হেরে গেলো। কোঈ গল নেহি, আগে বঢ়ো।
ঐ টুকটাক দেখক্ষ্হ্হি brateenadaa
1-1
সি এস . সেই তো। শাহিদ আর ধনরাজ পিল্লের মত অসাধারাণ প্রতিভাবানদের কপালে সেমিফাইন্যালটুকুও জোটে নি। অবশ্য শাহিদের খেলা আমি ১৯৮৮ এর সোল অলিম্পিকে দেখেছি। ভীষণ স্বার্থপর খেলোয়াড়। নিজের স্টিকওয়ার্কে নিজেই এমন মজে থাকতেন যে পাশ দিতেন না। ওদিকে অপোনেন্ট জাস্ট ভিড় বাড়িয়ে ওরকম প্লেয়ারদের আটকে দিতো। কত আর ডজ মারবেন ?
অ্যাস্ট্রো টার্ফের খেলায় সড়গড় হতে ইন্ডিয়ানদের বহুদিন লেগেছে।
অয়ন, নিয়মিত দেখছো অলিম্পিক?
হমমম সিএস সেসব জানা আছে। এখন আর দেখি না। একটা সময় নিয়মিত দেখতাম।
১-০ এগিয়ে
দীপক পুনিয়া হেরে গেল :((
ইংল্যান্ড 0/1. বুম বুম বুমরা!!
রবি কুমার দিয়া ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠে এসেছে।
পেনালটি স্ট্রোক, পেনালটি কর্ণার, লং কর্ণার - সব আলাদা আলাদা ব্যাপার।
b এর কপি করা পোস্টটা দেখে মনে পড়ল, আমাদের ST নামাঙ্কিত স্কুলেও হকি খেলার প্রভূত প্রচলন ছিল। কালো, শক্ত করকেট বল আর হকি স্টীকের ঠকাঠক ঠকাঠক।
আর আবছা ভাবে মনে আছে, '৮০ সালের অলিম্পিকে ফাইনালে জেতার পরে (স্পেনকে হারিয়েছিল মনে হয়), আবাপের প্রথম পাতায় টীমের এগারো জনের মুখের পর পর ছবি দিয়ে খবর ছাপানো হয়েছিল। প্রায় খয়েরী নিউজপ্রিন্টের রঙ আর কালো কালো মুখের ছবিগুলো মনে আছে।
আর মনে আছে, '৮২ সালে এশিয়াডের ফাইনালে পাকিস্তানের সাথে ১ গোলে এগিয়ে গিয়ে তারপর গুনে গুনে ৭ গোল খেল ! হাসান সর্দার ছিল পাকিস্তানের ক্যাপ্টেন। ভারতের জাফর ইকবাল।
আর সে সময়ে ভারতের টীমে খেলত মহম্মদ শাহীদ, স্টীকওয়ার্কের তুমুল ব্যপার এক।
পেনালটি কিক বলে নি তো। পেনাল্টি বলেছে
মিশনের পন্চিল গেন্শে জে অপিস চিলো ওটা বেঙ্গোল ইমিউনিটি কোঙ্গ । কেমিকাল না । সপের বিষের প্রোতিষেধক বানাত । একবার অমদের চেলেপুলে ঢিলিয়ে ওদের কন্চ ভেঙ্গে দেয় ত খুপ কেওরা কোরেচিল । বোন্ধো হোয়ে গ্যচে জোদ্দুর জানি ।
আচ্ছা অভ্যু, হকির পেনাল্টি কিক কীরকম
হয় প্রথম দেখলে? গুড গুড। বেটার লেট দ্যান নেভার।
হকি তে ভারতের হারার জন্যে হা হুতাশ দেখেই কেমন সন্দেহ হচ্ছিল।
চিয়ার্স এনিওয়ে।:))))
ডিসি
আপনার রেকো দেখে " প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বি' ইউটিউবে দেখে ফেললাম।
খাসা!!
আজ গুরুদেবের জন্মদিন
কুস্তি দেখুন। ভারতের জয় জয়াকার! রবি দাহিয়া,দীপক পুনিয়া দুজনেই সেমি ফাইনাল এ উঠলো! দারুণ!!
একেকটা উনিশ পয়সা। আর বেশ বড়ো বড়ো। আমি রোজ সাড়ে ন'পয়সার কলা খাই।
খেয়াল করে দেখুন পিছনে পাই ট্রলি ঠেলছে
পুরোনো দিনের রবীন্দ্রসংগীত শিল্পীদের রিভিউও অভ্যু করতেই পারে -- রেঞ্জটা খেয়াল করুন - পেন, চকোলেট, মাছ থেকে রবীন্দ্রসংগীত - -
কলার সাইজ কেমন? দেশ জানতে চায়।
উনিশ সেন্ট কলা র দাম ? এক একটা না এক কিলো ? হায় হায়। আমাদের এদিকে কলা ৩-৪ ডলার /কিলো সব সুপারমার্কেট এ । শিগগির বলেন। একটা কলা ইমপোর্টের কোম্পানি খুলি।
রিভিউ আছে বলেই নানান রকম জিনিস মানুষের পক্ষে বিশ্বাস করে কেন সম্ভব হয়। ফুড ডেলিভারি টু আমাজন টু গুডরিডস সর্বত্র রিভিউ এর ভীষন গুরুত্ব।
এন্ড অর আপনি খুলে ফেলুন কোম্পানি টা। সব কাগজ ভালো রিভিউ লিখবে
এ মা, আমি তো ফ্রেশ মার্কেটের দামী স্যামন মাছের রিভিউও লিখে থাকি, এছাড়া ট্রেডার জো'সের উনিশ পয়সার কলার কথাও কি ভুলে গেলেন?
অভ্যুবাবু তো ভাল রিভিউ লেখেনও। কলমের রিভিউ অতি উৎকৃষ্ট। ক্রোগারের সস্তার মাছের রিভিউও ভাল। তবে তার গুণগ্রাহী কেবল শ্রীমাইমা।
ভোর ছটায় উঠে খেলা দেখতে হবে? স্বয়ং মারাদোনা খেললেও সম্ভব না :)
হ্যাঁ ঐ তো আমরা-ই খেলা দেখেই প্রায় জিতিয়ে দিচ্ছিলাম আর কি, যেই এন-বি-সি এসে বললো ট্যাহা দাও নইলে স্ট্রিমিং বন্ধ, অমনি দুম দুম করে ভারত হেরে গেলো। তবে হ্যাঁ, তাও যে অনেকক্ষণ অব্দি আমাদের আশায় আশায় রেখেছিলো, এ-ই বা কম কী? অতো শক্ত প্রতিপক্ষের সামনে কুটোর মতো উড়ে না যাওয়াটাও অ্যাচিভমেন্ট। এর পরেরটা নিশ্চয়ই জিতবো।
আজকে আবার দেখবে তো? হকির সেমি ইস্টার্ণ টাইমে বোধহয় সকাল ছটা।
হ্যাঁ যদুবাবুর লিং মানে অসাধারাণ কিন্তু আধ ঘন্টা পরে কেটে দিল। তার মধ্যেই যা দেখার দেখে নিলাম। হকির পেনাল্টি কি রকম হয় কিছু জানতাম না, দেখলাম।