কাল আমি অ্যানচোভি পেস্ট কিনব ঠিক করেছি, কিন্তু পেস্ট দিয়ে কি বানাবো ঠিক করি নি এখনো। (অপুবাবুর মতো পোস্ট।)
বাহ আমি খুবই ইম্প্রেসড (দমুদির উপরে) আর চমৎকৃত (বইটার নামের ব্যাপারে)।
হুঁ
আচ্ছা আপনারা কেউ "রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি" নামে কোনো রহস্য উপন্যাস পড়েছেন?
অভ্যু
খালি প্রদুম্ন? ওতে দয়া, অভিজিত? ফরেনসিক ল্যাবে ভাঁড় সোলাংকে? আর শেষে টেনে থাপ্পড়? শিবাজী সাতম এর মত অভিনেতার সারাক্ষণ দাঁত খিঁচিয়ে
সুপ্রভাত ব্রতীন্দা। আনন্দমেলাগুলো স্ক্যান করে ফেলা ভালো। চিরস্থির কবে নীর ইত্যাদি।
শারদীয়া আনন্দমেলা, অতীব পুষ্টিকর জিনিস। আমি কলেজ ষ্ট্রীট থেকে তিল তিল করে একেবারে প্রথম বর্ষ থেকে সব কটি শারদীয়া সংগ্রহ করেছি। 2015 এর পর থেকে খুব কষ্ট হলেও আর শারদীয়া আনন্দমেলা কিনি না। এত বাজে হয়ে গেছে।
সুপ্রভাত এলসিএম দা, অভ্যু,আটোজ
ন্নাহ বলেই দি, lcm এই হল গিয়ে জিনিস https://en.wikipedia.org/wiki/CID_(Indian_TV_series)#ACP_Praduyman_(1998-2018)
ইনি https://en.wikipedia.org/wiki/Shivaji_Satam
হ্যাঁ, এইসব বিষয়ে গুগল করলে আঁতের কথা জানা যায় না। নানারকম কেঠো কেঠো জিনিস জানা যায় খালি। এই যে সম্রাট অশোকের অন্তরঙ্গ ব্যাপারগুলো-এসব কি আর সাম্রাজ্যবাদী গুগলে পাওয়া যায়?
>>আনন্দমেলার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সদাশিবের গল্পগুলো।<<
গুগল করলে এইজাতীয় স্টেটমেন্ট বেরোবে - তার চেয়ে গুরুতে জিজ্ঞেস করাই তো ভালো
আতোজের প্রতি আমার ভক্তির সীমা নেই। দিনের পর দিন কেউ যে এই ভাবে গুগুল না করে শিশুর মতো কৌতূহলে প্রশ্ন করতে পারে - এ মানে সত্যি অসাধারণ!
আহা আপনারা আছেন তো! ঐ অত্যাচারী সাম্রাজ্যবাদী দক্ষিণপন্থী ইয়ে মানে ইয়ের কেন সাহায্য নেবো? ঃ-)
আতোজের প্রতি আমার ভক্তির সীমা নেই। দিনের পর দিন কেউ যে এই ভাবে গুগুল না করে শিশুর মতো কৌতূহলে প্রশ্ন করতে পারে - এ মানে সত্যি অসাধারণ!
ল্যাদোশদা, মিঠুদিকে জিজ্জেশ করো, উনিই বোধহয় একমাত্র ব্যক্তি যিনি দয়ার খবর রাখেন - কুছ তো গড়বড় হ্যয়
আচ্ছা, আশালতা সিংহ কে গো? ফেবুতে ঢুকলেই চারিদিকে এই নাম শুনছি । ভয়ে আর দেখাই হচ্ছে না, কারণ মাইলখানেক করে কমেন্ট চলছে। ঃ-)
প্রদ্যুম্ন বলতে চাইলেন মনে হয়।
কিন্তু ,অভ্যু আবার কি সব গোয়েন্দার নাম দিল - গোয়েন্দা প্রদ্যুমন - ইনি আবার কে ?
বর্তমান তো শুধু লিস্ট বানাতেই ব্যস্ত রইল - কাকে কাকে ভয় পায় না - এইসব।
আর, সেই সত্যযুগ তো নেই, ক্লাইমেট চেঞ্জের চাপ বসুমতী ও আর নিতে পারল না। যুগান্তর আর কালান্তর - ওরাও অন্তর্বর্তী সময়ের চাপ নিতে পারল না।
হীরকজয়ন্তী কত বছরে হয়? কেউ বলছে ৭৫ , আবার কেউ দেখি বলছে ৬০! কেউ কনফিউশনটা ক্লিয়ার করুন প্লীজ।
দাড়িদাদু "দেশ" এও লিখতেন মনে হয়। কারণ 'দেশ সুবর্ণজয়ন্তী গল্প সংকলন' এ দাড়িদাদুর গল্প পেলাম।
আর বর্তমান?
"কথায় বলে, আজ আছে কাল নেই, আমি বলি কাল আছে আজ নেই..."
কিন্তু আমরা কি দেখি -
আজ বা কাল নয়, কোনোরকমে টিমটিম করে আজকাল টিঁকে আছে, বিক্রি নেই, বাটা (জুতোর অ্যাড) ও নেই।
তবে দেখুন জনপ্রিয়তা দেখে কিছু টানা উচিৎ না। গোয়েন্দা প্রদ্যুমন, বিশ্বাস করুন, আমার অতি প্রিয়পাত্র - কিন্তু তারও, মানে সে কি দশা :(
এলসিএম, "সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান।" বিরিঞ্চিবাবা বলতেন। ঃ-)
হুঁ, আগে মনে হয় ওঁরা শুধুই পূজাবার্ষিকী হিসেবে বার করবেন ভেবেছিলেন। পরে জনপ্রিয়তা দেখে নিয়মিত মাসিক পত্রিকা করে ফেলেন।
এবিপি তো এগিয়ে থাকে, এগিয়ে রাখে - তো, সময় ব্যাপারটাকে এবিপি কিরকম ফ্লেক্সিবল, তরল করে দিয়েছে - ভাবা যায়, ডালি ফালি তো এবিপির কাছে নস্যি।
দাড়িদাদুও আনন্দমেলাতে লিখত। তবে আর শীর্ষেন্দুর দোষ কি?
আনন্দমেলা নিয়ে সেই জন্য একটা কনফিউশন আছে - পত্রিকাটি শুরু ১৯৭৫এ, কিন্তু পুজো সংখ্যা বেরোতে আরম্ভ করে ১৯৭১ থেকে --- উফ! হাই-ফাই কনফিউশন !
এই ইতিহাস থেকে ১৯৪০ এর ব্যাপারটা ক্লিয়ার হল। তারপরে ১৯৭১ প্রথম শারদীয়া। তারপরে ১৯৭৫ থেকে কখনো মাসিক কখনো পাক্ষিক কখনো সাপ্তাহিক পত্রিকা।
আগের লিস্টে ১৩৪৭(বঙ্গাব্দ) /১৯৪০ দেখে খানিকটা ঘাবড়ে গেছিলাম। ঃ-)