এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::e3:***:*** | ১৩ জুন ২০২২ ১২:১৮504652
  • @পিএমঃ ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য।

    বাংলাদেশে কিন্তু একসময় টিভি দারুন ছিলো। তখন অবশ্য আমাদের এখানেও বোথ কোলকাতা আর দিল্লিও দারুন কন্টেন্ট বানাতো। এখন সব জায়্গাতেই ঐ কে মার্কা সিয়িয়াল তৈরী হচ্ছে। মহামারীতে পরিণত হয়েছে। সিনেমা ওদের চিরকালই খারাপ, সেটা সত্যি। পাকিস্তানের শুনেছি সিরিয়াল নাকি খুব ভালো। নিজে দেখিনি, অতেব সার্টিফাই করতে পারবোনা। আর পাকিস্তানের সঙ্গীত তো দারুন বলেই মনে হয়েছে। সেটা নিজেই শুনেছি।

    কিন্তু আমার কথাটা ঠিক শিল্পের কোয়ালিটি নিয়ে নয়। শিল্পে সমাজের বিভিন্ন কমিউনিটির অপর্চুনিটি আর পার্টিসিপেশান নিয়ে। এবারে বাংলাদেশে বা পাকিস্তানে কেন হিন্দুদের পার্টিসিপেশান কম, সেটা এপার বাংলার সমস্যার উত্তর হতে পারেনা বলেই আমি মনে করি।

    এবারে আপনার সেকেন্ড পয়েন্টঃ
    "হিন্দু  পরিবারে  গান  অভিনয়ের  চর্চা  ছোট  থেকে  বেশি হলে  .....সফল   তাদের  মধ্যে  থেকেই বেশি  হবে  এটাই  স্বাভাবিক ....."

    - এখানেই তো আসল পাজল যে এই কথাটা যদি সত্যি হয় তাইলে বলিউড (আর মালায়লম) ইন্ডাস্ট্রিতে এত্ত এত্ত মুসলিম কেন?
  • যোষিতা | ১৩ জুন ২০২২ ১২:১৬504651
  • বাংলাদেশের নাটক নিয়মিত দেখি। অভিনয় খুব ভাল। গল্পগুলো খাজা।
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২২ ১২:১৫504650
    • Amit |  ১৩ জুন ২০২২ ১২:০৮
    • সমস্যা হলো "বাংলাদেশ ও পাকিস্তানের টিভি অনুষ্ঠান উচ্চদরের" এসব জেনেরিক কমেন্ট এর ও কোনো অর্থ হয়না। 
     
    বেশঃ)
  • গুরু | 185.22.***.*** | ১৩ জুন ২০২২ ১২:১১504649
  • নিম্নবিত্তদের সংখ্যা যত পার্সেন্টই হোক তাদের তেমন আর্থিক সঙ্গতি নেই | বা আর্থিক সঙ্গতি যাদের আছেও তারা খুব একটা শিল্প পৃষ্ঠপোষক হয়ত নন | একশো বছর আগের তুলনায় সাক্ষরতার হার অনেক বেড়েছে কিন্তু বই পড়ার সংখ্যা সেভাবে বাড়েনি | অর্থাৎ সাক্ষরতা বাড়লেই সবাই ঘরে ঘরে বই রাখবে আর পড়বে এটা ভাবা ভুল | মার্কেট যেহেতু ২০% , তাই তাদের জন্যই বই লেখা হয়েছে হচ্ছে এবং হবে 

    পশ্চিমবাংলার শহরের মুসলমান অধ্যূষিত অঞ্চল গুলোতে গেলে বাংলার থেকে বেশি উৰ্দুমিশ্রিত হিন্দি শোনা যায় | এবং ওপরের পয়েন্টটা তাদের জন্যও প্রযোজ্য |

    ফেসবুক আর গুরুর যুগে লেখার সুযোগ নিয়ে অভিযোগ জানানোর কোন অজুহাত নেই | ভালো লেখা হলে পাঠক পড়বে ঠিকই | শুধু কেন আবাপ আমাকে পাত্তা দিচ্ছেনা আর কোন কবির বৃত্তে আমি নেই বলে সে আমার লেখা ছাপাচ্ছে না , এসব নিয়ে ঠোঁট ফুলিয়ে অভিযোগ করতে আসার মানে তার স্বীকৃতিকে অনেক বেশি মান্যতা দেওয়া | সেটার তো কোনো দরকার নেই এই ২০২২ সালে |
  • Amit | 103.6.***.*** | ১৩ জুন ২০২২ ১২:০৮504648
  • সমস্যা হলো "বাংলাদেশ ও পাকিস্তানের টিভি অনুষ্ঠান উচ্চদরের" এসব জেনেরিক কমেন্ট এর ও কোনো অর্থ হয়না। 
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২২ ১২:০৫504647
    • Amit | 103.6.116.9 | ১৩ জুন ২০২২ ১১:৫৮504642
    • বাংলাদেশ পাকিস্তানের টিভি এতো উঁচুদরের হলে ওখানে সবাই বলিউড বা টিভি সিরিয়েল নিয়ে হামলে পড়ে কেন ?
     
    এই প্রশ্নের কোন উত্তর হয় না। মানে, জাস্ট হয় নাঃ)
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:***:*** | ১৩ জুন ২০২২ ১২:০৩504646
  • নানা সেটা আমিও বললাম। উই হ্যাভ এগ্রিড টু এগ্রি laugh
  • Amit | 103.6.***.*** | ১৩ জুন ২০২২ ১২:০২504645
  • সেটাই তো লিখলাম সরকারের কাজ সোশ্যাল ইকুয়ালিটি বাড়ানো। নাকি বুঝতে আমার ভুল হচ্ছে ? 
  • হিহি | 198.16.***.*** | ১৩ জুন ২০২২ ১২:০২504644
  • এত সায়ীত্য মারিয়ে জ্ঞান ঝেড়ে নিটফল ত শূন্য। বাংলী লেখকদের কেউ পোঁছে না। ওদিকে হিন্দি থেকে বুকার পেয়ে গেল। বাংলী এমন হিংসুটে গীতাঞ্জলি শ্রীর নাম পজ্জন্ত করছে না। এই গুচতেও একটা রিভিউ বেরোল না।
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:***:*** | ১৩ জুন ২০২২ ১২:০০504643
  • অমিত, না, সরকারের কাজ শিল্পী বানানো একেবারেই না। তবে সরকারের কাজ অ্যাফার্মেটিভ এ্যাকশান নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, বা অন্তত সেই চেষ্টা জারি রাখা। হাজার রকম সোশ্যাল প্রেজুডিস ইত্যাদি থাকে, সেসব কাটানো সহজ না, কয়েক জেনারেশানও লাগতে পারে। তবে চেষ্টা জারি রাখা উচিত। 
  • Amit | 103.6.***.*** | ১৩ জুন ২০২২ ১১:৫৮504642
  • বাংলাদেশ পাকিস্তানের টিভি এতো উঁচুদরের হলে ওখানে সবাই বলিউড বা টিভি সিরিয়েল নিয়ে হামলে পড়ে কেন ? আমার একগাদা পাকিস্তানী বন্ধু আছে & সব্বার বাড়িতে বলিউড এর সিডি দেখেছি প্রাক নেটফ্লিক্স যুগে। 
     
    আর কারোর ওগুলো এতো পছন্দ হলে দেখলেই হয়ে যায়। যার যা ইচ্ছে দেখুন না 
  • Amit | 103.6.***.*** | ১৩ জুন ২০২২ ১১:৫৬504641
  • হ্যা। পিছড়ে বর্গের রিপ্রেসেন্টেশন স্কিলড বা ক্রিয়েটিভ ক্ষেত্রে অনেক কম। সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে  তো একা নয় গোটা দুনিয়াতেই একই জিনিস। 
     
    কিন্তু কোন সরকারের কাজ তো এটা নয় যে লেখক শিল্পী সব জায়গায় সংরক্ষণ করে জোর করে শিল্পী বানাবে। তার কাজ প্রাইমারি এডুকেশন , সোশাল সিকিউরিটি , এক্সেসিবল হেলথ কেয়ার  , জব অপর্চুনিটি এগুলো প্রভিড করা যাতে সোশ্যাল ইকুয়ালিটি টা বেটার হয়। তারপর যে ইচ্ছে ছবি আঁকুক কি রোদ্দুর রায়ের মতো গান করুক সেটা দিয়ে সরকার কি করবে ? 
     
    এই নয় যে সরকার সেসব আদৌ করছে। কিন্তু ফোকাস টাই  কেমন গড়বড় লাগছে। যেন কালকে কয়েকজন মুসলিম হিরো বা শিল্পী এলেই একটা বিরাট কিছু হয়ে যাবে। 
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২২ ১১:৫৫504640
  • বাজার?

    বম্বেতে তো খানেদের রমরমা।

    বাংলাদেশ ও পাকিস্তানের টিভি অনুষ্ঠান উচ্চদরের।
  • PM | 37.***.*** | ১৩ জুন ২০২২ ১১:৫২504639
  • এস --- বাংলাদেশে  মুসলিম   নাট্যকার , অভিনেতা . মুভি  ইন্ডাস্ট্রি  এতো  পশ্চাদপর  কেন ?  পাকিস্তানেও  এক  ই  হাল.  মুভি  / বিনোদন  ব্যবসায়   হিন্দু  পার্টিসিপেশন  বাংলাদেশ এ   জনসংখ্যার তুলনায় অনেক  বেশি ।..কেন  ?   ভালো  গায়ক  আছেন  ।.কিন্তু  বড়  কম . কারণটা  মনে  হয়   .... চর্চা  কম . হিন্দুদের  তুলনায় .  ধমীয়  কারণ  হতেই  পারে . 
     
    হিন্দু  পরিবারে  গান  অভিনয়ের  চর্চা  ছোট  থেকে  বেশি হলে  .....সফল   তাদের  মধ্যে  থেকেই বেশি  হবে  এটাই  স্বাভাবিক ..... 
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২২ ১১:৪৭504638
  • আবার সৃষ্টিশীলতার জগতে লবি একটা বড় ব্যাপার। লবি শুনতে খারাপ শোনায়, সারস্বতবৃত্ত বলা যাক। তো, ধরুন অভিজাত পরিবারের প্রখ্যাত সাহিত্যিক নিবারনচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বাড়িতে সাহিত্যের আসর বসান, উদ্দেশ্য তাঁর মহত। তিনি তাঁর সামাজিক বৃত্তের লোকজনকে সেখানে ডাকেন, তাঁরাও সব পৌনে বা সোয়া অভিজাত। এবার হারান সাঁপুই প্রতিভাবান সাহিত্যিক, কিন্তু তাঁর শুকতলা ফাটা চটি পরে নিবারনবাবুর সারস্বত আড্ডায় অস্বচ্ছন্দ্য বোধ করেন, যদিও নিবারনবাবু উদার লোক। সম্পাদকরা তাঁর চেহারা দেখে বলেন আজকাল কারা সব সাহিত্য করতে আসে।
    সুতরাং হারানবাবু সাহিত্যের খাতা হুগলী নদীতে ভাসিয়ে দিয়ে অন্য কাজে মন দিলেন।
    ঐসবই বোঝার চেষ্টা বলে আমি মনে করি। অন্যদের অন্য দৃষ্টিভঙ্গী হতে পারে।
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:***:*** | ১৩ জুন ২০২২ ১১:৪২504637
  • ইয়ে তাই বলে আমি কিন্তু মহাবিপ্লবী নই! এমনকি বিপ্লবীও নই। বিপ্লব ব্যাপারটাকেই আমি ভয় পাই, কারন আমি তো ক্যাপিটালিস্ট, তাই বিপ্লবের পরের দিন দেওয়ালের সামনে আমাকেই দাঁড় করাবে। 
     
    ডিসক্লেমার দিয়ে দিলাম বাবা, কারন এ হলো ডিসক্লেমারের সময়। 
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২২ ১১:৩৮504636
    • rit |  ১৩ জুন ২০২২ ১১:০৬
    • বিভিন্ন পেশাতেই সার্ভে করা উচিত। রাজমিস্ত্রি, জলের মিস্ত্রি, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ানদের মধ্যে কতজন ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য নিম্নবর্ণ মহিলা। কোন পেশায় কাদের আধিপত্য? তারপর ধরে চুরমার করে দিলেই হবে।
     
    দেখুন,  চুরমার করার কিছু না। আবাপ ওদের লেখা ছাপেনি, তাই আবাপ বদ - ব্যাপারটা তেমনও, অন্তত আমার কাছে না।আবাপ ব্যবসা বোঝে। 

    ধরুন কর্পোরেটে গ্লাস সিলিং, এইটা তো মোটামুটি স্বীকৃত। কর্পোরেট একটা অন্ধকার গুহায় চেহারা দেখা যায় না রাজা টাইপ ব্যাপার, ব্যবসা বোঝে, জেনেবুঝে যোগ্য লোককে উঠতে দিচ্ছে না তেমন হওয়ার কথা না। কিন্তু এই প্রশ্নটা কারো মাথায় এল, সার্ভে টার্ভে করে দেখা গেল সামাজিক নির্মানের কারনে মেয়েরা পড়াশুনোর থেকে বাড়ির কাজে মন দেবে এমন আশায় তাদের ফোকাস নড়ে গেছে, কালোদের মধ্যে প্রথম প্রজন্মে উচ্চ্শিক্ষিত বেশি বলে তাদের কিছু অসুবিধে হয়েছে - সেইসব দেখে টেখে লোকজন কিছু প্রচার শুরু করলো সামাজিক সমতা নিয়ে সচেতনতা বাড়াতে।

    সাহিত্যের ক্ষেত্রেও হয়তো কত প্রজন্মের উচ্চিশিক্ষিত (অবশ্যই ব্যতিক্রম আছেন), কারা উচ্চ্শিক্ষা ও বিশ্বসাহিত্যের এক্সপোজারের সুযোগ পেয়েছেন সেসব অনেক কিছু বেরিয়ে আসতে পারে এইসব অবজারভেশন ও কৌতুহল থেকে, রেট্রসপেক্শনে দিয়ে অতীতকে ঠিক করা না, কিন্তু ভবিষ্যতের জন্যে কিছু শিক্ষা পাওয়া যেতে পারে। আবার নাও পারে।

    এই তো। এই নিয়ে এত রাগ করার কী আছে!
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:***:*** | ১৩ জুন ২০২২ ১১:৩৬504635
  • এলেবেলে যে পয়েন্টটা তুলেছেন সেটা আমার সঙ্গত মনে হলো। সেটাকেই S ডেটা দিয়ে সাবস্ট্যানশিয়েট করতে চাইছেন। 
    ইন জেনারাল, পবতে বা ভারতের বেশীর ভাগ জায়গায় যে পিছড়েবর্গের মানুষের রিপ্রেজেন্টেশান ভয়ানক কম, এ ব্যপারে কোন সন্দেহ নেই। এটা খেলাধুলো, পলিটিক্স, সাহিত্য-সংস্কৃতি, পড়াশুনো, চাকরি, সব ক্ষেত্রেই দেখা যায়। আর পবতে সবকিছুই এখনও কলকাতাকেন্দ্রিক হয়ে আছে, এ কথাও সত্যি। এখন কথা হলো, এবিলিটি থাকলে তবেই তিনি ভালো লেখক বা অভিনেতা বা শিল্পী বা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাবেন, তা ঠিক। কিন্তু এলেবেলে আর S যে প্রশ্নটা করেছেন সেটা একেবারেই সঠিকঃ এই এবিলিটি তো সব সেগমেন্টেই সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকা উচিত। তাহলে কেনো পাবলিক স্ফিয়ারে আমরা শুধুমাত্র একটা সেগমেন্টের প্রাধান্য দেখতে পাই, যেখানে পপুলেশান এর হিসেবে সেই সেগমেন্টটা খুবই ছোট? 
  • Amit | 120.16.***.*** | ১৩ জুন ২০২২ ১১:১৪504634
  • যেটা এখনো বুঝতে পারছি না পব তে বেশি মুসলিম ফিল্মস্টার শিল্পী ইত্যাদি নেই ডাটা দিয়ে বড়ো S ঠিক কি প্রমান করার চেষ্টা করছেন ? সোজা ভাষায় লিখে দিন না পয়েন্ট গুলো। হ্যা , বেশি নেই সেটা ফ্যাক্ট। তো ?
  • rit | 2405:8100:8000:5ca1::e1:***:*** | ১৩ জুন ২০২২ ১১:০৬504633
  • বিভিন্ন পেশাতেই সার্ভে করা উচিত। রাজমিস্ত্রি, জলের মিস্ত্রি, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ানদের মধ্যে কতজন ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য নিম্নবর্ণ মহিলা। কোন পেশায় কাদের আধিপত্য? তারপর ধরে চুরমার করে দিলেই হবে।
  • দীপ | 42.***.*** | ১৩ জুন ২০২২ ১১:০০504632
  • পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীরা পৃথিবীর সব কিছু নিয়েই সুচিন্তিত মতামত দিতে পারেন, খালি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কথা উঠলেই সেটা অন্য দেশের ব্যাপার হয়ে যায়! তখন সেটা নিয়ে কথা বললেই অভিসন্ধি চলে আসে! 
    আবার বলছি স্বজাতির সঙ্গে এতবড়ো বিশ্বাসঘাতকতার নজির বড়োই বিরল! 
    আর বিশ্বাসঘাতকতার পরিণাম বড়োই ভয়ঙ্কর!
  • দীপ | 42.***.*** | ১৩ জুন ২০২২ ১০:৫৯504631
  • কিন্তু পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীরা এই নিয়ে কেউ কখনো কিছু বলবেন না! কেউ বলবেন দুর্গাপূজা তে কেন হনুমান এসেছে। কেউ আবার অভিসন্ধি খুঁজে পাবেন! কেউ বলবেন টাকার জন্য চলে এসেছে। 
     
  • দীপ | 42.***.*** | ১৩ জুন ২০২২ ১০:৫৬504630
  • গত বছরের দুর্গাপূজার ঘটনা নিয়ে তসলিমার লেখা, শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে প্রচার।
    একটা তথ্য‌ও ভুল নয়!
  • S | 2405:8100:8000:5ca1::10d:***:*** | ১৩ জুন ২০২২ ১০:৫৫504629
  • এইটাও থাক।
  • দীপ | 42.***.*** | ১৩ জুন ২০২২ ১০:৫২504628
  • দীপ | 42.***.*** | ১৩ জুন ২০২২ ১০:৫১504627
  • দীপ | 42.***.*** | ১৩ জুন ২০২২ ১০:৪৬504626
  • গত সত্তর বছরে তদানীন্তন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে এক কোটিরও বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন। এটি ঐতিহাসিক সত্য। মেঘনাদ সাহা, আম্বেদকর, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো বরেণ্য ব্যক্তিবর্গ বারবার এর প্রতিবাদে সংসদে মুখর হয়েছেন!
    বিবেকানন্দ মুখোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 
    এনিয়ে লিখেছেন হুমায়ুন আজাদ, তসলিমা। দুজনেই দেশ থেকে বিতাড়িত। আজাদ জার্মানিতে প্রয়াত হয়েছেন।
    প্রত্যেকটি ঘটনা সত্য।
    গতবছর হনুমানের পায়ে কোরান রাখা হয়েছে , এই অভিযোগ তুলে একের পর এক পূজামণ্ডপ ধ্বংস করা হয়, সংখ্যালঘুদের বাড়িতে আগুন জ্বালানো হয়! 
    ঢাকা রামকৃষ্ণ মিশন থেকে এর লিখিত প্রতিবাদ জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী কে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার অনুরোধ করা হয়।
    একটা তথ্য‌ও ভুল নয়!
     
  • S | 2405:8100:8000:5ca1::146:***:*** | ১৩ জুন ২০২২ ১০:৩৬504625
  • @ন্যাড়াদাঃ সোশাল স্টাডিজের জন্য তো লিমিটেড স্যাম্পেল সাইজের প্রয়োজন হয়। একটা সংখ্যার পরে পপুলেশান সাইজ আর তেমন ম্যাটার করেনা। ৯৫% কনফিডেন্স লেভেলের জন্য মোটামুটি ৩০০-৪০০ স্যাম্পেল সাইজ প্রয়োজন হয়। সাহিত্য-শিল্প-সংস্কৃতি-সিনেমা-নাটক মিলে বোধয় তার থেকে অনেক বেশিই পাওয়া যাবে।
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২২ ১০:৩৫504624
    • S | 2405:8100:8000:5ca1::e6:9a53 | ১৩ জুন ২০২২ ১০:২৩504616
    • ... আম্রিগাতেও জ্যাজ, কান্ট্রি, হিপহপ (গ্রেটেস্ট এমিনেম বাদ দিলে) এসবে জাতপাতের রিপ্রেজেন্টেশান আলাদা। কারণ এগুলোর সবকটি শিল্পের পিছনে কিছু ইতিহাস আছে, স্ট্রাগল আছে, স্টাইল আছে ইত্যাদি।
     
    এইটা খুবই বড় একটা জায়গা ঠিকই, আমেরিকার গানের নানান জঁরের ব্যাপরটা। জ্যাজ, ব্লুজ, হিপহপ এইসবের ইতিহাস ভয়ানক ইন্টারেস্টিং।
    (খেলার ব্যাপারটাও, ক্রিকেট ফুটবল কাবাডি হকি খোখো সেসবে আবার আলাদা আলাদা হরেক ফ্যাক্টর)।
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২২ ১০:৩০504623
    • kk |  ১৩ জুন ২০২২ ০২:১৭
    • ...আমার পরিচিত একজন ভদ্রলোক আছেন, তামিলনাড়ুর কোনো প্রত্যন্ত গ্রামে তাঁর বাড়ি। উনি সেদিন বলছিলেন ওঁদের গ্রামে এখন সবাই পদবী বর্জন করেছে। ...
     
    কেকে, হ্যাঁ, আমারও এইরকম একজন বন্ধু আছে। নাকি পেরিয়ারের অনুগামীরা অনেকেই এইটা করেছিলেন। তাৎক্ষনিক প্রভাব সীমিত মনে হলেও এইটার প্রতীকি একটা দাম আছে বলে আমার মনে হয় - এইটা যাঁরা করেছেন তাঁরা শুধু নিজেদের না, আসহপাশের লোকজনকেও বার্তা দিয়েছেন যে অসাম্য জিনিসটা সুবিধের না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত