সোমনাথ আমার বাড়ী তে এসে গোটা ৪/৫ সোভিয়েট ইউনিয়নে স প্রকাশিত বই নিয়ে গেছে যে গুলো তাখন ও পায়নি। অদ্ভত ছেলে অবাক করা ডেডিকেশান
অপু | 2409:4060:314:e226::20d7:f8ad | ২০ জুলাই ২০২১ ১২:৫৪
আমি খুব ই খারাপ মধ্যমানের সিপিএম, আমার পক্ষে আনন্দমেলা প্রকাশনা আদর্শ ভালো লাগা সম্ভব না। টিন এজ কে যারা বাংলায় প্রথম বিপণনএর প্রয়োজনে ব্যবহৃত ডেমোগ্রাফিক ক্যাটিগোরি বানালো, তাদের আমার কি করে ভালো লাগবে। আমি তো একেবারে পুরোনো বাজে সিপিএম। আর কম্প্রোমাইজ্ড সেল আউট খারাপ মধ্যমানের সিপিএম বলে , তোকে মারাও সম্ভব না।
;-)
এই স্কিম টার নাম হল, দুয়ারে দাশগুপ্ত।
;-)
সোমনাথ সম্পর্কে একটা আর্বান লেজেন্ড প্রচলিত আছে। আজকাল পৌরসভা নাকি কোনো বাড়ি ভেঙে ফেলার আগে মালিক কে জিগ্যেশ করে দাদা আপনাদের বাড়িতে কোন বই নেইতো , যদি থাকে আপনার সোমনাথ দাশগুপ্ত র এন ও সি লাগবে। আর যদি কেউ অবাক হয় তাকে বলা হয় যে প্রতিটা আর্কাইভস কে ঘোরাবো ভাল্লাগবে? সিংগল উইন্ডো এন ও সি বলছি নিয়ে আসুন।
;-)
হি ইজ কমপ্লিট বংকার্স। অ্যান্ড উই লাভ হিম। -ঃ )))
আজ বইপোকা তে ফটো দিলাম ।সত্যজিৎ লীলা মজুমদার আর নালিনীদাস এর সই করা গ্রাহক কাৰ্ড :))
সন্দেশগুলো তো পেটে গ্যাছে
প্রচুর দেশ কিশোর ভারতী সন্দেশ আনন্দবাজার পত্রিকা ছিল। আমি সেই ছোটবেলা থেকে সন্দেশের গ্রাহক ছিলাম। কিন্তু জায়গার এভাবেশুধু আনন্দমেলা গুলো ই রাখা হয়েছে । মনেহয় দেশ ওই সময়ের নেই। তাবেক বার খুজে দেখবো .
অভ্যু আমার টো টা টা টা ল বদনাম করছে ।অবশ্য খারাপ কিছু বলেনি রমিত বাবু ।।ল্যাদ ই হচ্ছে আমারজীবনের থিম .:))))
@abhyu ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার হা হা
রমিতবাবু, আপনি ব্রতীনদাকে চেনেন না, চিনলে কক্ষনো স্ক্যান করার প্রস্তাব দিতেন না। ও বড়জোর প্রথম পাতার একটা ফটো তুলবে তাও ল্যাদ খেয়ে পোস্ট করতে পারবে না :)
কিন্তু সে গন্ধ পেলেই অন্য কেউ কিছু একটা সিম্বল নিয়ে, /\ বা ?? বা অন্য কিছু, ধরে নিন তার নাম হবে সোমনাথ, এসে পড়বে :)
সাহারায় শিহরণ !
ইন রিয়েল লাইফ। এটা আমার শোনা/দেখা এখনো অব্দি অন্যতম সেরা এডভেঞ্চার এর ঘটনা । একবার দেখুন ভি ডি ও টা । কথা দিচ্ছি, পস্তাবেন না।
বি,
ঠিক বলেছেন।
অনেক আগে, সেই সাদাকালো দূরদর্শনের যুগে একটা ইংরেজি সিরিয়াল হত, নামটা সম্ভবতঃ আ হ্যান্ডফুল অফ স্কাই। তাতে মিলিন্দ সোমান (তখন সাহসী এবং সেন্সরের কেস খাওয়া মডেল) এবং শিবাজী সাতম প্রধান ভূমিকায় ছিলেন। শিবাজী মারাঠি স্টেজ থেকে আসা ভাল অভিনেতা।
এখন প্রায় ২৫ বছর ধরে সি আই ডি সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় সারাক্ষণ ভ্রু কুঁচকে দাঁত খিঁচিয়ে থাকা স্টেনসিল অভিনয় করে বেশ বাড়িগাড়ি করে নিয়েছেন। কী খারাপ অভিনয়।
অপুবাবু, পুরনো শারদীয়া দেশ আছে আপনার কাছে? এই যেমন ১৯৮৫ বা তার আগের?
এল সি এম দা, :)))))
সি আই ডি মানে মাথায় টাকওয়ালা ভদ্রলোক সব সময় হা* চেপে থাকা মুখ নিয়ে কথা বলেন সেইটা?
আমিও লিখব - "মিঠুনদা সিনেমায় কখনও নাচেন্নি" । তারপরে সিজিদ্দাকে বলব বানাতে - ওয়েব সিরিজ না - সিনেমা সিরিজ - চৌত্রিশ সিকোয়েলের, বাঙালি চৌত্রিশ সংখ্যাটা খাবে - রঙিন না, সেপিয়া তে, রহস্যটা খুলবে ভাল - ডায়ালগে প্রচুর এফ ওয়ার্ড থাকবে, যেমন - ফেকু, ফালতু, ফিরনি, ফূর্তি, ফ্যান্টা - -
বোধি দা, প্লিজ কিছু পুরোনো আনন্দমেলা
পড়ো। না ভালো লাগলে আমাকে কেলিও
( অফার ভ্যালিড ফর বোধি দা অনলি :))) )
সব আনন্দমেলা গুলোর ফটক তুললাম। কিন্তু সাইজ বড় বলে আপলোড করতে দিচ্ছে না। চেচামেচি করছে
@অভ্যু অরিত্রসূদনের রিভিউ পড়েছিলাম, মাাথা থেকে বেরিয়ে গেছিল। হ্যাঁ এক - দু বছর আছি। তাই নতুন বলা চলে বই কি।
আসেন্নি। যথা, 'মিঠুন্দা নাচুন্না!'
এসিপি প্রদ্যুম্ন, সিআইডি সিরিয়েল। তখন আমেরিকায় ভারতীয় চ্যানেল দেখার জন্যে কী একটা বাক্স পাওয়া যেত, তাতে অল্প কটা চ্যানেল আসতো, আর তাতে যা দেখা যেত তার মধ্যে এইটা ছিল সবচে দেখার মত। কোন উইকএন্ডে আর ভালো কিছু করার না থাকলে দল বেঁধে বসে সিআইডি দেখা মজার বিনোদন ছিল।
আরও আগে আমরা টালিগঞ্জে একটা বাড়িতে থাকতাম, সেখানে একটা টিভি ছিল। আমাদের টিভি না, বাড়ির টিভি। আমরা সেটাকে সাদাকালো জানতাম, ওই বাড়ি ছাড়ার সময় বাক্স প্যাঁটরার ধাক্কা লেগে রঙীন ছবি আসতে শুরু করেছিল। কেবল টেবল ছিল না, টিভিটা নিজের মর্জিমত চলতো কোন কোন দিন। সেই সময় আঁখে বলে একটা সিরিয়েল হত, ওটা হল সিআইডির পূর্বসূরী।
আমি একটা রহ্যস্য উপন্যাস লিখবো, "রবীন্দ্রনাথ কখনো কিছু লেখেননি"। সেটাই হবে শতাব্দীর সেরা রহস্য উপন্যাস।
হিন্দি টিভি সিরিয়ালে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এর চরিত্রের নাম প্রদ্যুম্ন - ইংরেজি বানানে লিখছে প্রদ্যুমান। কাঁপাকাঁপি ব্যাপার।
"রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি" - এটা একটা রহস্য গল্প।
গুরুসঙ্গে আজ প্রভূত জ্ঞানার্জন হল।
আচ্ছা "আসেননি" এটা কি ঠিক? নাকি "আসেন নি" ? অথবা দুটোই ঠিক? অনেকেই দেখি লেখেন, "করেননি" , "বসেননি" , "শোনেননি" --
এই আন্দমেলাজনিত অশান্তি, নেহাতই পাপের ফল। গতকাল যখন জৈন ধর্ম এবং কুকুর বিষয়ে একটি পোস্ট কলোনিয়াল ডিসকাশন হচ্ছিল, তখন সামান্য একটি প্রবনদো দিয়ে সাহায্য করা হতো, তাইলে আজ এই আলোচনা শুনতে হতো না। অন্ততঃ যে সারমেয়কুল চিরতরে নিরিমিস্যের ফাঁড়া থেকে রক্ষা কল্লো, তাদের জন্য ভ্যাজ টাইগার বিস্কুট বরাদ্দের প্রতিবাদ না করলে -- এইই হয়। ক্ষী আর বোলবো!
উফ্ফ বাবা পুনরায় আনন্দমেলা। জীবনে কোথাও শান্তি নেই :-))))
রমিতবাবু গুরুতে এক্কেরে নতুন :)
অরিত্রসুদনের রিভিউ আছে।
https://www.guruchandali.com/comment.php?topic=20091
ব্রতীন বাবু আপনি আন্দোমেলা গুলো scan করে এক এক করে আপলোড করতে থাকুন। বাঙালি আপনাকে দু হাত তুলে আশীর্ববাদ করবে। দারুন কাাজ হয়ে থাকবে একটা।
এর আবার সেকেন্ড পার্ট আছে রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি। ওটা আরো ঝুল।
@ অভ্যু হ্যাঁ এটা পড়েছি। বাংলাদেশের এক লেখকের রহস্য উপন্যাস। 10 এ সাড়ে ছয় দিতে পারি বড়জোর। এইটা নিয়ে তো সিজিত ওয়েব সিরিজ বানাচ্ছে শুনলাম আবার।