এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৫487519
  • এটা হানুদা একদম ঠিক বলেছে। একই জিনিস নিয়ে ভ্যাজোর ভ্যাজোর। :)

    এক বাঙালী স্ট্যাটিসটিশিয়ান (যদুবাবু চিনবে তাই নাম বললাম না) সাঙ্ঘাতিক পড়াশুনা - তা সাঁইত্রিশ বছর বয়সে জীবনে প্রথমবার ত্রৈলোক্যনাথ পড়ে খুব ইম্প্রেস্ড - এরকমও দেখেছি।
  • Ranjan Roy | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩487518
  • কোটেশনটি মায়াকোভস্কির।
  • Ranjan Roy | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩২487517
  • "এই ডিচ করাটা খুব জরুরি এবং ওই প্রসেস টাই পাঠক কে এনগেজ করে কারণে সে অন্যের জগতে ঢুকচে তখন। নইলে ত হাতিদের নিয়ে লেখা হাতিরা পড়ত, তাই না?"
    --এই জন্যেই একককে এত ভালবাসি!
    বিভুতিবাবু ভাল লেখক এই জন্যে নয় যে উনি পলিটিক্যালি করেক্ট, বরং পলিটিক্যালি সবসময় করেক্ট না হয়েও ওই তথাকথিত 'ইউনিভার্সাল পজিশন' নিতে পারেন। লেখার গুণে সাময়িকভাবে ভুলিয়ে দেন খামতিগুলো। 
    "আই জাম্প, জাম্প বাট ক্যান নট জাম্প আউট অফ মাই এক্সিস্টেন্স"। 
    কোন লেখক--গল্প,কবিতা বা প্রবন্ধ যাই লিখুন-- তার সময় এবং সামাজিক অবস্থানের প্রভাব কাটিয়ে উঠতে পারেননা। পরবর্তী সময়ে লেখকের লেখার সোশ্যাল অ্যান্থ্রপলজি নিয়ে কথা উঠবেই।
    মার্ক্সের লেখায় কি প্রবল ভাবে ইউরোসেন্ট্রিক অবস্থান চোখে পড়ে না? এশিয়াটিক সোস্যাইটি নিয়ে কিছু মূল্যবান কমেন্ট সত্ত্বেও?
    এংগেলসে আরও বেশি।
  • উঁহু | 193.108.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২487516
  • ডিচ ত সব্বাই করে। কল্কেতা থেকে গিয়ে সব্বার দাবী কল্কেতা খারাপ, সাঁওতাল পরগনা ভাল। আরন্যকে পিকনিক করতে যাওয়া বাবুদের গাল দেওয়া হয়। বুগুর বালিগঞ্জের মেয়েদের চেয়ে সাঁওতাল মেয়েদের বেশি অথেন্টিক লাগে। সুনীলের অরন্যের দিনরাত্রিতে মহুয়া খেয়ে ডিক্লাসড হয়। এটুকু বলা যেতে পারে ডিচ করার মাত্রা আলাদা।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২487515
  • **স্নেহভাজন
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১487514
  • বিভূতিভূষণ , বিশেষতঃ ইছামতীতে পরতে পরতে কনজারভেটিভ। এসব দুঃখের কথা আর কি বলি। মুশকিল হল, সব কনজারভেটিভ কেন, একাংশ কনজারভেটিভ ও তো বিভূতিভূষণ না, সম্ভব ও না। যিনি প্রতিভায় , দৃষ্টিতে ঈশ্বরের স্নেহভাজান তাঁর সম্পর্কে কি আর আলোচনা করব। ঘটনা হল গরীব ব্রাহ্মণ অবস্থান টা তো আর কেউ এত সুন্দর করে ডিফেন্ড করেন নি :-)
     
    কিন্তু আপনেরা ​​​​​​​কি ​​​​​​​নতুন ​​​​​​​কিসু ​​​​​​​পড়েন ​​​​​​​না? ​​​​​​​একই ​​​​​​​জিনিশ ​​​​​​​নিয়ে ​​​​​​​ভ্যাজর ​​​​​​​ভ্যাজর করেন ​​​​​​​কেন? 
     
    :-))))) 
     
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • অপু | 223.19.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৫487513
  • বোধি দার শীর্ষেন্দু তে আলার্জি। "যাও পাখি" প ড়েছো? " মানব জমিন"? ঘূণপোকার কথা তো অলরেডি কেউ বলেছেন। 
  • Bratin Das | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৩487512
  • না হচ্ছে না। আবার  পরে দেখবো। :(((
  • Abhyu | 47.39.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:১২487511
  • দেখুন সুনীল শীর্ষেন্দু বুগু সব পপুলার লেখক। সুতরাং কিছু পাঠক থাকবেই যারা বলবে আমার তো বেশ লাগে। আর এদের সব লেখাই যে খারাপ তাও নয়। তবে ঐ আর কি পপুলারিটি দেখতে গেলে শিং নেই তবুও পপুলার গান।

    দেবযানকে সাহিত্যের ইগনোবেল দেওয়া উচিত।
  • অপু | 223.19.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:১০487510
  • বু গু  রছোটগল্প ইদূর। ফটো আপলোড হচ্ছে নি। বু গু শ্রেষ্ঠ  গল্প বিয়েতে উপহার  পেয়েছিলাম।:))
  • অপু | 223.19.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৯487509
  • কেন হবে না। উহা একটি প্লেস হোল্ডার। :))
  • উঁঁহু | 193.108.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৮487508
  • ফ্যান্টাসি বলে কিছু হয়না। সব লেখারই পলিটিকস থাকে। হ্যারি পটার হলেও।
     
    ইছামতী পড়ে দেখুন, ভাল্লাগবে। দেখবেন আপনি যে আপনি, বাঙালি লেলি, ভবানীর জ্ঞান বেমালুম হজম করে নিলেন। কারন গয়ামেমের প্রতি বিভূতি বাবুর সহানুভূতি আপনার চোখে পড়েছে। আহা পতিতা! বিভূতি বাবু আগেই মানবদরদী অবস্থান নিয়ে নিয়েছেন। তাই ওনার কনজারভেটিজম চোখে লাগে না।
     
    ঐ মানব দরদী পজিশনটার অবিশ্যি কোনো মানে নেই। ওটা গাছ-মাছ-বামুন-বাগদি-সায়েব-নেটিব সকলের জন্য সমান। গয়ামেম ছাড়ুন, নীলকুঠির সায়েব যখন মারা যাচ্ছে, তার প্রতিও বিভূতি বাবুর কী দরদ। শীর্ষেন্দু গাল খান কারন উনি ঐ ইউনিভার্সাল পজিশনটা চট করে নিতে পারেন না। লেলিদের চোখে রিগ্রেসিভ ভাট ধরা পড়ে যায়।
  • একক | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:০১487507
  • লেখক যে ক্লাস থেকে উঠে দাঁড়াবেন তার প্রভাব ত প্রোটাগনিস্ট এর মধ্যে থাকবেই। সে ধরুন আপনি আফ্রিকায় সাদা চামড়ার সদস্য হয়ে জান বা লবটুলিয়াতে বাংগালি বাবু হয়ে। সমস্যা এখানে নয়।
     
    ডিক্লাসড ক্যারেক্টর দিয়েই লেখা শুরু করা একটা ধরন। সেটাই একমাত্র তা নয়। এর বাইরে যেটা আচে,  তা হল প্রোটাগনিস্ট চলতে চলতে একসময় তার নিজের ক্লাস কে ডিচ করে। এই ডিচ করাটা খুব জরুরি এবং ওই প্রসেস টাই পাঠক কে এনগেজ করে কারণে সে অন্যের জগতে ঢুকচে তখন। নইলে ত হাতিদের নিয়ে লেখা হাতিরা পড়ত, তাই না?  
     
    বুগুর লেখা বা এরকম আরও অনেকে ডিচ করার চাপ টা নেন নি। এডমিনিস্ট্রেটর এর কাছের লোক হয়ে ঢুকেছেন - তাই থেকে গেছেন। 
    এর মধ্যে একটা কনশাস চাতুরী আচে। ট্যুরিস্ট শ্রেনীকে ক্যাটার করা। কোন জার্ক লাগতে না দেওয়া। ফলে বুগুর লেখা পড়তে কারো জগতে ঢুকতে হয় না।
  • Ranjan Roy | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:০০487506
  • থেংকু শীমু।
  • শীমু | 43.25.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:০০487505
  • "১৯৬৭ সালে, দেশ-এর পুজোসংখ্যায় বেরল ‘ঘুণপোকা’ – লেখক শীর্ষেন্দুর প্রথম উপন্যাস। ...শারদীয়া বেরনোর তিন-চার মাস বাদে সাগরময়বাবু আবার শীর্ষেন্দুকে ডেকে পাঠালেন, এবং এবার লেখকের কাছে তাঁর আবদার, দেশ-এ ধারাবাহিক উপন্যাস লেখার। শুরু হল ‘পারাপার’ – জীবন থেকে পালিয়ে গিয়ে নয়, বরং আরো নিবিড়ভাবে জীবনকে আলিঙ্গনের মধ্যেই যে জীবনের সাধ সার্থকতা, সে’টাই এই উপন্যাসের মুখ্য দিকনির্ণয়। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ললিত আমাদের সেই জীবনেরই পদধ্বনি শোনায়।"
  • শীমু | 43.25.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৫487504
  • "ক্যানসারে আক্রান্ত হয়েছিল একত্রিশ বছরের তরুণ যুবা ললিত। সাময়িক সুস্থতার পর ছাড়া পেল হাসপাতাল থেকে— তাকে নিতে এল বাড়িওলার ছেলে শম্ভু আর অভিন্নহৃদয় বন্ধু তুলসী।… সূচনার এই সামান্য আয়োজন থেকে ‘পারাপার’ উপন্যাসের কাহিনিকে ধীরে ধীরে, কিন্তু আশ্চর্য নৈপূণ্যে, লেখক যান এক বিশাল, ব্যাপ্ত জগতের মধ্যে— ঘটনার সংঘাতে যেখানে প্রত্যক্ষ ও অনুভব্য যাবতীয় অভিজ্ঞতা বদলে যায় প্রতি মুহূর্তে, গার্হস্থ্য আর অধ্যাত্ম হয়ে পড়ে একাকার। ললিত, ললিতের বুড়ি মা, তুলসী, মৃদুলা, সঞ্জয়, রিনি, আদিত্য, শাস্বতী, অপর্ণা, বিমান আর রমেন (যার চোখের দিকে তাকিয়ে আত্মহত্যায় মগ্ন দুঃখী মানুষও পায় ঈশ্বরের সানিধ্য), বিভিন্ন ও পরস্পরবিরোধী এইসব চরিত্রের সংলগ্ন হয়ে এগিয়ে চলে জীবন— এক বিচিত্র সমগ্রতার দিকে। দুঃখ থেকে আনন্দের, প্রত্যাখ্যান থেকে প্রেমের, মৃত্যু থেকে জীবনের দিকে চলেছে মানুষের নিরন্তর ও তাৎপর্যময় পারাপার। পাঠককে সেই মহত্তম বোধের মুখোমুখি দাঁড় করিয়ে দেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর এই আন্তরিক উপন্যাসে।"
  • Ranjan Roy | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৯487503
  • @ উঁহু,
    বিভুতিবাবুর নীলকুঠি নিয়ে উপন্যাসটি এবং দুর্ভিক্ষের উপর যেটা নিয়ে সত্যজিত সিনেমা --সে দুটো লেখা নিয়ে কিছু বলবেন?
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:9961:362:d2b0:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৬487502
  • দেবযান তো আমার বেশ লাগে। ফ্যান্টাসি জনরার লেখা। চমৎকার জিনিস।
     
    এখন বিবকে জিজ্ঞেস করলে উনি ফ্যান্টাসি বলে মানবেন কিনা তা অন্য প্রশ্ন। কিন্তু ওনার ইন্টারপ্রিটেশন মেনেই পাঠককে পড়তে হবে তেমন তো নয়।
  • CPM Leader | 2.58.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:১০487501
  • CPM Leader: অবরোধ তুলতে বলায় বাইক আরোহীকে সপাটে চড় সিপিএম নেতার, দিলেন ‘সহনশীলতা’র পাঠও

    সিপিএম নেতাদের রাস্তা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন এক বাইক আরোহী। তা থেকে দু’পক্ষের বচসা শুরু। অবরোধের পাল্টা প্রতিবাদের সামনে পড়ে বাইক আরোহীকে সপাটে চড় মেরে বসলেন সিপিএম নেতা। এমন কাণ্ড ঘটিয়ে অবশ্য অনুতপ্ত নন ওই বাম নেতা। বদলে যাত্রীদেরই সহনশীলতার পাঠ দিয়েছেন তিনি।
     
  • বামুন-বাড়ি | 2405:201:8005:9947:f980:b8e9:7081:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৬487500
  • কোন গ্রামের এক ব্ৰাহ্মণবাড়ির বৌ এক বাগদীর সঙ্গে কুলের বাহির হইয়া গিয়াছিল-আজ অপুর সঙ্গীটি এইমাত্র তাকে শামুকপোতার বিলে গুগলি তুলিতে দেখিয়া আসিয়াছে। পরনে ছেঁড়া কাপড়, গায়ে গহনা নাই, ডাঙায় একটি ছোটছেলে বসিয়া আছে, বোধ হয় তাহারই। অপু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তোমার দেশের মেয়ে? তোমায় চিনতে পারলে?

    হ্যাঁ, চিনিতে পারিয়াছিল। কত কাঁদিল, চোখের জল ফেলিল, বাপ-মায়ের কথা জিজ্ঞাসা করিল। অনুরোধ করিল যেন এসব কথা দেশে গিয়া সে না বলে। বাপ-মা শুনিয়া কষ্ট পাইবে। সে বেশ সুখে আছে। কপালে যাহা ছিল, তাহা হইয়াছে।

    সঙ্গীটি উপসংহারে বলিল, বামুন-বাড়ির বৌ, হর্তেলের মতো গায়ের রঙ-যেন ঠাকরুনের পিরতিমে!
  • b | 14.139.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৮487499
  • অনুবর্তন 
  • উঁহু | 193.108.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৫487498
  • তাত্ত্বিক ত আপনিও। সকলেই কোনো না কোনো তত্ত্বের পক্ষে আছে। বিভূতি বাবুও। ওসব বলে লাভ নেই।
     
    উনি প্রান্তিকদের প্রকৃতির সন্তান হিসেবে দেখেছেন। দলিতের কষ্টে বামুনের হৃদয় পরিবর্তন দেখিয়েছেন। মুসলমানদের দেখাননি। গরীব বামুনের জন্যে ভারী সহানুভূতি।
     
    জাতপাত থাকবে, সমাজ থাকবে, সমাজকে মেনে হদ্দ গরীবের জন্য যতটুকু কাঁদা যায়, উনি কেঁদেছেন। ওনার নিষ্ঠুরতা দুর্গার মৃত্যুর মত ইমোশনাল সিনে। মানিক বাঁড়ুজ্জে থেকে মহাশ্বেতা অনেক লেখকই ঢের বেশি নিষ্ঠুর। একটা 'ছিনিয়ে খায়নি কেন' লিখলেও বিভূতিকে ছাড় দেবা যেত।
     
    দৃষ্টিপ্রদীপ এতই ন্যাকা লেখা, সে প্রসঙ্গে গেলাম না। ওর পরের ইস্টিশান দেবযান। বাপ্রে!
  • | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৭487497
  • ও  বুগুরও আছে!  আচ্ছা থাক।
  • সিএস | 103.99.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:১১487496
  • বিভূতিবাবু প্রান্তিক শ্রেণীকে আহা-উহু করেছেন, ওসবের কোন মানে নেই। "প্রান্তিক শ্রেণী" ফ্রেজটা শহুরে বাবুকুল আর তাত্ত্বিকরা তৈরী করেছে, বিভূতিবাবু ওসব শোনেননি, জানতেন না, ভাবারও দরকার ছিল না। বিভূতিবাবুর থেকে নিষ্ঠুর লেখক বাংলায় বিশেষ কেউ নেই, হয়ত আর দু - একজন থাকবেন। আর উপন্যাস লিখছেন তো, নিয়তিবাদ ইত্যাদি তো থাকবে, প্যামফ্লেট তো আর লিখছেন না, না এলেই বরং বাজে লেখক । দৃষ্টিপ্রদীপে কী "-বাদ' আছে সে জানি না যদিও।

    আর ইঁদুর গল্প মনে হয় একাধিক আছে। সোমেন চন্দের আছে, বিমল করেরও মনে হয় আছে, বুগু-র আছে জানতাম না।
     
     
  • r2h | 2405:201:8005:9947:f980:b8e9:7081:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৫487495
  • দ-দি, ইঁদুর বলে বুগুরও একটা ছোটগল্প আছে।
  • ওরে | 192.145.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৮487494
  • ২৩৯ দাদার হাইয়েস্ট স্কোর।
  • Ranjan Roy | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৭487493
  • একটা তথ্য কেউ দেবেন?
    --১৯৬৯ -৭০ সালে দেশ পত্রিকায় শীর্ষেন্দু ধারাবাহিকভাবে একটি উপন্যাস লিখেছিলেন। তাতে ক্যান্সারের চিকিৎসয়   সেরে ওঠা ললিত মুখ্য পাত্র।  এতে বিমান   ও তার ছাত্রী অপর্ণাকে নিয়ে একটা সাব-প্লট আছে। যেখানে লেখক বলছেন 'কাল সারারাত সে পড়েছে বিশ্বের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ভগবদগীতা।'
    উপন্যাসটি কি "পারাপার"? অথবা আমি দুটো উপন্যাসকে গুলিয়ে ফেলছি?
  • কুশ্চেন | 2605:6400:30:eed4:573a:7181:677f:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৫487492
  • ২৩৯বারই কেন?২৫০ বার বা অন্তত ২৪১ বার দেখালে হপে না? 
  • অপু | 2401:4900:382c:e4e2:1:1:31e6:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪২487491
  • বড়লোকী সোঅফ দেখানোয় অপরাধ  কোথায়? বেশ করেছে দেখিয়েছে।  239 বার দেখাবে।
     
     
    আমাকে আর কেউ একটা "মাধুকরী" লিখে দেখাক। মেনে নেবো। যাহক বললে তো হল না!!
  • | ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৯487490
  • ফোনের ফোনের (ফিন হল কী করে?)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত