এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2a0b:f4c2:2::***:*** | ৩১ জানুয়ারি ২০২২ ০৩:৫৩495124
  • নেটফ্লিক্সে একটা সিনেমা এসেছে "ডোন্ট লুক আপ"। সিনেমাটা ভালো হয়নি, কিন্তু মেসেজটা ঠিক আছে।
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০৩:৫০495123
  • দুইয়ের কম্বো ও হতে পারে অবশ্য। ভ্যাকসিন বিশ্বাসযোগ্য নয়, ক্ষতিকর। আর রোগও নেই বা না থাকারই মতন। কিন্তু এত এত লোক যে মারা গেলেন? অবশ্য কন্সপিরেসি যারা মানে, তারা বলবে এই সবই তৈরী করা জিনিস। ঘোর ষড়যন্ত্র করে সমস্ত করা হচ্ছে। ডেটা ফেটা সব জালি। কায়্দা করে জেনারেট করছে।
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০৩:৪৪495122
  • এদের মূল বক্তব্যটা ঠিক কী? ভ্যাকসিনে কাজ হয় না , ক্ষতি হয়- এই ধারণা? নাকি এরা বলতে চায়, করোনা ভাইরাস ডিজিস-১৯ বলে কিছু নেই? বা থাকলেও আদৌ বিপজ্জনক নয়?
  • Amit | 121.2.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০৩:৪২495121
  • এই আপনাদের এক দোষ। বাঙালী মানেই সেই সত্তর দশকের আদ্দির পাঞ্জাবি পড়া হ্যান্ডব্যাগ ঝোলানো খোচা খোঁচা দাড়ি নিয়ে কফি হাউসের নিচে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানের বাইরে আর ভাবতে পারেন না। আজকালকার হোওয়া গ্রূপ গুলো ঘুরে দ্যাখেন শুধু। ট্রাম্প মোদের রক্তে , মোদীজি আমাদের হৃদয়ে। 
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০৩:৩৭495120
  • অ্যাতো অ্যাতো অ্যান্টি ভ্যাক্সার আছে বাঙালিদের মধ্যেও? টইপত্তরে তো কুরুক্ষেত্র চলছে এদের ! কী বিশাল বিশাল সব কমেন্ট! গুরুগম্ভীর সব কনস্পিরেসি ডেটা দিয়ে দিয়ে এরা লড়ছে!
    আমার ধারণা ছিল দক্ষিণপন্থী ট্রাম্পপন্থী সাহেবরা এইসব অ্যান্টি-ভ্যাকসিন লড়ুয়ে। বাঙালিরা যে এরকম এত এত এইসব সমর্থন করছে-----সে মানে ---ভাবতে পারিনি।
  • Amit | 121.2.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০৩:২৭495119
  • সব ধন্যবাদ মোদীজি আর ধনকরজি নিয়ে নিলেন - এ বড়োই না ইনসাফী। আমাদের প্রিয় দিদি কি বানের জলে ভেসে এসেছেন ?
     
    আচ্ছা-তৃতীয ডোজের পরেও ​​​​​​​কি ​​​​​​​মোদীজির ছবি লাগানো সার্টিফিকেট দেয় ? আমি ​​​​​​​ভাবছি ​​​​​​​ওনার ​​​​​​​ছবি ​​​​​​​এতো ​​​​​​​কোটি কোটি সার্টিফিকেটে ​​​​​​​বারবার ​​​​​​​না ​​​​​​​ছাপিয়ে তার চে বরং মোদীভক্তরা - যারা ভ্যাকসিন নেবে তাদের সক্কলের পেছনে ওনার ছবির একটা ট্যাটু করে দিলে কেমন হয় ? একটা পার্মানেন্ট ব্যবস্থাও হলো। হিন্দু সেবা বাহিনী নিশ্চয় খুশি হবে সুপ্রিম লিডার এর এরকম পার্মানেন্ট ইনস্ক্রিপশন পেলে। 
     
    এই আইডিয়া টা নর্থ ব্লকে কিভাবে পৌঁছনো যায় কেও জানেন ? 
     
  • lcm | ৩১ জানুয়ারি ২০২২ ০৩:২৫495118
  • অভ্যু,
    না এটা তো জানি না, এই নিউজটা নজরে পড়ে নি। এটাতে সিএসইউ সিস্টেমের কলেজগুলো নিয়ে লিখেছে, ইউসি সিস্টেমেও থাকতেই পারে। কে জানে কোথায় কি হচ্ছে, এত বড়, মাছের বাজার।
  • Abhyu | 47.39.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০২:৪০495117
  • রাজকুমার রাও হলে আরো ইন্টারেস্টিং হত, যাই হোক, কি আর করা। কেলোদার রাজত্ব পাওয়া হল না।
  • সিংগল k | 2405:201:800e:501c:a537:76ba:abcf:***:*** | ৩১ জানুয়ারি ২০২২ ০২:২৯495116
  • মাননীয় মোদীজীর সক্ষম নেতৃত্বে আমার মা কে সাফল্যের সঙ্গে কোভিশিল্ডের তৃতীয় ডোজটি দেবার কাজ সু সম্পন্ন হয়েছে।
    মাননীয় ধনকরজীর আশীর্বাদে টিকাটি নেওয়া স্বত্বেও মা সুস্থই আছেন।
    প্রথম ও দ্বিতীয় ডোজের সময় আপনাদের জানিয়েছিলাম,তাই এবারেও এ বিষয়ে আপনাদের অবগত করা কর্তব্য মনে করলাম।
     
    তবে প্রথম ও তৃতীয় ডোজটি নেবার মধ্যবর্তী এক বত্সর সময়কাল নির্বিঘ্নে কাটেনি। না না  ভয় পাবেন না, কোভিড টোভিড হয় নি,বা হলেও zানতি পারিনি। কিন্তু অন্য একটা ব্যাপার ঘটেছিল যা কিছু কম রোমহর্ষক নয়।
    এমনিতে মাঝে মাঝেই খবরের কাগজে বেরোয় উত্তর প্রদেশ নাকি আমাদের ফেলাই ওভার ছিনিয়ে নিয়েছে। কিম্বা উত্তরাখণ্ড আমাদের অ্যারপোর্ট। এমন তো কতই হয়। কিন্তু একদিন বিকেলবেলা মার ফোনে দুম করে এসেমেস এল যে জনৈক রাজকুমার সিং জী কে মাননীয় মোদীজী টিকা নেবার জন্য বাধাই দিচ্ছেন। মা তো এসেমেস দেখেই হাউমাউ করে আমাকে ফোন করলেন। আমি তত্ক্ষণাত ওটিপি ইত্যাদির বাধা ডিঙ্গিয়ে কো উইন সাইটটি খুলে দেখি যে মায়ের আশঙ্কা সম্পূর্ণ সত্য। মায়ের ফ্যামিলিতে আমি নেই, কিন্তু জনৈক উত্তর প্রদেশবাসী রাজ কুমার সিং এর নাম জ্বলজ্বলিং। এমনিতেও মার ফ্যামিলিতে আমি ছিলাম না। কারন আমাদের নিজের নিজের চোখের মণির মাপ দিয়ে আলাদা আলাদা সিমকার্ড আছে, টিকে দেবার সময় ফোন্নং চাওয়ায় আমরা স্ব স্ব ফোন নং দিয়েছি এবং এক ফ্যামিলি হলেও জুড়ে যাই নি।
    এমতাবস্থায় দেখলাম মাননীয় মোদীজী সবকিছুরই ব্যবস্থা রেখেছেন। পাতার ওপোরবাগে একটা রিপোর্ট করার বোতাম আছে,সেটায় এই সমস্যার কথাও রিপোর্ট করার অপশন আছে। সেই বোতাম টিপে দু তিনবার আমি যে আমারই পরিবারের একজনের নাম বাদ দিতে চাইছি সেটা কনফার্ম করার পর আবার ওটিপি ইত্যাদি পর্ব পার করে মার কো উইন পেজ সেই কালান্তক উত্তরপ্রদেশীর হাত থেকে মুক্ত হল।
    কথায় বলে না, মোদীজী হ্যায় তো মুমকিন্ হ্যায়। বলুন এই প্রবাদের এর থেকে বড় প্রমাণ আর হয় ??

    মাননীয় রাজকুমারজীর প্রাইভেসীর প্রতি সম্মান জানিয়ে চিত্রে ওনারও ডিটেলস গুলি হেজি করে দিলাম।
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০২:০৪495115
  • কেকে, এটা বহু আগে পড়েছিলাম। কিন্তু মনে ছিল শুধু কবিতাটার একটা অংশ। "ওগো চাঁদিনী রাতের পাইন-
    ঝলমল করছে জ্যোৎস্না
    দেখাচ্ছে কী ফাইন!"
    কী অসাধারণ কবিতা! ঃ-)
  • Abhyu | 47.39.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০২:০৩495114
  • দমুদিও ঐ সব টইতে যায়, ওঁদের একটু সাবধানে থাকা উচিত :)
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০২:০০495113
  • বিল গেটস, জেফ বেজোস ইত্যাদিরা যে কমিউনিস্ট, তা ওই টইয়ের ককরোচবাবু না বললে জানতেই পারতাম না। আমার ধারণা ছিল এঁরা সব ক্যাপিটালিস্ট। এতকাল বড়ই কম জানতাম। কত কী জানা যায়, কত কী শেখা যায়! ঃ-)
  • Abhyu | 47.39.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০১:৫৮495112
  • কলকাতার জলাভূমি নিয়ে কারো ইন্টারেস্ট থাকলে


    আমার এইটা আরো ইন্টারেস্টিং লেগেছিল
  • kk | 2600:6c40:7b00:1231:4154:3281:a3b6:***:*** | ৩১ জানুয়ারি ২০২২ ০১:৫৮495111
  • অ্যান্ডর,
    বেশ বেশ, তাহলে তোমাকে একটা বড়্সড় চকোলেট দিলাম।

    -- ইতি শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী :-)
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২২ ০১:৪৬495110
  • কেকে, পেয়েছি। নীলপাহাড়ি, কাগামাছি। নেবুচাডনেজার ও পজিট্রন, অ্যাকোয়া টাইকোটিস ও জেনেরাল থিওরি অব রিলেটিভিটি। এনসাইক্লোপিডিক ক্যাটাস্ট্রোফি। প্রাণতোষিণী মহাপরিনির্বাণতন্ত্র। ঃ-)
  • S | 2a0f:9100:110:a::***:*** | ৩১ জানুয়ারি ২০২২ ০০:৫৮495109
  • কনস্পিরেসি থিওরী আগে ওয়েস্টে, বিশেষত আমেরিকাতে, খুবই লুক্রেটিভ ক্যরিয়ার অপশান ছিল। এখন সেটা আসতে আসতে দেশে আসছে। একেই বোধয় কবি গ্লোবালাইজেশান বলেছেন।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:8552:59f2:e9b2:***:*** | ৩০ জানুয়ারি ২০২২ ২১:৩২495107
  • একদম।
     
    অথবা কবীর সুমন।smiley
  • &/ | 151.14.***.*** | ৩০ জানুয়ারি ২০২২ ২১:২৭495106
  • ক্যাপিটালিস্ট, কমিউনিস্ট, গাছবাম, অতিবাম, অল্পবাম, ঘোরডান, অল্পডান ইত্যাদি যে নামেই ডাকা হোক ? ঃ-)
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:8552:59f2:e9b2:***:*** | ৩০ জানুয়ারি ২০২২ ২১:২৪495105
  • গোলাপে যে নামে ডাক সৌরভ বিতরে। পাগলকে কমিউনিস্ট বললেও পাগলই থাকে।
     
    • &/ | 151.141.85.8 | ৩০ জানুয়ারি ২০২২ ১৭:৫৮495097
    • এই সাইট কমিউনিস্টদের? টইতে অ্যান্টি-ভ্যাক্সাররা দেখি তাই বলছে। কিন্তু এতদিন তো জানতাম এই সাইট ক্যাপিটালিস্টদের! তাহলে? এখন কি কমিউনিস্টরা দখল করল?
  • S | 185.22.***.*** | ৩০ জানুয়ারি ২০২২ ২১:১৮495104
  • ইফ ইউ ডোন্ট চুজ ইওর পলিটিক্স, পলিটিক্স উইল চুজ ইউ।
  • একক | ৩০ জানুয়ারি ২০২২ ২০:৫৮495103
  • হুতোর ১৭:২৩ এর স্টাইল্টা ভালো বেশ ঃ)
  • 4z | 136.23.***.*** | ৩০ জানুয়ারি ২০২২ ১৯:৫৪495102
  • ২১ নম্বর। উফফ। প্রায় ছমাসের ওপর খেলেনি চোটের জন্য, দু সেট ডাউন। সেই অবস্থা থেকে জিতল। ভামোস রাফা! 
  • b | 117.194.***.*** | ৩০ জানুয়ারি ২০২২ ১৯:৪৫495101
  • খেলা শ্যাষ। 
  • জয় | ৩০ জানুয়ারি ২০২২ ১৯:০৭495100
  • তারা এখনো চালিয়ে যাচ্ছে। চার ঘন্টার ওপর হয়ে গেল। আমার মাছ কিনে দই মাছের কালিয়া রান্না করা হয়ে গেল। চার ঘন্টা টেনিস! আমি চার ঘন্টা স্বপ্ন দেখলেই হেঁপিয়ে যাই! কে চায় নো-ভ্যাক কে? আচ্ছা আমি যদি মেদভেদেভকে সাপোর্টাতাম ওরা কি আমাকে কমি'র ছানা বলে গালি দিত? 
  • সে | 2001:1711:fa42:f421:216d:7e39:13c9:***:*** | ৩০ জানুয়ারি ২০২২ ১৮:০৯495099
  • মিসিসিপি মসালা
  • সে | 2001:1711:fa42:f421:216d:7e39:13c9:***:*** | ৩০ জানুয়ারি ২০২২ ১৮:০৮495098
  • প্রায় তিরিশ বছর পরে দেখলাম আবার
  • &/ | 151.14.***.*** | ৩০ জানুয়ারি ২০২২ ১৭:৫৮495097
  • এই সাইট কমিউনিস্টদের? টইতে অ্যান্টি-ভ্যাক্সাররা দেখি তাই বলছে। কিন্তু এতদিন তো জানতাম এই সাইট ক্যাপিটালিস্টদের! তাহলে? এখন কি কমিউনিস্টরা দখল করল?
  • r2h | 2401:4900:3b15:a48e:409a:bc50:e6a1:***:*** | ৩০ জানুয়ারি ২০২২ ১৭:২৩495096
  • এক জায়গায় দেখলাম একটা ফাঁকা ক্ষেতে বাচ্চারা খেলছে, তার মধ্যে দুটো খুব ছোট মেয়ে প্রচন্ড মারপিট লেগেছে, ওখানে ট্রেন খুব আস্তে চলছিল, কয়েক মিনিটের মধ্যে আরো তিনটে বাচ্চা সেই মারপিট যোগ দিল। সে ভয়ানক মারপিট, তবে ছবি তোলা যায়নি।
     
  • জয় | ৩০ জানুয়ারি ২০২২ ১৭:১৫495095
  • দই মাছ আর মাছের কালিয়ার ডিফারেন্স কি? দই মাছ রাঁধতে গিয়ে বাঙালীর ফিউসন রান্নার কনফিউসনে পুরো ফিউরিয়াস কনফুসিয়াস হয়ে গেলাম!!!
    মাছ হাল্কা ভাজা হবে- নাকি ডুবো তেলে ছাঁকা হবে?বাঙালী আর মাছ বলেই কি সর্ষের তেলে রান্না হবে?
    নাকি সাদা তেল/ ঘিতে রান্না?
    পেঁয়াজ বাটা না কুচনো পেঁয়াজ?
    এতে রসুন বাটা পড়ে?
    জিরে? ধনে?
    এসব কাজু বাটা, পোস্ত বাটা এ সমস্তও লাগে?
    টমেটো পিউরি- অ্যাঁ, বলেন কি? হরি হে মাধব- চান করব না গা ধোব?
    হলুদ দেয়?
    শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা নাকি অল অফ দি অ্যাবাভ? বাঙালী রান্না ফাঁকিবাজ স্টুডেন্টের মত- মাল্টিপল চয়েস দিলেই সব সময় অল অফ দি অ্যাবাভ!
    আবার দেখছি কাশ্মিরী লাল লঙ্কাও দিচ্ছেন অনেকে- কে না জানে বাঙালী ভ্রমনবিলাসী।
    চিনি? কতটা? মাছের টক-ঝাল-পায়েস হবে?
    গোটা গরম মশালা দিয়ে টেম্পারিং, আবার শেষে গুঁডো গরম মশালা দিতে হবে ওপর থেকে?
    এতে ধনে পাতা কে দেয়?
    ইউব টিউব ভর্তি ঠাকুর বাড়ির রান্না? সত্যি?? তেনারা এসব খেতেন? না কি নির্ভেজাল ঢপ?
    একটা ভিডিওতে বলছে রামকৃষ্ণ দেবও এ সব খেতেন?
     
    আমি না এসব দেখে একটা "চেঙ্গিস খান দই মাছ" নামাই- খাঁটি ভার্চুয়াল ইয়াকের দুধের দই দিয়ে...
    ফ্রিজ ভর্তি ফ্রোজেন মাছের ডেডবডি, রাক্ষুষে তাদের সাইজ। করাতকলের মত একটা যন্তর দিয়ে কেটে দিল দোকানে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত