সম্বিৎ | ২৮ জুলাই ২০২১ ২০:৩৬484603দে'জ পাঠায়।
aranya | 2601:84:4600:5410:c000:2e15:534:***:*** | ২৮ জুলাই ২০২১ ২০:২০484602কলকাতা থেকে কি কেউ আম্রিগায় বাংলা বই পাঠায় - কলেজস্ট্রীট, ধ্যানবিন্দু ইঃ ?
একক | ২৮ জুলাই ২০২১ ২০:১২484601হুলিয়ে বিক্কিরি হবা!!! শুধু গুরুতেই কত পাঠক তারপর প্রচার রয়েচে। রিসেন্ট পাস্টে মোস্ট পপুলার সিরিজ এটা ঃ))
সুকি | 49.207.***.*** | ২৮ জুলাই ২০২১ ১৯:১০484600যাঁরা নিমো-র বই বেরোনোর শুভেচ্ছা জানালেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিমো-র গল্প ভালোবেসেছেন এতেই আমি আপ্লুত -
দুই-চার কপি বই বিক্রী হলে আরো বেশী আপ্লুত হব :)
দলীয় কর্মীরা স্বাধীন চিন্তকের স্বাধীনতা মানতে নারাজ আর কি।
দলীয় কর্মী আর স্বাধীন চিন্তকের ভাবনায় তফাৎ থাকবেই। আবার স্বাধীন চিন্তকেরও নিজস্ব রাজনৈতিক মত আছে থাকে, ভোটের সময় এটা ব্যবহার করে সে। তো এই মাল্টি লেয়ারড ব্যপারটা ন প্রচুর সংখ্যক লোক অনুধাবন করতে এবং মানতে অক্ষম।
r2h | 2405:201:8005:9947:e090:5fe7:42f2:***:*** | ২৮ জুলাই ২০২১ ১৩:৩৬484598চটিচাটা প্রসঙ্গে মনে পড়লো, আগরতলায় আইপ্যাক টিমকে পুলিশ হোটেলে আটকে রেখেছে, মানিক সরকার তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন।
ওদিকে ত্রিপুরায় সিপিআইএমের ভলান্টিয়াররা কোভিড আক্রান্তদের বাড়ি রান্না করা খাবার পৌঁছে দেওয়া ইত্যাদি নানান কিছু করছে, কিন্তু পৃথিবী উদ্ধার করে দেওয়ামূলক কোন হম্বিতম্বি তো আদৌ দেখতে পাচ্ছি না।
পবঙ্গে এদের কিছু একটা সমস্যা আছে, কে জানে কী।
প্রিভিউ না আসা এক বিড়ম্বনা | 49.37.***.*** | ২৮ জুলাই ২০২১ ১৩:৩০484597
ইবাবা! ইনিও চটিচাটা?
ভয় | 49.37.***.*** | ২৮ জুলাই ২০২১ ১৩:২৮484595
উজ্জ্বল | ২৮ জুলাই ২০২১ ১৩:১১484594এ আই বট আর গুগল ট্রান্সলেটের ঠ্যালায় গু চ খুলতেই ভয় পাচ্ছি।
র২হ | 2405:201:8005:9947:f55d:701a:2f8b:***:*** | ২৮ জুলাই ২০২১ ১২:৪০484593এহ। এআই যেদিন এমন লিখতে পারবে তার পরদিন রোবট অ্যাপোক্যালিপ্স হয়ে মানব সভ্যতা হাওয়া হয়ে যাবে।
b | 14.139.***.*** | ২৮ জুলাই ২০২১ ১২:১২484592আমিও এ আই অনুপ্রাণিত কবিতা লিখিব
------------------------------------------------
রসগোল্লা মহাপ্রাণ ছারপোকা তক্তা নড়বড়
রোব্বারে পাঁঠা কাটে কসায়ের বধির খঞ্জর
পুরোনো তোষক সুতো ভোরবেলা বালিশ কাঁদুনি
গাছে গাছে মন্দ্রধ্বনি, হিসি করে কোন সে বর্বর ।
এলেবেলে | ২৮ জুলাই ২০২১ ১১:৪৯484591বই শুধু রিভারডেল এর টা না খুঁজে দিল্লির মনোহর এর ও খুঁজতে পারেন। আর পড়ে শুনে সতী বিষয়ে আগ্রহ হলে আরেকটা বিবলিওগ্রাফি রইল।
dc | 122.164.***.*** | ২৮ জুলাই ২০২১ ১১:২৫484590আলো চালু আছে জেনে খুব নিশ্চিন্ত বোধ করছি।
ওরে বাবারে! ওইটা ম্যান্ডারিন নাকি!
আরে | 2a0b:f4c1:2::***:*** | ২৮ জুলাই ২০২১ ০৮:১০484588ও মাল ওরকম কথা ফেলে দেখে। এইভাবে কথা বের করতে চায়। যদি আরো দুটো ঝগড়াঝাঁটি জানা যায় একটু কাদা ঘাঁটা একটু চাটনি খাওয়া ওটুকুই চায়। @কেন্নো
玫瑰 | 2a0b:f4c2:1::***:*** | ২৮ জুলাই ২০২১ ০৮:০৬484587翡翠在我意識的顏色中呈綠色,
紅寶石變紅了。
我仰望天空,
燈亮了
東到西。
看著玫瑰,我說“美麗”,
她很漂亮。
জাদ আমার চেতনা রঙে সবুজ,
রুবি লাল হয়ে গেল।
আমি আকাশের দিকে তাকাচ্ছি,
আলো চালু আছে
পূর্ব থেকে পশ্চিম.
গোলাপের দিকে তাকিয়ে আমি বললাম "সুন্দর",
সে খুব সুন্দর।
কেন্নো | 192.42.***.*** | ২৮ জুলাই ২০২১ ০৮:০০484586কে আবার কোন আইডি ফেরত দিল হে ফুটোওলা? তোমায় দিল বুঝি? থালে এইখেনে লিখে ফেলো ঝটাপট।
:|: | 174.255.***.*** | ২৮ জুলাই ২০২১ ০৩:০৩484585নিমোর বই বেরোবার জন্য যিনি প্রকাশনার সঙ্গে জড়িত আইডিটি ফিরৎ দিলেন, তাঁকে একটুও ধন্যবাদ দিলেন্না আবনারা ক্ষেউ!
সতী | 103.76.***.*** | ২৮ জুলাই ২০২১ ০২:৪৭484584বই শুধু রিভারডেল এর টা না খুঁজে দিল্লির মনোহর এর ও খুঁজতে পারেন। আর পড়ে শুনে সতী বিষয়ে আগ্রহ হলে আরেকটা বিবলিওগ্রাফি রইল।
https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/281296/16/16_bibliography.pdf
&/ | 151.14.***.*** | ২৮ জুলাই ২০২১ ০২:২৩484583লোকটি আবার বলেন চন্ডাল মানে নাকি দুষ্ট প্রকৃতির লোক!!!!!
&/ | 151.14.***.*** | ২৮ জুলাই ২০২১ ০২:২১484582রিভার্স দিয়ে এই হলঃ
You can put me in the expense book
With your bitter, twisted lies
You can kill me and make jackfruit,
But like Bad Bhatur, I will come back again
kk | 68.184.***.*** | ২৮ জুলাই ২০২১ ০২:১৯484581সিমোন বাইল্সের জন্য মনটা খারাপ লাগছে। ডিমনদের সাথে রোজ যুদ্ধ করা যে কী কঠিন কাজ!
Abhyu | 47.39.***.*** | ২৮ জুলাই ২০২১ ০২:০৭484580তুমি আমাকে খরচের খাতায় ফেলে দিতে পারো
তোমার তিক্ত, পাকানো মিথ্যা দিয়ে
তুমি আমাকে কিলিয়ে কাঁঠাল পাকাতে পারো,
কিন্তু বদ ভাটুরের মতো, আমি আবার ফিরে আসব
&/ | 151.14.***.*** | ২৮ জুলাই ২০২১ ০২:০৩484579স্যান্ডি, উনি তো টাইম পাসের জন্য ল পড়ছেন, আর মনে হয় গুর্চ তে আসবেন না। :-)
syandi | 45.25.***.*** | ২৮ জুলাই ২০২১ ০১:৪৩484578আহা বিশ্বজ যদি ইংরেজী গীতাঞ্জলির কবিতাগুলো এইরকম মেশিনে দিয়ে ট্রান্সলেট করে তারপরে টইতে তুলে দিতেন! কী সাংঘাতিক সব জিনিস বের হত একবার ভাবুন !!!! :-)
আপনি বিশ্বজকে আইডিয়া দেবেননা পিলিজ :-)
প্রচ্ছদ ঃ নির্ঝর
lcm | ২৮ জুলাই ২০২১ ০১:২৩484576মায়া অ্যাঞ্জেলু-র কবিতা Still I rise এর প্রথম প্যারা -
You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I’ll rise.
----
গুগল ট্রান্সলেট অনুবাদ করল --
আপনি আমাকে ইতিহাসে লিখতে পারেন
আপনার তিক্ত, পাকানো মিথ্যা দিয়ে,
তুমি আমাকে খুব ময়লা করে ফেলতে পার
কিন্তু তবুও, ধূলোর মতো, আমি উঠব।
---
&/ | 151.14.***.*** | ২৮ জুলাই ২০২১ ০১:০১484575আহা বিশ্বজ যদি ইংরেজী গীতাঞ্জলির কবিতাগুলো এইরকম মেশিনে দিয়ে ট্রান্সলেট করে তারপরে টইতে তুলে দিতেন! কী সাংঘাতিক সব জিনিস বের হত একবার ভাবুন !!!! :-)
4z | 184.145.***.*** | ২৮ জুলাই ২০২১ ০০:৩৮484574দমদি, একটা নতুন সোর্স পেয়েছি। ট্রাই করে দেখি।
এলেবেলে, মনে করার কিছু নেই। তবে আপনি করে কথা বললে খুবই মনে করব।