এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | 2405:201:8005:9078:7c6a:2abf:9a0:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:২৭487669
  • সানন্দায় যেদিন পুজা ভাটের টপলেস বডিপেন্টের ছবি বেরুলো সেদিন থেকেই মা একটু উশখুশ, তারপর যখন হিজলকন্যা ধারাবাহিক শুরু হল তখন সানন্দা নিষিদ্ধ হল।
     
    নিষিদ্ধ মানে মা স্কুল থেকে ফেরার আগে পড়ে ফেলতে হবে। বাবার এসব নিয়ে কোন মতামত ছিল না, দেশ পত্রিকায় অরণ্যদেবের কমিক্সটুকু পড়তে পেলেই ঠিক আছে, এছাড়া করভৌমিক বাড়ির দুয়েকটা পোলাপান তো উচ্ছন্নে যাবেই, এ আর নতুন কী।
  • | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:২৬487668
  • *পুজোসংখ্যা
  • | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:২৫487667
  • এবং মাধ্যমিকের আগ পর্যন্ত সেইসব ছবি দেখতে দিব্বি লাগত। তখন আবার আত্মীয় মহলে ভাগাভাগি করে অউজাসংখ্যা কিনত। যেমন মামাবাড়িতে হয়ত আনন্দবাজার কিনল মেজপিসিরা  দেশ। ছোটপিসি একগাদা কিনত আর ওই প্রসাদ নবকল্লোল উলটোরথ রহস্য রোমাঞ্চ। এবার সেসব বই বাড়ি বাড়ি ঘুরে সবার পড়া শেষ হতে হতে প্রায় পয়লা বঐশাখ। এদিকে আমি ত লুকুয়ে পড়তাম। হঠাৎ হয়ত  পিসতুতো দাদা এল দেশ নিয়ে। তাকে ওটা রেখে প্রসাদ দিয়ে দেয়া হল কারণ মা মামা মামীদের পড়া হয়ে গেছে। অথচ আমি হয়ত কোন উপন্যাসের আর্ধেকের বেশী পড়েছি, কিন্তু বাকীটুকু আর জানা গেল না। 
    কিরম সব দুঃখের দিন ছিল ভাবো।
  • র২হ | 49.37.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১৯487666
  • শুরুর দিকের সানন্দা আমি বেশ পড়েছি। বেতাল ম্যানড্রেক তো টাইমস গ্রুপের ইন্দ্রজাল কমিকস। 
     
    দ-দি, ফেসবুকের নানান গ্রুপের সাহিত্যপাঠক গোষ্ঠী যে কত বিস্ময়ের উৎস!
  • একক | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১৯487665
  • হ্যাঁ সেটাই। আল বাল বই পড়চি দেখলে হয়ত একবার বলল,  ওসব রেখে ক্লাসের পড়া করো!!  
     
    এখন এই " ওসব ",  রগরগে চটি থেকে জীবনস্মৃতি সব ই।  ঘাড়ের ওপর ঝুঁকে মনিটর করত না। 
     
    আজকাল বাচ্চারা যেমন হেলিকপ্টার প্যারেন্টিং এর মধ্যে বড় হয়,  যত দেখি শিউরে উঠি! 
  • | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১৬487664
  • হ্যাঁ হ্যাঁ চাঁদমামার সব গল্পের শেষে একটা নীতিকথা টাইপ থাকত।
     
    হে হে প্রসাদ নবকল্লোল উলটোরথ আর রহস্য রোমাঞ্চ এই চারটিই আমি লুকিয়ে ছবি দেখতাম আর পড়তামও। 
  • র২হ | 2405:201:8005:9078:7c6a:2abf:9a0:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১৪487663
  • দফা তিনশোদুইও আমার আড়ষ্ট মত লেগেছিল, এক আধটাই পড়েছি অবশ্য।
    আমার বাড়িতে এসব নিষিদ্ধ ছিল কিন্তু নিষিদ্ধ কিছু করছি কিনা সেটা মনিটর করার কোন মেকানিজম ছিল না।
  • | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১৩487662
  • ও আমি আবার এটা কিরকম রান্নার বই হয়েছে? কোথায় প্রজ্ঞাসুন্দরী আর কোথায় ইন্দুবালা এই লাইনেও সমালোচনা দেখেছি @হুতো।  :-) তো সেই হিসেবে হোটেল দেখেই আ হি হো টানা ত মানে ইসে আর কি। 
  • | 2607:fb90:e1bb:c4bb:f59a:4e8f:b90d:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১০487661
  • চাঁদমামার গল্পে র শেষেই কি একটা উপদেশাবলী থাকত? আমার ব্রাহ্ম বিদ্যালয়ে পড়া মাতা ছোটদের জন্যে সন্দেশ ছাড়া বাকিদের তেমন পাঠযোগ্য মনে করতেন না।আনন্দমেলা আর শুকতারাও, পরের দিকে কিশোরভারতীও আসতো মনে আছে।খুব চাইতাম বেতাল,ম্যানড্রেক ( কারা বার করতো? অমর চিত্র কথা) এসব আসুক।নিজের বাড়ি না এলেও পাড়া পড়শিদের বাড়িতে সে পাওয়া যেত কিন্তু আনন্দলোক, নবকল্লোলের নাগাল পাওয়া অসম্ভব ছিলো, প্রথম সানন্দা যখন বেরোলো, সেও নাকি বড়দের বই:-) 
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:০৪487660
  • জনৈক পোঁদপাকা ছাহিত্য ছমালোচকের জন্যেও খানিক দাড়িদাদু থাকুক।
     
    একবার যেটা অভ্যাস হইয়া যায় সেটাতে আর নাড়া দিতে ইচ্ছা হয় না কেননা স্বভাবের চেয়ে অভ্যাসের জোর বেশি অভ্যাসের মেঠো পথ দিয়া গাড়ির গোরু আপনিই চলে, গাড়োয়ান ঘুমাইয়া পড়িলেও ক্ষতি হয় না কিন্তু ইহার চেয়ে প্রবল কারণ এই যেঅভ্যাসের সঙ্গে সঙ্গে একটা অহংকারের যোগ আছে যেটা বরাবর করিয়া আসিয়াছি সেটার যে অন্যথা হইতে পারে এমন কথা শুনিলে রাগ হয়
  • একক | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:০৪487659
  • লুকিয়ে পড়তে হত ডেবনেয়র। সিঁথির মোড়ে একটা দোকানে ভাড়া দিত। পানু বই এর কালেকশন থাকা ইস্কুল বয়েসে একটা গর্বের ব্যাপার ছিল। জয়দীপের ছিল এক আলমারি ভর্তি।  আমরা বলতুম পর্ণকুটীর। 
     
    আর ছিল দফা তিনশো দুই। পানু জগতের চাঁদমামা আর কী। সেখানেই প্রথম লেসবিয়ান সম্বন্ধে জানতে পারি। চিত্রকাহিনির নাম ছিল " লেস্বিয়ানের কীর্তি " এই বানান। 
     
    একেবারে পানু ফানু না হলে, কী পড়চি কোন বই এসব নিয়ে বাড়ির কোন হ্যাতক্যাত ছিল না ঃ))
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:০১487658
  • বাঁটুল-নন্টেফন্টে-হাঁদাভোঁদা-শুকতারা-চাঁদমামা-আমেলা-কিভা-সন্দেশ এবং সুনীল-দুই সমরেশ-শীর্ষেন্দু-সঞ্জীব চট্টো-ডোডোতাতাই-আশাপূর্ণা-সত্যজিৎ শুনলেই ইদানীং দাড়িদাদুকে মনে পড়ে। 
     
    পূজা জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না।  ভালো লাগার এভোল্যুশন আছে... পাঁচ বছর পূর্বেকার ভালো-লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তা হলে বুঝতে হবে, বেচারা জানতে পারে নি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে, সেণ্টিমেণ্টাল আত্মীয়েরা তার অন্ত্যেষ্টি-সৎকার করতে বিলম্ব করেছিল, বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে।
  • r2h | 2405:201:8005:9947:dd50:9219:86b3:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৮487657
  • আনন্দলোক বিষয়ে কী আর বলি, তবে চাঁদমামা নিয়ে আমার মতামত খুব একটা বদলায়নি এখনো!

    দময়ন্তীদি, আচ্ছা। এমনিতে কল্লোল লাহিড়ির লেখা তো প্রসাদগুণেই চমৎকার, আজকালের ভুত প্রেত গোয়েন্দার থেকে এ নিয়ে হাইপ হলে মন্দ না। তবে হোটেল শব্দটা আছে বলেই যে আদর্শ হিন্দু হোটেল আর ইন্দুবালার ভাতের হোটেল নিয়ে পাঠক সমাজে যা আলোড়ন দেখলাম তা খুবই মজারঃ)

    তবে আনন্দলোকের সেন্টারফোল্ড সেই যুগে বেশ ধূমায়িত উষ্ণ হত। আমার এক বন্ধুর অবাধ আনন্দলোক অ্যাকসেস, এমনকি কেনারও স্বাধীনতা ছিল, ক্লাস সেভেন টেভেন থেকে - সে আমার কাছে বিস্ময়!
  • | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৭487656
  • আরে হু মানে আমাদের হুচি। আর হুতো মানে র২হ। 
     
    এদিকে আমার বছর পাঁচ ছয় বয়সে এ মেয়ে ত মোট্টে বই পড়ে না খালি টই টই করে ঘুরে বেড়ায় এইসব বলে টলে মা গিয়ে রমেশ মিত্র মোড় থেকে শুকতারা আর চাঁদমামা কিনে এনে দিয়েছিল। তারপর বেশ বছর তিন চার নিয়মিত কিনে দিয়েছে। আমার খুব একটা ভাল্লাগত না কিন্তু কি করব আর কোন বই নেই  না পেলে পড়েই ফেলতাম। আর ঘ্যান ঘ্যান কত্তাম আমেলা কিনে দেবার জন্য। 
     
    আনন্দলোক বিশাল ট্যাবু। নবকল্লোল শারদীয়া সংখ্যা অবশ্যই কেনা হত কারণ আশাপুর্ণা দেবী মহাশ্বেতা দেবী প্রফুল্ল রায় এঁদের লেখা প্রসাদ নবকল্লোল ছাড়া পাওয়া যেত না। আমার পড়ার অনুমতি ছিল না। তা সে আমি বড়দের দেখিয়ে পড়তামও না। 
  • | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪০487655
  • আমি বইটা কিনেছি হুতো। বইতে আর একটা পিরিচ্ছেদ আছে শেষ করার জন্য। বই হিসেবে আরেকটু বিস্তার আশা করেছিলাম, সেইটুকু হতাশ হয়েছি। তা বাদে ভাল লেখা।
  • kk | 68.184.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৯487654
  • আমাদের বাড়িতেও 'চাঁদমামা' আসতোনা (হ্যাঁ, নবকল্লোল, আনন্দলোকও না)। পিসির ছেলেরা এলে মাঝেমাঝে দু একটা নিয়ে আসতো। আমাদের বাড়ি শুদ্ধু সক্কলের, ফলত আমারও, 'চাঁদমামা' সম্পর্কে হুবহু হুতোর মত মনে হওয়া ছিলো। আমাদের পরিবারের বাচ্চাদের ওপর অনুচ্চারিত নির্দেশ (এবং এক্সপেক্টেশন) ছিলো যে 'আনন্দলোক' দেখলেই "দেখতেই পাইনি" এমনি একটা ভাব করে চোখ ফিরিয়ে চলে যেতে হবে! এখন ভাবি এইসব কন্ডিশনিং করে কী আদৌ কিছু হয়?
  • aranya | 2601:84:4600:5410:5c90:957f:f778:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩০487653
  • আমাদের শৈশবে, একদমই আর কোন বাংলা গপ্পের বই হাতের কাছে না থাকলে, বালক-্বালিকারা বাধ্য হয়ে চাঁদমামা পড়ত 
  • hu | 2603:6011:6506:4600:4cdc:7182:bc13:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৯487652
  • আমায় বাড়ি থেকে চাঁদমামা পড়তে দিত না। তাই নবকল্লোল, আনন্দলোক, হিন্দী সিনেমা ইত্যাদির মত চাঁদমামাও আমার কাছে অপার রহস্যের খনি ছিল।
  • aranya | 2601:84:4600:5410:5c90:957f:f778:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৭487651
  • 'তখন বাংলা কিশোর সাহিত্যে সুনীল শীর্ষেন্দু দুই সমরেশ সত্যজিত বুদ্ধদেব গুহ সঞ্জীব চট্টো এট আল মধ্যগগনে। নীরেন্দ্রনথ শক্তি শরৎ সুনীল তারাপদ রায় সবাই কিশোরদের জন্যে কবিতা লিখছেন'
    - এরা তো পপুলার লেখক ​​​​​​​ছিলেন, ​​​​​​​আর ​​​​​​​পপুলার ​​​​​​​মানেই ​​​​​​​খারাপ - হুতো ​​​​​​​এদ্দিনেও ​​​​​​​বুজলো ​​​​​​​না 
     
    চাঁদমামা-র জনপ্রিয়তা-র একটা কারণ হতে পারে, অবাঙালী টাচ। মূল লেখাগুলো অন্য কোন ভাষায় বেরোত , মনে হয় । তবে খুবই রদ্দি 
  • এলেবেলে | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:২১487650
  • বাপস! ছিরিয়াস ছাহিত্য আলুচানা মানে বুগু-শীমু-দেবযান-মানিকের কালীপ্রীতি। 
     
    এবারে তুলে নে মা। আর যে পারিনে।
  • r2h | 2405:201:8005:9947:dd50:9219:86b3:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৯487649
  • ইন্দুবালার ভাতের হোটেল তো ভালো বই। আমি অবশ্য পুরোটা পড়িনি, গুরুতে যতটুকু বেরিয়েছিল পড়েছি। একটা নতুন বই বেরুলে ঐটুকু হাইপ তো হওয়াই উচিত। তবে যেসব পাঠকেরা হোটেল দেখেই তার সঙ্গে আদর্শ হিন্দু হোটেলের সমান্তরাল টেনেছেন, তাদের বোকা আচরনের জন্যে লেখকরা (বি.ব বা ক.লা) দায়ী নন, পাঠকদের নিজেদের বুদ্ধিহীনতাই দায়ী।

    (বুদ্ধিহীনতা, বোকা এসবের বদলে আরেকটু কড়া এবং অসংসদীয় বিশেষণ লিখতে চাইছিলাম, কিন্তু সংযম, সংযম।)

    ওদিকে কে নাকি চাঁদমামা পুণঃপ্রকাশ করেছেন, তাতে রঙীন ছবি দেবেন বলে বিজ্ঞাপন দিয়ে সাদা কালো ছবি দিয়েছেন। এই নিয়ে ফেসবুকের বইপোকা গ্রুপ সরকরম। কিন্তু চাঁদমামার জনপ্রিয়তা নিয়ে আমি বরাবরই খুব অবাক।

    আটের দশকে প্রাইমারি স্কুলে পড়ার সময় লাইব্রেরিতে চাঁদমামা দেখে খুবই নাক সিঁটকাতাম, এ কী পুরনো ধরনের রাজা রানী ভুত প্রেতের গল্প, আড়ষ্ট বাংলা লেখা।

    তখন বাংলা কিশোর সাহিত্যে সুনীল শীর্ষেন্দু দুই সমরেশ সত্যজিত বুদ্ধদেব গুহ সঞ্জীব চট্টো এট আল মধ্যগগনে। নীরেন্দ্রনথ শক্তি শরৎ সুনীল তারাপদ রায় সবাই কিশোরদের জন্যে কবিতা লিখছেন। আর চাঁদমামায় অমুক নগরীতে তমুক নৃপতি।

    (হনুদা হয়তো ধারে কাছে আছে, এইটা পড়ে মনে মনে কান মুলে দেবে, কিন্তু তখন তো আর ওসব গূঢ় অন্ধকার বুঝতাম না। এঁদের এবং আবাপ নিয়ে যে অভিযোগগুলি ওঠে তার সঙ্গে এখন একমত হলেও, তখন ভালোবেসে পড়েছি বা পড়ে ভালোবেসেছি।)

    সেই চাঁদমামা যে আসলে কাছাকাছি বয়সের কিশোর কিশোরীদের এত প্রিয় ছিল তা জানতামই না।

    এখনো ছোটদের ভালো লাগে, এই গল্পগুলি?

    চাঁদমামার জনপ্রিয়তা ব্যাপারটা আমাকে খুব অবাক করে - সাহিত্যগুণ কিছু ছিল না, হাতের কাছে এর থেকে অনেক ভালো পাঠ্য ছিল তখন, ছবি - শৈল চক্রবর্তী থেকে বিমল দাস সুব্রত গঙ্গোপাধ্যায় অতি উৎকৃষ্ট শৈল্পিক অলংকরণ করেছেন ছোটদের জন্য। শুকতারা কিশোর ভারতী কিশোর মন কিশোর জ্ঞান বিজ্ঞান আনন্দমেলা সব উৎকর্ষের শিখরে ঐ সময়। তারপরেও চাঁদমামার জনপ্রিয়তার রহস্যটা কী?
  • অপু | 2401:4900:3ee5:92eb:0:64:a273:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৫487648
  • অপু | 2401:4900:3ee5:92eb:0:64:a273:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:০০487647
  • হমমম। সত‍্যি উচিত নয়। আমার আর 
    পড়াশুনা কতটুকু। চিয়ার্স  :)))))
  • অপু | 2401:4900:3ee5:92eb:0:64:a273:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৯487646
  • ইন্দ্রনাথে র সম্পাদনায় দিল্লীর এক পাবলিকেশন চাদমামার তিনটে বই বার করেছে। প্রথমটি তে উপন‍্যাস। 
    দ্বিতীয়  টিতে 60(?) টি বাছাই গল্প 
    আর তৃতীয়  টি তে বেতাল কাহিনী। সব গুলোর দাম ই 300 টাকার কম। কিন্ডল ভারশন ও আসছে।
  • aranya | 2601:84:4600:5410:5c90:957f:f778:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৭487645
  • পাঁচমুড়োর পঞ্চানন মঙ্গল  -এরম নামের একটা বই আছে, প্রীতম ? -এর লেখা -কেমন বই? 
  • অ্যাইমরেচে | 2a03:e600:100::***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৭487644
  • বোতিন***() সিরিয়াস সায়িত্য নিয়ে মত দিচ্ছে। কি দিনই পল্ল গ।
  • অপু | 2401:4900:3ee5:92eb:0:64:a273:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৩487643
  • "নাস্তিক পন্ডিতের  ভিটা"  একটি অত‍্যত‍্যত‍্যন্ত ওভার হাইপড বই। আরেক টা বই হল " * ভাতের হোটেল" এর পাঠক রা বই ছবি সমেত বইপোকা তে লিখে লিখে জাস্ট পাগল করে দিল। :((((
  • | 2607:fb90:e1bb:c4bb:f59a:4e8f:b90d:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫০487642
  • কী কান্ড! যুগান্তর চক্রবর্তী মানিকের শ্যালক নন, জামাতা।
  • অপু | 2401:4900:3ee5:92eb:0:64:a273:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫০487641
  • এই রে। কেলো করেছে। কবি বলেছেন
     
    "দুনয়নে ভয় আছে
    মনে সংশয় আছে" :))))
  • এলেবেলে | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৪১487640
  • দৌড় তো ওই বিদে আসলে হ্যাচার সাহেব! তা রামু আসলে মুখে বাক্যি সরবে তো? ওটাও হবে যে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত