ভো ভো গুরবঃ তথা চন্ডালাঃ কাল ১০ই ফেব্রুয়ারি। ইউপিতে প্রথম পর্বের ভোট ( পশ্চিম ইউপির ৫৮টি সীটে) হবে। এখানে ২০১৭তে বিজেপি ৫৩টি জিতেছিল। কিন্তু এবার পশ্চিম ইউপিতে আগে ভোট করানো ব্যুমেরাং হবে নাতো?
তিন চার দিনের গ্যাপ দিয়ে দিয়ে আরও ছ'বার। তারপর ১০ই মার্চ ভোট গণনা। দুর্বল হার্টের লোকজনের প্রতি সতর্কবাণী-- এবারের ফলাফল আপনার জন্য নয়।
ঠিক বঙ্গের মত "খেলা হবে" নয়। বরং অনেকটা দিল্লির বিধানসভা নির্বাচনের মত।
ইস্যুঃ
১ গন্না চাষীর সুগার মিল থেকে এক বছরের বেশি টাকা পাওয়া বাকি।(মূলতঃ পশ্চিম ইউপি)।
২ গরু কেনাবেচা ইত্যাদি নিয়ে কড়াকড়ির ফলে এবং ট্যানারি বন্ধ করার ফলে ফসল্ভরা ক্ষেতে গরু বাছুর ষাঁড়ের হামলা। নাজেহাল চাষি পরিবার।
৩ সারের ক্রাইসিস, দাম বৃদ্ধি, ডিজেল পেট্রলের দাম বেড়ে ইনপুট কস্ট বৃদ্ধি।
৪ এম এস পি নিয়ে আইন করার জন্য কমিটি না বানানো।
৪ স্বাস্থ্যব্যবস্থার দুর্গতি।
৫ সরকারি চাকরিতে একের পর এক পরীক্ষা ক্যানসেল, ভুল রেজাল্ট, নিয়োগপত্র পেন্ডিং -- পাঁচ বছর ধরে যে ছেলেমেয়েরা বাপের হোটেলে খেয়ে খালি চাকরির জন্য পড়েপড়ে বয়েস বাড়িয়ে ফেলছে--, লাঠি জুটছে।
৬ অযোধ্যা-বারাণসী-মথুরা এবং ধর্মসংসদে জেনোসাইডের আহবান ফেল হওয়া।
৭ পাকিস্তান- লাভ জেহাদ ইত্যাদি ইস্যুতে বাজার গরম না হওয়া।
৮ বিরোধীদের ধর্মের ইস্যু কৌশলে এড়িয়ে গিয়ে মূল্যবৃদ্ধি ও রোজগারকে মূল ডিসকোর্সে নিয়ে আসা।
গ্রাউন্ড লেভেল থেকে সিস্মোগ্রাফে অনেক ইন্দ্রপতনের সংকেত!