আসবে। একটা দুটো ইন্টারন্যাশনাল সাফল্যের ওয়াস্তা ।১৯৮৩ যেমন ভারতীয় ক্রিকেটের গেম চেঞ্জর।
নাবীনবাবু কিন্তু দুটো টিমকেই বহুদিন ধরে স্পনসর করে চলেছেন।
হকিতে ইনভেস্টমেন্ট আনা মুশকিল। ফুটবলেই পারছেনা। হকির খরচ তো আরো বেশি হবে। স্কুল লেভেলে খেলানো হলে হয়তো কিছু লাভ হয়, কিন্তু তার জন্যে আগে স্কুল খুলতে হবে আর বেসিকগুলো ঠিক করতে হবে। সবটাই চিকেন এগ সমস্যা।
মেয়েদের ক্রিকেট, ব্যাডমিন্টন, টিটি, হকি। কুস্তি এসবে ধারাবাহিক সাফল্য চাই।
@ar, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুজনরা 'না' বলায় আশা ছেড়ে দিয়েছিলাম। আপনি সত্যিই অসাধ্যসাধন করলেন। আর কোনও খেদ রইল না। ধন্যবাদ, আরও একবার।
দেশে ই-রুপি চলে এসেছে - আর কোনো সমস্যাই থাকবে না।
@এলেবেলে,
পাঠিয়ে দিয়েছি।
আরে ওটা তো খিল্লি ছিল।
অমিত, ভারতবর্ষের র হকিদলের সেমি তে উঠার পেছনে মোদীর ঠিক "কী" ভূমিকা আছে? একটু বলবে? জাতি জানতে চায়?
হকি তে দারুন এচিভমেন্ট । কি হয় এবার দেখা যাক।
এলেবেলে ধন্যবাদ
ছেলে মেয়ে দুটো দলই সেমিতে। গ্রেট, গ্রেট এচিভমেন্ট। আগেই বলেছিলুম মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। আপনারা শুনলে তো।
এখনো কেউ বলে বসে নি 'বাবা মেয়েরাও আবার হকি খেলে?"
মেয়েদেরটা একেবারেই অবিশ্বাস্য। গ্লোরিয়াস আনসার্টেনটি শুধু ক্রিকেটেরই একচেটিয়া নয় তাহলে .
উনিজির উপরে বিশ্বাস রাখুন, ভালো হবেই। ভারত আবার জগৎসভায় ইত্যাদি।
ইয়েসসসস
দুর্ধর্ষঃ। এবার এই খেলাতে যদি একটু স্পনসরশিপ আসে।
ইয়েস! মেয়েরা হকির সেমিতে...
মেয়েরা সেমিফাইনালে - ইতিহাস। শেষ কোয়ার্টারে ব্যাপক খেলা হল।
মেয়েদের হকিতে কোয়ার্টার ফাইনালে ভারত এখনও অবধি ১-০ এগিয়ে আছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে - দেখা যাক।
অরণ্য দা, চাপ নিও না। হকিতে জিতবোই।
"বেলজিয়াম, ব্রিটেন কিন্তু ২-২ ড্র হয়েছে। বেলজিয়াম অপ্রতিরোধ্য নয় "
ঠিক পর লীগে বছরে দুযেক আজ ভারত বেলজিয়াম কে হারিয়েছে | তবে ব্রিটেনের সাথে ২-২ টা হয়তো খুব প্রাসঙ্গিক নয় | ওটা গ্রূপের শেষ খেলা ছিল আর তার আগেই বেলজিয়াম গ্রুপে প্রথম হয়ে গিয়েছিলো |
কি জন্য দিলেন না বলে মনে হয়?
কোনি উপন্যাসে, বোধহয় শেষ ইভেন্টের আগে বাংলা-র ম্যানেজার দলকে বলছে - 'বাংলা আবার ভারতীয় সাঁতারে নিজের জয়গায়, (গলা কাঁপিয়ে এবং হাত শুন্যে তুলে ) উঠছে'
সাহেবদের হারানোর পর, ঐরকম মনে হচ্ছিল - ভারত আবার বিশ্ব হকিতে নিজের জায়গায় উঠছে। astroturf আমাদের অনেক পিছিয়ে দিয়েছিল, এখনও দেশের অনেক জায়গাতেই astroturf নেই, ধনী দেশগুলো সুবিধা পেয়েছে এক্ষেত্রে
ফোকাস কোনি, ফোকাস
বেলজিয়াম, ব্রিটেন কিন্তু ২-২ ড্র হয়েছে। বেলজিয়াম অপ্রতিরোধ্য নয়
**ক্যাজুয়ালটি
এইসব নিয়ে শুধু অলিম্পিকের সময় হৈ চৈ হয় আমাদের মিডিয়ায়, তারপরে সব থিতিয়ে যায়। অন্য সময় মিডিয়া শুধু ক্রিকেট টাইপের খেলা নিয়ে হুলুস্থুল করে, অন্য খেলাগুলোর ব্যাপারে প্রায় কিছুই বলে না।
গতবারের সেই আশা জাগানো জিমন্যাস্ট মহিলা তো মনে হয় এইবার আর যোগই দেন নি।
exactly
এই মা বাবার জীবন সার্থক করতে গিয়ে কত যে ক্যাজুয়ালিটি হয় :(
"সিন্ধু ভারতের সর্বকালের সেরা খেলোয়াড়! মা,বাবার জীবন সার্থক।"
এই জাতীয় লাইন পড়ার জন্যই মাবাবারা ছেলেপিলেদের অত চাপ দেন। সন্তান সর্বকালের না হোক অন্ততঃ পরিচিত গন্ডির মধ্যে "সেরা" না হতে পারলেই "মা,বাবার জীবন" নিরর্থক!
"এটা কতো বড়ো অ্যাচিভমেন্ট ভাবা যায় না।"
একমত | আমি ১৯৮০ এর সোনাটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না বয়কটের কারণ | ১৯৭৬ যে মন্ট্রিয়ল সপ্তম | ৭২ এর মিউনিখ এর ব্রোঞ্জের পর এই শ্রেষ্ঠ পারফরম্যান্স | আর একটা ব্যাপার খেয়াল করা দরকার | ১৯৭৬ এর মন্ট্রিয়ল অলিম্পিক এই প্রথম সিনথেটিক টার্ফ এর ব্যবহার |. অর্থাৎ অস্ট্রোটার্ফ জমানায় এটাই ভারতের সেরা পারফরমেন্স | মেডেল না আসলেও দু:খ নেই |
ওয়াপো অব্দি কলম নামিয়েছে |
আর উপরের ছবিটা আমার চেনা। :-)
দমদি ঃ)
আমি সোহাগকে বলছিলাম, এই ছবিটা অনেক আগে অন্য একটা বইয়ের জন্যে এঁকেছিলাম, কিন্তু সিলেক্টেড হয়নি, তারপর আরো কয়েকটা বইয়ের জন্যে চেষ্টা করেও কোন লেখকের পছন্দ হয় না, তাই সাইটে দরকার পড়লে এখানে ওখানে দিয়ে দিই।
সোহাগ বললো ইউ আর আ মীন আর্টিস্ট।