প্রচ্ছদ টা কোথায় দেখা যাচ্ছে ?
একক | ২৭ জুলাই ২০২১ ২৩:৫৮484572তবে প্রচ্ছদ ভালোলাগেনি। আলাদা করে আঁকা হিসেবে দারুণ, লেখার মিজাজের সঙ্গে বেমানান লাগচে। মোটা তুলি যতটা পল্লীর আয়তঘন অবয়বকে ধরেচে, নিমো গ্রামের আড্ডারংগীন রেখারঙ্গ থেকে ততটাই দূরে।
র২হ | 49.37.***.*** | ২৭ জুলাই ২০২১ ২৩:৫৫484571যাহ আমি কোথায় কন্ট্রোল ফ্রিক হলাম, বিশ্বজকে কন্ট্রোল করার ইচ্ছে মনে হওয়াতে তো বরং আমি ফ্রিক হচ্ছি! (বিশ্বজর টইগুলো ভয়াবহ জঞ্জাল এতে কোন দ্বিমত নেই)।
একক | ২৭ জুলাই ২০২১ ২৩:৫২484570সুকির বই বেরুচ্চে, অভিনন্দন !!
এলেবেলে | ২৭ জুলাই ২০২১ ২৩:৪৮484569ফোজ্জি (সবাই তাই লেখেন বলে লিখলাম, আশা করি কিছু মনে করবেন না) ও দ-দি অনেক ধন্যবাদ। আমি অপেক্ষা করতে রাজি আছি।
এই হুতো কেমন চোখের সামনে কন্ট্রোল ফ্রিকমত হয়ে যাচ্ছে।
আমাদের সোর্সগুলোতে নেই ফোজ্জি। আমি দেখে নিয়েছি।
এলেবেলে, আমি কয়েকজনকে বলেছি। পেলে বা না পেলেও কাল এইরম সময় নাগাদ জানিয়ে দেব।
4z | 184.145.***.*** | ২৭ জুলাই ২০২১ ২২:২৫484566এলেবেলে, একটু সময় দিন, দেখছি (যদিনা আগেই কেউ দিয়ে দেয়)।
অপু | 2409:4060:28c:d600::25c7:***:*** | ২৭ জুলাই ২০২১ ২২:০৭484565
এলেবেলে | ২৭ জুলাই ২০২১ ২১:১০484564গুরুজনের কাছে মাত্র একটি লেখা চাইছি। কেউ সাহায্য করতে পারেন? খ, রঞ্জনবাবু, দ-দি বা অন্য যে কেউ? এই বিষয়ে যাঁরা আমার পূর্বসূরী সেই সৈকত কিংবা সোমনাথ রায় লেখাটার খোঁজ দিতে পারেন? এই সেই প্রবন্ধ -
V. N. Datta – Sati: Widow Burning in India, Riverdale, 1988, pp. 19-70
aranya | 2601:84:4600:5410:1e5:3ed8:877f:***:*** | ২৭ জুলাই ২০২১ ২০:৩৫484563'লাভলিনা বরগোহাঞি বক্সিং এর কোয়ার্টার ফাইনালে গেছে' - এটা মিস করেছিলাম। ভাল খবর। নর্থ ইস্ট রকস
aranya | 2601:84:4600:5410:1e5:3ed8:877f:***:*** | ২৭ জুলাই ২০২১ ২০:৩২484562ওরে পাঠক, কেন তুই এত গাধা
বৃথা তোর গলা সাধা
- কবি নেতাই, থুড়ি অরণ্য
r2h | 2405:201:8005:9947:8c8d:55b8:5d18:***:*** | ২৭ জুলাই ২০২১ ২০:২১484561পাঠকদের বলিহারি। খেরোর খাতায় রোজ কত কত লেখা বেরোয়, তার মধ্যে অনেক ভালো ভালো বেরোয় - সেসব কী করে পাঠকদের নজরে আনা যায় তা নিয়ে কর্তৃপক্ষ নাজেহাল।
ওদিকে যেই বিশ্বজ লিখতে শুরু করলেন, অমনি সবাই দলে দলে তাঁর লেখায় শুধু মতামতই না, লেখা কপি করে ভাটে পেস্ট করে তা নিয়ে পর্যন্ত আলোচনা করতে শুরু করলেন। যেখানে বোঝাই যাচ্ছে লেখক জাস্ট খোরাক নিচ্ছেন বসে বসে।
বিশ্বজ'র লেখায় প্রথম কমেন্টটাই বোধহয় আমার যদিও, কিন্তু ব্যাপারটা এরকমই।
aranya | 2601:84:4600:5410:1e5:3ed8:877f:***:*** | ২৭ জুলাই ২০২১ ১৯:৩৩484560'সহজ কিন্তু সরল নয়' - সৈকত উবাচ
'সহজ ও সরল এর সরল টা ধরেছে'- হানু উবাচ
'পড়লে মনে হবে শীর্ষেন্দুর কিশোরোপন্যাসের জগতে ঢুকে পড়া হয়েছে' - সৈকত উবাচ
'ধুস্স্স সুকির নিমো আর শীর্ষেন্দুর কিশোরপোন্যাসের গ্রামের মধ্যে কোনও দূরতম মিলই নেই' - দ উবাচ
বড় লেখকদের ক্ষেত্রে এই হয়, লেখার বিভিন্ন অর্থ বেরোয়, বিবিধ পাঠ প্রতিক্রিয়া :-)
syandi | 45.25.***.*** | ২৭ জুলাই ২০২১ ১৭:২০484559&/, ইয়েস ম্যাম !
বোধিসত্ত্ব দাশ্গুপ্ত | 49.37.***.*** | ২৭ জুলাই ২০২১ ১৬:৪৮484558হ্যাঁ কোন মিল ই নেই। এবং ফ্র্যাংকলি অনেক বেশি ইন্টারেস্টিং। ছায়া সুনিবিড় শান্তির নীড় গড়ার কোন রাবীন্দ্রিক প্রয়াস ও নেই। তবে সরল ও গোলগাল এর মধ্যে গোলগাল টা না ধরে শুধু সহজ ও সরল এর সরল টা ধরেছে, এতে আমার ছেন্ছিটিব অন্তরাত্মারূপী মোগাম্বো দাশগুপ্ত খুশ হুয়া।
ক্যাপ্টেন নিমো। কোন কথা হবে না। আদি এবং অকৃত্রিম।
বলাই বাহুল্য আমি দুটৈ আনন্দ করে পড়ে থাকি। যেমন রাবড়ি আর ইলিশমাছ দুইই আহ্লাদ করে খাই। কিন্তু কেউ কারো সাথে তুল্যমূল্য নয়।
ধুস্স্স সুকির নিমো আর শীর্ষেন্দুর কিশোরপোন্যাসের গ্রামের মধ্যে কোনও দূরতম মিলই নেই। দুটো সম্পূর্ণ দুই রকম। তুলনাটাই ভুল।
b | 14.139.***.*** | ২৭ জুলাই ২০২১ ১২:২২484554লাভলিনা বরগোহাঞি বক্সিং এর কোয়ার্টার ফাইনালে গেছে। সেমিফাইনালে গেলেই ব্রোঞ্জ। আরেক নর্থ ইস্টার।
dc | 27.62.***.*** | ২৭ জুলাই ২০২১ ১১:৫৪484553সুকি ওরফে শীর্ষেন্দুর বই বেরলে অবশ্যই পড়বো :-)
গুরুচন্ডালি কমিউনিটির চাম্পিয়ন লেখক, সুকি কে অনেক অভিনন্দন আর অকুন্ঠ ভালোবাসা। সোনার হাত। তার যেন অচিরেই একটা কবিতার বই ও হয়।
সম্বিৎ | ২৭ জুলাই ২০২১ ১০:৩৪484551কোভিড হলে তো বুদ্ধি কমে যাচ্ছে।
https://newatlas.com/health-wellbeing/coronavirus-cognitive-deficits-brain-long-covid/
b | 14.139.***.*** | ২৭ জুলাই ২০২১ ১০:১৪484550আচ্ছা একটা কথা বলি। কদিন আগে কোন একজন মিনিস্টার বললেন না যে অক্সিজেন শর্টেজ হয় নি কিম্বা অক্সিজেনের কারণে কেউ মারা যায় নি এরকম একটা কিছু। সেই নিয়ে বিস্তর চেঁচামেচি হল না মিডিয়া ইত্যাদিতে।
আমার একজন চেনা দিল্লিতে থাকেন, নানা মিনিস্ট্রিতে সফটোয়ার সাপোর্ট দেয়। তো তার প্রতিবেশী, করোনা আক্রান্ত হয়ে প্রায় ৪৫ দিন হসপিটালে ছিলো। প্রথমদিকে সব কিছুর শর্টেজ, অক্সিজেন শুদ্ধু। আমার চেনা ভদ্রলোককে সেই সময় ওনারা যোগাযোগ করেছিলেন । সে ও অন্য অনেকে সাহায্য করায় ভাগ্যক্রমে ভদ্রলোক রক্ষা পান।
এখন সেই ভদ্রলোক খুব জোর গলায় বলে বেড়াচ্ছেন, অক্সিজেনের শর্টেজের কারণে কেউ মারা যায় নি, সবাই মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মারা গেছে।
কোন ওয়াশিং মেশিনে ব্রেনটা কাচা কে জানে ? আর এই সরকার ড্যাং ড্যাং করে টিকে থাকবে, শত্তুরের মুখে ছাই দিয়ে।
b | 14.139.***.*** | ২৭ জুলাই ২০২১ ০৯:৩৭484549কোয়ার্টার ফাইনালে না যাবার কোনো কারণ নেই। সেমিফাইনালে হবে কি না সেটা এখনো কালগর্ভে।
২০০০ সালের সিডনি অলিম্পিকসের কথা। সেবার রাউন্ড রবিন থেকে টপ চারটে টিম সেমিফাইন্যালে গেছিলো। রাউন্ড রবিনের সবচেয়ে খাজা টিম পোল্যান্ডের সাথে ড্র করলেই সেমিফাইন্যালে, এই রকম একটা অবস্থা ছিলো। ৫৮ মিনিট অবধি ড্র। ৫৯ মিনিটের মাথায় পোল্যান্ড একটা গোল দিয়ে দিলো। কি অবস্থা।
aranya | 2601:84:4600:5410:9c30:8d94:c81d:***:*** | ২৭ জুলাই ২০২১ ০৮:৫৫484548হকিতে স্পেন-কে ৩-০ , ঘুরে দাঁড়াচ্ছে মনে হয়
aranya | 2601:84:4600:5410:9c30:8d94:c81d:***:*** | ২৭ জুলাই ২০২১ ০৮:৩৭484547
সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৭ জুলাই ২০২১ ০৭:৩১484546
&/ | 151.14.***.*** | ২৭ জুলাই ২০২১ ০৫:১৮484545আজ ভাটিয়ালি এমন নিঃশব্দ কেন? কেকে, ব্রতীন, সে, ন্যাড়া, চতুর্মাত্রিক, যদুবাবু, স্যান্ডি প্রভৃতিরা আর অসংখ্য নিননি ---তাঁরা কই? ঃ-)
Abhyu | 47.39.***.*** | ২৭ জুলাই ২০২১ ০১:৩৪484544কিন্তু এ কি অবস্থা? https://www.ndtv.com/india-news/6-assam-cops-killed-as-clashes-on-border-with-mizoram-escalate-10-points-2495397?pfrom=home-ndtv_topscroll