বিতর্ক হয়েছে মুসলিম বলা নিয়ে। খেয়াল করুন মেয়েও বলা হয়েছে। কিন্তু মেয়ে উল্লেখ করা তো হয়েই থাকে এবং সেটা স্বীকৃত। মুসলিম উল্লেখ করায় সমস্যা হচ্ছে ওটা ধর্ম। অর্থাৎ বিতর্কটা পোলিটিক্যাল কারেক্টনেসের সমালোচনা করে নয়, পোলিটিকাল কারেক্টনেস প্রত্যাশা করে। এটা লিবারাল পজিশন।
অধীর চৌধুরীর টুইট দেখুন।
অবশ্যই বিজেপির পজিশনও একই, যদিও কারন আলাদা। ফলে গোল বেধেছে। একই গোল বেধেছিল তিন তালাকের পর।
এখানে আপনার উচিত লেফটের পজিশন তুলে পোবোন্দো লেখা। মানে জদি লেখেন আর কি!
পোলিটিকাল কারেক্টনেস এর সমালোচনা র নাম করে অপিনিয়ন দিতে সবাই ভালো বাসে। বিংশ শতকের ওয়েস্টার্ন ইন্ডিভিজুয়ালিজম এই টার্মসেই তৈরি হয়েছে । সমস্যা হল , ওয়েলফেয়ার স্টেটের বাড়ন্ত আমলে এই রেটোরিকাল পজিশন টা তৈরি হয়েছে। কিন্তু ওয়েলফেয়ার স্টেটের বস্তুতপক্ষে মৃত্যু ঘন্টার পরে এই পোলিটিকাল কারেক্টনেসের বিরুদ্ধে তৈরি হওয়া রেটোরিকাল পজিশন গুলি অচল। চিরকালের স্টেট ক্রিটিক রা এমনকি কৌম সমর্থক রা অনেকে স্টেট স্ট্রাকচার পুনরুদ্ধার এ ব্যস্ত তাই একটু লম্বা করে ভাবলে এই পজিটিভ ডিস্ক্রিমিনেশন বিরোধী , লেভেল প্লেয়িং ফিল্ড আছে ধরে নেওয়া টেকনোক্রাটিক পজিশন টা আসলে ধোঁপে টেঁকে না ।
রমিত | 202.8.114.130 | ২৪ জুলাই ২০২১ ০৯:৫৬
ডাইভারসিটি প্রোগ্রাম, উইমেন এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম, ব্ল্যাক হিস্টরি মন্থ, হিস্কপানিক কালচার সেলিব্রেশন, , ভেটেরান রিক্রুটমেন্ট , এলজিবিটিকিউ প্রাইড সাপোর্ট হিস্টোরিকালি ডাইভার্স কমিউনিটি আউটরিচ , এগুলি আমেরিকান কোং গুলিতে খুব কমন , মানে এতটাই কমন যে এগুলোৎপার্ট অফ এস্টাবলিশমেন্ট অথবা কর্পোরেট কমিউনিকেশন এর অংশ। এটুকু নিশ্চয়ই জানেন। আমাদের দেশে অসাম্য এতটাই স্বাভাবিক, বর্ণহিন্দু র হেজেমনি এতটাই বিস্তৃত যে লোকে মিনিমাম স্পেস ছাড়ে না।
আমি আইডেন্টিটি পলিটিক্সের পক্ষে নই, কিনতু পজিটিভ ডিসক্রিমিনেশনের মতৎলেজিট জিনিস ও যেখানে হয়নি সেখানে অতিরিক্ত উওক পলিটিক্স হচ্ছে বলেই মনে করি, বিশেষ করে নাম না বলতে পারার অথৃভুত ব্যাপার টা যখন করেছেন আধিকারিক , বাচৃচাটি না।
ফালতু কন্ট্রোভার্সি।
উফ্ফ!
যাগগে রমিত, বটকে রেসপন্ড করাও শেখাচ্ছে দেখেছেন? সেই অ্যালেক্সা বলে না আমি এইটে সম্বন্ধে আস্তে আস্তে শিখছি আমাকে আরো কিছু তথ্য দাও। অবিকল ঐরকমভাবে।
লেখাটার উৎস সম্মন্ধে আপাতত ওয়ার্কিং থিওরি হল সেটা সম্ভবত কোনো এ আই এর লেখা।
@দ
Translate->Reverse translate জাতীয় কাজ কদাপি করবেন না।
আমরা যখন ৮০-৯০র দশকে AI / ML শিখতে আরম্ভ করি তখন একটি চুটকি গল্প চালু ছিল।
The spirit is willing, but the flesh is weak জাতীয় অলঙ্কার সমৃদ্ধ বাক্যকে রুশ ভাষায় অনুবাদ করে ইংরেজীতে প্রতি-অনুবাদ করার পর পাওয়া যায় The vodka is good, but the meat is rotten.
out of sight, out of mind -> invisible, insane
আরেকটি মজার কাজ ছিল Racter বা Eliza নামক bot এর সাথে কথোপকথন।
Do you know why the monkey ate the typewriter? জাতীয় দার্শনিক কথা বলতো Racter.
অনেক ধন্যবাদ। Abhyu র ইংরেজী ও ফরাসী অনুবাদগুলির পরিপ্রেক্ষিত অবজ্ঞাত ছিলাম।
সৈয়দ মুজতবা আলির ভাষায় - য়াল্লাহ অব সমঝলন বা ...
কিন্তু আমি ভাবছি মূল গল্পটি কোন ভাষায়, যা থেকে এমন মনঃপীড়াদায়ক অনুবাদ বের হয়। Google অনুবাদক এতোটা অকেজোও নয়। এমন একটি আমাশা সাধারণতঃ চীনে জাপানি বা কোরিয়ান লেখাকে মেশিন দ্বারা ইংরেজিতে অনুবাদ করলে নির্গত হয়।
@sm
Niger নদীর নামের ব্যুৎপত্তি নিয়ে কয়েক যুগ ধরে মতানৈক্য রয়েছে।
এক মুনির মত নিম্নরূপ :
Niger নদী প্রাচীন কাল থেকেই ইউরোপীয়দের নিকট পরিচিত। Herodotus, Pliny, Strabo এবং Claudius Ptolemius (জ্যোতির্বিদ্যা ও ভূগোলশাস্ত্রবিদ) এই নদী সম্পর্কে সম্যক জ্ঞাত ছিলেন আর শেষোক্তজন তার ভৌগোলিক অক্ষাংশ দ্রাঘিমাংশের বিবরণ দিয়ে গেছেন।
NIger নদীর নাম গ্রীক ইতিহাস রচয়িতা Herodotus Sudanic বা Berber ভাষার মূল থেকে নদীর নাম (ger n'ger - নদী সকলের মধ্যে নদী == শ্রেষ্ঠ নদী ) নিয়ে গ্রীক ভাষায় Νίγειρ লিখেছেন , যা পরে রোমান ইতিহাসবেত্তা Pliny Latin এ লিপ্যন্তর করে Niger বানানে লিখেছেন। সমস্যা আরম্ভ হয়েছে Latin ভাষায় Niger নামের homonym (বাংলা প্রতিশব্দ জানিনা ) niger শব্দের অর্থ কৃষ্ণবর্ণ। তারপর ষোড়শ শতাব্দীতে Portuguese ঔপনিবেশিক তান্ডবের কালে Niger == Negro অর্থ তৈরী করা হল
Fishy, very fishy ...
Ref:
The Niger and the Classics: The History of a Name, Meek C.K., The Journal of African History, 1(1), pp. 1-17, 1960
ঠিক্কথা ১১টা ১। গঢ়মের দেশে রাজবেশ এরচেয়ে আর কি ভালো হবে! কিন্তু হিন্দি মুভি বানালেই সকলকে ধড়াচূড়া পরিয়ে দিতো।
আবার gc কেন?
এলসিএম
আমি এই ভাবে নতুন লগিন বানিয়ে নিয়েছি।
বোধিসত্ত্ব
আমার এক বন্ধুর কাজ, ভাল কাজ। লঞ্চ করল।
এলেবেলে, সৈকত (দ্বিতীয় ) , সোমনাথ দাশগুপ্ত একটা করে নিজের নাম সহ হোয়াট্সয়াপ মেসেজ করে রাখবেন / রেখো / রাখিশ। আমার সব উড়ে গেছে হোয়াট্সায়াপ মেসেজ, কন্ট্যাক্ট খুজে খুজে করা খুব চাপ। তাও করলাম , ভুল করে থাকতে পারি। শুধু ব্রতিন এর টা আছে, কদিন আগেই কথা হয়েছে। ফাল্তু হ্যাসল এর জন্য ক্ষমাপ্রার্থী , এটা আমার ই ছাগলামো।
বৃন্দাবনের লীলা অভিরাম অসম্ভব বোরিং গান। অথচ আমার ঠাকুমাস্থানীয়াদের দেখতাম চোখ দিয়ে জল পড়তে।
ওখানে যা গরম !
কদিন আগেই হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত ইত্যাদিদের পোষাক নিয়ে কথা হচ্ছিলো। দাক্ষিনাত্যেও একই প্রকার রাজবেশ চালু ছিলো মনে হয়। চালুক্যরাজের এই ছবিটা দেখে মনে হলো। https://www.anandabazar.com/editorial/essays/todays-so-called-vengeance-is-just-the-incident-of-the-past/cid/1294514
ব্যাপারটা এতো সোজা নয়। আজকে ধরুন আপনার কোম্পানিতে একটা লোক নতুন কাজে ঢুকেছে। কতৃপক্ষ ব্যাপার টা যদি এভাবে ঘোষণা করে, এই দেখো আমরা একজন মেক্সিকান কে কাজে নিয়েছি, বা একজন মুসলিম কে কাজে নিয়েছি, বা একজন হিন্দু কে কাজে নিয়েছি । বাজে লাগবে না শুনতে ?
তোতাপুলি
তোতাপুরী আম হয় তো। দেখতে একটু বিদঘুটে যদিও।
উচ্চমাধ্যমিকে প্রথম আর তাকে মুসলিম বলে পরিচয় দেওয়া এই নিয়ে এত গন্ডগোল হচ্ছে, সবাই হট্টগোল করে কেবল মহুয়া মহুয়া করছে, আমি তো প্রথমে ভেবেছিলাম যে ফার্স্ট হয়েছে বুঝি তারই নাম মহুয়া। :-)
আগেরবারের অলিম্পিকে জিমন্যাস্টিকে ভালো করেছিলেন ত্রিপুরার একজন জিমন্যাস্ট মহিলা। এইবারের অলিম্পিকে তিনি কি যোগ দিয়েছেন?
খবর না নাটক আলাদা করে বোঝার উপায় নেই। চক্রবৎ চলছে । পঞ্চ প। পরনিন্দা পরচর্চা পেরেম পরকীয়া পলিটিকস। আবার শুরু থেকে রিপিট। এইভাবে চক্রাকারে চলছে। সুখানি চ দুখানি চ।
ম্যাংগো পাবলিকের কাছে কি পরিমান ফালতু টাইম আছে , এই ফার্স্ট হওয়া মেয়েটাকে মুসলিম বলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি থেকে বোঝা যায়। আর এদিকে মেনস্ট্রিম মিডিয়া তো রাজ কুন্দ্রার স্ক্যান্ডালের খবর পেয়ে একেবারে হাতে চাঁদ পেয়ে গেছে। ফুল টাইম খেউরের মেলা চাদ্দিকে।
টিম, এইসব 'কুলপ্রদীপ'রাই কি বলত, "বৌদের বেশি লাই দিও না, নিয়মিত পিটুনির উপরে রাখো ভাই। নহলেই বিগড়ে যাবে" ?
এ আর নতুন কি? জিনর্ভা কিং এর বাড়ি থেকে যে স্কট ফিটজেরাল্ডকে তাড়িয়েই দিল "poor boys shouldn't think of marrying rich girls" বলে, তার বেলা?
সবই তো কালচারাল ম্যাচিং কালীদা!
এতক্ষণে পিছনের পাতায় গিয়ে ডিসির উত্তর দেখলাম।
আরে ডিসি, তাহলে তো আপানার গণিতপ্রিয় হবার নেপথ্যে সিপিএম!!!!! কী কান্ড! ঃ-)
কবি হয়তো এ জানলে লিখবেন,
"আহা উত্তাপে কত দুর্যোগ
শুধু আম ছিল বলে রক্ষা"