    দুর্নীতি না করলে রাজনৈতিক দলের ফান্ড আসে না আর দলগুলো হাওয়ায় চলে না। আগে বামেদের সেরা দুই ফান্ড রেজার ছিলেন কলিমুদ্দিন আর সুভাষ। এখনও একজন সিপিএম জেলা মেম্বারের চলাফেরা দেখলে চোখ কপালে উঠতে পারে। আমার জেলাতেই আছে। দরকারে নাম উল্লেখ করতে পারি। কাজেই যে যা কামাচ্ছে কামাক, এই ফাঁকে আমাকে যে কিছু দেবে আমি তার দিকে। সিম্পুল।
  • হজবরল | 5.2.***.*** | ২২ আগস্ট ২০২২ ২০:০০508446
  • হ্যাঁ এলোনদা টাকাটা নিজে ব্যাংকরোল করে দিলে ত খুবই ভালো হয় :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত