এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 223.226.***.*** | ১৮ মার্চ ২০২২ ১০:২৮497985
  • পুতিনের একটু মন খারাপ চলছে আজকাল। ইউক্রেনের নাজিগুলো এমন পাজি যে প্রতিটা ইঞ্চি জমির জন্য লড়াই করছে, কিছুতেই রাশিয়ান সৈন্য শহরে ঢুকতে পারছে না। কিছু নাজি তো হাসপাতালে, ইস্কুলে, থিয়েটারে অবধি ঢুকে লড়াই করছে। সেগুলোকে অবশ্য পুতিন বোম মেরে উড়িয়ে দিচ্ছে। ওদিকে সাধারন ইউক্রেনিয়ানরা রাশি রাশি ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছিল রাশিয়ান সোলজারদের বরন করবে বলে, কিন্তু সেসব ফুল তো শুকিয়েই গেল। পুতিন তাই মনের দুঃখে বরফ নদীতে সাঁতার কাটতেও যায় না, পাছে নাজিরা এসে দুয়ো দেয়। 
  • Amit | 121.2.***.*** | ১৮ মার্চ ২০২২ ১০:২৩497984
  • বেশ কদিন পরে উঁকি মারলাম এই পাতায়। বেশ কিছু আগের পোস্ট দেখে এদ্দিনে কন্ভিন্সড হলাম যে রাশিয়া মোটেই ইউক্রেন আক্রমণ করেনি। সব ওয়েস্টার্ন মিডিয়ার প্রোপাগান্ডা।  উল্টে আসলে ইউক্রেন ই রাশিয়াকে আক্রমণ করেছে। 
  • Abhyu | 47.39.***.*** | ১৮ মার্চ ২০২২ ১০:২২497983
  • দোলের দিনে একটা গান শুনুন
  • সিএস | 103.99.***.*** | ১৮ মার্চ ২০২২ ১০:১৪497982
  • বোধি, তোমার কমেন্ট দেখলাম। ফেবু দেখব, সময় পেলে।

    ইদিকে, পশ্চিমী মিলিটারি কর্তারা বলেছেন পুতিন্দার সৈন্য ইউক্রেনে বিশেষ এগোতে পারছে না, গতি রুদ্ধ তাদের। নিশ্চয় এসব কথা সত্য নয়, ফেক নিউজ বা প্রোপোগাণ্ডা। ওনারা পুতিন্দার স্ট্রাটেজি ও ভালমানুষি বোঝেননি, যে উনি সিভিলিয়ানদের শহর থেকে চলে যেতে দিয়ে ধীরে ধীরে শহর ইত্যাদি দখল করছেন। এইসব বোদ্ধারা বোঝেন, পশ্চিমী লোকজন বোঝেন না। তদুপরি পুতিন্দা এত ভাল মানুষ যে দেশের লোককেও টিভিতে গালি দিচ্ছেন, মাছির মতো উড়িয়ে দেব না কীসব বলেছেন। নিশ্চয় এই কথারও একটা স্ট্রাটেজি আছে যা বোদ্ধারা বুঝেছেন, ডিনাজিফিকেশনের বুদ্ধুমি যেমন তাঁরা গান্ডেপিণ্ডে খেয়ে গেছেন।
  • সিংগল k | 27.58.***.*** | ১৮ মার্চ ২০২২ ১০:০৯497981
  • দোলে মাংসের লাইন।
    এই পাপেই বাঙ্গালীর ডবল ইঞ্জিন হল না।
  • dc | 223.226.***.*** | ১৮ মার্চ ২০২২ ০৯:৫৪497980
  • আমার ভাগ্য ভালো যে আমি কোন স্কুল, কলেজ, ইনস্টিটিউট ইত্যাদি গ্রুপে নেই। মাত্র দুয়েকজন ছাড়া আর কোন বন্ধুর সাথে যোগাযোগও নেই, তাদের সাথে দুয়েক সময়ে হোয়াতে দুয়েকটা মেসেজ আদানপ্রদান করি কিন্তু কোন গ্রুপে জয়েন করিনা। দুর্ভাগ্য যে কয়েকটা গ্রুপে থাকতেই হয়, তিনটে এরকম গ্রুপ আছে, তবে সেগুলো মিউট করে রেখে দিয়েছি। আর ওয়ার্ক গ্রুপ দুয়েকটা আছে। 
  • AD | 2405:201:800e:608f:d0d8:acf7:2283:***:*** | ১৮ মার্চ ২০২২ ০৯:৫০497979
  • অপুদা মনে হয় UGHS.... আমি ও তাই ....
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ১৮ মার্চ ২০২২ ০৯:৪৩497978
  • এলসিএম দা, smileysmiley
     
    গ্রুপ, রিং,  ফিল্ড এইসব হল রবীন্দ্রনাথ বর্ণিত ছোটগল্পের মতো অর্থাৎ  "শেষ হইয়া 
    হইল না শেষ " টাইপস :)))
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ১৮ মার্চ ২০২২ ০৯:৪০497977
  • তবে পলেটিক‍্যাল বিতর্ক  ইত্যাদি  যেকোন ব‍্যাপারে সবথেকে বেশী ঝামেলা হয় বিদ‍্যামন্দির গ্রুপে। সারা পৃথিবীতে জুড়ে ছেলেপুলে। মোট 46 জন। বিতর্কে ইত‍্যাদি তে যোগ দেয় জনা 15। দুবছরে একসঙ্গে হোস্টেলে কাটাবার সূত্রে এই বন্ধুত্ব টা সত‍্যি ভেরি ভেরি স্প্রেশাল।
     
    বারো জন ডাক্তার।বেশ ক য়েকজন মাস্টার মশাই। আমেরিকা বাসী প্রফেসর কিছু জনতা। কল‍্যাণী গভ: ইঞ্জিনিয়ারিং 
    কলেজের প্রিন্সিপাল। প্রচুর আইটির জনতা।
     
    এখানে জনা ৪  এক আছে পাড় সিপিএম। তাদের মধ‍্যে একজন এখনো  নিয়মিত  মিটিং  মিছিল করে। জনা 6  পাড় বিজেপি। আর আমি সমেত জনা চারেক আছে যারা মধ‍্যপন্হী। প্রচুর বাওয়াল হলে আগুন নেভাই। আর বাওয়াল না হলে দুদল কেই ধুনো দি। তবে যাই বাওয়াল হোক। তাতে ব‍্যক্তিগত সম্পর্কে কোন চাপ হয় না।
     
    আপাতত চলছে ম‍্যাকলক্সীগঞ্জের প্ল‍্যান।মাঝ এপ্রিলে...
  • lcm | ১৮ মার্চ ২০২২ ০৯:৩৬497976
  • গ্রুপ ব্যাপারটা ভালো করে, মানে জলের মতন বুঝতে হলে -
  • lcm | ১৮ মার্চ ২০২২ ০৯:২৮497975
  • আমাজন ৮.৫ বিলিয়ন ডলার দিয়ে MGM স্টুডিও কিনে নিল। MGM এর প্রায় ৪০০০ সিনেমা এবং ১৭,০০০ টিভি এপিসোড চলে আসবে আমাজন প্রাইম ভিডিওতে।
    ওদিকে নেটফ্লিক্স দেখলাম আজ একটা অ্যালার্ট দেখাল যে রেট বেড়ে মাসে ১৯ ডলার হচ্ছে।
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ১৮ মার্চ ২০২২ ০৯:২৫497974
  • কেসি, সে দি আমার স্কুল গ্রুপে  ছেলের সংখ‍্যা 23. আমরা বি সেকশন অর্থাৎ 
    যারা ক্লাশ থ্রি থেকে ক্লাশ টেন অবধি এক সাথে পড়েছি। এই
    গ্রুপের 7/8 বন্ধু তথা ফ‍্যামিলি র মধ‍্যে বেশ ঘনিষ্ঠতা। মাঝে মাঝেই গেট টুগেদার। এক সাথে 4/5 ফ‍্যামিলি বেড়াতেও গেছি বহুবার।বাকি সব গ্রুপে র মতো এক গ্রুপ  
    আমার  হাতে তেরী। যেকোন গেট টুগেদার বা আউটিং এর  ম‍েনু, ভ‍্যেনু থেকে বাকি সব
     কিছুর মাস্টারমাইন্ড আমি।
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ১৮ মার্চ ২০২২ ০৯:১২497973
  • শুভ দোলযাত্রা। সবার জীবন আরো রঙীন 
    হয়ে উঠুক।
  • dc | 223.226.***.*** | ১৮ মার্চ ২০২২ ০৭:৪৪497971
  • সব্বাইকে হ্যাপি হোলি! কবি বলেছেন, হোলি কে দিন দিল খিল যাতে হ্যায়, রংগো মে রং মিল যাতে হ্যায়। 
  • b | 117.194.***.*** | ১৮ মার্চ ২০২২ ০৭:২১497970
  • বনপলাশী গল্পটা পোষালো   না।
  • হেঁহেঁ | 76.72.***.*** | ১৮ মার্চ ২০২২ ০১:০০497969
  • এলবো কোতায়?
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২২ ০০:৫২497968
  • ওদিকে ফেবুতে এক যপূসোভা এসে হাজির বন্ধুবেশে। কেমন করে লিস্টে ঢুকল তাই ভাবি। যবন শাসন থেকেই নাকি ভারতের দুঃখদুর্দিনের শুরু হল, তার আগে সোনার ভারত ছিল। 'গোরা' নাকি নেহরুরা নিষিদ্ধ করেছিলেন(বারে বারে গোরা পড়েও আপত্তিকর যে কোন জায়্গা বুঝতে পারলাম না, ওই য্পূসোভা বলেও না, ব্যাটা গোরা পড়েছে কিনা সন্দেহ। )
    আর দু'দিন কিছু "মণিমুক্তো" শুনি, তারপরেই ড্যাশটাকে আনফ্রেন্ড করতে হবে।
    মাঝে মাঝে ভাবি রেখেই দিই, যপূসোভাদের ভিউ আর ভয়েসগুলোও তো জানা দরকার।
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২২ ০০:৪৩497967
  • তাঁকেই স্মরণ করি, 'মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ-
    টিভি দেখে মরতে হবে এ আবার কোন আহ্লাদ?'
    ঃ-)
  • সে | 2001:1711:fa42:f421:48ce:b2aa:71a0:***:*** | ১৮ মার্চ ২০২২ ০০:৩৪497966
  • তোমার টিভি নেই &/  ?
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২২ ০০:১৬497965
  • আমি গতকাল অফলাইনে ছিলাম। কিছুই জানা হয় নি। ঘটনা টটনা কী চলছে দুনিয়ায়? একটু সামারি করে দিন প্লীজ।
    উপর উপর ব্রাউসাতে ব্রাউসাতে খালি দেখলাম কে যেন ক্লাস এইটে কাকে কামড়ে দিয়েছিল-সেই নিয়ে নাকি বাওয়াল হয়েছে। ঃ-)
  • S | 2a0b:f4c2::***:*** | ১৭ মার্চ ২০২২ ২৩:৩২497964
  • এতো দারুন গল্প। এইটুকু পড়েই আর পড়তে ইচ্ছা করছে না।
  • সঙ্গীতা বন্দ্যোর কায়রো | 23.105.***.*** | ১৭ মার্চ ২০২২ ২৩:০৯497963
  • ফেবুতে পল্লুম। পড়ে ফেলুন। রিসেন্টলি বাংলায় এরকম অসাধারন লেখা হয়নি।
     
     
    সোনামিতা নেমে এল ওপর থেকে। পেছনে সুচিত্রার দিদি। একই রকম দেখতে। একই রকম সাজগোজ। এঁর ব্লাউজের স্লিভ আরও সরু। ফিতের মত। বোধির একটা সমস্যা আছে। একটু বগল বাতিক আছে তার। মেয়েদের বগল দেখতে সে খুব ভয় পায়। একবার নিউ মার্কেটের বাইরেটায়, তখনো সে দেশ ত্যাগ করেনি- টমাসদের গ্রুপটার সঙ্গে মোটরসাইকেলের গায়ে ঠেসান দিয়ে রংবাজি করছিল, হঠাৎ টমাস বলল," দেখ, দেখ, বৌদিটা তোর দিকেই আসছে।" শুনে তাকিয়ে বোধি দেখল ভীষণ সুন্দর দেখতে একটা সিঁদূর, শাঁখা, শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরা অল্প বয়সী মহিলা যেন তাকে দেখতে দেখতেই এগিয়ে আসছেন। সে নড়েচড়ে উঠবে- মহিলা ঠিক তার নাকের সামনে হাত তুলে দিয়ে একটা ব্যাগ ধরে বললেন," এই ব্যাগটা কত?" জঙ্গল হয়ে থাকা, শেভ না করা সেই বিকট বগল দেখে বোধি প্রায় অজ্ঞান হয়ে গেছিল। উফঃ! সে দৃশ্য আজও তার হজম হয় নি। এখনো খাওয়ার সময় যদি মনে পড়ে যায় সে ওয়াক করে বমি করে ফেলবে। এখনো সে মাঝে মাঝে ভাবে ওরকম মিষ্টি একজন মহিলার ওই রকম...।
    বড় মাসি এসেই তার হাত ধরলেন," তোমার কথা তো শুনেই যাচ্ছি এসে থেকে। হ্যাঁ? সোনামিতা তো তোমার গল্প থামাচ্ছেই না। তা কোথায় থাকো তুমি লন্ডনে?" মুখ তুলে চশমার তলা দিয়ে দেখেন সোনামিতার বড় মাসী। এই সব মহিলা খুব ডেঞ্জারাস হন সচরাচর। হাতটা যা জোরে ধরেছেন, কথার উত্তর না দিলে মুচড়ে দিতে সময় নেবেন না। সুচিত্রা খুব হাসছেন। আর সোনামিতা এমন করে দাঁড়িয়ে আছে যেন তার সঙ্গে সোনামিতার বিয়ের সব ফাইনাল হয়ে গেছে। একটা লজ্জারুণ মুখ। চোখের দৃষ্টিতে ঝিলিক। হাতে অদৃশ্য বরমাল্য। বোধি ভাবল, এভাবেই মানুষ ফাঁসে! এর মধ্যে আকর্ণ হাসি নিয়ে এসে বসার ঘরের সব লাইট, ঝাড় লন্ঠন জ্বালিয়ে দিয়ে গেল মনোময়। বোধি ভেবে নিল সোনামিতাকে একান্তে পেলে সে কোন কথাটা প্রথমে জিজ্ঞেস করবে। বড় মাসিদের কেউ কোনদিন নাম মারফত পরিচয় করায় না, বড় মাসি হলেন বড় মাসি। বোধি বলল," আপনি লন্ডনে গেছেন?"
    " না, আমি লন্ডনে যাইনি কখনো। আমি আমেরিকা গেছি। আমার ছেলে আমেরিকা চলে গেছে গত বছর। একবার ঘুরে এসেছি। আবার যাব। এবার যখন যাব তখন সুচিত্রারও যাওয়ার কথা আছে সঙ্গে। যদি তার আগে তোমাদের বিয়ে হয়ে যায় তাহলে আগে আমি আর সুচিত্রা লন্ডনে গিয়ে তোমাদের বাড়িতে এক মাস থাকব। তারপর ওখান থেকে নিউ জার্সি চলে যাব।"
    এ তো গড়গড়িয়ে বলে যাচ্ছে। সে ভাবল ভদ্রমহিলার সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। যা বলছে বলুক। খেয়ে কাজ নেই। এক মাস নাকি থাকবে। সে বলল," আপনি তো লন্ডন চেনেন না, তাহলে আপনাকে পাড়ার নাম বলে লাভ?"
    " আরে কে বলল চিনি না, বসো তুমি, সোনা বলেছে তোমার খুব কটর কটর কথা। কেন? এত খটখটে কথা বলো কেন? হুম? মা, মাসিদের সঙ্গে এভাবে কথা বলে নাকি?"
    " আপনি তো আমার মাসি নন। আপনি সোনামিতার মাসি।" সে মাথা নাড়ল।
    " মা, মাসির বয়সী তো বটে।"
    " নাহ, তাও হচ্ছে না।"
    " তোমার মায়ের বয়স কত বল?"
    " বেঁচে নেই।"
    " বেঁচে থাকলে?"
    হুম! সাংঘাতিক টেটিয়া মহিলা তো? বোধি কোনমতে রাগটা কনট্রোল করল," বেঁচে থাকলে সত্তর হত ম্যাক্সিমাম।"
    " ওকে। বুঝলাম। আমি তোমার মায়ের বয়সীও না, দিদির বয়সীও না। ঠিকই বলেছো।" এক মুহূর্তের জন্য হাওয়া বেরিয়ে গেল বড় মাসির। এসব স্ট্রিট স্মার্ট বড় মাসি জীবনে অনেক দেখেছে বোধি। লন্ডনের বাঙালিদের মধ্যেও এরকম হাঁক ডাক ওলা মহিলাদের অভাব নেই। সব তার কাছে ঠান্ডা। এই জন্য কেউ তাকে পছন্দ করে না।
    কিন্তু সোনামিতার বড় মাসি অপমানটা চট করে ঝেড়ে ফেললেন," সে যাইহোক, আমাদের লন্ডনে আত্মীয় স্বজনের অভাব নেই। আমার নিজের বিয়ে ঠিক হয়েছিল লন্ডনে। বাবা শেষ অব্দি দিলেন না। এবং বলে দিলেন তিন মেয়ের প্রত্যেককে কলকাতা শহরেই উচ্চ প্রতিষ্ঠিত, গাড়ি, বাড়িওলা ছেলে দেখে পাত্রস্থ করবেন। এবং স্বজাতিও হবে। নো কমপ্রমাইজ! মেয়েদের ঢিল ছোঁড়া দূরত্বে রাখবেন বলেছিলেন। রেখেছিলেনও তাই। বাবা ছিলেন হাইকোর্টের দুঁদে উকিল বুঝেছো? এক কথার মানুষ।" বড় মাসি একটা হাত রাখলেন বোধির কাঁধে। সঙ্গে সঙ্গে একটু লজ্জিত হল বোধি, রাগটা চলে গেল, সোনামিতার মুখে তখন ধরে রাখা শুকনো একটা হাসি, সুচিত্রারও তাই। নইলে, "দুঁদে উকিল আবার কবে এক কথার মানুষ হল" বলে ফেলতো সে। লজ্জিত হল বলেই বলল," থার্লো স্কোয়ারে থাকি আমি। সাউথ কেনসিংটন।"
  • b | 117.194.***.*** | ১৭ মার্চ ২০২২ ২১:৩২497962
  • আমি এই তাপোশের ফ্যান হয়ে যাচ্ছি । 
  • bodhisattvagc dasgupta | ১৭ মার্চ ২০২২ ১৮:৫৫497961
  • সৈকত দ্বিতীয়, বলছি যে ফেসবুকে আলেন‌ গিনসবার্গ এর নামে বোধহয় ওর‌ ফ্যান‌ বা‌ ট্রাস্ট এর‌ একটা পেজ আছে, তো তাতে ওর‌নেওয়া ক্লাসের ট্রান্স স্ক্রিপ্ট মাঝে মাঝে দেয় ।
     
    আমি মাইরি ফুয়েনটেস আর কোর্তাজার দের কিছু ক্লাস লেকচার পড়েছি, ভালোই লেগেছিল, এইটাও খারাপ লাগে না মাঝে মাঝে।
  • সে | 2001:1711:fa42:f421:48ce:b2aa:71a0:***:*** | ১৭ মার্চ ২০২২ ১৮:০৫497960
  • তবে ইস্কুল কলেজ ইত্যাদির বাইরেও একটা গ্রুপ আছে। একটা কোম্পানীতে চাকরি করতাম, সেটা উঠে যায়। সেখানকার সমস্ত এক্স কোলিগ মিলে একটা গ্রুপ। রিসেপশনিস্ট থেকে ডিরেক্টর সবাই একটা গ্রুপে। এটা খুব মজার গ্রুপ।
  • সে | 2001:1711:fa42:f421:48ce:b2aa:71a0:***:*** | ১৭ মার্চ ২০২২ ১৭:৫৯497959
  • ইলেভেনের গ্রুপ আরও বিচিত্র। কেউ মস্তান তো কেউ রোটারিয়ান। কেউ স্বামী-স্ত্রী। কেউ কেউ প্রাক্তন। কেউ ব্যাংকার, কেউ প্রোফেসর, কেউ এনারাই, কেউ মামলাবাজ। বন্ধুত্বও আছে, হিংসুটেপনাও আছে।
  • সে | 2001:1711:fa42:f421:48ce:b2aa:71a0:***:*** | ১৭ মার্চ ২০২২ ১৭:৫৩497958
  • আমাদের ইস্কুলের একটা গ্রুপ ছিল, সেটা ভেঙে দুটো হলো। সারাক্ষণ মিম চালাচালি, শাড়ির বিজনেস, আন্ডার কারেন্ট, বিকট বিকট পদ্য, বিনম্র শ্রদ্ধা, এইসব চলে। তারপর সব পিকনিক করে, বিভিন্ন মলে মীট করে ছেলেমেয়ে নাতিপুতির কার বেশি ভালো রেজাল্ট/পজিশন/ টাকাপয়সা নিয়ে মনকষাকষি। হাউজওয়াইফ বনাম রোজগেরে গিন্নি। সিপিয়েম ছেড়ে কতজন তিনো হয়েছে এসব নিয়ে কেচ্ছা। কার ডিভোর্স, কার হাজবেন্ড বাইসেক্সুয়াল, কার ছেলের গোপনে ডিভোর্স হয়েছে, কে ৪৯৮এ ধারায় পুত্রবধূ কর্তৃক আট্টু হলেই হাজতের ভিসা পেয়ে গেছল, এরকম নানাবিধ ব্যাপার থাকে। গ্রুপটা/গুলো ওপরে ওপরে শান্ত, ভেতরে চোরাস্রোত।
  • একক | 2409:4060:2e88:a6:7134:c678:2781:***:*** | ১৭ মার্চ ২০২২ ১৭:৪৯497957
  • আমাদের পাঁচটা সেকশন মিলিয়ে প্রায় দুশো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত