এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হিজি-বিজ-বিজ  | 45.59.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৯:২২508025
  • এস বি আই  এ  শুধু যে ব্যবহার ভালো নয় তাই নয় ওদের পরিষেবা দিতেও প্রচুর সময় নেয়। বিএস যেন এল এমনিতে ঘুষ নিতো না।  কিন্তু কানেকশন করে দিতে এলে বা লাইনের গোলমাল ঠিক করতে এলে টাকা ছাড়া কিছুই করতো না। সে তো ঘুষ ই টিপস তো নয়।  
    • যোষিতা | ১৩ আগস্ট ২০২২ ০৫:০১508009
    • আপনারা ঘুষ দেন কেন?   কিছু ক্ষেত্রে লোকে নিরুপায় হয়েই দেয়। বিশেষত বয়স্ক লোকেরা।  
  • সিবিআই রিপোর্ট বা চার্জশিট | 2601:205:c280:2890:6c08:17c3:e0a1:***:*** | ১৩ আগস্ট ২০২২ ০৮:৫৩508024
  • https://www.anandabazar.com/west-bengal/anubrata-mandal-use-to-control-cattle-smuggling-from-the-market-of-birbhum-question-arises/cid/1362583
     
    আজকে আনন্দবাজার ডিজিটালে গরুপাচার সম্পর্কে সিবিআই এর রিপোর্ট টা লিখছে। অথচ এই গরুপাচার আজকের ঘটনা তো নয় - দীর্ঘ ১০-১৫ বছর ধরে হচ্ছে। ইউটিউবে অজস্র ভিডিও আছে এ নিয়ে। অথচ মিডিয়া পুরো নিশ্চুপ ছিলো। এদিকে এলাকার লোক কিন্তু সব খবর রাখে। অথচ কারোরই কোনো হোলদোল নেই। প্রশ্ন হচ্ছে মিডিয়া হাউস গুলো এই নিয়ে কোনো এতদিন কোনো ইনভেস্টিগেচিভ রিপোর্টিং করেনি কেনো? এতদিনে সিবিআই এর কাঁধে চেপে টনক নড়েছে মেনে হয়! এদিকে বুদ্ধিজীবীরা বলে 'আমি তো এব্যাপারে কিছুই জানিনা। খোঁজখবর নিতে হবে' বলে দায় ঝেড়ে দিচ্ছে।
     
    পুরো রসাতল কেস।
  • Abhyu | 97.8.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৮:৩২508023
  • আমার বাবা মায়ের SBIতে অ্যাকাউন্ট। তো, অনলাইন অ্যাকসেসের জন্যে বলে আমরা আপনার মাকে ইন্টারভিউ নিয়ে ডিসাইড করব ওনার জন্যে ইন্টারনেট ব্যাঙ্কিং চলবে কিনা। মানে কাস্টমার ঠিক করবে না, ব্যাঙ্কের লোক ঠিক করবে! এর আগে একবার KYC করাতে গিয়ে চোখের জলে নাকের জলে করে ছেড়েছিল। কি সাঙ্ঘাতিক বাজে ব্যবহার ভাবা যায় না।
  • Abhyu | 97.8.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৮:১৯508022
  • হুতো রকস :)
  • dc | 2401:4900:2640:c307:497:baa1:f34a:***:*** | ১৩ আগস্ট ২০২২ ০৮:১৩508021
  • যা বুঝছি, ভাইজাগের লোকজন ভীষন ভালো :-)
     
    আর ট্রাফিক পুলিশকে তো কতোবার ঘুষ দিয়েছি তার ঠিক নেই। দুয়েক বছর আগে স্কুটারে করে যাচ্ছিলাক, সাথে বৌও ছিল। এবার এক জায়গায় ইউ টার্ন  ছিল। সিগনাল লাল ছিল, তাও টুক করে স্কুটার ঘুরিয়ে নিয়েছি। আর এক্কেবারে সাথে সাথে ট্রাফিক পুলিশের সামনে পড়েছি। তো উনি হেসে বললেন রাস্তার ধারে আসুন, আমিও গেলাম। তারপর বল্লেন একটু দূরে সার্জেন্ট আছে, আপনি কিন্তু জোর বেঁচে গেলেন। যাই হোক, আমি বল্লাম দেখুন আমার কাছে মোটে দুশো টাকা আছে। পুলিশ একটু আশাহত হলেন, তাও দুশো টাকাতেই রফা হয়ে গেল। 
     
    তবে আসল ক্যাঁচাল হয়েছিল এর পর। কারন স্কুটারটা বৌএর, আমি চালাচ্ছিলাম। বাড়ি ফিরে ভালোমত ঝাড় খেয়েছিলাম। 
  • Amit | 120.22.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৮:০৩508020
  • সেই জন্যেই তো বললাম বিশ্বাস হবে না। এটাও বলি নেক্সট ১৫-১৬ বছরে যখনি তাদের ইন্টারনেট এ প্রবলেম হতো , বেশির ভাগ টাইম এই মা লাগাতে পারতেন না ঠিকঠাক কাছের অফিসে ফোন করলে কয়েক ঘন্টায় লোক এসে সারিয়ে দিতো। আর ভাইজাগ এ আমার এখনো এসবিআই তে একাউন্ট - কোনো সমস্যা হলে বাইরে থেকে ম্যানেজার বা কারোর সাথে কথা বললে 90% কেসে সল্ভ হয়ে যায়।
     
    কোনোটাই বিশ্বাসযোগ্য নয় জানি। কিন্তু আমার এক্সপি এটাই। :) :) 
  • র২হ | 2601:c6:c87f:c858:d8ee:c3a4:67a9:***:*** | ১৩ আগস্ট ২০২২ ০৭:৫৮508019
  • আমি ঘুষ দিয়েছি একমাত্র দিল্লির ট্রাফিক পুলিশকে।
     
    কলকাতায় সিইএসসি বিএসএনএল পাসপোর্ট পুরসভা কোনকিছুতেই ঘুষ দিতে হয়নি। মানে চাইলে দিয়ে দিতাম কিন্তু তেমন পরিস্থিতি হয়নি। মোটামুটি ১৯৯৮ থেকে ২০১০, বাঘাযতীন, টালিগঞ্জ ট্রাম ডিপো অঞ্চল, পাটুলি।
     
    দিল্লিতে স্কুটার চালিয়ে যাচ্ছি, পুলিশ ধরেছে, আমি তো জানি দিল্লিতে পুলিশ ধরলে পয়সা দিতেই হয়, বিনা বাক্যব্যয়ে একশো টাকা দিয়ে দিয়েছি। পকেটে ওই একশো বাদে সব পাঁচ দশ কুড়ি টাকার নোট। দুটো লাইট পরে আবার ধরেছে। আমার পব-র প্লেট ছিল, এই নিয়ে। আমি বললাম এইতো একটু আগে দিলাম, দাঁড়ান দেখি কী আছে। আমি পাঁচ দশ টাকা গুনে গুনে একশো করছি দেখে পুলিশ বলছে আরে না না, তোমার কাছে তো কম পড়ে যাবে, থাক থাক, আর আমি, না না, এই তো সামনে এটিএম আছে, কোন অসুবিধে হবে না, আপনি নিন না, এই করে সত্তর আশি টাকা দিয়েছিলাম। ঘটনার প্রবাহে আমার তখন, আহা ভদ্রলোক হাঁকডাক করে দাঁড় করিয়ে এত কথা বলে এখন পুরো টাকা পাবেন না, এ কেমন কথা, এইরকম চিন্তা। 
  • dc | 2401:4900:2640:c307:497:baa1:f34a:***:*** | ১৩ আগস্ট ২০২২ ০৬:৪৯508018
  • কেসিকে ধন্যবাদ। 
     
    আর অমিতের ভাইজাগ বিএসএনএল এর কথা শুনে অবাক হয়ে গেলাম। সেই সময়ে তো ঘুষ না দিলে কানেকশানই দিতো না! ফোন কানেকশান পেয়েছিলাম ঘুষ দিয়ে, পাসপোর্টও পেয়েছিলাম ঘুষ দিয়ে। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:caa4:7f46:2d84:***:*** | ১৩ আগস্ট ২০২২ ০৬:৪২508017
  • ভোন্দু কিন্তু ক্ষেপবে। তিনু থাকতে কত খেত। এখন মুখ্যমন্ত্রী হবার লোভে সামলে আছে। মোদী শাহ যদি একপিস হিন্দিওয়ালা পাঠিয়ে দেয় তো ওনার আমও গেল, ছালাও গেল।
     
    • হজবরল | 185.220.101.174 | ১৩ আগস্ট ২০২২ ০৪:২২508004
    • নাগপুরের কাছের লোক না হলে মুখ্যমন্ত্রী হওয়া মুশকিল
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৬:০৩508016
  • গ্রুপে গ্রুপে এইবার শুরু হয়ে যাবে হল্লা, সম্ভবত শুরু হয়ে গেছে।
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৬:০২508015
  • রুশদির উপরে আক্রমণ হয়েছে, তাই নিয়ে ফেবুতে পোস্ট এসেছে। আর কমেন্ট সেকশনে কীরকম সব কমেন্ট করছে! কিছু লোক তো খোলাখুলি বলছে ঠিক কাজ নাকি করেছে। ফেবু যুগের আগে এইসব হিংস্র মৌলবাদিতা খোলাখুলি দেখতে পেতাম না। খবরের কাগজে পলিটিকালি কারেক্ট লেখাগুলো আসতো, এমনিতেও অন্য যা পাওয়া যেত, তাতেও রাখঢাক থাকত। ফেবুযুগে আর রাখঢাক নেই।
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৫:৫০508014
  • সরকারী ব্যবস্থাপনায় কি 'সম্মানিত বিশিষ্ট নাগরিক' দের জন্য বিশেষ ধরণের আয়োজন থাকা উচিত? (অবশ্য উচিত অনুচিতে কী বা আসে যায়? )
  • যোষিতা | ১৩ আগস্ট ২০২২ ০৫:৪৫508013
  • পিজি হাসপাতাল তখন এমনিতেই পরিস্কার পরিচ্ছন্ন ছিল। দরকারে আমরাও গেছি। কিন্তু উডবার্ন পুরো মাখন। বেলভিউ টেলভিউ লেভেলের, তার ওপর গড়ের মাঠের হাওয়া। লম্বা ডান্ডাওয়ালা সিলিং ফ্যান চালানোর দরকারই পড়ে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ঐ ওয়ার্ডটা রাখার কী দরকার? সরকারি হাসপাতালে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস থাকে। বরাবরই ছিল। কেবিন, পেয়িং বেড, ফ্রি বেড। কিন্তু উডবার্নে ঢুকতে পারা সহজ ছিল না। ওটা বরাবরই ঘোলাটে এরিয়া।
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৫:৩৮508012
  • এইসব নানা অভিজ্ঞতা শুনে মনে হয় একেই কবি বলেছেন, "জগতে আনন্দযজ্ঞে -----" ঃ-)
  • যোষিতা | ১৩ আগস্ট ২০২২ ০৫:২৯508011
  • উডবার্ন ওয়ার্ড। সম্ভবত ১৯৮০ বা ৮১ সাল। আমার মায়ের মাসতুতো মাসী উডবার্নে ভর্তি। ডক্টর মণি ছেত্রীর চিকিৎসাধীন। এক চমৎকার বিকেলে সেই দিদিমাকে দেখতে হাসপাতালে গেলাম। টানা একমাস চিকিৎসা চলবে এরকম কিছু জানতে পেরেছিলাম। সেই দিদিমা তখন ইনকাম ট্যাক্সের অফিসে চাকরি করতেন। তবে সরকারি চাকরিজীবি হিসেবে উডবার্নে থাকছিলেন এরকম কিছু জানি না। হাসপাতালে গেছি আমরা তিনজন। জ্যাঠতুতো দাদা, মা ও আমি। জ্যাঠতুতো দাদা পাঁড় সিপিয়েম। প্রচণ্ড অ্যাকটিভ রাজনৈতিকভাবে। তখন সিপিয়েম রাজত্ব। তা উডবার্নের একতলার গেটে প্রহরী আটকালো আমাদের। ভিজিটিং আওয়ার, তবু ঢুকতে দেবে না। কেন দেবে না ঢুকতে? উত্তর নেই। এদিক ওদিক তাকায়। মা রেগে গিয়ে চেঁচিয়েছিল। তাতে প্রহরী একদম বেঁকে বসল। তারপর জ্যাঠতুতো দাদা তাকে বুঝিয়ে বাঝিয়ে ঘুষ অফার করল। প্রায় দিয়ে ফেলছে ঘুষ, তখন মা ঝাঁপিয়ে পড়ে সেটা দিতে দিল না। বলল, হাসপাতালে ঢুকতে হলে দারোয়ানকে ঘুষ দিতে হবে? ওদিকটায় লোকজন খুবই কম, নইলে ভিড় জমে যেত। যাইহোক প্রহরী আমাদের দুজনকে ঢুকতে দিল।
    মোটকথা ঘুষ চলত বরাবরই। তবে আমরা দিতাম না।
    উডবার্নের দোতলার সেই বিশাল ঘরে একজনমাত্র রোগিনী কত যত্নের মধ্যে আছে দেখলাম। এলাহী ব্যাপার। রোগ গুরুতর কিছুই না, চর্মরোগের সমস্যা। একদিকে বারান্দা, অন্য দিকে বিশাল জানলা দুটো। হাসপাতালে যে বিচ্ছিরি গন্ধটা থাকে, সেটা নেই। বাহারি টি সেটে চায়ের আয়োজন। মার্বেলের মেঝে। চমৎকার সোফা সেট। মনে হয় যতক্ষণ পারি ওখানেই থাকি।
    মা তো বলেই ফেলল, এতো রাজার হালে থাকার বযবস্থা! কত খরচ হচ্ছে? 
    জানা গেল খরচ কিছুই দিতে হচ্ছে না মায়ের সেই মাসীকে। ভেতর থেকে ব্যবস্থা করেছে তার বোনপোয়েরা।
    এটাও করাপশন বলেই মনে হয়েছিল। সেই দিদিমা একমাসের মেডিকেল লীভ নিয়ে চর্মরোগের চিকিৎসার জন্য উডবার্নে জাস্ট রেস্ট নিলেন। দিনে একবার করে দেখে যেতেন ডক্টর মণি ছেত্রী।
  • Abhyu | 97.8.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৫:১০508010
  • অমিতের সাথে ২০০% সহমত। উফ সেই বাথরুম।
  • যোষিতা | ১৩ আগস্ট ২০২২ ০৫:০১508009
  • আপনারা ঘুষ দেন কেন? 
  • Amit | 118.2.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:৪৯508008
  • নিঃসন্দেহে এয়ার ইন্ডিয়া।  :) আমার একাউন্ট ভাইজাগ এসবিআই তে। ওখানে অভিজ্ঞতা খুবই ভালো। প্রাইভেট ব্যাংকে ওতো ভালো সার্ভিস পাইনি। ইন ফ্যাক্ট এসবিআই বা বিএসনেল এসমস্তই ওখানকার অভিজ্ঞতা আর কলকাতার অভিজ্ঞতা আকাশ পাতাল তফাৎ -প্রায় অন্য গ্রহের মনে হয়েছে আমার নিজের। বললে বিশ্বাস করবেন না ২০০১ এ ভাইজাগ এ আমার বাড়িতে বিএসনেল একদিনে কানেকশন দিয়েছিলো কোনো ঘুষ ছাড়া। আর কলকাতায় ২০০৯ এ দু মাস - তিনজনকে ঘুষ দিয়ে।
     
    তবে এয়ার ইন্ডিয়ার আমার নিজের খারাপ অভিজ্ঞতা যতটা এয়ারলাইন্স এর জন্যে , তার থেকে বেশি প্যাসেঞ্জার দের জন্যে। ভারতীয় প্যাসেঞ্জার বেশি থাকলে লং ফ্লাইট এর বাথরুম গুলো জাস্ট নরক বানিয়ে ছাড়ে। 
  • Abhyu | 97.8.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:৩৮508007
  • SBIতে অ্যাকাউন্ট মেনটেন করা আর Air Indiaতে ট্রাভেল করা - কোনটা যে বেশি রোমহর্ষক বলা কঠিন।
  • Abhyu | 97.8.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:৩৫508006
  • আমার এক বন্ধু ডোমেস্টিক অ্যাকাউন্ট থেকে এন আর আই অ্যাকাউন্ট (তখন USA) থেকে (দেশে ফিরে আবার) ডোমেস্টিক অ্যাকাউন্ট থেকে আবার (এখন জার্মানিতে) এন আর আই অ্যাকাউণ্ট করিয়েছে। SBIতে। সেই অভিজ্ঞতা লিখলে বেস্ট সেলার হবেই :)
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:২৭508005
  • থ্যাংক ইউ, অভ্যু। বন্ধুকে জানাবো এটা। গুরুত্বপূর্ণ ইনফর্মেশন।
  • হজবরল | 185.22.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:২২508004
  • নাগপুরের কাছের লোক না হলে মুখ্যমন্ত্রী হওয়া মুশকিল
  • Abhyu | 97.8.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:১৮508003
  • আতোজ, পাসপোর্ট ভারতীয় হলেও যদি সে বিদেশে থাকে তোমার আমার মতো, তাহলে আইনতঃ সাধারণ ডোমেস্টিক অ্যাকাউন্ট রাখতে পারে না, শুধু NRI অ্যাকাউন্ট রাখতে পারে। সেই জন্যেই ফ্রিজ করে দিয়েছে। আধার কার্ড থাকলেও যদি ধরা পড়ে যে NRI তাহলে পরে অসুবিধে হতে পারে। ঐ অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে বল। SBI হলে ঐ অ্যাকাউন্টকেই এন আর আই অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারবে।

    সাধারণভাবে লোকে ধরে নেয় ভারতীয় পাসপোর্ট আছে মানেই সব চলবে, ব্যাপারটা ঠিক তা নয় :)
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:caa4:7f46:2d84:***:*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:১৫508002
  • পরের ইলেকশনে কি শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে? নাকি দিল্লী থেকে কাউকে পাঠাবে? 
     
    নাকি পিসী বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী হবে?
  • যোষিতা | ১৩ আগস্ট ২০২২ ০৪:১৩508001
  • করোনাতো আড়াই বছর আগে শুরু হয়েছিল। তার আগেও যায় নি?
    করোনার জন্য দেশে যাওয়া যাচ্ছে না কে বলল? দলে দলে লোক ইন্ডিয়া যাচ্ছে। বন্ধুর যুক্তি অসংলগ্ন লাগছে।
  • হজবরল | 185.22.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:০৬508000
  • দেশে একবার গেলে যে ব্যাংকে একাউন্ট আচে ওরাই আধার করিয়ে দেবে । ভারতীয় নাগরিক হলে আধার রাখা জরুরি ।
  • যোষিতা | ১৩ আগস্ট ২০২২ ০৪:০৩507999
  • আধার তো দশ বছরের মত আগে শুরু হয়েছে। দশ বছর টানা বিদেশে আছে? তাহলে তো এনারাই স্টেটাস হয়ে যাবে! দশ বছরের মধ্যে একটিবারও দেশে যেতে পারে নি? তাহলে আর কী করা যাবে?
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:০৩507998
  • সেই বন্ধুর ভারতীয় পাসপোর্ট।
  • Amit | 118.2.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:০৩507997
  • ওহ। আগের টা দেখতে পাইনি 
  • Amit | 118.2.***.*** | ১৩ আগস্ট ২০২২ ০৪:০২507996
  • পাসপোর্ট বিদেশী হলে আইনত ডোমেস্টিক একাউন্ট রাখা যায়না। এনারাই একাউন্ট এ কনভার্ট করাতে হয়। কেউ কেউ রাখেন যদি ব্যাঙ্ক না ধরে। ওনাকে বলুন ব্যাঙ্ক ম্যানেজার এর সাথে কথা বলতে যদি কনভার্ট করাতে পারে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত