এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এগিয়ে বাংলা | 2409:4060:10c:588c:d7f0:5d8e:8ac1:***:*** | ২৮ মার্চ ২০২২ ১২:১২499111
  • ভারতবর্ষের মনে হয় একমাত্র রাজ্য যেখানে ভোট মানেই সন্ত্রাস, ছাপ্পা, রীগিং, ভুয়ো ভোটার। সেই রাজ্যের ভোট নিয়ে কোন মন্তব্য নিষ্প্রয়োজন । 
    বিরোধীশূন্য  হবে না তো কোথায় আর হবে । আর একটা মজার ব্যাপার যত না ভোটার, তার চেয়ে বেশী ভোট পায় । আর মৃত ব্যক্তিরাও এসে ভোট দিয়ে যায় ।
  • S | 2405:8100:8000:5ca1::15b:***:*** | ২৮ মার্চ ২০২২ ১১:৫৫499110
  • আসলে তিনোদলে এখন পিসি-ভাইপো বা বলা ভালো পুরোনো-নতুন দ্বন্দ্ব প্রচন্ড ভয়ানক লেভেলে লেগেছে। যারা বহুদিন ধরে তিনো করেছেন, পুলিশ-সিপিএমের মার খেয়ে এবং একসময় জাস্ট বাম রাজনীতির বিরোধীতা করতে (লোকাল অত্যাচারের বিরুদ্ধে এবং আইডিওলজিকালিও), তারা ক্রমশ কোনঠাসা হচ্ছে। সেইদিনই একটা হিসাব করছিলাম যে বিগত কয়েক বছরে কতজন পুরোনো তিনোনেতারা বিজেপি চলে গেছে বা রাজনীতি থেকেই প্রায় সড়ে গেছেন। সমর্থক কর্মীদের অনেকেই হয়তো কোনও কিছু পাওয়ার আশায় রাজনীতি করেনি। এখন নতুন দুইদিন আগে দলে যোগ দেওয়া লোকেদের প্রাধান্য, কার্যকলাপ, এবং লুটপাট তাদের স্বাভাবিক ভাবেই অপছন্দ। বিক্ষুব্ধরা ফিরে আসতে চাইছে (অনেকে বিজেপি থেকেও)। নতুনরা স্বাভাবিকভাবেই তাদেরকে স্পেস (ক্ষমতা এবং পজিশান) দিতে নারাজ। এইসব নিয়ে অবিশ্বাস, ঝামেলা চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এইযে হাতেগোনা কয়েকটা ছাড়া বাকী মিউনিসিপালিটিগুলো তিনো পেলো, এর মধ্যে অনেকগুলোরই কিন্তু মাঝপথে বিক্ষুব্ধদের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • r2h | 134.238.***.*** | ২৮ মার্চ ২০২২ ১১:৩৯499109
  • হুম, তিনো বিক্ষুব্ধ তিনো এইটা একটা জিনিস হয়েছে বটে, কী হয়ে বোঝা দায়, অন্ধকার সময়।

    ভয়াবহ সময়, তাতে কোন সন্দেহ নেই, না হলে এই বই ছপতে হতো না। আর এর দায় অবশ্যই সরকারের।
    কিন্তু হাতে মাথা কাটার ব্যাপারটা সম্যক বোঝার জন্যে ফেসবুকে তথাকথিত সিপিআইএম ইন্ফ্লুয়েন্সারদের তম্বি দেখতে হবে! সামাজিক মাধ্যমের শক্তির অপব্যবহার করে এরা পার্টির যা ক্ষতি করলো এবং করে চলছে সেটা অতি দুঃখের ব্যাপার।

    গুরুর অ্যাকাউন্টে কত টাকা ঢোকে সেই ইয়ে রেকারিং ডেসিমাল তো বহু বছর ধরে চলছে, এখন যোগ হয়েছে সাত দিনে কী করে বই হয়। আরে ভাই, বই তো সাত দিনে হয়নি, পনেরো ঘন্টায় হয়েছে।

    প্রথম প্যারাগ্রাফের জন্যে ধন্যবাদ। সত্যিই তাৎক্ষণিক। প্রতিক্রিয়া, তা সে মুষ্টিবদ্ধ না হয়ে সাধারন মানুষের ভয় হলেও তা সামনে আনা দরকার মনে হয়েছিল। ভয়টাকে চিনতে না পারলে তার সামনে দাঁড়ানোও মুশকিল।
  • | ২৮ মার্চ ২০২২ ১১:১৯499108
  • আহা গুপু দেখি সব মুছে টুছে দিয়েছে। ঐ ইতরটা কাল অবিকল ইন্দ্রাণীকে করা কমেন্টাটাই প্রায় আমার নামেও করেছিল। ঐটে গুপু রাখলেই পারত, ইতরামির একটা জ্বলজ্বলে প্রমাণ থাকত আর কি।  ঠিক দীপের কমেন্টটার নীচেই ছিল ওটা। 
  • | ২৮ মার্চ ২০২২ ১১:১৭499107
  • " হুতো, তৃণমূলের ক্ষমতা কমা মানে কী? সমস্ত জায়গায় তো প্রচন্ডভাবে জিতছে আর বিরোধীশুন্য হওয়া কী জিনিষ তা পশ্চিমবঙ্গ বারে বারেই দেখেছে। কাজেই  তৃণমুলের ক্ষমতায় একটা চেক থাকা তো অবশ্যই প্রয়োজন। যথেচ্চাচার যাতে না করতে পারে তার জন্যই প্রয়োজন। আর এই যথেচ্চাচার চলতে থাকলেঅনেক লোকেই আবার বিজেপীর দিকে ঘুরেই যেতে পারে। জাস্ট এখন ​​​​​​​তো ​​​​​​​বাঁচি ​​​​​​​পরে ​​​​​​​দেখব ​​​​​​​যা ​​​​​​​হবে ​​​​​​​এই ​​​​​​​মনোভাব ​​​​​​​থেকেই। ​​​​​​​
     
    তবে  সোশ্যালমিডিয়া ট্রোলবাহিনীকে দেখে বুঝছি বাংলায় বারেবারে কীভাবে এক প্রতিবেশী তার ভাই বন্ধুকে শত্রুর হাতে ঠেলে দিয়েছে তার একেবারে জাজ্জ্বল্যমান প্রমাণ। এরাই কেউ বা কয়েক্লজন মিলে নিশ্চয় আমাকে 'তাপসী মালিক করে দেব' বলে ইমেল করেছিল তখন। 
  • S | 2405:8100:8000:5ca1::15e:***:*** | ২৮ মার্চ ২০২২ ১১:০৩499106
  • @হুতোঃ কবিতার বই নিয়ে কোনও বক্তব্যই নেই। জানিনা অভিনন্দনটা হয়তো ভুল শব্দপ্রয়োগ হবে, বরন্চ বলবো ধন্যবাদ। কবি এবং প্রকাশকের টাইমিং ঠিক মনে হলে ঠিকই আছে। গুরুর পক্ষ থেকে এটাও বলা যেতে পারে যে এটা তাৎক্ষনিক প্রতিক্রিয়া, পরে সময় সুযোগ হলে আরো বিস্তারিত লেখা বার হতে পারে। আর সব বিষয়ে প্রকাশনা না হলে প্রতিবাদ হয়না, সেটাও মনে করিনা। ইত্যাদি।

    কিন্তু আপনার দুটো কথায় আপত্তি আছে। রাজনৈতীক পর্যালোচনার দিক থেকে।
    "এখন তৃণমূলের ক্ষমতা কমা মানে বাংলায় অন্তত বিজেপির হাতে মুন্ডু কেতে থালায় তুলে দেওয়া"
    - কর্পোরেশান আর মিউনিসিপালিটির ইলেকশান দেখে কিন্তু মনে হচ্ছে বিজেপির টাইম ইজ ওভার। যেসব তিনোরা বিজেপিতে গেছিলো, তারাও দ্রুততার সাথে দলে ফিরে আসছে। শুধু পুরোনো-নতুন বিবাদের জন্যই অনেকে ঝুলে আছে - মানে বিজেপি ছেড়ে দিয়েছে, কিন্তু তিনোতে আনুষ্ঠানিক ভাবে নিচ্ছেনা। এদেরই অনেকে বিক্ষুব্ধ তিনো। বহু বিজেপি ভোটার বামে ফিরে এসেছে, আগামী দিনে আরো আসবে বলেই মনে হয়। ডেলি প্যাসেন্জাররা বুঝেছে যে বাঙালীদের টুপি পড়ানো অত সহজ নয়, তাই তারা এখন অন্যদিকে মন দিয়েছে। ফলে এখন অন্তত তিনোর ক্ষমতা কমলেই বিজেপি এসে যাবে এটা মনে হয়্না একেবারেই। তিনোদের ক্ষমতা হ্রাস পেলে বিক্ষুব্ধ তিনোরাই ক্ষমতাসীন হবে। তখন তাদেরকে আবার মূল তিনোতে নিয়ে আসা হবে, এবং ফলে সেই তিনোরাই ক্ষমতায় থাকবে।

    "আর ক্ষমতায় না থেকে, তলানীতে জনসমর্থন, ভোটবাক্স, সংগঠন থেকেও সিপিআইএমের যা হুংকার, ক্ষমতায় আসতে পারলে তো এঁরা হাতে মাথা কাটবেন।"
    - এটা একেবারেই বাজে কনক্লুশান। সিপিআইএমের কোনও শক্তিই নেই আপনিই বলছেন। তিনোরা সর্বত্র ক্ষমতাসীন। আর যে ঘটনাটা নিয়ে এই বইটা প্রকাশিত হলো সেটা হয়েইছে তিনোদের আমলে, তিনোদের দ্বারা, তিনোদের জন্য। আমার মনে হয় আপনার এই কনক্লুশানটা তিনোদের আমলের ভয়াবহ পরিবেশকেই রিফলেক্ট করে।
  • সম্বিৎ | ২৮ মার্চ ২০২২ ১০:৪৫499104
  • আমি তো ঘোষিত অকবি ও কবিতা-ট্যালা পাবলিক। কে কী লিখবে, ছাপাবে, পড়বে - সবই ব্যক্তিগত ব্যাপার। কবিতা জিনিসটাই খুব ব্যক্তিগত। আর সেইজন্যেই মনে হয় সব কবিতা হয়ত প্রকাশের জন্যে নয়।
  • r2h | 134.238.***.*** | ২৮ মার্চ ২০২২ ১০:৪০499103
  • জয়ের বই নিয়ে বামপন্থীরাই সবচে রাগ করছেন যা দেখলাম।
    কেন লোকজনের নাম লেখা হলো না, কোথায় প্রতিবাদ ইত্যাদি।

    এইটা ঠিক বুঝলাম না। আমি কবিতার ব্যকরণ বুঝি না যদিও, কিন্তু কোন কবিতায় যদি নিরুপায়তা, অসহায়তা, ভয় ফুটে ওঠে, সেটাই হয়তো কবির ঐ সময়ের মনের অবস্থা, সব মিলিয়ে হতাশা ও ভয়ের সময় তো বটেই, বামপন্থীরা যতই ফেসবুকে লম্ফঝম্প করুন, এখন তৃণমূলের ক্ষমতা কমা মানে বাংলায় অন্তত বিজেপির হাতে মুন্ডু কেতে থালায় তুলে দেওয়া, এর থেকে হতাশা ও ভয়ের কী হতে পারে? আর ক্ষমতায় না থেকে, তলানীতে জনসমর্থন, ভোটবাক্স, সংগঠন থেকেও সিপিআইএমের যা হুংকার, ক্ষমতায় আসতে পারলে তো এঁরা হাতে মাথা কাটবেন।

    তো, একটি অন্ধকার সময়ে কোন কবি হতাশা ও ভয়ের কবিতা লিখলে তাতে ঠিক যথার্থ, সহি, টেম্প্লেটানুগ প্রতিবাদ হয়নি, এইটা রাজনীতি বা কবিতাবোধ, কোনদিকে কী এইটা বোঝা ভার।

    আর তাছাড়া রবীন্দ্র রচনাবলী খুঁজে দেখতে হবে, কোন কোন কবিতায় ব্যামসফিল্ড, কার্জন, ডায়ার এদের নাম আছে। মনে তো পড়ছে না। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা খুবই উদ্দীপনার গান, কিন্তু কারো নাম টাম তো আছে বলে মনে পড়ে না। শংখ ঘোষের রসতা জুড়ে উন্নয়নে কি অনুব্রতর নাম ছিল?

    জয় অবশ্য নব সামন্তের নাম করেছিলেন, এইটা একটা পাপ কাজ হয়েছিল।
  • অপু | 2401:4900:3eeb:ccf8:0:58:1e93:***:*** | ২৮ মার্চ ২০২২ ১০:২৯499102
  • এই কঠিন সময়ে যুদ্ধকালীন তৎপরতায় "দগ্ধ" বার করার জন‍্যে সৈকত, পাই, হুতো আর সংশ্লিষ্ট  সকল কে আন্তরিক  ভালোবাসা  আর অভিনন্দন জানাই।
  • বেণীমাধব, বেণীমাধব, তৃণমূলে যাবো | 216.105.***.*** | ২৮ মার্চ ২০২২ ১০:১২499101
  • হানুস্যার কি জয় গোঁসাইয়ের বইটিকে কিঞ্চিৎ ব্যঙ্গ করলেন?
     
    বিনীত ভবদীয়
  • Abhyu | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২২ ০৭:৪৫499099
  • অ্যাটম বোম ব্যাকপ্যাকে থাকে। ব্যাকপ্যাকে বউ বলে এমনকি কোনো উপন্যাসও বেরোয়নি এখন পর্যন্ত।
  • Abhyu | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২২ ০৭:৪৩499098
  • শিশির কুমার ঘোষ ছিলেন সম্পাদক। ভার্ণাকুলার প্রেস অ্যাক্টের চক্করে রাতারাতি বাংলা থেকে ইংরেজি করে দেন।
  • dc | 122.164.***.*** | ২৮ মার্চ ২০২২ ০৭:৪৩499097
  • ঘাড়ে করে অ্যাটোম বোম নাকি ঘাড়ে করে বৌ? কোনটা সুবিধের? 
  • S | 2405:8100:8000:5ca1::102:***:*** | ২৮ মার্চ ২০২২ ০৭:৪২499096
  • কারেক্ট। গুচও হয়তো অসমীয়া হয়ে উঠতে চাইছে।
  • Abhyu | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২২ ০৭:৪০499095
  • অমৃত বাজার পত্রিকা
  • S | 2405:8100:8000:5ca1::13a:***:*** | ২৮ মার্চ ২০২২ ০৭:২৫499094
  • কোন একটা পত্রিকা সেই বৃটিশ সরকারের ইসের থেকে বাঁচতে রাতারাতি বাংলা থেকে ইংরেজী হয়ে গেছিলো না?
  • Abhyu | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২২ ০৭:২৪499093
  • মিঠুদি ভালো আছো?
  • | 2601:247:4280:d10:e40a:a435:75d3:***:*** | ২৮ মার্চ ২০২২ ০৭:১৮499092
  • চন্দ্রবিন্দু দিয়ে হাসবেন না দয়া করে
  • Abhyu | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২২ ০৬:৪২499091
  • আচ্ছা আনন্দবাজার আজকাল জেলেন্স্কির তলায় একটা ফুটকি দেয়। আরো অনেকের তলাতেই দেয়। গুরুর ফণ্টেও কি কিছু স্পেশালিটি এসেছে?
    • Amit | 121.200.237.26 | ২৮ মার্চ ২০২২ ০৫:৪৯505683
    •  আর ডিক্টেটর দের বাবা বাছা কৰে বুঝিয়ে শেষ অবধি লাভ হয়নি , হবেও না।
    এখানে "করে"র জায়গায় ঐ রকম অহমিয়া গোছের একটা লেটার এলো কি করে? 
  • Abhyu | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২২ ০৬:৩০499090
    • b | 117.194.71.232 | ২৫ মার্চ ২০২২ ২০:৫১
    কবিতাগুলি ভালো লাগল তবে ব্যাখ্যাগুলো যেন কেমন। বিশেষ করে কবি ঘাড়ে করে কুমড়োর মতো বৌকে নিয়ে বাজারে গিয়েছিলেন এটা মনে করে সোডার মত ভুসভুসিয়ে হাসি পেল। সাধে বলেছে অপাত্রে কিছু দিতে নেই, এমনকি ভাবসম্প্রসারণ পর্যন্ত! 
  • ঠোঁটকাটা | 121.5.***.*** | ২৮ মার্চ ২০২২ ০২:৫৩499089
  • ধুর ধুর, দশ ট্যাকার আবার মুনাফা কি? ওসবে কান দিবেন না। আপনারা যা করেছেন, তাকে বাংলায় বলে নিপাট মূর্খতা। কোবতে লিখে পোতিবাদ? হাঁসাবেন না পিলিজ। মাইরি আপনারাও জানেন কোবতে কেউ পড়ে না।
     
    তাইলে মুলো কবির কোবতে রচা আর আপনাদিগের পনরো ঘন্টায় বই ছাপার এই সার্কাসটির নেট ফলাফল কি? পোতিবাদকে বালখিল্যতায় রূপান্তরিত কল্লেন। সাইকেলের পাম খুলে নিলেন। হা হা! এরোকোমই চালাতে থাকুন। হলদি নদীর কুমিরগন দুহাত তুলে আপনাদিগকে আশির্বাদ করবে।
     
    যাকগে, নিকের আড়াল থেকে ভয়ে ভয়ে লিক্লুম দাদা। ডাটা এনালিসিস করে বাড়িতে দিদির পুলিশ পাঠিয়ে দিবেন না। বৌবাচ্চা নিয়ে মুলো রাজত্বে  ঘর করি। বেঙ্গালুরু কি আম্রিগায় বসে তাত্ত্বিকতা ফলাই না। ভালা থাকুন।
  • aranya | 2601:84:4600:5410:411d:5d24:8c35:***:*** | ২৮ মার্চ ২০২২ ০২:২২499088
  • ছিদ্রান্বেষী মনুষ্য 
  • π | ২৮ মার্চ ২০২২ ০২:০৪499087
  • বইয়ের দাম ঃ ১০ টাকা ( সাদা কালো প্রচ্ছদ),  ১৫, রঙীন।  যাঁরা এতে ব্যবসা খুঁজে পেয়েছেন, তাঁরা আশা করি খবর নিলেই বুঝবেন, এতে টাকার অংকে লাভ না লোকসান ঃ) তবে ওই আর কি, সব কিছু সবাই লাভ ক্ষতির হিসেবে ভাবে না, এটাও যে হতে পারে, সেটা হয়তো কারুর কারুর ভাবনার বাইরে।
  • π | ২৮ মার্চ ২০২২ ০২:০২499086
  • অরণ্যদা,  একজন তো আবার লিখেছেন, কত লাখ টাকা দিলে তবে কবির পক্ষে এত তাড়াতাড়ি লেখা সম্ভব!  laugh
    এছাড়াও চলে এসেছে, গণহত্যা নিয়ে কবি ও প্রকাশকের বিশাল  মুনাফা করার গল্প ঃ)

    একটা বই ১০ টাকা দামে দিতে হলে বেসিকালি লোকসান করে দিতে হয়, একথাটা প্রকাশনার সঙ্গে যুক্ত একটা বোধহয় যে কেউই বুঝবে।  খালি যাঁরা জেগে ঘুমান, তাঁরা বাদে। হ্যাঁ, দাম রাখা হয়েছে, কারণ তাহলে তা দোকান ইত্যাদির মাধ্যমে অনেকের কাছে পৌঁছাতে পারবে, যাঁদের কাছে নেট নেই, তাঁদের কাছেও।
  • aranya | 2601:84:4600:5410:411d:5d24:8c35:***:*** | ২৮ মার্চ ২০২২ ০১:৩৪499085
  • এত দ্রুত বই বেরোল !! - এই কমেন্ট কলেজের গ্রুপেও পেলাম, পোস্টার শেয়ার করার পর। 
    তাতে লিখলাম যে এই ঘটনা এতই ভয়াবহ, এর প্রতিবাদ যত তাড়াতাড়ি হয়, যতরকমভাবে হয়, ততই ভাল 
  • π | ২৮ মার্চ ২০২২ ০১:২৭499084
  • আরো যা বুঝেছি,  প্রতিবাদ না করলেও ভারি অন্যায়, করলেই খুবই অন্যায়।  যদি না সব প্রতিবাদ বিরোধিতা নিজেদে অর্ডার মাপ মাফিক হয়, এক মাইক্রন  এদিক ওদিক হল কিনা স্লাইড ক্যালিপার্স নিয়ে মাপতে বসা হয় কিনা।  কে কীভাবে বিরোধিতা করবে, প্রতিবাদ করবে, সেটাও বেসিকা৯ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সবকিছুই নিজেদের ছাঁদে ফেলা হবে, সবাই ছাঁচে ফেলা পুতুল হবে, তবে না, সহি বিরোধিতা!  এবার সহি বিরোধী দল প্রদত্ত সহি বিরোধিতার দশটি বিধান লিখে ফেলতে পারব মনে হচ্ছে। 
  • r2h | 2405:201:8005:9947:a827:18aa:c099:***:*** | ২৮ মার্চ ২০২২ ০১:২৫499083
  • বঙ্গীয় আঁতেলসমাজের বেঞ্চমার্ক নানান বিষয়েই ভয়ানক লো, যা দেখছি।
  • π | ২৮ মার্চ ২০২২ ০১:২০499082
  • হুতো, তাই না তাই।
     
    ১৫ ঘণ্টায় বই তৈরি থেকে প্রেস অব্দি গেছে জানলে আরো কত গল্প মনে পড়তে পারত!  তবে আমরা, এই 'নন-প্রফেশনাল বইকরিয়েরা' কিনা প্রায় সবাই প্রফেশনাল জগতে এর থেকেও, অনেক বেশি টাইট ডেডলাইনে আরো অনেক চাপের কাজে  ডেলিভারি দিয়ে অভ্যস্ত, তাই এটাও যে তেমন কোন ব্যাপার, মাথাতেই আসেনি!  বইমেলার সময়েও ঠিকঠাক সময়ে বই বের করতে, 'ঝুলিয়ে না ফেলতে', প্রায়শই এরকম খেটে কাজকর্ম নামাতে হয়, অনেক সময় তো চাপ আরোই বেশি হয়ে, এর চেয়েও বেশি দ্রুততায় কাজ কর‍তে হয়, এগুলো যে এরা ভাবতেই পারেনা, এটা আমার অন্তত  ভাবনার বাইরে ছিল। আজকের আগে।
    তবে এখন বুঝছি, বইমেলায় সব প্রফেশনাল প্রকাশক, যাদের কাজই কেবল বই প্রকাশ করা, তাদের অর্ধেক বই পুরো বইমেলা জুড়ে বেরই হয়না কেন, কিম্বা কোনক্রমে শেষের দিকে কয় কপি! 
     
    এখন তো পুরো টিমেরই পিঠ দারুণ করে চাপড়ে দিতে ইচ্ছে করছে, সবাই আপিসের ডেডলাইন সামলানোর পরেও তাহলে এই বইপত্তরের কাজে  কী অসাধ্য সাধনই না ঘটে থাকে বটে!  
     
    আর যাঁরা এই 'অপারেশানাল এফিশিয়েন্সি' তে এতই বিস্মিত, সিরিয়াস৯, এখন আমার তাঁদের কাজের ক্ষেত্র কত্ত চাপমুক্ত ভেবে ঈর্ষা হচ্ছে!  আমরা তো চাইলেও না করে পারবনা!  আউটব্রেক এপিডেমিক হয়ে গেলে তো আর কথাই নেই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত