এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 121.2.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:৫৬506221
  • তাপ্পর বোধহয় তিনিই আবার নেতাজি হয়ে জন্মালেন। তাপ্পর আবার ​​​​​​​গুমনামী ​​​​​​​বাবা ​​​​​​​হয়ে ​​​​​​​ফেরত ​​​​​​​গেলেন। ​​​​​​​
     
    বাঙালির সবকিছুর শেষে একটু নেতাজি গুঁজে না দিলে কেমন খালি খালি লাগে। 
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:৫৩506220
  • জেরুজালেমে ফিরে অনেক ঝঞ্ঝাট ঝামেলা হল, শেষে তো ক্রুশেই ঝুলিয়ে দিল। কিন্তু তিনি যোগী, তাঁকে মারে কার সাধ্য? তিনি সমাধি ফুঁড়ে বেরিয়ে শিষ্যসামন্তদের আরও অনেক শিক্ষা টিক্ষা দিয়ে তারপর "বাই বাই বেবি ডোন্ট বি অ্যালোন, আই ওয়ারিড অ্যাবাউট ইউ হোয়াইল আই'ম গন" গাইতে গাইতে মাঠ বন পাহাড় পার হয়ে আবার ফিরে গেলেন লাদাখ। সেখানে বাকী জীবনটা ধর্মাচরণ শিক্ষাদান ইত্যাদি ভালো ভালো কাজ করে নব্বই না একশো বছর বয়সে লোকান্তরিত হলেন।
  • Amit | 121.2.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:৪২506219
  • সেতো বটেই। এই গল্পও শুনেছি যীশু বাবু নাকি তেনার অজ্ঞাতবাসের সময় ঘুরতে ঘুরতে কাশ্মীরে কোন গুহায় এক কোপিনধারী সাধুবাবা র থেকে মন্ত্র নিয়ে তাপ্পর জেরুসালেমে ফিরে ধর্ম প্রচার শুরু করলেন। আদতে সবই ​​​​​​​সনাতন - শুধু কপি ​​​​​​​আর পেস্ট। 
     
    না ফিরলে কোনো ঝঞ্ঝাট ই হতোনা- দিব্যি কাশ্মীরের আপেল খেয়ে ভেড়া চড়িয়ে এক কাশ্মীরি ললনা কে বিয়ে করে জ্যাবন কাটাতে পারতেন- কিন্তু না। ফেরার চুলকুনি উঠলোই। এর থেকেই নাকি মারফি তার অমর তত্ত্বটি চালু করেন- "যা ছড়াবার তা ছড়াবেই "।
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:৩৫506217
  • ক্যাচি গপ্পোগুলো বেঁচে থাকে। 'ইতিহাস' বলে যা পড়ি আমরা, সেসবও অর্ধেকই গপ্পো। যার যখন ক্ষমতা হয়েছে, সে তার অ্যাজেন্ডা অনুযায়ী সেইরকম 'ইতিহাস' লিখিয়েছে।
    এই তো একদল দেখলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে গৌতম বুদ্ধ নাকি পারস্যের লোক, একসময় সেখানকার রাজাও হয়েছিলেন। ঃ-)
  • Amit | 121.2.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:৩৪506216
  • ভাগ্য ভালো নবনীতা দেবসেন পরপারে পৌঁছে গেছেন। নাহলে বুড়ো বয়েসে ওনাকে ধরে স্ট্যানস্বামী বানিয়ে দিতো হয়তো। 
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:৩০506215
  • আমার সবচেয়ে প্রিয় জায়্গা দক্ষিণ পাতাল বলে একটা জায়গা। সেই যেখানে সীতার সন্ধানে গেছিল। হনুমানের সঙ্গে ক্যাভার্নে ক্যাভার্নে গিয়ে গিয়ে বানরদল হুশ করে উঠল, দেখল কী চমৎকার হ্রদ, কী চমৎকার প্রাসাদ! সেখানে সম্ভবার দেখা পেল। তাকেই সীতা ভেবেছিল। সম্ভবা বলল, দেখুন আমি এই রাজ্য সামলাই। এই রাজ্য হেমার, হেমা আমার সখী। তার অনুরোধে সাময়িক সামলাচ্ছি। হেমা তার হাবি ময়দানবের উপরে রাগ করে মায়ের কাছে চলে গেছে, ময় সঙ্গে সঙ্গে ছুটেছে তাকে ধরে আনতে। কী অবস্থা!
    ওইরকম নারীশাসিত রাজ্য আমাজনদের ছিল, রামায়ণে ওই সম্ভবার কাহিনিটায় তার আভাসমাত্র দেয় এরা। কৃত্তিবাস জাস্ট ছুঁয়ে চলে গেছেন। বাল্মিকী নিজেও হয়তো ওইটুকুই বলেছেন।
    অথচ সীতার কাহিনীটা (সেই মাটিতে পুঁতে যাওয়া ডোমের ভেতর থেকে খুঁড়ে তোলা থেকে আরম্ভ করে মাটি ফেটে রথ উঠে স্বয়ংপ্রভার ওকে নিয়ে যাওয়া পর্যন্ত )একেবারে অন্যভাবে দেখা সম্ভব। কিন্তু সেসব করাই যাবে না। আগের দুনিয়াতেই হত না, এখন তো ঘোরতর সেন্সিটিভ চাড্ডি অবস্থা! ঃ-)
  • Amit | 121.2.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:১৯506214
  • আমার মনে হয় হয়তো অযোধ্যায় রাম বলে একটা রাজা ছিলেন এককালে। হয়তো কুরুক্ষেত্রে কোনো একটা ছোট্ট যুদ্ধ টুদ্ধ ও হয়েছিল। তবে রামায়ণ মহাভারত কেন জানি মনে হয় পরে অনেকের দ্বারা অনেকটাই ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে লেখা- একটা কালচারকে গ্লোরিফাই করার জন্যে। এসব পাপী ​​​​​​​চিন্তা মনে ​​​​​​​আসে ​​​​​​​মাঝে সাঝে। 
     
    যাকগে।আমি গর্বিত চাড্ডি। এগুলোতে যা লেখা আছে সব সত্যি। 
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:১৮506213
  • কোশল কেকয় কাশী মগধ কুরু পাঞ্চাল গান্ধার অস্মক ইত্যাদি প্রভৃতিগুলো অ্যাকসেপ্ট করে নিলে রাম কৃষ্ণ অর্জুন ভীষ্ম দ্রোণ ইত্যাদিদেরও খাপে খাপে বসাতেই হয়। মানে এইসব জায়গাগুলো শাসন করা, যুদ্ধ টুদ্ধ করা, এর ওর থেকে কেড়ে আনা-এসব করার লোক চাই তো!
  • Amit | 121.2.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:১৫506212
  • হেইডা দেখি আমার সাথে কিছু চৈনিক আর কোরিয়ান ছেলেপুলেদের। সব প্যাকাটি মার্কা চেহারা। কিন্তু কি পরিমান খেতে পারে না দেখলে পেত্তয় যাবেন না। আর আমাদের একটু খানি ভুঁড়ি একবার লেগে গেলো তো গেলই। 
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:১৩506211
  • আরে অমিত বলেন কী? রাম, কৃষ্ণ, দশরথ, ভরত, লক্ষ্মণ, হনুমান, সুগ্রীব, অর্জুন, যুধিষ্ঠির, কর্ণ, দুর্যোধন, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী, সীতা, সত্যভামা, রুক্মিনী, রাধা, নন্দঘোষ ইত্যাদি ইত্যাদি যে যেখানে ছিল, সবই তো-
    ঃ-)
  • :|: | 174.25.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:১২506210
  • রুমে নয় রামে!
  • :|: | 174.25.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:১১506209
  • তিনটে তিনকে -- কোশল কেকেয় রাজ্য যখন আছে তখন অযোধ্যা আর রুমে কী অসুবিধা? 
    সেটা কথা না। এই বাপমা ঠিকঠাক নেবার ব্যাপারটা গুরুতেই প্রথম বুঝেছিলাম, রোগা কী করিয়া হইতে হইবে প্রসঙ্গে। সিলেক্ট করুন প্যাঁকাটি মতো মা আর চিমসে মতো বাপ্  -- তারপর যত ইচ্ছে খান। নির্ভয়ে! 
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:০৯506208
  • পুরানো ইস্কুলে বক্তৃতা দিতে ডাকে। দেশে বেড়াতে গেলেই ক্যাক করে চেপে ধরবে, দু'চার কথা গিয়ে বলতে হবে। সে এক সরকারপোষিত ইস্কুল। তখনকার দিনে (এই ধরুন গিয়ে ১৯৬৫ থেকে ২০০০) ওই অবৈতনিক স্কুলে সবরকম ছেলেপিলেই পড়ত, ডাক্তার প্রফেসর কেরানী ব্যবসায়ী সবাইকার সন্তানরাই। অ্যাডমিশন টেস্টও ছিল, বছরে দুইবার পরীক্ষাও ছিল, পাশফেল তো ছিলই, আরও সব নিয়ম টিয়ম ছিল। এখন নাকি পাশফেলও নেই, অ্যাডমিশন টেস্টও নেই, লটারি করে ভর্তি। রাতারাতি খিচুরি স্কুল হয়ে গেল। অন্য মধ্যবিত্ত তো দূরের কথা, টিচারেরা নিজেরাই সন্তান ভর্তি করেন না। এই অবস্থায় বক্তৃতা দিতে গিয়েই বা লাভ কী?
    বরং নাসিরুদ্দিনের মতন অবস্থা হবে, তিনি বললেন, 'আমি কী বলবো আপনারা জানেন?'
    শ্রোতারা অবাক হয়ে, 'না তো। জানি না।'
    নাসিরুদ্দিন রেগে বললেন, "আপনারা যদি কিছু নাই জানেন, তাহলে আর কী বলবো?'
    গটমট করে নাসিরুদ্দিন বিদায় নিলেন।
    পরের শুক্রবার আবার ডেকে এনেছে। উনি একই প্রশ্ন করলেন। অর্ধেক সংখ্যক শ্রোতা কইল জানি, অর্ধেক সংখ্যক কইল জানি না। তখন একগাল হেসে নাসির কইলেন, "তাহলে যারা জানেন তারা বলুন, যারা জানেন না তারা শুনুন। আমি বিদায় লই। " বলে ঝুঁকে পড়ে কুর্নিশ করে বিদায় নিলেন। ঃ-)
  • Amit | 121.2.***.*** | ১১ জুলাই ২০২২ ০৩:০৩506207
  • আপনি কি সিওর রাম একজন ঐতিহাসিক চরিত্র ?
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০২:৫৬506206
  • সে তো দেখুন গিয়ে রাম। তিনি যদি রাজার ঘরে না জন্মাতেন, তাহলে কী হত? ঃ-)
  • Amit | 121.2.***.*** | ১১ জুলাই ২০২২ ০২:২৬506205
  • দ্যাহেন আসলে কথা হলো গিয়ে ওয়ান নিড টু চুস পেরেন্টস ওয়াইসলি। বুদ্ধী করে এসব ষ্টার ফার বা আম্বানি আদানি দের ঘরে জন্মাতে হবে। তাহলে আর চিন্তা নেই। বেকার বেকার সব লোয়ার মিডল ক্লাস পেরেন্টস দের ঘরে জন্মে নিজে ঘেটে ফেলেছি। 
     
    সবই গত জন্মের পুন্য পাপের ফল - বুইলেন। স্বয়ং বুদ্ধই দ্যাখেন সেদ্ধ হওয়ার আগে কতগুলো জাতক জন্ম নিতে হলো। আপনেরা মানবেন না কিছুতেই। শুধু সাইন্স সাইন্স করলে চলে ? 
     
  • হজবরল | 185.22.***.*** | ১১ জুলাই ২০২২ ০২:০৬506204
  • কয়দিন বাদে ক্লাস ওয়ান থেকেই লোন চালু করে দেবে কলেজ ত দূর কি বাত 
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০২:০৪506203
  • স্টারেদের ছেলেমেয়েরা যা খুশি করলেই বা কি, তাদের তো আর অভাব হবে না। কিন্তু মধ্যবিত্ত যদি একবারে অব্লিগেশনে পড়ে যায় সন্তানদের মহার্ঘ্য স্কুলে পড়াতে, তাহলে বিপদ। কারণ এদের এই ধরণের স্কুলশিক্ষার উপরে ভরসা করে পরবর্তীকালে রিজনেবল কোনো চাকরি পেতে হবে। অন্য পন্থা নেই।
  • হজবরল | 185.22.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৫৯506202
  • অম্বানির একটা স্কুল আচে সেখানে সব বলিউডের ষ্টার কিডরা পড়ে । তারপর ১২ পাশ করে ইউকে আম্রিগায় একটিং, নাটক এইসব পড়তে (?) চলে যায় ।
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৫৬506201
  • আর ১২ এর পর আরও বড় বাঘ বসে আছে। এডুকেশন লোনের খাপ পেতে।
    এ একটা দুর্দান্ত ছক তৈরী হয়েছে। পদে পদে ফাঁদ। দিন দিন নতুন কৌশল ঢোকাবে।
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৫৪506200
  • হ্যাঁ, প্রকারান্তরে ওই আদানি আম্বানিদের ঝোলা ভরে দেওয়া।
  • হজবরল | 178.17.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৫২506199
  • সবচে বাজে ব্যাপারটা হচ্চে একটা বেসিক ১২ অবধি পড়াতেই নাকি এতো লাখের ধাক্কা অথচ রিটার্ন তোকিছুই নেই । সিওরিটিও নেই ।
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৫২506198
  • হ্যাঁ, সবরকম সরকারী কর্মচারীদের ব্যাপারেই ভ্যালিড।
  • যোষিতা | ১১ জুলাই ২০২২ ০১:৪৯506197
  • গরমেন্ট অফিসার হলে?
    করপোরেশনের কেরানী হলে?
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৪৭506196
  • সরকারী স্কুল বলেই তো। আইটি চাকরি করলে তো সে বলবে আমি নিজেই প্রাইভেট, সন্তানকে প্রাইভেটে তো দেবই।
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৪৫506195
  • সন্দেহ ছিল মেয়ে এরই মধ্যে ডাক্তার হয়ে গেল বলায়। এখন বোঝা গেল গুল মেরেছিল। ঃ-) তবে এই লোক আগেও গুল মেরেছিল। বলেছিল এক কোটি টাকা দিয়ে মেয়েকে ডাক্তার বানাবো।
  • যোষিতা | ১১ জুলাই ২০২২ ০১:৪৫506194
  • সরকারি ইস্কুলে চাকরি না করে আইটিতে চাকরি করলে  তখনও ঐ একই যুক্তি দিতে?
  • যোষিতা | ১১ জুলাই ২০২২ ০১:৪৪506193
  • &/ | 151.141.85.8 | ১১ জুলাই ২০২২ ০১:৩৭
    ভ্যাট। এটা কেমন যুক্তি হলো? চাকরি কোথায় পাবে তার ওপর বাচ্চার ভবিষ্যৎ মিসিয়ে দেবে কেন?
    সরকারি ইস্কুলে চাকরি পেয়েছে সেটা তার জীবিকা। কারখানায় চাকরি পেলে কী করত?
  • &/ | 151.14.***.*** | ১১ জুলাই ২০২২ ০১:৪৩506192
  • আমার সহপাঠী বন্ধুরা অনেকেই এখন সরকারী স্কুল টিচার, সবাই নিজের ছেলে বা মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করেছে। লাখবেলাখের ব্যাপার। এটা একটা চমৎকার বিজনেস খুলেছে প্রাইভেটোয়ালারা। রে রে রে রে করে চলছে বিজনেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত