এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়  | 2406:b400:d4:8d6e:fbc5:ae9a:d920:***:*** | ২৩ জুন ২০২২ ১৬:৫৯505192
  • বিজেপির কেচ্ছা শিবসেনা বার করুক না। 
  • মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়  | 2406:b400:d4:8d6e:fbc5:ae9a:d920:***:*** | ২৩ জুন ২০২২ ১৬:৫৪505191
  • ব্যাপারটা ঠিক ওরকম নয়। 
     
    বড় বড় ঘোটালা, ইনক্লুডিং ডি গ্যাংএর সাথে রিলেশানে বেশ কিছু পলিটিশিয়ান শামিল আছে বলে মনে করা হয়। তারা নানা পার্টিতে বিলং করতে পারে। এনসিপি আর শিবসেনাতে একটু বেশী পরিমানে আছে -- এটা ক্লেম। 
     
    শিবসেনা যদি বিজেপির সাথে অ্যালায়েন্স করত এসব কিছুই জানা যেত না। কিন্তু অ্যালায়েন্সটা অন্য, তাই বিজেপি কিছু কিছু খুঁচিয়ে বার করছে। কিন্তু পুরোটা নয়। পুরো বার করলে তো আর ব্ল্যকমেল করার জায়গা থাকবে না। 
     
    কেন এসব বেরোচ্ছে তাতে পাওয়ার প্লে অবশ্যই আছে। কিন্তু কেচ্ছাগুলো রিয়েল। মনগড়া হলে তো শিবসেনা জোর গলায় ডিনাই করত। 
  • সিএস  | 103.99.***.*** | ২৩ জুন ২০২২ ১৬:৫৩505190
  • কুড়ি বছরের পুরোন কেস নাকি তুলে আনা হয়েছে। তার ওপরে ঐ কেস দিয়ে প্রমাণ হবে নওয়াব মালিকের সাথে দাউদের যোগ ছিল।

    শক্তপোক্ত কেস নিশ্চয় !

    পুরো ভুয়ো কেন হবে ? বিজনেস - পলিটিশিয়ানদের ব্যাপার, সারা দেশে সেরকম কেউ আছে যার বিরুদ্ধে এরকম কেস দেওয়া যাবে না ? কর্ণাটক বা মহারাষ্ট্রে তো আরোই সহজ, ব্যবসা - বাণিজ্যের জায়গা। তো, রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যায়, তার ওপরে নির্ভর করবে নওয়াব মালিক জামিন পায় না পায়, চার্জশীট কবে দেওয়া হবে, কী সাজা হবে ইত্যাদি। সেসব অনেক দিনের মামলা।

    পাওয়ার পলিটিক্স এটাই। সকলের পেছনেই কমবেশী গু লেগে আছে, দরকার পড়লে, কেস দেওয়া কোন ব্যাপার নয়, 'সেন্ট্রাল' এজেন্সি আর ক্ষমতা হাতে থাকলে। এই একনাথবাবুকেও কী সেরকম কেস দেওয়া যাবে না ? 

    ভাববেন না আবার, এইসব কেস দিয়েটিয়ে সিস্টেমের স্বচ্ছ ভারত হচ্ছে।
  • হজবরল | 109.7.***.*** | ২৩ জুন ২০২২ ১৬:৪৬505189
  • নওয়াব মালিক তো শিবসেনার নয় । তার নামে কেস দিলে শিবসেনা দুর্বল হচ্ছে কিভাবে ? 
  • মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়  | 2406:b400:d4:8d6e:fbc5:ae9a:d920:***:*** | ২৩ জুন ২০২২ ১৬:৩৮505188
  • নওয়াব মালিকের নামে তো ইডি কেস দিয়েছে। সেটা কি ভুয়ো? 
  • সিএস  | 103.99.***.*** | ২৩ জুন ২০২২ ১৬:২৩505187
  • ভুলভাল কথা। কোর্ট রায় দিয়েছিল সিবিআই হবে। তারপর শিবসেনা আর চেঁচিয়ে কী করবে ? হ্যাঁ, রিপোর্টটা বেরোলে চেঁচাত। সে, আর কয়েকমাস পরে বেরোবে। তখন সঞ্জয় রাউতের গলার জোর থাকবে কিনা সন্দেহ আছে।

    ক্লাসিক কেস, কীভাবে লোকজনকে ম্যানিপুলেট করা যায়। এখান থেকে টেনে, বলিউড যে পাপের জায়গা সেও 'প্রমাণ' করা।

    শাহরুখের ছেলের কেসটা নিয়েও সেরকমই হত। নওয়াব মালিক না চেঁচালে বিজেপি - মিডিয়া ভড়কে যেত না। তো তাকে তো তারপর জেলে ভরে দিয়েছে।

    বিজেপির যা উদ্দেশ্য, সেই মত কাজ করেছে এবং সফলও হয়েছে। পাওয়ার পলিটিক্সের চরম।

    শুধু 'সাধারণ' লোকেরা "হ্যাঁ, হতেও তো পারে" বলে নাচে।
  • মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়  | 2406:b400:d4:8d6e:fbc5:ae9a:d920:***:*** | ২৩ জুন ২০২২ ১৬:১৫505186
  • কিন্তু ঐ কেসের পর শিবসেনা সিরিয়াস কোনঠাসা হয়েছিল। গলাবাজিও একটু কমেছিল। হুইচ সীমস টু সাজেস্ট, দাল মে কিছু কালা ছিল। 
     
    অন্য পার্টি আসলে দালের কালা বার করতে অত আগ্রহী নয়। রাদার এক্স্পোজ করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলেই বেশী আগ্রহী। 
  • সিএস  | 103.99.***.*** | ২৩ জুন ২০২২ ১৬:০৮505185
  • ইডির কিছু কাজ কমবে হয়ত, যদি না কং - এনসিপিকে ভাঙার দরকার হয়। উকিলদেরও কাজ কমবে। কেসগুলো চাপা পড়বে।
  • সিএস  | 103.99.***.*** | ২৩ জুন ২০২২ ১৬:০২505184
  • সুশান্ত সিং - এর কেসের রিপোর্টটা সিবিআই এখনও বার করতে পারল না। আর করবেও না, মাঝে লিক হয়ে গেছিল যে ঐ কেসে কিছু নেই। তারপরে চুপ করে বসে আছে।

    সরকার বদল হলে কোর্টে গিয়ে বলবে আত্মহত্যাই হয়েছিল।

    তো শিবসেনাকে রগড়ানো শুরু ঐ কেস থেকেই মোটামুটি। এতদিনে সফল হচ্ছে বিজেপি।

    আর ঐ কেসটি দিয়ে সারা দেশের লোককেই মোটামুটি নদু - গদু - মুখ্যু বানানো হয়েছিল। মিডিয়া আর সোশ্যাল মিডিয়া দিয়ে। আর বিহারে তখন ভোট, সেখানকার সব দলও নেমে পড়েছিল।

    ২০১৯ - এর ভোটে বিজেপি ছিল ১০৬, শিবসেনা ৫৬। একসাথে সরকার করলেও, বিজেপি ক্রমশঃ শিবসেনাকে সাইডে ঠেলে দিত। এককালে শিবসেনা ছিল বড়দা, ক্রমশঃ বিজেপি বড়দা হয়ে যায়। একই রাজ্যে দুটো একই ধরণের পার্টি থাকবে কী করে, বিশেষ করে বিজেপি যখন প্রধান দল হয়েছে।

    দল রাখার জন্যই আর দলের মাথায় নিজেকে রাখার জন্যই হয়ত উদ্ধবকে অন্যদিকে ঘুরতে হয়েছিল। তখনও দলটা যেত (ধীরে ধীরে), এখনও দলটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে (হুশ করে)।

    অবশ্য উদ্ধবকে দেখে মনে হয় aloof CM। অসুস্থতাও আছে কিছু।
  • মাছের আজ্ঞায় মোর ইচ্ছায়  | 2406:b400:d4:8d6e:fbc5:ae9a:d920:***:*** | ২৩ জুন ২০২২ ১৫:৪৭505183
  • মহারাষ্ট্র একটা ঘুঘুর বাসা। 
     
    লাস্ট দুবছরে শিবসেনা এবং ঠাকরে পরিবারের নানারকম দুনম্বরী লীক হয়েছে। সুশান্ত সিং রাজপুত কেস, পরমবীর সিং কেস ইত্যাদি। অনেকে তো মনে করে শিবসেনার সাথে দাউদ গ্যাংএরো কানেকশান আছে। মনে হয় অন্য পার্টির অনেকেই এইসব কেচ্ছার কথা জানে, কিন্তু পাবলিক করে না। কিন্তু ভেতরে ভেতরে মনে হয় ব্ল্যাকমেল করে। আর ভাবে পরে যদি শিবসেনাই কোন কাজে লাগে। তবে এবার বোধহয় এগুলো খুব বেশী জানাজানি হয়ে গেছে। নিজের পার্টির লোকেরাই আর থাকতে চাইছে না। জাম্পিং ফ্রম দা সিংকিং শিপ কেস। 
  • হজবরল | 185.22.***.*** | ২৩ জুন ২০২২ ১৪:৪৪505182
  • উদ্ধবকে বিজেপি উপ মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল বলে মহা বিকাশ আঘাড়ি গড়ে নিজেই মুখ্যমন্ত্রী হয়ে বসেছিল । এখন দেখা যাচ্ছে নিজের দলের ওপরেই কন্ট্রোল নেই । পশ্চিমবঙ্গে বিজেপি 120+ আসন পেলেও এরকম সব খেলা হত ।
  • SMP | 165.225.***.*** | ২৩ জুন ২০২২ ১২:১৮505181
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ১০:১২
     
    VPN দিয়ে দেখতে পারেন । US লোকেশন  দিয়ে গত রাত্রিতেই শেষ করলাম। আমিও এই অঞ্চলের লোক .. smiley
  • dc | 2401:4900:1f2a:6d7b:d8fe:30b6:4862:***:*** | ২৩ জুন ২০২২ ১১:০২505180
  • এলভিস প্রেসলির বায়োপিক, এলভিস, রিলিজ হয়েছে। এলভিসের রোলে আছেন অস্টিন বাটলার, তাছাড়া আছেন টম হ্যাংকস। এই উইকেন্ডে সিনেমাটা দেখার ইচ্ছে আছে। এরকম যদি জিমি হেনড্র্রিক্স এর বায়োপিক বানাতো! 
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ১০:২২505179
  • উদ্ধব এখন কোণঠাশা হয়ে গেছে।
    এদিকে কোলকাতায় সল্টলেকে খুব পুলিশ দিয়েছে সিজিও কমপ্লেক্সে এখন।
  • :-) | 2405:8100:8000:5ca1::5:***:*** | ২৩ জুন ২০২২ ১০:১৯505178
  • ফুঁটোময়ি সেরেফ ফুঁটোই খুঁজবে। দেখাদেখি আবার কি।
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ১০:১২505177
  • বাই দ্য ওয়ে, পঞ্চায়েত দেখেছি। তবে পঞ্চায়েত২ এখানে এখনও প্রাইমে আসে নি। বলছে এই অঞ্চলে আন অ্যাভেইলেবল। 
  • :|: | 174.25.***.*** | ২৩ জুন ২০২২ ০৯:৫১505176
  • বাপ্রে আবার সিনিমা দ্যাখা! এই সামারি পড়ার পর! পাগল না মাথাখারাপ?! 
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ০৮:৫৩505175
  • অ্যামাজন প্রাইমে সিনেমাটা আছে। দেখে ফেললেই ঝামেলা মিটে যায়।
  • :|: | 174.25.***.*** | ২৩ জুন ২০২২ ০৮:৩৮505174
  • না: তেমন কঠিনও কিছু না -- @ আটটা ছাব্বিশ। কিছুদিন আগেই একজন এখানে গপ্প করলেন তাঁর বন্ধু বিশাল জটিল মহাজাগতিক সাইফাই দেখে শেষে অবিশ্বাস করার মতো একটাই ব্যাপার পেয়েছিলেন -- এতদিন পর ইয়ার ফোনের দুটো সাইডই ঠিকঠাক কাজ করছে সেটা একটু ক্যামন যেন। 
    তো আপনার থেকে শুনে আমার ওই লাস্টের ব্যাপারটাই সামান্য ইয়ে মতো লাগলো। এই আরকি :) 
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ০৮:২৬505173
  • কঠিন প্রশ্ন
  • :|: | 174.25.***.*** | ২৩ জুন ২০২২ ০৮:২৩505172
  • সাতটা তিপ্পান্নর লাস্ট লাইনের প্রেক্ষিতে -- কিন্তু নিখিলেশ তো মরে গ্যাছে। সে কেমন করে সন্দীপের "বাচ্চাটাকে মেনে নেয়"? 
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ০৮:০৮505171
  • সন্দীপ একটা পিস্তল গচ্ছিত রেখেছিল বিমলার কাছে। নিখিলেশ খুন হবার পর, বাড়ির ঝি শাহনাজ বিমলাকে জুস খাওয়াবার জন্য পেড়াপিড়ি করল, বিমলা থম মেরে বসে ছিল। তারপর প্রেস এলো, সন্দীপ প্রেসকে বাইট দিচ্ছিল, হঠাৎ বিমলা উঠে পিস্তল নিয়ে এসে সন্দীপকে গুলি করে মেরে ফেলল। ওখানেই সিনেমা শেষ। অপর্ণা সেন এরপর আর কিছু ভাবতে পারেন নি।
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ০৭:৫৩505170
  • এটা পরিচালিত।
    রবীন্দ্রনাথের ঘরে বাইরে নয়, সত্যজিতের ঘরেবাইরের স্ক্রিপ্ট যা ছিল, রেডিমেডজিনিস, সেটার ওপর মাস্তানি করেছেন।
    বিমলা আদিবাসী অচ্ছুত মেয়ে, নিখিলেশদের বাড়ির ঝিয়ের নাতনি। নিখিলেশ দিল্লীতে থাকে — অনির্বান। সেই বিমলা অনাথ শিশু, তাকে লেখাপড়া শিখিয়ে বড়ো করা হলো এবং ওর ঠাকুমা মরবার সময় খুব চিন্তায় ছিল যে বিমলার বিয়ে কেমন করে হবে, তা সেটা নিখিলেশই করে ফেলল।
    বিমলা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রুফ রীডার। বরাবর গার্লস স্কুল ও গার্লস কলেজ। তাই নিখিলেশ ছাড়া আর কোনও ছেলের সঙ্গে প্রেম করার চান্স পায় নি।
    তাই সন্দীপ এলো গল্পে। কাহানি মেঁ টুইস্ট।
    সন্দীপ বিজেপি করে। আগে মাওবাদী ছিল।
    এইবার সেক্স চাই। নিখিলেশকে মাওবাদী অঞ্চলে হসপিটাল তৈরির প্রোজেক্টে পাঠিয়ে দিলেন অপর্ণা সেন। শ্বশুর শাশুড়ি আগেই গত হয়েছেন। বাড়ির ঝি মুসলিম। বাড়িতে শুধু বিমলা ও সন্দীপ। ঘি এবং আগুন। নানান পোজে সেক্স হতে লাগল, নইলে শ্রী ভেঙ্কটেশ মালটা বেচবে কেমন করে?
    তারপর ফাইনালি মোমবাতি মিছিল, কনট প্লেসে ঘোরাঘুরি, খানিকটা জেএনইউ, নানান দ্রষ্টব্য টষ্টব্য তে ম্যাচিং জামাকাপড় পরে সন্দীপ ও বিমলার ঘোরাঘুরি, বিমলাকে সন্দীপ (যিশু) বিজেপিতে কনভার্ট করে ফেলল। 
    লাস্টে মোমবাতি মিছিলের শেষে নিখিলেশ বিজেপির গুন্ডাদের হাতে খুন হবে, সন্দীপই করাবে।
    ও হ্যাঁ, বিমলা প্রেগনেন্ট হয়ে পড়ে সন্দীপের থেকে। সন্দীপ তখন সেটা অযাকসেপ্ট করতে চায় না, ফাইনালি নিখিলেশ সব জেনেশুনেই বাচ্চাটাকে মেনে নেয়। বিমলা খুবই দুর্বল চরিত্র এই সিনেমায়। 
  • lcm | ২৩ জুন ২০২২ ০৭:৩২505169
  • একবার এক আড্ডায় আমি বলে ফেলেছিলাম যে অপর্না সেনের অভিনয় তেমন ভালো লাগে না। অমনি পটলা বলে উঠল - যে সব সিনেমায় অপর্না সেন অভিনয় করেন না সেগুলো আরও খারাপ। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি দেখে পটলা বলল - অপর্না সেন পরিচালিত সিনেমার কথা বলছি। কিন্তু যে সিনেমায় উনি অভিনয় এবং পরিচালনা দুইই করেন সেগুলো নিয়ে প্রশ্ন করার আর সাহস পাই নি।
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ০৬:১৪505168
  • রাজনীতিতে মারপিট খুনোখুনি নতুন কিছু নয়। বরাবর চলেছে। কোনও দলই কম যায় না। ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।
     
    কদিন আগে একটা সিনিমা দেখলাম অপর্ণা সেনের "ঘরে বাইরে আজ"। কী বিচ্ছিরি বানিয়েছে! রাবিশ বললেও কম বলা হয়।
  • যোষিতা | ২৩ জুন ২০২২ ০৬:০৯505167
  • হুম্।
    কার কত দম, সেই প্রতিযোগিতা।
    এ জিনিস ব্যাংগলেও হয় তবে অন্য টাইপের খুনোখুনিতে।
  • Amit | 121.2.***.*** | ২৩ জুন ২০২২ ০৫:৫৭505166
  • মানে লড়াই টা হচ্ছে যে সবাই চেচাচ্ছে " আমাদের গুন্ডারা তোদের গুন্ডাদের থেকে বড়ো গুন্ডা "। 
  • S | 2405:8100:8000:5ca1::36d:***:*** | ২৩ জুন ২০২২ ০৫:৪২505164
  • In a tug-of-war over whose Hindutva is more genuine, the BJP and the MNS are targeting the Shiv Sena’s long-standing contention that its members brought down the Babri Masjid in Ayodhya.

    Speaking at a rally in Mumbai Sunday, Fadnavis said he was there at the spot when the structure was brought down and alleged that “there was not a single Shiv Sena leader in sight”.

    Similarly, Patil, who is the MNS MLA from Kalyan Rural, in a tweet last week, quoted a Bajrang Dal functionary saying there was no Shiv Sena member present when the Babri Masjid was demolished.

    https://theprint.in/politics/who-tore-down-babri-is-new-battle-in-maharashtra-as-shiv-sena-bjp-mns-seek-credit/939501/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত