তাহলে শোন অমিয়, আমার নিজের জীবনের কাহিনী বলি তোমাকে। আমি চাকরী করার এতদিন পরে আজও দুঃস্বপ্ন দেখি আমি চাকরী পাইনি। 1997 এ কলেজ থেকে পাস করার পর আমি এই চাকরী পাই 2002 সালে। এই সময় টা হন্যে হয়ে চাকরী খুঁজেছি। আমার কলেজমেট, সিনিয়র জুনিয়র পাড়ার দাদা, সবার কাছে গিয়ে একটা কাজ চাইতাম। অফিস পাড়া তে গিয়ে নিজের সিভি অফিসে অফিসে জমা দিয়ে আসতাম, কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছিলাম না ... ...
কি মজা আবার স্কুল খুলবে। এবার থেকে সক্কাল সক্কাল সেজে গুজে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাবো। ঘরে বসে থেকে থেকে হাত পায়ে মরচে পরে গেছিলো। খুব মিস করতাম জানেন দিন গুলো। ঘুম থেকে উঠে রেডী হয়ে চাট্টি ভাত খেয়ে হাত ধরে বেরিয়ে পড়া। তারপর কেউ বাসে, কেউ টোটো তে, কেউ গাড়িতে করে সোজা স্কুলের দরজায়। কত গল্প, সুখ দুঃখের কাহিনী, মন কষাকষি। নম্বর পাওয়া নিয়ে রেষারেষি। বসার জায়গা নিয়েও ঝামেলা করেছি। ... ...
ঠিক ১১ টা বাজলেই শব্দটা ছাদের দিকে থেকে আসে। কখনো কখনো ধুপ ধুপ, কেউ যেনো হাঁটছে। আবার কখনো দেওয়ালে খস খস শব্দ। কোনো কোনো দিন জানালার কাঁচে খুট খুট শব্দ। প্রথম প্রথম ছাদে কেউ মদ বিয়ার খাচ্ছে ভেবে রাকেশ ইগনোর করে যেত। কিন্তু কয়েকদিন ছাড়া ছাড়া একই ঘটনা। রাকেশ জানলা খুলে জোরে চেঁচালো- ছাদে কে রে? রোজ রোজ পুরো টাউনশিপ এর মধ্যে আমাদের ছাদটাই পাও পার্টি করার জন্য। সব চুপ.. কারো কোনো সাড়া নেই। - কী হলো কে ছাদে? আর কোনো আওয়াজ হলো না। ... ...