এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 121.2.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:৪৪497084
  • নিরপেক্ষ হতে গিয়ে ইন্ডিয়া র দুদিক থেকেই না বাঁশ হয়ে যায়। 
  • kk | 2600:6c40:7b00:1231:e9bf:799e:e2a7:***:*** | ০৮ মার্চ ২০২২ ০২:৪৩497083
  • অ্যান্ডর,
    আসলে দপ্তরী না দপতুরী। কিন্তু এখানে ঐ বানান লিখতে পারছিনা। লিখলে কেমন 'দন্তুরী' দেখাচ্ছে!
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:৪০497082
  • কেকে, থ্যাংক ইউ। নোটোর দল বা বেণুবনের দপ্তরী কোনোটাই পড়া হয় নি। তবে পেলেই পড়ে ফেলব। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:৩৭497081
  • আর নেহরুর কায়দায় যেমন হয়েছিল, তেমন করে ভারত দাঁড়াবে জোট নিরপেক্ষ হয়ে। আর যায় কোথা? লাগ লাগ লাগ, লেগে গেল কোল্ড মারামারি। কী অসহ্য পরিমাণ সম্পদ ও মানবসম্পদ যে শেষ হয়েছে কোল্ডওয়ার করতে গিয়ে দুই পক্ষেরই, সেসব খবর কি আর কোনোদিন আসবে বাইরে, কোনো পক্ষ থেকেই?
  • Amit | 121.2.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:৩৪497080
  • মানে বেসিক্যালি দুনিয়া আবার দাঁড়াবে দুটো কি তিনটে সুপারপাওয়ার দেশ কোল্ড ওয়ার যুগের মতোই ?  আশেপাশের ছোট দেশগুলো জাস্ট তাদের অধীনে সাব-স্টেট্ ইন্ডিপেন্ডেন্ট নেশন টেশন কিস্যু নয় - ওসব কাগজে কলমে। তাদের ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ বলে কিছু নেই। পাশের দাদা যা চাইবে সেটাই মুখ বুঁজে মেনে নিতে হবে। নাহলে দাদাগিরি। 
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:৩৪497079
  • নাটের গুরু নাটো ---বলে একটা বই লেখা দরকার।
  • lcm | ০৮ মার্চ ২০২২ ০২:৩২497078
  • ঠিক। অ্যাকচুয়ালি রাশিয়া বা ইউক্রেনের দুটি দেশেরই ইলেকশন প্রসেসের সঙ্গে এর সম্পর্ক নেই। এটা আসলে রাশিয়া বনাম নাটোর লড়াই। ইউক্রেন পড়েছে মাঝখানে।

    নাটো অর্গানাইজেশন এখনই ডিসলভ করে দেওয়া উচিত।

    ইউনাটেড নেশনস আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে - একটা গ্লোবাল লেভেলে, অন্যটা মহাদেশের লেভেল। এর পরেও নাটো-র আর দরকার নেই। মানে যদি এই দেশগুলির সিকিওরিটির প্রশ্নও ওঠে তাহলে EU- ই তো হ্যান্ডল করতে পারে, দরকার হলে নতুন রিজোলিউশন বানাতে পারে, নাটোর দরকারটা কিসের?
  • kk | 2600:6c40:7b00:1231:e9bf:799e:e2a7:***:*** | ০৮ মার্চ ২০২২ ০২:৩২497077
  • 'এইখানে পা রাখিস' নামটা আমার মনে পড়ছে। গল্পটা আবছা আবছ মনে আসছে। কিন্তু ভালো করে মনে করতে পারছিনা! এই ধরণের থিম নিয়ে বেশ কয়েকটাই গল্প আছে তো। 'নোটোর দল' , 'বেণুবনের দপ্তরী'। একটু বইপত্র নামিয়ে দেখতে হবে। অবশ্য তার আগে অভ্যু এসেও বলে দিতে পারবে।
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:৩১497076
  • হুঁ, পরিকল্পনা মাফিক এগুলো করছে মনে হয়। একদিকে বেঙ্গল রেনেসাঁ র সময়ের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে ভিলেন ও দালাল প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে, অন্যদিকে স্বাধীনতা আন্দোলনের সময়ের বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে চর দালাল শকুনি শয়তান প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে।
  • সে | 2001:1711:fa42:f421:153a:7800:942c:***:*** | ০৮ মার্চ ২০২২ ০২:২৭497075
  • "&/ | 151.141.85.8 | ০৮ মার্চ ২০২২ ০২:২০"
     
    সেতো এখানেই হয়ে গেছে, মনে নাই সে কি মনে নাই?!
  • সে | 2001:1711:fa42:f421:153a:7800:942c:***:*** | ০৮ মার্চ ২০২২ ০২:২৫497074
  • lcm,
    ধন্যবাদ।
    অর্থাৎ সরাসরি কোনও যোগ নেই।
    যুদ্ধের মূল কারন রাশিয়া তার ঘাড়ের পাশে ন্যাটোর নিঃশ্বাস ফেলা চাইবে না। ইউক্রেনের মানুষ তা চাক, বা না চাক, ইউক্রেন ডেমক্র্যাটিক দেশ হোক বা না হোক, এটা রাশিয়া চাইবে না। AZOV নিয়েও বলার থাকে। বলছি না। আগে লিংক দিয়েছি। উৎসাহ থাকলে যে কেও পড়ে দেখতে পারেন।
     
  • lcm | ০৮ মার্চ ২০২২ ০২:২৫497073
  • গান্ধীকে অশ্রদ্ধা জানানোর একটা প্রয়াস চলছে, নেহেরু তো আছেনই বহুদিনের টার্গেট। এনারা পার্ফেক্ট বা সমালোচনার উর্দ্ধে তা একেবারেই নয়, কিন্তু তাদের কন্ট্রিবিউশনকে মুছে ফেলার চেষ্টা চলছে।
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:২০497072
  • ফেবুতে কিছু লোক দেখলাম মোহনদাস করমচাঁদ গাঁধীকে মহাভারতের শকুনির সঙ্গে তুলনা করে বিশাল ধারাবাহিক লেখা লিখছে।
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:১৪497071
  • অরূপ বৃন্দাবন বইটার কোনো অংশ কি আগে গুর্চতে প্রকাশিত হয়েছে? কোনো বুলবুলভাজায় বা হরিদাস পালে বা খেরোর খাতায় বা এমনি টইপত্তরে?
  • lcm | ০৮ মার্চ ২০২২ ০২:১০497070
  • সে,
    কালকে একটা প্রশ্ন করেছিলেন যে এই যুদ্ধের সঙ্গে ফেয়ার ইলেক্শনের সম্পর্ক কিসের - এই নিয়ে। কাল লিখব ভেবে ভুলে গেছি।

    সরাসরি সম্পর্ক নেই। এবং সেইজন্যই, যুদ্ধটা পুতিন বনাম জেলেনেস্কি নয়। জেলেনেস্কি ইলেক্টেড প্রতিনিধি, এ প্লেস হোল্ডার। ওর জায়গায় অন্য কেউ ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল ইলেক্শনে জিতলে একই রেসপন্স হত। ইন ফ্যাক্ট, ওর যে প্রতিদ্বন্দ্বী ছিলেন পোরোশেংকো, খবরে দেখলাম তিনি যুদ্ধের পোষাক পরে রেডি হয়ে আছেন রাশিয়ানদের সঙ্গে লড়বেন বলে। অর্থাৎ, লড়াইটা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার। গরিষ্ঠসংখ্যক রাশিয়ানদের এই যুদ্ধে সায় আছে কি না বলা যাচ্ছে না, কিন্তু গরিষ্ঠসংখ্যক ইউক্রেনিয়ানদের যে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করার ইচ্ছে নেই সেটা দেখা যাচ্ছে। তারা সবাই জেলেনেস্কির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে এমন সংবাদ পাওয়া যায় নি। বরং, রাশিয়ায় প্রায় ৩৭০০ মানুষ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। ১ মিলিয়ন ইউক্রেনিয়ান দেশ ছেড়ে চলে গেলেও, ৪০ মিলিয়ন দেশেই আছেন। তাই, ইউক্রেনের জনগণের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট তার দেশবাসীর বিরুদ্ধে গিয়ে কিছু করছেন না, দেশবাসীর সেন্টিমেন্টেই কথা বলছেন, অন্তত এখনও পর্যন্ত। মানে খবরে যা বলছে আর কি। তাই এই যুদ্ধকে অনেক পন্ডিত বলছেন - অটোক্রেসি ভার্সেস ডেমোক্রেসি। এবং তারা ইউক্রেনের ডেমোক্রেটিক ইলেক্শনকে ফেয়ার ডেমোক্রেটিক প্রসেস বলছেন। সেই প্রসঙ্গে আসছে ফেয়ার ইলেকশনের কথা, যে ওটা নামকাওয়াস্তে ডেমোক্রেসি নয়, মোটামুটি একটা ফেয়ার ইলেকশনে লড়ে ভোটে জেতা প্রতিনিধি।
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০২:০৬497069
  • টং লিং তো জলের ধারের লুকোনো ঘর, একজন নৌকো চালিয়ে এল, চাঁদ বলে ছেলেটি তাকে লুকিয়ে রাখল ওখানে। ওদিকে নাটকের রিহার্সাল হচ্ছিল, কৃত্রিম দাড়িগোঁফ পরচুলা পাওয়া যাচ্ছিল না, এই পলাতক লোকটি ছিল মেকাপম্যান, ইভেনচুয়ালি সেও শেষে মঞ্চে অভিনয় করল অতি চমৎকার --সেই গল্প।
  • সে | 2001:1711:fa42:f421:153a:7800:942c:***:*** | ০৮ মার্চ ২০২২ ০২:০২497068
  • টং লিং ?
  • &/ | 151.14.***.*** | ০৮ মার্চ ২০২২ ০১:৪৮497067
  • থ্যাংকু কেকে। তাহলে রঞ্জনদা এলে জিজ্ঞেস করবো। উনি হয়তো এখন ঘুমোচ্ছেন। গভীর রাত ওঁর এখন।
    তুমি যখন আছো, একটা কথা জিজ্ঞেস করি। লীলা মজুমদারের একটা ছোটো উপন্যাস বেরিয়েছিল অনেক আগের আ মেলায়, নাম ছিল 'এইখানে পা রাখিস', কয়েকজন ছেলে বন্ধ কারখানার পেছনে একটা লুকোনো জায়্গায় থাকত, তাদের নিয়ে গল্প। তোমার মনে আছে কি গল্পটা?
  • kk | 2600:6c40:7b00:1231:809d:3a63:9f6b:***:*** | ০৮ মার্চ ২০২২ ০১:১৮497066
  • &/ | 151.141.85.8 | ০৭ মার্চ ২০২২ ০৮:০৮496983
    শান্তিগোপাল বলতেই মনে পড়ল সেই গানটা। কেকে আছো?
    "খনিগুলি মণিভরা খুঁড়ে খুঁড়ে তাই আমি তুলে আনি দিবারাতি-
    তবু আমার গোলপাতা ঘরে জ্বলেনি জ্বলেনি বাতি।"
    গানটা কি এই ছিল? 
     
    অ্যান্ডর,
    এই ধরণেরই কিছু ছিলো। ঠিকঠাক কথাগুলো রঞ্জনদা জানেন।
  • π | ০৮ মার্চ ২০২২ ০০:৪৭497065
  • 'বাংলাসাহিত্যের এক সুপ্রতিষ্ঠিত ধারা গল্পকাহিনিগুলি। তার মধ্যে একটা বড়ভাগ জুড়ে রয়েছে ছোটদের গল্প। আবার কখনও এমন গল্পও লেখা হয়েছে যা আদতে বড়দের হলেও বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যকে পড়তে দেওয়া গেছে। দুর্ভাগ্যের বিষয়, বাংলাসাহিত্যের এই ধারাটি শীর্ণকায় হয়ে এসেছে। গুরুচণ্ডা৯র লেখকদের মধ্যে যিনি এইরকম লেখালিখি সবচেয়ে মুনশিয়ানার সঙ্গে করতেন, ডঃ জয়ন্তী অধিকারী, আমাদের কুমুদি,গতবছর অকস্মাৎ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর স্মৃতিরক্ষার্থে গুরুচণ্ডা৯ আয়োজন করছে বার্ষিক কুমুদি স্মৃতি গল্পলিখন প্রতিযোগিতা, অনূর্ধ্ব ১৬ শিশুকিশোরদের জন্য। এইবছর, প্রতিযোগিতার প্রথমবর্ষে, নির্বাচিত লেখাগুলি নিয়ে প্রকাশ করা হবে বই- ‘কুমুদির জন্যে’। এই বইয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা কোনধরণের গল্প বলে, তাদের ভাবনার আকাশটির মেঘ-রোদ্দুর-বৃষ্টি ঠিক কীরকম খেলা করে। যেমন একটি গল্পে পাচ্ছে এক দেশের কথা যেখানে ক্যালকুলেটর ১+১=৩ উত্তর করছে, আর রাজা সেই গণনাকে নির্ভুল ধরে নেওয়ার আইন লাগু করছেন। আরেকটি গল্পে পাচ্ছি একটি ভূপর্যটক বেড়ালের কথা, যে নিজের নাম পালটে করে নিচ্ছে 'যাবো, দা গ্লোবট্রটার'।  এই বইটি সম্ভবতঃ একটি দিশা দেবে আজকের দিনে শিশুসাহিত্যের অভিমুখ কীরকম হওয়া উচিত। আজকের শিশুকিশোরদের মনে বাঙলাসাহিত্যের মনিহারি আঙিনায় উঁকি মারার ইচ্ছে জাগুক, কুমুদির এই  অভিলাষকে সম্মান জানিয়েই আমাদের এই উদ্যোগ। বইটি প্রকাশিত হবে ৮ই মার্চ, মঙ্গলবার, সন্ধে ৬টায়, কলকাতা বইমেলার শঙ্খ ঘোষ মঞ্চে।'
  • b | 14.139.***.*** | ০৭ মার্চ ২০২২ ১৮:২৭497064
  • পালুস্কর / মালকোষ / মীরা ভজন
     
  • lcm | ০৭ মার্চ ২০২২ ১৩:৫৮497061
  • হ্যাঁ, পূব না, রাশিয়ার পশ্চিমদিকে। ইউরোপের পূবদিকে।
  • সে | 2001:1711:fa42:f421:153a:7800:942c:***:*** | ০৭ মার্চ ২০২২ ১৩:৫২497060
  • পূবদিকে? ভূগোল পড়ায় না অ্যামেরিকায়?
  • lcm | ০৭ মার্চ ২০২২ ১৩:৫২497059
  • সম্বিৎ,
    কাল গিয়ে দেখো ১৫ সেন্ট বেড়ে গেছে হয়ত। দিনে নাকি ১০-১৫ সেন্ট করে বাড়ছে।
  • lcm | ০৭ মার্চ ২০২২ ১৩:৫০497058
  • বাজারে নানারকম কন্সপিরেসি থিওরি ঘুরছে। যুদ্ধের সময় এরকম হয়। তো, ৩ টে এরকম থিওরি :

    ১) পুতিন এর বয়েস এখন ৬৯। পুতিন এর নাকি বড় একটা অসুখ হয়েছে, হিজ ডেজ আর নাম্বারড। তাই পুতিন কিছু একটা করে দেখাতে চাইছে। হেন্স দ্য হেস্ট।

    ২) ইউএস কেন কিছু করছে না। রাশিয়া সমস্ত মিলিটারি রিসোর্স দেশের পূবদিকে এনে ফেলেছে। ইউএস সুযোগের অপেক্ষায় আছে। সময়মত আলাস্কা থেকে মার্কিন সৈন্য বিনা বাধায় গিয়ে রাশিয়ার অন্যদিকে সাইবেরিয়া দখল করে তেলের খনিগুলোর দখল নেবে।

    ৩) এই যুদ্ধ পরিকল্পিত। প্যান্ডেমিকের দু বছর হল। এবার শুরু হবে আসল ইকনমিক ইমপ্যাক্ট। বিভিন্ন দেশের ফেড ইন্টারেস্ট রেট বাড়াবে, স্টক মার্কেট পরবে, জবলেসনেস বাড়বে, ২০০৮ এর মতনও গ্লোবাল ইকনমিক ক্রাইসিসও হতে পারে। তাই, ইউএস, চায়না, রাশিয়া, জার্মানি - সবাই মিলে বসে ঠিক করেছে একটা যুদ্ধ লাগাও, এবং যুদ্ধটা কিছুদিন টানতে দাও, তারপরে ইকনমি ফল করলে সব দোষ যুদ্ধের ঘাড়ে চাপিয়ে দেবে বিভিন্ন দেশের সরকারগুলি।
  • Amit | 220.245.***.*** | ০৭ মার্চ ২০২২ ১৩:২৯497057
  • এই ডিক্টেটরশীপ নিয়েই কি সেই তেরা কুত্তা টমি মেরা কুত্তা কুত্তা মিমটা বাজারে নেমেছিল ? 
  • lcm | ০৭ মার্চ ২০২২ ১২:৫৪497056
  • না, না - তা কেন হবে। ইউএস এবং রাশিয়া(/সোভিয়েত) সাম্রাজ্যবাদী - অন্য অনেক দেশ এদের সাম্রাজ্যবাদের শিকার। এটাই তো মোদ্দা কথা।
  • S | 2620:7:6001::ffff:c759:***:*** | ০৭ মার্চ ২০২২ ১২:৫১497055
  • সবার বক্তব্য হল আমার ডিক্টেটার ভালো মানুষ, লোকে ওরে শুধু ভুলই বুঝেছে। তোমার ডিক্টেটার নরখাদক, পিরিয়ড। আসল কারণ আমার ডিক্টেটারের কাজে আমার লাভ দেখি, তোমার ডিক্টেটারের কাজে আমার শুধুই ক্ষতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত