জনৈক সিপিএম কর্মী সমর্থক | 5.2.69.50 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২১৪৯
১- পরামর্শে র জন্য ধন্যবাদ
২- আমি গত ৩৫ -৪০বছর সিপিএম পার্টিকে নির্বাচনে সমর্থন করছি। বুথ স্তরের সংগঠনে। এর মধ্যে গত ১৫ বছর মতো হালতু অঞ্চলে। গত কয়েকবছরে আমার ভূমিকা সম্পর্কে , তার আগে বীরভূমে, খোঁজ নিয়ে বাকি পরামর্শ দিন। আমি কোনদিন ই সাংঘাতিক কেউকেটা ছিলাম না , তবে নেম ড্রপ করা অল্প সল্প যায়। নেতাদের কাছে খোঁজ নিন তাঁরা আপনাকে গুরুত্ব দিলে খোঁজ নিয়ে ফীডব্যাক দেবেন।
৩. গুরু চন্ডালি একটা বাংলা সামাজিক মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে হালে। এর আগে এটা একটা ব্লগ চ্যাট ও ওয়েবজিন হিসেবে চলত। সেখানে সেরকম লেখাপত্র হত, তর্ক ও হত। সামাজিক মাধ্যম হিসেবে এটি চালু হবার পরে আমি পার্টির ডিজিটাল প্রচার মেটেরিয়াল, বিশেষতঃ কৃষক আন্দোলন সংক্রান্ত সাধারণ ভাবে বাম প্রচার মেটেরিয়াল শেয়ার করার জন্য একটি থ্রেড খুলি। সেখানে প্রথম পোস্ট করার আগে থেকে পার্টি কে এবং আমাকে অকথ্য গালাগাল করা হয়।
এখন অনলাইন দুনিয়ায় এটা নতুন না, আমার এতে খুব সাংঘাতিক খারাপ লাগে না। আমি নন পার্টিজান লেখা লিখেও ভুল ভাল কমেন্ট বহু পেয়েছি। বাম বিরোধী বাঙালি বিষয়টা নতুন না। তবে বহুদিনের পরিচিত ব্যবহাযকারীরা তখন নাম গোপন করে এক ই কাজ করেন তখন একটু খারাপ লাগৈ। তবে সুখের কথা এটি শুধু সিপিএম প্রসঙ্গে না , শুধু বামপন্থীদের র নানা রাজনৈতিক পজিশন সম্পর্কে না , যেকোনও প্রসঙ্গে ই পরপষ্পরকে আক্রমণ। করার জন্য কতিপয় ব্যবহারকারি এটা করে থাকেন। অনলাইন দুনিয়ায় কমেন্টস সেকশনে উত্তেজনা পূর্ণ ব্যবহার নতুন কিসু না। গুরু চন্ডালি যারা চালান বা চালিয়েছেন তারা এসব নিজেরা করেননা, বা করলেও বোঝার উপায় নেই , পরিকল্পনা করে উৎসাহ দেন একথা বলা অন্যায় হবে। মিত্ররা হবে। কোনো এভিডেন্স নেই। উল্্টো দিকে এই এভিডেন।স আছে আকচুয়ালি খুব ই সজ্জন ভালো বিবেকবান মানুষ। এবং, যত্ন করে একটা সৃজনশীল কাজের জায়গা রাজনৈতিক আলোচনার জায়গা তারা গড়তে চান। কিন্তু তাতে সব ব্যবহারকারী হয়তো সবসময়ে উৎসাহ পাননা, সিপিএম সমর্থকের প্রচারকে আ্যটাক করে হয়তো আনন্দ পান। আই গেস দে হ্যাভ দ্য রাইট টু আ্যটাক আ্যন্ড আই উইল কন্টিনিউ টু চুজ মেথড আন্ড টাইমিং অফ অনলাইন ডিফেন্স।
৪. আমি সিপিএম এর মেম্বার বা সরকারি প্রচারক কখনোই হব না। কারণ আমি তখন খুশি সমালোচনা ও করব , আর সদস্য বনাম নেতা বা বিক্ষুব্ধ বনাম ক্ষমতাসীন বা সাধারণ ও গ্ল্যামার ইত্যাদি ভাগ না করেই করব । যখন প্্রচার করা যাবে করব যখন যাবেনা তখন সমালোচনা করব।
অন্যান্য শুধু না এই পত্রিকার এডিটেড সেকশনে তার এভিডেন্স পিওয়া যাবে তবে তাই করি নাম গোপন টা আমি করিনা , সৎ বা বদ উদ্দেশ্যে ;-)))))))
৫. আমার দিকে থেকে সামান্য কিছু পরামর্শ উচ্চতম সূত্রে মাঝে মাঝেই যায়, পঠিত হয় এরকম খবর ও পেয়েছি তবে খুব স্বাভাবিক ভাবেই কর্মসূচি তে রূপান্তর হয়েছে মা তার। কাকতালীয় বা অন্য কোনো ভাবে সে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটাই স্বাভাবিক এতে আমি সংক্ষোভ এর কোনো কারণ দেখি না। এখানে পোস্টার বা ডিজিটাল প্রচার অব্যাহত থাকবে, ব্যক্তিগত উদ্যোগেই থাকবে। এখানে সিপিএম এরপ্রচির দেখে কাউকে উদ্বূদ্ধ করার ইচ্ছা নেই সমম্ভাবনাও নেই, কিন্তু পার্টি কি প্রচার করছে তাতে সমর্থন করি বা না করি তার একটা ঝাঁকি দর্শন বাংলা সামাজিক মাধ্যমে দেওয়া উদ্দেশ্য , ব্যবহারকারী হিসেবে। বিজ্ঞাপন দাতা হিসেবে কাজ করতে চাইলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
৬. পরের বার পরিচয় দিয়ে কথা বলবেন।