এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:১১487850
  • প্রথমে এলেবেলেকে অভিনন্দন। বইটির বাংলাদেশে প্রায় হাজার খানেক কপি বিক্রি হওয়া নিয়ে এবং আগামীতে ইংরেজি ভার্সন প্রকাশিত হওয়ার জন্য। কারণ, এই বাজারে রগরগে শস্তা গল্পের বদলে প্রবন্ধ, বিশেষ করে ইতিহাস  ও ঐতিহাসিক ব্যক্তিত্ব নিয়ে--যেখানে দ্বিশত বার্ষিকী হওয়ায় নানান মাপের বিদ্যাসাগর বইয়ে বাজার ছেয়ে গেছে-- বইয়ের এবংবিধ বিক্রি বাংলা বইয়ের বাজারে বিশেষ প্রশংসার দাবি রাখে।
    কিন্তু এইখানেই আমার একটি কথা  ও অনুরোধ। 
    মূল বইটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্যগত ত্রুটি রয়েছে যেটা এলেবেলে মেনে নিয়েছেন।  যেমন, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন শুরুই করেছিলেন চাকরি পাইয়ে দেয়ার উৎকোচ দিয়ে। প্রথম বিবাহে পাত্র শ্রীশ্চন্দ্রকে জজপন্ডিতের চাকরি পাইয়ে দেয়ার শর্তে রাজি করানো হয়েছিল। এখানে লেখক দুটো আলাদা বছরের ৭ই ডিসেম্বরের মধ্যে গুলিয়ে ফেলেছিলেন, আমি যেমন মানিকবাবুর বোন আর মেয়ের মধ্যে গুলিয়েছি।
    কিন্তু হাজার লোকের কাছে এই ভুল তথ্য অথেনটিসিটির রূপ ধরে পৌঁছে গেছে। একজন গবেষকের লেখা এই তথ্যটি পরবর্তী অনেকে 'কোট' করবেন।
    তাই আমার বিনীত নিবেদন, ইংরেজি ভার্সনে এই মারাত্মক ভুলটি শুধরে নেওয়া হোক। লেখকের ব্যাখ্যা/যুক্তি তাঁর নিজস্ব, কিন্তু তথ্য তো কারও নিজস্ব হতে পারেনা।
    ২ 
      হেহে যতই ইয়ার্কি মারুন, ইরফান হাবিবের কোটেশন নিয়ে উনি দেখাতে চেয়েছেন কীভাবে স্ট্যান্ডার্ড ইতিহাস রচনা (নিজস্ব এজেন্ডা সত্ত্বেও) প্রত্যেক হাইপোথিসিসের পক্ষে এবং বিপক্ষে প্রাপ্ত তথ্য  ও যুক্তি গুলিকে পাশাপাশি রেখে তুল্যমূল্য বিচার করেন। 'হেহে' নামক নিননিছা (জানিনা কে) কিন্তু আদৌ বলেননি যে হাবিব বা রোমিলা থাপারের বা কোন ঐতিহাসিকের এজেন্ডা নেই বা বায়াস নেই। এলেবেলে রেগে গিয়ে পয়েন্টটি মিস করেছেন।
    দিল্লির প্রখ্যাত অধ্যাপক (প্রয়াত) রণধীর সিং লিখেছিলেন যে মানব বিদ্যার চর্চায় বায়াস থাকবেই। এটাকে ব্যালান্স করার ভাল উপায় হোল নিজের বায়াসকে সামনে উপস্থিত করে কাউন্টার সম্ভাবনাগুলো খুঁটিয়ে দেখা।
    ৩ 
    আমি যেভাবে লিখেছি তার জন্য আমি নই, অভ্যু  ও যদুবাবু দায়ি। ওরা  বেইস থিওরেম  ও প্রসিকিউটরস প্যারাডক্স এবং তার সম্বন্ধে লেখাপত্তর দিয়ে আমার মাথাটা খারাপ করে দিয়েছে। আমি যেকোন হাইপোথিসিস  ও তার প্রমাণকে ওই প্রেক্ষিতে খুঁটিয়ে দেখছি। 
    এমনকি সাত সকালে গিন্নি হাসিমুখে গরম চা' দিলেও আমি তার পেছনে সম্ভাবিত যদি এক্স তাহলে ওয়াই করে ভাবতে শুরু করেছি, ফলে জীবন খুব কঠিন হয়ে উঠেছে। 
    যেমন হাসিমুখ এবং চা, হাসিমুখ বিনা চা, গোমড়ামুখ এবং চা, ও গোমড়ামুখ বিনা চা। তারপর গত সাতদিনে এই ইভেন্টগুলোর ফ্রিকোয়েন্সি ইত্যাদি--।
    তাই চাষি-মজুর-কারিগরদের থেকে ক্যাল খেলে ওরা খাক গে, আমি না বাবা!
  • যদুবাবু | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:১২487849
  • @মঃ  "এক ভদ্রলোক আর তার স্ত্রী ওঠাপড়া ছাড়াই শান্তসমাহিত কন্ঠে (ঠিক মিডওয়েস্টের ভূ প্রকৃতির মত) গানটি গেয়ে যান( এবারও গাইবেন)" -- পার্ডুর পুজোয় ঠিক এইরকম এক দম্পতি গাইতেন, হয়তো এখনো গান, এবং অনাদি-অনন্তকাল গেয়েই চলবেন। আমিও ঠিক ঐ গান শুরু হলেই ইউনিটারি চার্চের পেছন গেট দিয়ে বেরিয়ে বিড়ি টানতে যেতাম, মনে পড়ে গেলো। 

    একবার মনে আছে তিনি রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করেছেন, সে মানে এক সন্ধ্যায় একা সেই কাকুর গানের দল। ঢুকেই দেখি তিনি দুলে দুলে গাইছেন "এবেলা আমার টাক পড়েছে, কোনখানে এবেলা আমার টাক পড়েছে"। মনে হয়েছিলো কি এপ্রোপ্রিয়েট গান। ভর শীতের সন্ধেবেলায় এমন-ই গান গাওয়া উচিত। কিন্তু পাশের জনকে সে কথা বলতেই সে এমন খুকখুকিয়ে হাসতে শুরু করলো যে শেষমেশ আমাদের হল থেকে বেরিয়েই যেতে হলো। 
     
  • এলেবেলে | 2402:3a80:1172:3ff1:bb9a:1761:b1e4:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫২487848
  • আরে ওরফে কেন ভেড়ুয়া, নাম যত খুশি নে শুধু কী লিখতে হবে কীভবে লিখতে হবে কেন লিখতে হবে তাই নিয়ে বেকার বাকতেল্লা মারতে যাস না। তাহলে আমার তরফ থেকেও তোদের চরম খোরাক করা হবে। খোরাকে কি আমি তোদের থেকে কম যাই নাকি? তার নমুনা দু'চারটা দেখতে পাস তো, তাতেও লজ্জা হয় না? তোরা সব প্রতিভাবান নেড়ুখোকনের দল। ভাটিয়ালি ছাড়া তোদের অন্য কোনো দুনিয়া নেই। জানি তো। 
  • মাখনলাল | 65.175.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৪487847
  • দাদা, ভালো পাঁঠা কোথায় পাওয়া যাবে?
  • কেন | 2405:8100:8000:5ca1::99c:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৪:০২487846
  • নামটা কি কপি রাইট প্রোটেক্টেড নাকি জ্যাঠা? নাম নিলেই যদি নাচন কোঁদন হাতপা ছোঁড়া থুতু ছোঁড়া শুরু হয় তাইলে লোকজন ডেকে এনে নাম নেবার বেবস্তা করবে খোরাকপ্রিয় ছেলেপুলের দল।
  • এলেবেলে | 2402:3a80:114a:8ea0:aceb:802:ae52:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৬487845
  • মুরগি লড়াই আপনারা চালাচ্ছেন। আমার নাম উল্লেখ করা বন্ধ করে দিন, সেন্টার স্টেজে নিজেরা নাচুন। 
  • আরে | 2405:8100:8000:5ca1::2:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:০০487844
  • রন্টিদা আ আ নাচুন্না
  • হেহে | 169.197.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১২:১৭487843
  • জানাই ছিল পন্ডশ্রম। যাকগে, আপনি মুরগি লড়াই চালাতে থাকুন। নিননিছারা খোরাক নিই।
  • এলেবেলে | 2402:3a80:1162:18f4:336:8be:ec0e:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১২:১৫487842
  • সদর দফতরে কামান দাগতে গেলে জোরালো গোলা লাগে, ভগৎ সিংয়ের নিরীহ বোমায় সে কাজ হয় না।
     
    আপনি ওই সিন্ধু সভ্যতা নিয়ে পড়ে থাকুন।
     
  • এলেবেলে | 2402:3a80:1162:18f4:336:8be:ec0e:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১২:০৮487841
  • আচ্ছা ইরফান হাবিব না বড়জোর রোমিলা থাপার। এবং তাদের কোনো অ্যাজেন্ডা নেই! যদুনাথ সরকারের নেই। রণজিৎ গুহের নেই। নরহরি কবিরাজের নেই। সুমিত সরকারের নেই। এবং বিদ্যাসাগরের যাবতীয় বইয়ের লেখকের কোনো আ্যজেন্ডা নেই। কত্ত জানেন মাইরি। ‌ আপনি কি প্রতিভাবান? না নেড়ুখোকন? না দুটোই?
  • হেহে | 169.197.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১১:২৪487840
  • কাক। ইসসা করে কাকু লিখতে।
  • সম্বিৎ | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১১:১২487839
  • সুভাষ কাকু না কাক?
  • হেহে | 169.197.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১১:০৩487838
  • নাঃ, বইটই না। একটা স্পেসিফিক উদাহরন দিচ্ছি। ইরফান হাবিবের The Indus Civilization থেকে The End of the Indus Civilization অংশটা ধরুন।

    Many factors have been proposed to account for such a compre- 
    hensive disappearance of the Indus civilization. Floods, caused by earth- 
    quakes, were suggested as one possible cause. The traces of floods at different 
    times were noticed by excavators at Mohenjo Daro and Chanhu Daro, both of 
    which are near the Indus, and at Lothal, near the Sabarmati and Bhogava 
    rivers in Gujarat. But the proposition that there was ever a flood of such vol- 
    ume and force as to overwhelm towns in the Punjab, Sindh and Gujarat simultaneously, strains one’s credulity. The evidence put forward in support of the 
    theory has been painstakingly refuted by H.T. Lambrick. Quite an opposite 
    theory is that of increasing aridity, urged by Gurdip Singh. On the basis of his 
    work on pollen samples from some saline lakes of northern Rajasthan, he 
    claimed that, around 2230 BC, a wet phase was replaced by a diy one with 
    much lower rainfall, as a result of which the Sarasvati (the name erroneously 
    given to the Ghaggar-Hakra river) dried up. It is supposed that this caused a 
    natural disaster of immense magnitude to Indus settlements in the Ghaggar- 
    Hakra basin, from which the civilization could not recover. In another version 
    of the same thesis (V.N. Misra), it was not lower rainfall but the desertion of 
    the Ghaggar by the Yamuna and Sutlej (which were supposedly its earlier tri- 
    butaries) that led to the drying up of the Ghaggar-Hakra river. (See, on these 
    suppositions, Prehistory , Note 3.1.) Both versions have been refuted by further 
    work on the Rajasthan lakes, which has shown either that no distinct wet and 
    dry phases can be identified (as at Pachpadra and Thob basins), or that con- 
    ditions of present-day aridity have in fact prevailed right from 4200 bc (such 
    evidence comes from Lunkaransar basin, which ran completely dry as early as 
    3500 bc). Even if rainfall became less or the Ghaggar-Hakra ceased to be a 
    ‘mighty river’ at any time, the two events must have long preceded the Indus 
    civilization, and could have had no role to play in its end. 


    W.A. Fairservis replaced the argument of a natural disaster by that 
    of a man-made one: the Indus people so much overcultivated, overgrazed and 
    deforested the land that, in the end, the land could simply not maintain the 
    population, especially its urban part. We have seen, however, that the Indus 
    population could not have been denser than six persons to the square kilome- 
    tre, and it is hard to imagine how such small numbers could have overused the 
    soil to exhaustion: people could have simply moved from one spot to another, 
    as they do in ‘jhum’ cultivation. There is, then, the argument that the cessa- 
    tion of trade with Mesopotamia after 2000 BC brought about such a decline of 
    commerce and industry within the Indus basin as to cause the cities to go to 
    ruin. But, first, it is not clear that the Indus-Mesopotamian trade was on such 
    a scale as to provide the major outlet for urban crafts in the Indus basin. 
    Secondly, one can with equal assurance argue that the trade with 
    Mesopotamia collapsed because of the collapse of the urban economy of the 
    Indus civilization, and not vice-versa . 


    By a process of elimination, we are left with a factor, the political 
    one, with which we should perhaps have started. We have seen (in Chapter 
    1.4) that the Indus civilization could not have attained its spread or planted its 
    special features so extensively without an initial conquest by a core-state within the Indus basin. It is also clear (above, 2.7) that the Indus cities could 
    not have existed without the ability of the Indus state or states to impose a 
    heavy tribute on the rural communities. If this ability was undermined, either 
    by internal dissensions within the ruling class or by a shift of relative armed 
    power (by the spread, for example, of copper weaponry and ox-chariots 
    among subject rural chiefs and communities), then, the towns could no longer 
    obtain the tribute on which the rulers, merchants, artisans and other towns- 
    men ultimately depended for their prosperity. The administrative deteriora- 
    tion at times, and certainly towards the end, noticed at Mohenjo Daro, 
    Harappa and Lothal, would be consistent with exactly such a situation.


    এই হচ্ছে ইতিহাস লেখার ধরন। প্রতিটি অনুসিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলো "নিরপেক্ষতার ভান করে" তুলে ধরা হয়েছে। এটাকে কেউ যদি রিফিউট করতে চান, তাঁকেও এভাবেই "ভান করে" লিখতে হবে। অকারনে স্ট্রং স্টেটমেন্ট দিলেই সেটা এজেন্ডা হয়ে যাবে, ইতিহাস থাকবে না।


    আপনি যেটাকে ভান বলছেন, সেটাই আদতে ইতিহাস লেখার ফর্ম্যাল প্রসেস। ওতে এজেন্ডার মুরগি লড়াই করার জায়গা নেই কারন ওই প্রসেস তৈরিই হয়েছে যাতে লোকের এজেন্ডা ফিট করাতে অসুবিধে হয় অথবা এজেন্ডাধর্মী লেখা চট করে ধরে ফেলা যায়। নইলে সুভাষ কাকুরা একাডেমিয়ায় রাজত্ব করতেন।


    এর অসুবিধেও আছে। সেটা হচ্ছে সুভাষ কাকুদের একেবারে ছেঁটে ফেলা যায়না। তাদের উদ্ভট বক্তব্যও এই প্রসেস মেনেই খন্ডন করতে হয়। তবুও এটাই টাইম টেস্টেড একাডেমিক পদ্ধতি।


    বোধায় কলাবতী মুদ্রার এজেন্ডা আছে বলতেই আপনি ধরে নিলেন কলাবতী মুদ্রার ওপর অকারণে রাগ। এটা হচ্ছে এজেন্ডা থেকে বেরোতে না পারার লক্ষণ। যে আমার পক্ষে নয়, সে আমার বিপক্ষে। যাকগে। গুরুর বইটইয়ের ব্যাপারে জানিনা।

  • এলেবেলে | 2402:3a80:1142:4425:389:a01b:fb69:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০:০৫487837
  • কলাবতী মুদ্রার ওপর অকারণে এত রাগ কেন? পৃথিবীর যাবতীয় বাংলা বই গুরু থেকে প্রকাশিত হলে খুব খুশি হন বুঝি? গুরুরর সবচেয়ে মোটা বইয়ের পৃষ্ঠাসংখ্যা কত একটু জানাবেন তো।
  • এলেবেলে | 2402:3a80:1142:4425:389:a01b:fb69:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০:০২487836
  • নিরপেক্ষ ইতিহাস বলে কিছু হয় না। নিরপেক্ষতার ভান করা হয় মাত্র। দু'চারটে নিরপেক্ষ ইতিহাস বইয়ের নাম বলুন তো একটু শুনি। আমার যে অ্যাজেন্ডা সেটা বইয়ের ব্লার্বে প্রকাশিত। গোপন কিছু নেই। কাদের হয়ে কলম ধরেছি সেটাও বলা আছে। তারাই মোট জনসংখ্যার ৯০%। এতদিন তাদের ইতিহাস লেখা হল না কেন? ওই শিক্ষাসংস্কার সমাজসংস্কার ভাষাসংস্কার নামক বড় বড় বাতেলাকে  তারা কি জল দিয়ে ধুয়ে খাবেন। ওপরচালাকি না করে দু'চারটে নিরপেক্ষ ইতিহাস বইয়ের নাম বলে যাবেন। একটু টুকে নেব।
  • Abhyu | 47.39.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৮487835
  • মিঠুদি, এসিই বা কোথায় ছিল আর নেত্যই বা কোথায় দেখব?
  • | 2601:247:4280:d10:185b:208d:1b1a:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৫487834
  • এসির রমরমাকে পেছনে ফেলে আজ সামনে এসেছে তা তা থৈ থৈ নেত্য- আপনারা দেখেছেন আশা করি! 
  • | 2601:247:4280:d10:185b:208d:1b1a:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৮487833
  • এই গানটা শুনলেই আমার কেমন যেন একটা অস্হিরমত লাগে। প্রত্যেক পুজোতে এক ভদ্রলোক আর তার স্ত্রী ওঠাপড়া ছাড়াই শান্তসমাহিত কন্ঠে (ঠিক মিডওয়েস্টের ভূ প্রকৃতির মত) গানটি গেয়ে যান( এবারও গাইবেন )
    শুরু হলেই আমারও বাইরে বেরিয়ে বিড়িতে দুটো টান দিতে ইচ্ছে করে:-(
     
  • r2h | 2405:201:8005:9947:cc9d:1886:2845:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৬487832
  • এই গানটা আমি শুনি মাঝে মাঝে। 
  • Abhyu | 47.39.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৭:১৪487831
  • সকালে ননী ভঞ্জের গল্প হচ্ছিল। সেপ্টেম্বরের শেষের দিকে অল্প অল্প ঠাণ্ডা পড়তে আরম্ভ করত আর সন্ধ্যেবেলায় নরেন্দ্রপুরের প্রেয়ার হলে এই গানটা হত।
  • সুকি | 49.207.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৫487830
  • ঠিক, এটা আমারও চোখে পড়ল৷ এই নীল নিয়ে লেখাটি তো অন্য খুবই সহজলভ্য কয়েকটি আর্টিক্যাল থেকে প্রায় অনুবাদ করা৷ 
     
    বাংলায় সহজবোধ্য লেখা খুব সহজ নয়, তা লেখকরা যখন সেটা করছেন, সেটা খুবই প্রশংনীয়৷ তাই রেফারেন্স দিলে মবে হয় না কৃতিত্বের দাবীতে কোন ঘাটতি থাকবে
  • &/ | 151.14.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৫:২১487829
  • এই দেখুন একটা। এটা জাস্ট উদাহরণ। চোখে পড়ে গেল বলে। অন্যেরা, যাঁরা খোঁজায় দক্ষ, আরও অনেক বেশি পাবেন হয়তো।
    https://www.businessinsider.com/what-is-blue-and-how-do-we-see-color-2015-2
  • &/ | 151.14.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৫:১৫487828
  • ইংরেজী প্রবন্ধের বাংলা অনুবাদ দেখছি আসছে টইতে, অথচ কোনো রেফারেন্স নেই। অন্যের লেখা জিনিস। এমনকিছু দুষ্প্রাপ্য না, নেটে খুঁজলেই ইংরেজীগুলো পাওয়া যাচ্ছে। অথচ টইতে যারা এগুলো লিখছেন তাঁরা কেউ কেউ মূল লেখার রেফারেন্স কিছুই দিচ্ছেন না। একাধিক এরকম চোখে পড়ল।
  • Amit | 203.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৩:২৯487827
  • এই রকম একখান গল্প তারাপদ রায় ও লিখেছিলেন বটে - কোন মেলায় হারিয়ে গিয়ে নিজেই নিজেকে খুঁজে বেড়াচ্ছিলেন। 
    এই জন্যেই কবি লিখে গ্যাছেন - "নিজেরে হারায়ে খুঁজি " 
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০৩:০৮487826
  • আচ্ছা, সেদিন 'গৌরবে বহুবচন' এর মানে নিয়ে ধন্ধে পড়েছিলাম - কে একজন লিখলেন যে একটা ওয়েব সাইটে যা মানে দিয়েছে আসল মানে তা নয়
  • হেহে | 169.197.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:১৯487824
  • এ দেখে আর কি লাভ? আপনি ত নিজেই স্বীকার করে নিয়েছেন আপনার এজেন্ডা আছে। ইন ফ্যাক্ট, কলাবতী মুদ্রা বোধায় এই এজেন্ডার জন্যই তৈরি। তো আপনাদের উল্টোপক্ষেরও একটা এজেন্ডা আছে। দুপক্ষ কুস্তোকুস্তি করছে।
     
    এভাবে কি আর ইতিহাস হয়?
     
    নিরপেক্ষ ইতিহাস লিখতে গেলে ট্রেনিং দরকার। সেটা নেই বলে আপনারা কোনো পক্ষই এজেন্ডার বাইরে যেতে পারছেন না। একাডেমিক ইতিহাসচর্চার সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে আপনার যা প্রতিপাদ্য সেটা সলিড হবে।
  • মথুর নকুড় | 2405:201:8005:9947:dce5:5996:bff3:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:১৭487823
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:১২487822
  • লাচছেন তো আপনারা। তাপস দাশের পিণ্ডি চটকাতে চেয়ে অকারণে আমাকে গুঁজে দিয়ে। এখানে বিজ্ঞাপন দিয়ে কী হবে? সবাই জানে তো ওটা ম্যাগনাম ধপাস। তাইলে আপুনারা লাচা বন্ধ করুন। সব আপসে আপ থেমে যাবে। একাকী লাচবেন না অসময়ে। তাহলেই লাথ খাবেন।
  • &/ | 151.14.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:১১487821
  • কেকে, একজন বলছিলেন জাম্ববতীর কথাও। কিন্তু জাম্ব মানে জাম তো নয়? অবশ্য ধ্বনিগত সাদৃশ্য আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত