আচ্ছা গ্যেটে না গ্যেথে না গ্যয়থে কোনটা ঠিক?
পিটিবাউ ইদিক থেকে উদিকে গিয়ে সার্ভিস দিচ্চেন নাকি?
ভোটের এতদিন পর ডিসেবল ?? বিজেপি আইটিসেল হুলিয়ে রিপোর্ট মেরেচে সন্দেহে নেই। কিন্তু তারা তো ভাড়াটে। ভোটের আগে খেটেচে। তখন তো হয়নি ?হেরে যাওয়া সীটে পয়সা ঢালবে না কেও।
তার মানে ভোটের পর বিনাপয়সায় খাটলো কারা ? কাদের সমস্ত হতাশা গিয়ে পড়লো " শালা নোভোট্টু " দের ওপর ? কারা ??
https://www.telegraphindia.com/west-bengal/no-vote-to-bjp-facebook-group-disabled/cid/1827255
https://gaurilankeshnews.com/facebook-disables-the-no-vote-to-bjp-group-with-30k-followers/
এর বিরুদ্ধে প্রত্যেককে নিজের মতো করে সরব হতে অনুরোধ করছি।
সিএস, আবাপ সম্পর্কে আমি নিস্পৃহ। আগ্রহ ছিল ৭০ ও ৮০-র দশকের কিছু প্রতিভাবান, শক্তিশালী সাহিত্যিকের লেখালিখি নিয়ে, তারা কোথায় লিখতেন ম্যাটার করে না।
মহাশ্বেতা , সন্দীপন - এদের লেখাও তো প্রচুর পড়তাম, আবাপ-র বাইরে হলেও
মাঝে মাঝে মনে হয় শুধু ইংরেজি তেই লেখালিখি করি। এক দুটো যা পাবলিশ হয়েছিল, কাজ করে অনেক মজা হয়েছিল।
আমি লোকজন কে আকাদেমিক জগতে প্রাইমাস, ইপিডালিউ টেলর ফ্রান্সিস রাটলেজ, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ানের সঙ্গে কাজ করতে দেখলাম খুব ই প্রফেসনাল, ডেডলাইন মেনটেন করা , পয়সা দেওয়া এগুলি নিয়ে চাপ নাই। বাংলা পাবলিকেশনের বেলাতে ন্যাকামির একশেষ।
বাবার বই গুলোর সময়েও তার এক ই অভিজ্ঞতা, বিষয়ের জার্নাল বা বিদেশী বা অন্তত ইংরেজি পাবলিকেশন হলে ঝক্কি কম। এবং বাবা তো কচি থেকে বুড়ো বাংলা সম্পাদক পাবলিশার দের কাছে কনসিসটেন্টলি খারাপ ব্যবহার পেয়েছেন।
আমার নিজের ব ইএরকোনোঅভিজ্ঞতা নাই।
পাকিস্তানের সোশ্যালিস্ট পার্টির ফিড
ওনারা একটা সময়ে একটা আইডিওলোজিকাল লিডারশিপের কাজ করেছেন, তো সেটা ঐ সময়ের কালচারাল মুভমেন্টের কথা বলতে গেলে বলতে হয় , তাই বলেছি। এর মধ্যে পারসোনাল কোন ইসু নাই।
OUP, CUP তো অনেকদিন ইন্ডিপেন্ডেন্ট। বিভিন্ন দেশে বিভিন্ন আরেঞ্জমেন্ট। ব্যাক ক্যাটালোগ উবে যাওয়ার কোনো সেরকম উত্তেজনা পূর্ণ খবর সেরকম কিছু জানিনা।
আমেরিকান ইউনির প্রেস গুলো বহুদিন ধরেই ইন্ডিপেন্ডেন্ট , একটা বিজনেস লাইন মাত্র।
আমি এ বিষয়ে কিছু ই জানি না। আলাদা করে খুশি কেন হব। আমার তো ব্যক্তিগত কোনো রাগের কিছু নেই।
বাংলা প্রকাশনার জগতে একটা মেজর পরিবর্তন ঘটছে। প্রোডাকশনে তত নয়, বিজনেস আর ডিস্ট্রিবিউশন মডেলে।
অবশ্য এও জানতে পারলাম অশোকা ইউনির একটি ইউনি প্রেস হয়েছে। পার্মানেন্ট ব্ল্যাকের সাথে যুক্ত হয়ে বই বার করে, হিস্ট্রি সিরিজের টাইটেলগুলো ইন্টারেস্টিং মনে হল। ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের The concept of bharatavarsha নামে বইটি হস্তগত করা গেল ।
OUP, CUP কার কাছে গেল জিগ্যেস করা হয়নি। OUP র নাকি নয়ডাতেই একমাত্র প্রিন্টিং আর ডিস্ট্রিবিউশন সেন্টারটা আছে, সল্লেক সেক্টর ফাইভেরটা বন্ধ হয়ে গেছে। শুনে অবাক লাগল, যদিও অনেক দিনই নজর করিনি। লোক ছাঁটাইও চলছিল বেশ কিছুদিন, এই সব শুনলাম।
ছায়া প্রকাশনীকে কিনেছে জানতাম এস চাঁদ কিন্তু আনন্দ ও কিনে নিয়েছে জানতাম না।
আজ কোরায় এই প্রশ্নটা এসেছে। দেখে থেকে কিরকম দ্যেজা ভ্যু হচ্ছে। :-)
সেগুলি আবার কাদের কাছে গেল?
শুনলাম আনন্দ পাব নাকি বিক্রী হয়ে গেছে। টেক্স্ট বইয়ের কোম্পানি সুলতান চাঁদের কাছে।
অরণ্য দুঃখ পাবেন, বোধি খুশী হবে ঃ-)
আমারও দুঃখ নেই।
OUP আর কেম্ব্রিজ ইউনি প্রেসও বিক্রী হয়েছে। দ্বিতীয়্টাতে দুঃখ পেয়েছি, The career and legends of vasco da gama, সঞ্জয় সুব্রহ্মনিয়ানের বইটা আর পড়া হল না।
ওহ, লিনক যায়নি। এই যে।
এটা পড়ে প্রথমে চমকে গেছিলাম।
ভারত চিনকে আফগানিস্তানে রপ্তানি করে! :D
আশা করি কবি চিনি বোঝাতে চেয়েছেন।
আমি ভুল স্বীকার করছি। তবে বিষয়টি নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। নানান জায়গায় ভিন্ন অভিমত আছে দেখছি। আরো গভীরে দেখতে হবে বিষয় টি নিয়ে।
আর ভারত যে অনেকাংশে এখনো মধ্যযুগে পড়ে আছে, তাতে দ্বিমত নেই। সুতরাং সেপটিক ট্যাঙ্কের ঘটনা ঘটে চলবে আরো, যদ্দিন না সঠিক ব্যবস্থা হয়।
মেয়েটির সঙ্গে ফোনে কথা হলো। এখন দূতাবাস আদৌ থাকবে কি না, বা থাকলেও সরকার পরিবর্তনের কারনে পুরোন কর্মীরা কাজ করতে পারবে কি না, সেসব নিয়ে ওর তেমন কোনও উদ্বেগ নেই। ১৯৮৯র পর থেকে একটু একটু করে ওর সমস্ত আত্মীয়ই পৃথিবীর নানান দেশে উদ্বাস্তু হয়ে চলে গেছে। ওর মা থাকে নেদারল্যান্ডসে, ও নরওয়েতে, ভায়েরা জার্মানিতে, বাকিরা অ্যামেরিকা ও ইউকে তে। কিন্তু জীবন সংগ্রাম করতে করতে ওরা পোড় খাওয়া শক্ত মতন হয়ে গেছে। বলছিল শুধু যুদ্ধ আর যুদ্ধ, আফগানদের জীবন নিয়ে কেউ কেয়ার করে না রে। আর ভেবে কী করব? সব আল্লাহর হাতে।
আমি ডিডির মতে বিশ্বাসী । গো ব্যাক আমেরিকা, টেক মি উইথ ইউ।
অপরাধীদের আনো তারপরে তাদের মায়েদের ডাকো। উত্তম মধ্যম পড়লেই সব ঠিক;--))))))
সে | 2001:171b:c9a7:d3d1:f808:1907:fd99:8daf | ১৯ আগস্ট ২০২১ ০২:৫১
এই যাঃ খ দা মূর্ছা গেল নাকি?