এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 42.***.*** | ২৩ মার্চ ২০২২ ২০:০৪498467
  • আবার‌ বলছি, আজ‌ থেকে একশো বছর আগে কামাল পাশা হিজাব-বোরখা নিষিদ্ধ করেছিলেন! বোধহয় তিনিও টাইম মেশিনে চড়ে বিজেপির সমর্থক হয়েছিলেন!
    আর স্কার্ফে কোনো অসুবিধা নেই, কিন্তু বোরখাতে অবশ্য‌ই অসুবিধা আছে! 
  • দীপ | 42.***.*** | ২৩ মার্চ ২০২২ ২০:০৪498466
  • আবার‌ বলছি, আজ‌ থেকে একশো বছর আগে কামাল পাশা হিজাব-বোরখা নিষিদ্ধ করেছিলেন! বোধহয় তিনিও টাইম মেশিনে চড়ে বিজেপির সমর্থক হয়েছিলেন!
    আর স্কার্ফে কোনো অসুবিধা নেই, কিন্তু বোরখাতে অবশ্য‌ই অসুবিধা আছে! 
  • S | 2405:8100:8000:5ca1::a:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৯:৫৫498465
  • হিজাব মানে তো শুধুমাত্র স্কার্ফ? মুখ তো খোলাই থাকে। বোরখা আর নিকাবের সঙ্গে হিজাবের একটা পার্থক্য আছে যতদূর জানি। শীতকালে এখানে যখন বরফ পড়ে, তখ্ন আমার মুখ তার থেকেও কম খোলা থাকে। এবারে তো মাস্কও পড়েছিলাম। তাতেও শনাক্তকরণ মুশকিল। আর এই একজন মানুষ সনাক্তকরণ এত প্রয়োজন কেন? এয়ারপোর্টে না হয় বুঝলাম। কিন্তু হাটে বাজারে ইস্কুলে কলেজে রাস্তায় মোড়ের মাথায় কে কাকে কেন সনাক্ত করবে? বহুকাল আগে পুনেতে ছিলাম। সেখানে দেখতাম বহু মেয়েরাই স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখে। হয়তো মিনি স্কার্ট পড়া, কিন্তু মুখ ঢাকা। তাদেরও শনাক্তকরণ মুশকিল। তখন তো এইসব সমস্যা দেখিনি। এমনকি বেশকিছু লোকজন আছে, যারা বলে যে সব চীনাদের একরকম দেখতে, সব শিখদের একরকম দেখতে, সব কালোদের একরকম দেখতে। তাদের সনাক্তকরণেও মুশকিল। তাহলে তো তাদের নিজেদের মুখও বদলে দিতে হয়। আর অচেনা মহিলাদের সনাক্তকরণ করা কি খুব প্রয়োজন? কিজানি, হবে হয়তো।
  • একক | ২৩ মার্চ ২০২২ ১৯:৩৮498464
  • গোটা ব্যাংগালরে বছরভর কন্সট্রাকশন ওয়ার্ক  চলে আর কুত্তার মত ধুলো।   আপিস যাওয়া মেয়েরা স্কার্ফ পেঁচিয়ে মাথা মুখ সব ঢেকে রাখে। আমার বড় চুল ছিল যখন আম্মো তাই করতুম। নইলে মাথা ধুলোয় চিট হয়ে যাবে। 
     
    সেই শহরে নাকি হিজাব পল্লে আইডেন্টিফিকেশনে অসুবিদে ঃ))) অত তেল যখন সরকারের, সব এন্ট্রি পয়েন্টে আইরিস চেক করে নিক না। দূর থেকে ফেসিয়াল রেকগ্নিশন এম্নিতেই ভুলভাল প্রসেস। 
  • dc | 122.174.***.*** | ২৩ মার্চ ২০২২ ১৯:৩৫498463
  • ইস্কুলে কাজ করার মতো হাজারটা জিনিস আছে। রাইট টু এডুকেশান প্রায় কোন স্কুলে ঠিকমতো ইমপ্লিমেন্ট হয়নি। গত দু বছরে ছাত্রছাত্রীদের পড়াশোনা অপূরণীয় ক্ষতি হয়েছে। ইস্কুলে গিয়ে পড়ার অভ্যাসটাই চলে গেছে, শিক্ষক শিক্ষিকারাও বহু অসুবিধের সম্মুখীন হয়েছেন আর এখনও হচ্ছেন। এতো সব ছেড়ে হঠাত করে হিজাব ব্যান নিয়ে হৈচৈ বাধানো হলো। অ্যাজেন্ডাটা কি পরিষ্কার নয়? 
  • π | ২৩ মার্চ ২০২২ ১৯:২৪498462
  • হিজাবে শনাক্তকরণে অসুবিধা হয়? 
     
    তাহলে আমি যে শীতে বা আপিসের এসিতে প্রায় সদাসর্বদা মাফ্লার শাল জড়িয়ে থাকি?  মানকি ক্যাপও তাহলে ব্যান হোক। কালোচশমাও। 
     
    ও, ছেলেদের মুখময় দাড়ি রাখাও। ওতে তো মুখই বদলে যায়। এমনকি গোঁফ রাখলেও অনেকের৷  বা এগুলো থাকলে, কেটে সাফ কি ছোট করাও নিষিদ্ধ হোক।  এমনকি বাড়ানোও। তাতেও চিনতে অসুবিধা হবে। সবকিছু কন্সটান্ট রাখতে হবে। অনেকদিন বাদে কোথাও গেলে বয়সের ছাপ পরাও চলবেনা। মানে বয়সও আটকিয়ে রাখতে হবে।  চুলের সামান্য ট্রিম ছাড়া কিছু আলাওড না। বেশি মেকাপও না। ওতেও অনেককে চেনা যায়না।
  • | ২৩ মার্চ ২০২২ ১৯:১৬498461
  • @ শান্তনু ও তুমি বলেছিলে? আমি ভাবলাম এলেবেলের সাথে হয়ত মেলে বা ফোনে কথা হয়েছে। তাহলে কি তোমাকেই কুলোর বাতাস বলে ডাকব? wink 
     
     
  • r2h | 134.238.***.*** | ২৩ মার্চ ২০২২ ১৮:৫৬498460
  • হুঁ। এমনিতেই এইটা দিয়ে নিরাপত্তাহীনতার একটা সেন্স তৈরী করা যাবে, বাইরে যাওয়া ব্যাপারটাকেই ডিসকারেজ করা যাবে। অনেক সম্ভাবনাময় জীবন ঠিকঠাক শুরুর আগেই গর্তে ঢুকিয়ে দেওয়া যাবে।

    কোন দেশে কোন পরীক্ষার হলে কী হয় সেসব উদাহরণ অর্থহীন। যা হয় তার সব, সবসময় কাম্য, উচিত, বা ঠিক তা না। ভারতের অন্যতম বৈশিষ্ট্যই তার বৈচিত্র‌্য। সেটার শ্বাসরোধ করা উদ্বেগের।

    এসব চয়েস কিনা সেই তর্কে যাওয়ারই প্রয়োজন দেখি না। বাধ্যতা হওয়ার সম্ভাবনাই বেশি, আল্হাদ করে সারাক্ষন ঐ জিনিস পরে থাকা, কে জানে। কিছু মানুষ হয়তো চয়েস হিসেবে পরেন। কিন্তু তাতেও এই ব্যানের অভিসন্ধির অসাধুতা পাল্টায় না।

    আর হিজাবের সঙ্গে আইডেন্টিটি বোঝা নিয়ে তেমন চাপ হওয়ার কথা না। যেটুকু হয় তা পাগড়িতেও হবে। নকাব থাকলে চাপ।
  • dc | 122.174.***.*** | ২৩ মার্চ ২০২২ ১৮:৪৪498459
  • এলেবেলের ২ নং পয়েন্টের সাথে সম্পূর্ণ সহমত। দীপবাবু, এই বিতর্কে কিন্তু বোরখাটা ইস্যু না, ইস্যু হলো মুসলমানদের যতোরকম ভাবে হেনস্তা করা যায়, পাবলিক লাইফে কোনঠাসা করা যায়, সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিনত করা যায়। বোরখা নিয়ে যদি বিজেপি এতোই সেনসিটিভ হতো তাহলে পাবলিক লাইফে বোরখা ব্যান করার দাবী তুলতো বা সামাজিক আন্দোলন গড়ে তুলতো। ইস্কুলে ব্যান করার দাবী তুলেছে কারন ইস্কুলের ছাত্রীরা হলো দুর্বলতম অংশ, আর তাদের মাধ্যমে বাকিদের চেপে ধরা যাবে। 
     
    আবার বলি, নুয়ান্স :-)
  • এলেবেলে | ২৩ মার্চ ২০২২ ১৮:২৭498458
  • আমি পর্দার পেছনের খবর রাখতে আগ্রহী নই। একেবারেই টেক স্যাভি নয় বলে প্রকৃত কমেন্ট খুঁজে পাইনি। কিন্তু আমি যে মিথ্যা বলছি না, তা শান্তনুবাবুর কথাতে স্পষ্ট। ধন্যবাদ শান্তনুবাবু।
     
    পিটিস্যার যদি ভোটারদের বাঁধা বেশ্যা বলে থাকেন তো তার তীব্র প্রতিবাদ করি। কিন্তু এ কথাও এখনও পর্যন্ত ভুলিনি যে এখানে আমাকে খানকি বলা হয়েছিল। ম তার প্রতিবাদ করেছিলেন বলে আমি তাঁর কাছে কৃতজ্ঞ।
  • Santanu | 47.***.*** | ২৩ মার্চ ২০২২ ১৮:১৪498457
  • দ,
    আরে দূর, পর্দার পেছনে ক্যানো? আর ছাত্র টাত্র নয়, আমি আর এখানেই লিখেছিলাম -
    পিটি বাবু আপনি তো গাল খেতেই এখানে আসেন, সে আপনার ইচ্ছে। কিন্তু আপনি আই আই টি র প্রফ বলে, লোকজন আই আই টি কে আপনার দাথে জড়িয়ে গাল দেয়, আমরা যারা ওখানকার পুরোনো পাপী, তাদের গায়ে লাগে। একটু ভেবে দেখবেন।
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৮:১৩498456
  • কলেজপড়ুয়া মেয়েদের জন্য বিধান রায় হরিণঘাটার দুধের বুথের কাজ বরাদ্দ করেছিলেন বলে শুনেছি।
  • | ২৩ মার্চ ২০২২ ১৮:০৫498455
  • আমার ছোটপিসী এককালে হরিণঘাটায় দুধ বিক্রি করেছিল। তারপরেও দীর্ঘকাল ​​​​​​​নানা ​​​​​​​রকম ​​​​​​​টুকরো ​​​​​​​কাজ ​​​​​​​কোনোটা ​​​​​​​দুই ​​​​​​​মাস, ​​​​​​​কোনোটা ​​​​​​​তিনমাস কোনোটা ​​​​​​​২০ ​​​​​​​দিন ​​​​​​​করিয়ে ​​​​​​​কোনও ​​​​​​​টাকা ​​​​​​​পয়সা ​​​​​​​না ​​​​​​​দিয়ে ​​​​​​​তাড়িয়ে ​​​​​​​দেওয়া 
    সে অবশ্য পঞ্চশের দশকে। তবে মাথর উপরে ছাদটা ছিল, ঐজন্য লড়ে যেতে পেরেছিল। 
  • | ২৩ মার্চ ২০২২ ১৮:০১498454
  • এলেবেলে | ২৩ মার্চ ২০২২ ১৭:৫৬
    "...তারপর তাঁর এক ছাত্র তাঁকে এখানে লেখালেখি করতে বারণ করেন। এর পর থেকে পিটিস্যার আর এখানে আসেননি।"
    ওহোহো এটা তো পুরো পর্দার পেছনের খবর। এ  জানতাম না, জানার কথাও নয় অবশ্য।  থ্যাঙ্কু থ্যাঙ্গ্কু এলেবেলে। 
     
     
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৮:০০498453
  • আমার প্রিয় বন্ধু চাকরি হারিয়ে সংসার চালানোর তাগিদে শাড়ি, নাইটি, কুর্তি, পালাজোর ব্যবসা করছে। বস্তা কাঁধে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে।
    কিছু বাড়িতে সধবারা লালের ছোঁয়া না থাকলে শাড়ি নেন না।
     
  • এলেবেলে | ২৩ মার্চ ২০২২ ১৭:৫৬498452
  • কতগুলো কথা রেকর্ডেড থাকুক।
     
    ১. পিটিস্যার ডিসিজনাবের ব্যারাকিং বা অন্যদের প্রতিবাদের কারণে 'সেন্টার স্টেজ' থেকে বিদায় নেননি। বরং সিপিএমের চরম বিপর্যয়ের সময় যখন আগুনখেকো কমরেডরা গুরুতে হিরণ্ময় নীরবতা পালন করছিলেন, তখনও একমাত্র তিনিই তাঁর বক্তব্য - সেটা ঠিক বা ভুল যাই হোক না কেন - রেখে যাচ্ছিলেন। ডিসিজনাবের অকথ্য গালাগালির পরেও তা থামেনি। তারপর তাঁর এক ছাত্র তাঁকে এখানে লেখালেখি করতে বারণ করেন। এর পর থেকে পিটিস্যার আর এখানে আসেননি।
     
    ২. ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। কাজেই আমার যদি শাঁখা-সিঁদূরে বা হিজাবে আপত্তি না থাকে, সে ব্যাপারে রাষ্ট্রের নাক গলানো অবাঞ্ছিত ও অন্যায্য।
     
    ৩. এখানে তিন পাতা কিংবা চার পাতা জুড়ে রামু-বিদু-বঙ্কা-বিবু নিয়ে কিছু লেখা হলে অনেকেরই গাত্রদাহ হয়, নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ভেসে আসে। আসলে তাঁরা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন। ফাটাতে না পারার ক্রাইসিস। অথচ পাতার পর পাতা ধরে যুদ্ধ নিয়ে আলোচনা চললেও তাতে কারও গায়ে ফোসকা পড়ে না। কারণ এই সুযোগে কেউ কেউ ফাটাতে পারদর্শী।
     
    ৪. গায়ে গামছা জড়িয়ে রাখাকে ফ্যাশন স্টেটমেন্টে পরিণত করা বিখ্যাত 'সাব-অল্টার্ন' সাহিত্যিক রামপুরহাটের সমর্থনে আজ হ্যাজ নামিয়েছেন। ওয়াক থুঃ।
     
    বলার ছিল, বলা হয়ে গেছে। চলে যাচ্ছি।
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৪৭498451
  • মাথার ওপর ছাদ, খাবারের চেয়েও দরকারি। ঐটাই তো মেয়েদের ব্ল্যাকমেইল করার অস্ত্র।
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৪৬498450
  • সিস্টেম ভুলভাল। রাইটস টু এডুকেশন থেকেও নেই।
    আবারও শাঁখের করাত।
  • | ২৩ মার্চ ২০২২ ১৭:৪৪498449
  • সে, 
    আরো মুশকিল হোল কোনও মেয়ে যদি জোর করে অস্বীকার করে এগোতে চায় তাহলে তার মাথার উপরে একটা নিরাপদ চাদ পাওয়া খুবই মুশকিল হয়ে যায় অনেকসময়ই। 
     
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৪২498448
  • বুঝলাম। বাড়ির লোক এতটাই পাজি যে ঐ অজুহাতে মেয়েটাকে আটকে দিত।
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৪২498447
  • ধর্ম এতটাই গেঁড়ে বসেছে সকলের জীবনে, হিন্দু মুসলমান নির্বিশেষে সেটা সমাজের অসহায়তার চিহ্ন।
    উঁহু, পারসোনাল চয়েস ফয়েস ওসব বকওয়াস, আই ওয়শ।
    মানুষ খুব ইনসিকিওরিটিতে ভুগছে।
     
  • r2h | 134.238.***.*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৩৭498446
  • মানে মেয়েটির চাকরি করা, পড়াশুনো করা, জীবনে স্বাবলম্বী হওয়া।
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৩৭498445
  • দ,
    সে‌ইজন্যই তো শাঁখের করাত বললাম। বিবাহ তো হবেই, সঙ্গে শিক্ষাটা হবে না। এক চুটকি সিন্দুর বা এক পিস হিজাব। 
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৩৫498444
  • "আমি ভাবি, যদি চয়েস নাও হয়, যদি বাধ্যতাও হয়, তাহলেও এই আইন কয়েক বছর আগে থাকলে তার তো এসব কিছুই করা হতো না।" 
    বুঝলাম না। "এসব কিছুই" মানে?
  • | ২৩ মার্চ ২০২২ ১৭:৩৫498443
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:ad3a | ২৩ মার্চ ২০২২ ১৭:১৪
     
    ইস্কুলে বলতে এগারো বারোয় পড়ে কিছু। এগুলো ব্যান করে দিলে এদের পড়া নাহবার চান্স বেশ.
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:৩৩498442
  • পরীক্ষাকেন্দ্র নয়, স্কুল। ইস্কুল।
  • r2h | 134.238.***.*** | ২৩ মার্চ ২০২২ ১৭:১৯498441
  • আমার প্রতিবেশি টিমে একটি মেয়ে আছে, সে হিজাব বোরখা পরে অফিস আসতো (কোভিড রিমোটের আগে), টিপিক্যাল আজকালকার দিনের মেট্রোসিটির আধুনিক অল্পবয়সী। অফিসে এসেই বাথরুমে ঢুকে বোর্খা টোরখা খুলে এমনি পোশাকে অফিস ক্যাফেটেরিয়া সব করে আবার বেরোনোর সময় পরে বেরোয়। সবচে ভালো, টিমের হাই পারফরম্যান্স মেম্বারদের মধ্যে অন্যতম, শিগ্গিরি প্রোমোশন হবে। বোরখা না পরলে বাড়ি থেকে চাকরি করতে দেবে না, তাই পরে।

    আমি ভাবি, যদি চয়েস নাও হয়, যদি বাধ্যতাও হয়, তাহলেও এই আইন কয়েক বছর আগে থাকলে তার তো এসব কিছুই করা হতো না।
     
  • দীপ | 2401:4900:3a13:8c7d:a250:6a09:c7a6:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:১৭498440
  • হিজাব বোরখার মূল সমস্যা ব্যক্তিকে সনাক্তকরণে অসুবিধা হয়। অন্য কোন‌ ক্ষেত্রে ( পাগড়ি , শাঁখা) এই অসুবিধা নেই।
    প্রসঙ্গত ইউরোপের অনেক দেশে মুসলিম মহিলাদের জন্য স্কার্ফ অনুমোদিত, বোরখা নয়।
    আর অনেক পরীক্ষাকেন্দ্রেই নিয়মকানুন খুব কড়া; শাঁখা, মঙ্গলসূত্র সব খুলে ঢুকতে হয়।
    এগুলো একটু জানা প্রয়োজন!
  • সে | 2001:1711:fa42:f421:6d98:c85c:3552:***:*** | ২৩ মার্চ ২০২২ ১৭:১৪498439
  • ইস্কুলে কোনও ধর্মীয় চিহ্ন বহন করা চলবে না। ঠাকুর দেবতা ভগোমান আল্লাহ গড প্রমুখদের নামগান করে প্রেয়ার করা বন্ধ হোক। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এমনই হওয়া দরকার। ইস্কুলে শাঁখা নোয়া পরা বিবাহিত মেয়ে কজন পড়ে জানি না, কারন তাহলে তো আরও কেলো, অপ্রাপ্তবয়স্কের বিয়ে। উরি বাপরে! কী লেভেলের শাঁখের করাত সিস্টেমে!
  • | ২৩ মার্চ ২০২২ ১৭:০৩498438
  • যেদিন কর্ণাটক  হাইকোর্টে হিজাবের  বিরুদ্ধে রায় দিল সেইদিনই কি তার আগেপরে কবে যেন ফ্লাইটে সর্দারদের কৃপাণ বহন করার পক্ষে অন্য কন কোর্ট রায় দিল।  উহা সর্দারদের আইডেন্টিটি তথা পরিচিতির অবিচ্ছেদ্য অঙ্গ বলিয়া। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত