@ যদুবাবু এবং দীপআমার ধ্যানধারণা মূলত মুর্শিদাবাদ-বীরভূম-মালদা কেন্দ্রিক। এবং লক্ষ্য করবেন আমি গড়পড়তা ছাত্রের কথা বলেছি। আর ভুল একটা আমি করেছি বাক্যগঠনে। ইং-দের দ্বিতীয় ভাষা বাংলা, বাংদের দ্বিতীয় ভাষা ইংরেজি। ওদের দ্বিতীয় ভাষার পারফরম্যান্স এদের দ্বিতীয় ভাষার পারফরম্যান্সেসের চেয়ে উপরের স্তরে।
আমার নিজের শহর বহরমপুরে বাং স্কুল মেয়েদের জন্য মহাকালী পাঠশালা বা ছেলেদের জেএন এ্যাকাডেমির এক বড়ো অংশের ছাত্রের ক্ষেত্রে কিন্তু আমি যা বলেছি তা খাটবে না। এই স্কুলগুলো এক্কেবারে প্রথম সারির, গোটা পঃবঙ্গের হিসেবেই।
কিন্তু বাকি বাং স্কুলের বেলায় আমি বার বার দেখে অবাক হয়েছি যে ছাত্ররা মালভূমি, কোষবিভাজন, আলেকজাণ্ডারের আক্রমণের অর্থনৈতিক ফল, এতসব বাংলায় পড়েও বাংলায় মনের কথা লিখতে হোঁচট খাচ্ছে। ইং মিডিয়ামে নির্দিষ্ট ভাবে যে ছাত্রদের দ্বিতীয় ভাষা হিন্দি, তারা বাংলায় কাঁচা দেখেছি। যাদের ১ম ভাষা ইং ২য় ভাষা বাংলা, তাদের মধ্যে একের পর এক ছাত্রকে দেখেছি তারা বাংলায় বেশ স্বচ্ছন্দ। ইংদের ৫০ জনের ক্লাসে সংখ্যাটা যদি ৩০, বাংদের ৫০ জনের ক্লাসে সংখ্যাটা ২০র বেশি না।
অভ্যু
২০১৮কে সীমা হিসেবে ধরার কারণ ঐ সময় আমার ছেলে উচ্চ মাধ্যমিক দ্যায়। শুরুর কাল ধরুন মোটামুটি আমার পড়াশোনার কালে। আমার সময়ে বহরমপুরে ইং মাধ্যম স্কুল মাত্র একটাই, এখন গাদাগাদা। বিতর্কসভায়, আবৃত্তি প্রতিযোগিতায় তাদের সাথে দ্যাখা হওয়া, পরে বন্ধুত্ব। অবাক হয়ে দেখেছিলাম তারা বাংলা টেক্সট আমাদের মতোই ঝরঝরে পড়ে লেখে।
বাকি সবাই এবং এলেবেলে
আমাদের সময়ে ধরতে পারিনি একটা ছোট্ট সূত্র। খেয়াল করলাম ছেলের স্কুলবেলায়। আইসিএসই বা সিবিএসইর মাধ্যমিকের বাংলা দ্বিতীয় ভাষা বাংলার টেক্সট বই আর বাং মিডিয়ামের মাধ্যমিকের প্রথম ভাষা বাংলা টেক্সট বই একই। মনে হয়, মনে হয় কেন, সত্যি সত্যিই, এটা হয়তো একটা গুরুত্বপূর্ণ সূত্র।
২০১৮-র পরে কি হয়েছে জানি না।