kk | 68.184.***.*** | ৩১ জুলাই ২০২১ ২১:১৭484784রঞ্জনদা,
আমি অবশ্য ঐ যাত্রাটা দেখিনি। গানটাও সরাসরি শুনিনি। আমি যখন খুব ছোট ছিলাম, লোডশেডিং হয়ে গেলে কাঁদতাম। তখন দিদি আমাকে ভোলাবার জন্য গাইতো। অবশ্য ভুল কথা দিয়ে গাইতো। বলতো -- "খনিগুলো মণি ভরা/ আমি খুঁড়ে তুলি রাশি রাশি সোনা/ তবুও আমার গোলপাতার ঘরে / জ্বলেনি জ্বলেনি রোশনাই বাতি"। ও কোথায় শুনেছিলো তা জানিনা। এবার অন্ত্যমিল যে হচ্ছেনা সে তো বাদই দিন। তবে অন্য কারুরও ঘরে বাতি জ্বলেনি শুনে আমার মনে হতো তাহলে লোডশেডিং হয়তো তেমন খারাপ কিছু নয়। গানের সুরটাও খুব ভালো লাগতো।
Abhyu | 47.39.***.*** | ৩১ জুলাই ২০২১ ২১:১৫484783দারুণ ভিডিও, ফিজিক্স ফর ফান!
Abhyu | 47.39.***.*** | ৩১ জুলাই ২০২১ ২১:০৭484782অমিত, অরিনদা তোমাকে মেল করবেন বলেছেন। ব্যস্ত আছেন একটু।
এলেবেলে | ৩১ জুলাই ২০২১ ১৮:৪৭484780ফোজ্জি, অবশেষে আশার জলাঞ্জলি দিলাম। সব পেলে নষ্ট জীবন! শকুন্তলা নরসিংহম আছে ও পড়া হয়ে গেছে। কাল থেকে চোখ রেখেছিলাম ভাটে, আপাতত ছুটি। আপনার এই পরিশ্রমের জন্য অশেষ ধন্যবাদ।
পিভি সিন্ধু সেকন্ড গেমে তাইপের মেয়েটির স্ট্র্যাটেজির সামনে কেমন গুটিয়ে গিয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলো না। অনেকগুলো ছাড়লো ভুল জাজমেন্টে। ওই মেয়েটির বুদ্ধিদীপ্ত ক্রস্ কোর্ট রিটার্নগুলো দেখার মত।
কেকে
পুরনো কথা মনে করিয়ে দিলেন।
"খনিগুলো মণিভরা, আমি তাই তুলে আনি দিনরাতি,
তবু আমার গোলপাতার ঘরে জ্বলেনি রোশনাই বাতি"।
শুনেছিলেম শান্তিগোপালের রক্তাক্ত চিলি বা অইরকম নামের কোন যাত্রাপালায়। তরুণ অপেরার মেয়েটির যেমন গানের গলা, তেমনই অভিনয়।
হাবুচন্দ্ররাজ | 2405:8100:8000:5ca1::144:***:*** | ৩১ জুলাই ২০২১ ১৭:৪৪484777হাবুচন্দ্ররাজ হতাশায় বললেন,
"ম্লেচ্ছদেশে কি শিক্ষিত সমাজ আছে,
তারা যেখানে আছে তাদের কল করুন-
যদি টাকা নেওয়া হয়, এটা তাদের।
4z | 2605:b100:12b:9549:84:c779:531f:***:*** | ৩১ জুলাই ২০২১ ১৭:২৭484776এলেবেলে, সরি, বই পাওয়া যায়নি। একজন শকুন্তলা নরসিমহনের বই অফার করেছে, আপাতত না করে দিলাম।
Amit | 193.116.***.*** | ৩১ জুলাই ২০২১ ১২:২৮484775ওহ সরি এই দেখলাম ।থ্যাংকু থ্যাংকু
Amit | 193.116.***.*** | ৩১ জুলাই ২০২১ ১২:২৭484774আরে দেবেন রে বাবা। ব্যস্ত আছেন হয়তো।
অপু | 2409:4060:10f:444a::1936:***:*** | ৩১ জুলাই ২০২১ ১২:২৭484773/আভি
অপু | 2409:4060:10f:444a::1936:***:*** | ৩১ জুলাই ২০২১ ১২:২৬484772আভি আঢি ভেজ দিয়া :))
Abhyu | 47.39.***.*** | ৩১ জুলাই ২০২১ ১১:৩৫484771
Amit | 193.116.204.56 | ৩১ জুলাই ২০২১ ১১:০২484770হ্যা হ্যা হ্যা
Amit | 193.116.***.*** | ৩১ জুলাই ২০২১ ১১:০২484770ইয়ে মানে ব্রতীন বাবু। অরিন র কনটাক্ট যদি একটু ইমেইল করে দ্যান সময় পেলে। ইমেইল যেটা লিখেছি ওটার মাঝে কোনো স্পেস থাকবে না. আগাম থ্যাংকু
b | 14.139.***.*** | ৩১ জুলাই ২০২১ ১০:২৭484769বাবা ব্রিটানিয়া (মনে পড়ে গেলো দিল্লিতে ব্রিটানিয়া কোম্পানীর সামনে বাস স্টপটার নাম ছিলো বরতানিয়া ) বিস্কুটও আজকাল ফরাসী ভাষায়। কালে কালে কতই হল, পুলি পিঠের ন্যাজ গজালো।
Abhyu | 47.39.***.*** | ৩১ জুলাই ২০২১ ১০:১৭484768জানাবো। এখানে রিভিউ গুলো বেশ ভালো বলছে
kk | 68.184.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৯:০৪484767অভ্যু,
কোকোনাট আমন্ড খুব ভালো হবে, সন্দেহ নেই। লেমনটা একটু কিন্তু কিন্তু লাগছে। চকোলেটের সাথে লেমনের ফ্লেভার ক্ল্যাশ করবেনা? খেয়ে জানিও কেমন। আমার আবার ডার্ক চকোলেট ছাড়া পছন্দ হয়না। ডার্ক চকোলেট আমার লাগে টীম বার্টনের সিনেমার মত :-)
ফন্টের জন্য ধন্যবাদ
b | 14.139.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৭:৩৪484765অলিম্পিক দেখি না ত্যামন। ওই খেলাটা ফলো করি। @ অপু
Abhyu | 47.39.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৭:১০484763আর আচ্ছা এইটা কেমন হবে বলে মনে হয়? https://theochocolate.com/coconut-almond-dark-chocolate?gclid=CjwKCAjwxo6IBhBKEiwAXSYBs1ZGk9BKF98yx0Irz1P9Ut0Z-gPhRArN8Ppr6czSohL1hs-CLEU3GRoCngUQAvD_BwE
Abhyu | 47.39.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৭:০৩484762কেকে আমি এইটে কিনলাম, আমার মিল্ক চকোলেট বেশি পছন্দ। এইটা খাই নি এখনো, আসলে ছানাদের নাম করে কিনেছি, বেস্পতিবার খাবো/খাওয়াবো।
:|: | 174.255.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৩:৩৩484761r2h | 2405:201:8005:9947:2d3c:4b16:9afb:5e19 | ৩০ জুলাই ২০২১ ১৫:৪০ প্রেক্ষিতে -- আপডেটের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
&/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৩:১৬484760আচ্ছা কেউ জানেন চানাচুর কীভাবে আবিষ্কার হল? ছোলাভাজা আর চীনেবাদামভাজা মিশিয়ে ফেলেছিল ভুল করে? তারপরে সেটাই শুকনো লংকার গুঁড়ো মিশিয়ে বিক্রি করে দিল ঠোঙায় করে করে?
&/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৩:০৭484759বুঝলে ব্রতীন, তোমার কথা ভেবেই তিনি লিখেছিলেন,
"নিঝুম নিশুত রাতে
একা শুয়ে তেতালাতে
খালি খালি খিদে পায় কেন রে?"
ঃ-)
&/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২১ ০৩:০৩484758বাঁধা মানে তো বন্ধন। আর বাধা মানে তো প্রতিরোধ। তাই না? একটা চন্দ্রবিন্দু কত তফাৎ করে দেয়, অথচ বলার সময় কিন্তু না বল্লেও চলে, "ওই দ্যাখো ভাই চাদ উঠেছে, তেতুল বনের বাকে বাকে জ্যোৎস্না পড়েছে।" বললেও বোঝা যায়। ঃ-)
অপু | 2409:4060:10f:444a::1936:***:*** | ৩১ জুলাই ২০২১ ০২:৫৭484756না তিনটে বাজে। কাটি।
গুড ডে আটোজ,কেকে, অভ্যু।
&/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২১ ০২:৫৫484755কেকে, সেইজন্যেই মনে হয় আজও লোকে ভালো কিছু পেলেই চেঁচিয়ে ওঠে, "খনি খনি, এ যে সোনার খনি" ঃ-)
অপু | 2409:4060:10f:444a::1936:***:*** | ৩১ জুলাই ২০২১ ০২:৪৯484754তা বটে কেকে। মোক্ষম ধরেছো। এখন বয়স্ক মানুষ টাকে চাপে ফেলে দিলে।
আচ্ছা খুজেঁ ( এটা অপশ্যানে এলো) দেখছি, চন্দ্রবিন্দু কোথায়?